Back
Manoj Mondal
North 24 Parganas743235blurImage

বনগাঁ পৌরসভা বনগাঁ পৌরসভার বসাকপাদা এলাকায় অবৈধ জলাধার নির্মাণ ভেঙে দিয়েছে

Manoj MondalManoj MondalAug 01, 2024 04:49:03
Bangaon, West Bengal:

মোহন সরকার ওই এলাকায় একটি জলাধার ব্যবহার করে ভবন নির্মাণ করছেন এমন খবর পেয়ে পৌরসভাকে নোটিশ দিয়ে তা বন্ধ করতে বলা হয়। পৌরসভার প্রধান গোপাল শেঠ বলেন, 2023 সালে পৌরসভার পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল কিন্তু তারা তা ভাঙেনি। তাই পৌর আইন অনুযায়ী তা ভেঙে ফেলতে হবে। পরিবারের অভিযোগ যে তারা একদিন আগে নোটিশ পেয়েছিলেন এবং আশেপাশে আরও কিছু অবৈধ নির্মাণ রয়েছে যার বিষয়ে পৌরসভা ব্যবস্থা নেয়নি। বেআইনি নির্মাণ ভাঙার সময় পুরসভার নজরে আসে জলাধারের উল্টো দিকে একটি বাড়ি তৈরি করা হচ্ছে।

0
Report
North 24 Parganas700129blurImage

বনগাঁ পুলিশ ৬০টি হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল

Manoj MondalManoj MondalJul 29, 2024 12:33:21
Kolkata, West Bengal:

বনগাঁ জেলা পুলিশ সোমবার সকালে 'প্রাপ্তি' অনুষ্ঠানে ৬০টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেয়। পথ চলতি বা মনের ভুলে হারানো এসব মোবাইল ফোনের মালিকরা এবার খুশি। পুলিশ সুপার দীনেশ কুমার নিজে এসে এসব মোবাইল মালিকদের হাতে তুলে দেন। মোবাইল ফিরে পেয়ে মালিকরা আনন্দিত।

0
Report
North 24 Parganas700126blurImage

বারাসাতে হকার উচ্ছেদ অভিযান: পৌরসভা ও পুলিশের যৌথ উদ্যোগ

Manoj MondalManoj MondalJul 29, 2024 11:06:58
Kolkata, West Bengal:

মুখ্যমন্ত্রীর নির্দেশে বারাসাত পৌরসভায় হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শনিবার থেকে এই অভিযান চলছে, যার অংশ হিসেবে আদালত চক্রের অবৈধ দোকানগুলি ভাঙা হয়েছে। আজ পৌরসভা চেয়ারম্যান অশনি মুখার্জি ও স্থানীয় পুলিশের উপস্থিতিতে দক্ষিণপাড়া থেকে স্টেশন চত্বর পর্যন্ত অভিযান চলবে। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন, হকাররা এই প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। এর আগে মাইকিং করে প্রচার চালানো হয়েছিল। এই পদক্ষেপ শহরের পরিকাঠামো উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

0
Report