Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Manoj Karmakar
Bankura722101

বিডিও অফিসের গেটে দাড়িয়ে বিডিও কে আটকে রাখার হুমকি বিধায়কের

MKManoj KarmakarSept 13, 2024 03:49:23
Bankura, West Bengal:
টেন্ডার নিয়ে দুর্নীতি সেন্ডিকেড করে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া এবং বিরোধীদলের জনপ্রতিনিধিদের এলাকায় উন্নয়নের কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলে ওন্দা বিডিও অফিসের দরজায় বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। দলের ১৭ জন পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে ওন্দা বিডিও অফিসে যান বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। বিডিওর সাথে কথা বলে বিডিও অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কের নেতৃত্বে বিজেপির জনপ্রতিনিধিরা। চোর বিডিও দূর হটাও শ্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির জনপ্রতিনিধিরা।
0
comment0
Report
Howrah711303

ব্যঙ্ক অফ ইন্ডিয়ার অফিসারদের সভা অনুষ্ঠিত হর বাঁকুড়ায়

MKManoj KarmakarSept 08, 2024 16:54:46
Bankura, West Bengal:

বাঁকুড়া: ব্যাঙ্কে 'কাজের তুলনায় কর্মী আধিকারিকদের সংখ্যা যথেষ্ট কম, আর সেকারণেই তাঁদের যথেষ্ট চাপের মধ্যে কাজ করতে হয়', রবিবার বাঁকুড়া শহরের লালবাজারে সংগঠনের এক আলোচনা সভায় যোগ দিতে এসে একথা বললেন অল ইণ্ডিয়া ন্যাশানাল ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, আমরা বার বার শূণ্যপদে নিয়োগের দাবি জানিয়েছি, এর ফলে এক দিকে গ্রাহক পরিষেবার মান উন্নত হবে, অন্যদিকে কর্মী-আধিকারিকদের শারিরীক ও মানসিক চাপ কমবে। 

1
comment0
Report
Bankura722101

আর জি করের বিচার চেয়ে সন্দীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ

MKManoj KarmakarSept 08, 2024 16:53:08
Bankura, West Bengal:

আর.জি করের ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। সোমবার এই মামলার সুপ্রিম শুনানী, তার আগে রবিবাসরীয় বিকেলে 'আর কত দিন? আর কত দিন, বিচারহীন? লক্ষ্য একটাই তিলোত্তমার বিচার চাই' লেখা ফেস্টুন হাতে মিছিলে পথ হাঁটলেন বাঁকুড়ার মানুষও। এদিন শহরের বঙ্গ বিদ্যালয়ের মাঠ থেকে এই মিছিলে অংশ নেন জেলার সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকূশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, অধ্যাপক, ছাত্র, ছাত্রী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। 

0
comment0
Report
Bankura722101

বাঁকুড়ায় নাগরিক মহ্চের প্রতিবাদ মিছিল

MKManoj KarmakarSept 07, 2024 16:11:40
Bankura, West Bengal:

আজ শনিবার বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় আর জি কর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে বাঁকুড়া নাগরিক মঞ্চ একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে। গ্রাম থেকে প্রতিবাদীরা শহরের রাজপথে মিছিলে অংশ নেন এবং পরে মাচানতলাতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় তাদের একটাই দাবি, আর জি করের ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

0
comment0
Report
Advertisement
Advertisement
Back to top