বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য পদে আসীন আদিবাসী অধ্যাপক
কারামন্ত্রীকে সম্বর্ধনা সিউড়ি পৌরসভার
রাজ্যের কারা মন্ত্রীকে তুলোধোনা করলেন বিজেপি সভাপতি
আরজি করের ঘটনায় কড়া মন্তব্য করলেন রাজ্যের জেলমন্ত্রী চন্দ্রনাথ সিনহ
আরজি করের ঘটনায় কড়া মন্তব্য করলেন রাজ্যের জেলমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রেফতারকৃত সঞ্জয় রায় যেন ধনঞ্জয় না হয়। সিউড়িতে তৃণমূলের সভায় একথা বলেন তিনি।
আর জি করের ঘটনায় পথে কলেজ শিক্ষক থেকে পড়ুয়ারা
মেডিকেল ছাত্রীর মৃত্যুতে কলেজের ছাত্রীদের সড়ক মিছিল
মেডিকেল পড়ুয়া ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ও বিচারের দাবিতে পথে নামলেন স্কুল ও কলেজের পড়ুয়ারা। বৃহষ্পতিবার সকালে বিশাল মিছিল করে নলহাটি শহর প্রদক্ষিণ করেন।
আর জি করের প্রাক্তন অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ
আর জি করের ঘটনার প্রতিবাদে পথে পদ্মশ্রী প্রাপক লোক সংগীত শিল্পী রতন কাহার
আদিবাসী ছাত্রী মৃত্যুর প্রতিবাদে আদিবাসীদের বিক্ষোভ
আর জি কর ঘটনায় পথে নামলেন ছাত্র সমাজ
উই ওয়ান জাস্টিস’ এই বাক্যই তুলে ধরে আর জি করের ঘটনায় পথে নামলো বীরভূমের ময়ুরেশ্বর থানার কোটাসুর সহ বিভিন্ন এলাকার ছাত্র সমাজ।তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন।প্রত্যেকের দাবি একটাই ‘বিচার’।
সোনাঝুরি হাট সপ্তাহে তিন দিন বন্ধ, পরিবেশ রক্ষায় সিদ্ধান্ত
বন দপ্তর ও সোনাঝুরি হাট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, সোনাঝুরি হাট সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে। পরিবেশ দূষণের কারণে এখন থেকে শুক্র, শনি, রবিবার ও সোমবার হাট বসবে, বাকি তিন দিন বন ও হাটের পরিচর্যা করা হবে।
বগটুই হত্যাকাণ্ডে নয়া মোড়, অভিযুক্তদের চিনতে পারলেন না স্বজনরা
বগটুই হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৪ জনকে আদালতে পেশ করা হলে স্বজনহারা তিন ভাই তাদের চিনতে পারেননি। ২০২২ সালের ২১ মার্চের এই ঘটনায় ২৩ জনের নামে চার্জশিট গঠন হয়েছিল। প্রথম সাক্ষ্য গ্রহণের দিনেই এমন ঘটনা ঘটায় আইনি এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।