বিডিও অফিসের গেটে দাড়িয়ে বিডিও কে আটকে রাখার হুমকি বিধায়কের
ব্যঙ্ক অফ ইন্ডিয়ার অফিসারদের সভা অনুষ্ঠিত হর বাঁকুড়ায়
বাঁকুড়া: ব্যাঙ্কে 'কাজের তুলনায় কর্মী আধিকারিকদের সংখ্যা যথেষ্ট কম, আর সেকারণেই তাঁদের যথেষ্ট চাপের মধ্যে কাজ করতে হয়', রবিবার বাঁকুড়া শহরের লালবাজারে সংগঠনের এক আলোচনা সভায় যোগ দিতে এসে একথা বললেন অল ইণ্ডিয়া ন্যাশানাল ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, আমরা বার বার শূণ্যপদে নিয়োগের দাবি জানিয়েছি, এর ফলে এক দিকে গ্রাহক পরিষেবার মান উন্নত হবে, অন্যদিকে কর্মী-আধিকারিকদের শারিরীক ও মানসিক চাপ কমবে।
আর জি করের বিচার চেয়ে সন্দীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ
আর.জি করের ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। সোমবার এই মামলার সুপ্রিম শুনানী, তার আগে রবিবাসরীয় বিকেলে 'আর কত দিন? আর কত দিন, বিচারহীন? লক্ষ্য একটাই তিলোত্তমার বিচার চাই' লেখা ফেস্টুন হাতে মিছিলে পথ হাঁটলেন বাঁকুড়ার মানুষও। এদিন শহরের বঙ্গ বিদ্যালয়ের মাঠ থেকে এই মিছিলে অংশ নেন জেলার সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকূশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, অধ্যাপক, ছাত্র, ছাত্রী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
বাঁকুড়ায় নাগরিক মহ্চের প্রতিবাদ মিছিল
আজ শনিবার বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় আর জি কর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে বাঁকুড়া নাগরিক মঞ্চ একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে। গ্রাম থেকে প্রতিবাদীরা শহরের রাজপথে মিছিলে অংশ নেন এবং পরে মাচানতলাতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় তাদের একটাই দাবি, আর জি করের ন্যায়বিচার নিশ্চিত করা হোক।