Back

কয়েক মিনিটের বৃষ্টিতে জলমগ্ন সল্টলেক, সল্টলেকের বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন
Kolkata, West Bengal:
কয়েক মিনিটের বৃষ্টিতে জলমগ্ন সল্টলেক। সল্টলেকের বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন। সল্টলেকে ন্যাশনাল বুক স্টোরের সামনের রাস্তা জলমগ্ন, তন্তুজ ভবনের সামনে রাস্তায় হাঁটু সমান জল, বিদ্যুৎ ভবনে পেছনের রাস্তা জলমগ্ন। জল জমেছে সল্টলেকে করুণাময়ী আবাসনের ভেতরে।
0
Report
ডেঙ্গু মোকাবিলায় দুই ধাপে প্রায় সাত লাখ এর বেশি গাপ্পি মাছ ছাড়লো বিধান নগর পৌর নিগম
Kolkata, West Bengal:
ডেঙ্গু মোকাবিলায় দুই ধাপে প্রায় সাত লাখ এর বেশি গাপ্পি মাছ ছাড়লো বিধান নগর পৌর নিগম।
বিধান নগর পৌর নিগম এলাকায় এই মাসে ডেঙ্গু আক্রান্ত প্রায় ১২ জন।শুক্রবার দুপুরে ডেঙ্গু মোকাবিলা করার জন্য বিধান নগর পৌর নিগম এলাকার বিভিন্ন খাল, ড্রেন ও যেখানে জল জমে রয়েছে সেই সব জায়গায় গাপ্পি মাছ ছাড়া হলো।শুক্রবার দুপুরে মেয়র কৃষ্ণা চক্রবর্তী, এম আই সি হেলথ সহ বিধান নগর পৌর নিগম অধিকারিকদের সঙ্গে নিয়ে বাগজোলা খালে ও ছাড়া হলো গাপ্পি মাছ
0
Report
বিজেপি নেতা দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ
Kolkata, West Bengal:
সারদা মামলায় সল্টলেকের এমপি এম এল এ কোর্ট এসেছিলেন কুনাল ঘোষ।বিচারক ছিলেন না বলে আজকে মামলাটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি JM কোর্টে ২০১৯ সালে একটি মামলা শুনানি ছিল দিলীপ ঘোষর, ২০ তারিখ শুনানির ডেট দেয়া হয়েছে।
দিলীপ ঘোষ কে দেখার পর জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেন কুনাল ঘোষ।
0
Report
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি দফ্তরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ট আনিসুর রহমান
Kolkata, West Bengal:
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি দফ্তরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ট আনিসুর রহমান। গত মঙ্গলবার রাইস মিলে তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয় বহু নথি বলে ইডি সূত্রে খবর। সেই নথি ধরেই জিজ্ঞাসাবাদ হবে বলে খবর ইডি সূত্রে।
0
Report
Advertisement
বিমানে চাকরির নামে প্রতারণা: নিউটাউনে পাঁচজন গ্রেফতার
Kolkata, West Bengal:
নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ে বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানা পুলিশ। চক্রটি একটি চকচকে অফিস খুলে বেকার যুবকদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে প্রতারণা করছিল। ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে এবং পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের খোঁজ করা হবে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়।
0
Report