কয়েক মিনিটের বৃষ্টিতে জলমগ্ন সল্টলেক, সল্টলেকের বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন
ডেঙ্গু মোকাবিলায় দুই ধাপে প্রায় সাত লাখ এর বেশি গাপ্পি মাছ ছাড়লো বিধান নগর পৌর নিগম
বিজেপি নেতা দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি দফ্তরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ট আনিসুর রহমান
বিমানে চাকরির নামে প্রতারণা: নিউটাউনে পাঁচজন গ্রেফতার
নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ে বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানা পুলিশ। চক্রটি একটি চকচকে অফিস খুলে বেকার যুবকদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে প্রতারণা করছিল। ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে এবং পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের খোঁজ করা হবে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়।
রাজারহাটে সালিশি সভার নামে যুবককে মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
রাজারহাট বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রক্তিম কর ও তার দলবলের বিরুদ্ধে সালিশি সভার নামে মারধরের অভিযোগ উঠেছে। ভাটিন্ডার বাসিন্দা গৌতম সরকারকে বাবার অন্তেষ্টির পরদিন বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগকারী জানান, শনিবারে বাইক বাহিনী এসে তাকে নিয়ে যায়। যুবকটি বেসরকারি লোন প্রদানকারী সংস্থায় কর্মরত। বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটে বলে অনুমান। রক্তিম কর দাবি করেন, মীমাংসার জন্য ডাকা হয়েছিল, মারধর করা হয়নি। রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সল্টলেকে বৃক্ষরোপণ উৎসব: পরিবেশ রক্ষায় উদ্যোগ
সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডে বিই ব্লকের কমিউনিটি সেন্টারে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান নগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবং স্থানীয় বাসিন্দারা। দত্ত বলেন, বিধান নগর একটি পরিকল্পিত শহর, যেখানে সবুজায়ন গুরুত্বপূর্ণ। তিনি কংক্রিটের জঙ্গলের বিরুদ্ধে সতর্ক করেন, যা পরিবেশের ক্ষতি করে। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতা বাড়াতে সাহায্য করবে।