Back

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য পদে আসীন আদিবাসী অধ্যাপক
Suri, West Bengal:
বিশ্বভারতীর ইতিহাসে এবার নজির সৃষ্টি।এই প্রথম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য পদে নিযুক্ত হলেন বিশ্বভারতী কর্মসমিতির সদস্য তথা পল্লি শিক্ষাভবনের অধ্যক্ষ, অধ্যাপক বিনয় কুমার সরেন।
2
Report
কারামন্ত্রীকে সম্বর্ধনা সিউড়ি পৌরসভার
Suri, West Bengal:
বোলপুর বিধানসভা বিধায়ক ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে রাজ্যের মুখ্যমন্ত্রী কারামন্ত্রীর দায়িত্ব দেন।তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সিউড়ি পৌরসভা চন্দ্রনাথ সিনহাকে সম্বর্ধনা দেয়।উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী ও সিউড়ি পৌর কর্তৃপক্ষ।
1
Report
রাজ্যের কারা মন্ত্রীকে তুলোধোনা করলেন বিজেপি সভাপতি
Suri, West Bengal:
‘ সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়’এই মন্তব্য করেছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।তার মন্তব্যকে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা।তিনি জানান ‘ সঞ্জয়কে যারা ধনঞ্জয় করছে,তারা কি সন্দীপ ঘোষকে এনজয় বানানোর জন্য’?
1
Report
আরজি করের ঘটনায় কড়া মন্তব্য করলেন রাজ্যের জেলমন্ত্রী চন্দ্রনাথ সিনহ
Suri, West Bengal:
আরজি করের ঘটনায় কড়া মন্তব্য করলেন রাজ্যের জেলমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রেফতারকৃত সঞ্জয় রায় যেন ধনঞ্জয় না হয়। সিউড়িতে তৃণমূলের সভায় একথা বলেন তিনি।
1
Report
Advertisement
আর জি করের ঘটনায় পথে কলেজ শিক্ষক থেকে পড়ুয়ারা
Suri, West Bengal:
আর জি করের মেডিকেল পড়ুয়া ছাত্রীর নৃশংস মৃত্যুর প্রতিবাদে শুক্রবার পথে নামলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের শিক্ষক,শিক্ষিকা থেকে পড়ুয়ারা।‘we want Justice’ এই প্ল্যাকার্ড নিয়ে গোটা শহর প্রদক্ষিণ করেন।
1
Report