
কাকদ্বীপে মৎস্যজীবীদের জালে ধরা পড়লো কুমির
বুধবার ভোরবেলা কাকদ্বীপ বিধানসভার কালিনগর দাসপাড়া এলাকায় এক মৎস্য জীবির জালে উঠলো একটি কুমির শাবক। যার জেরেই চাঞ্চল ছাড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৎস্যজীবীর নাম কৃষ্ণ মন্ডল গতকাল মুড়িগঙ্গা নদীতে মাছ ধরার জাল পেতেছিল ওই মৎস্যজীবী আজ ভোররাত্রে সেই জাল তুলতে গিয়ে দেখে তার মধ্যে করেছে একটি কুমিরের শাবক। তা দেখতেই ভিড় জমিয়েছে এলাকার মানুষ। অন্যদিকে সচরাচর এই মরিগঙ্গা নদীতে কোন কুমিরের দেখা মেলে না কিন্তু হঠাৎ করেই কিভাবে এই কুমির টি চলে আসলো তারি তদন্ত নেমেছে বনদপ্তর।
উত্তরপ্রদেশের একটি বাস গঙ্গাসাগরে যাবার পথে ডায়মন্ড হারবারে উল্টে গেল
রাতে গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীদের বাস উল্টে গিয়ে যখম গাড়ি চালক গঙ্গাসাগরগামী। একটি তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় গুরুতর যখম দুজন। ডায়মন্ড হারবার থানার চাঁদনগরের কাছে ইউপি থেকে আসা একটি গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাটি ঘটে রাত এগারোটা ঘটনাস্থলে গুরুতর জখম হয় চালক সএকজন খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার থানার আইসি ও এসডিপিও ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়।
ডায়মন্ড হারবার ফিশারিজে ইলিশ বোঝাই ট্রলার
নিম্নচাপের মৌসুম চলে গেলে জেলেরা গভীর সাগর থেকে ইলিশ বোঝাই করে নামখানায় নিয়ে আসেন। এবং জেলেরা সেই মাছটি ডায়মন্ড হারবার ফিশারিজে নিয়ে এসেছিলেন প্রচুর পরিমাণে বিক্রি করার জন্য