আর.জি করের ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। সোমবার এই মামলার সুপ্রিম শুনানী, তার আগে রবিবাসরীয় বিকেলে 'আর কত দিন? আর কত দিন, বিচারহীন? লক্ষ্য একটাই তিলোত্তমার বিচার চাই' লেখা ফেস্টুন হাতে মিছিলে পথ হাঁটলেন বাঁকুড়ার মানুষও। এদিন শহরের বঙ্গ বিদ্যালয়ের মাঠ থেকে এই মিছিলে অংশ নেন জেলার সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকূশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, অধ্যাপক, ছাত্র, ছাত্রী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।