চুনচুড়া হাসপাতালে ২০ দিন ধরে চিকিৎসা নেই, চিন্তিত রোগী ও পরিবারের সদস্যরা
হুগলির বলাগড়ের পাঁচপাড়ার বাসিন্দা জাহানারা বিবি কুড়ি দিন আগে পড়ে গিয়ে হাত ভেঙে যায়, চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসে তাকে প্লাস্টার করতে বলা হয়, রীতিমতো হাতে প্লেট রাখতে হবে। সেখানে টাকা কেটে তাকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে এক টুকরো কাগজ আনতে বলা হয়। দ্রুত সেখানে যাওয়ার পর মঈনুদ্দিন তাকে অনেকক্ষণ বসিয়ে রাখেন এবং বলা হয় এসব পাওয়া যাবে না এবং দুই দিন পর আসতে, মঈনুদ্দিনের অনুরোধ অনুযায়ী তিনি সোজা হাসপাতালে চলে যান।
হুগলীতে বাস চালকদের বিক্ষোভ, দাবি বেআইনি টোটো-অটো বন্ধের
হুগলীর আলিনগরে ১৭ ও ১৮ নম্বর রুটের বাস চালকরা আজ সকালে রাস্তায় গাড়ি বন্ধ করে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ, বেআইনি টোটো ও অটো চালকরা দীর্ঘদিন ধরে তাদের যাত্রী নিয়ে যাচ্ছে। চালকরা বলছেন, তারা সরকারকে ট্যাক্স ও ইন্সুরেন্স দিয়ে গাড়ি চালাচ্ছেন, কিন্তু বেআইনি টোটো-অটোর সংখ্যা বৃদ্ধির কারণে তারা নাজেহাল হচ্ছেন।তারা আরও জানান, এ বিষয়ে বারবার প্রশাসন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। তাই তারা আজ বাধ্য হয়ে এই বিক্ষোভ করছেন।
চুঁচুড়ায় ফুটপাত দখলমুক্তির দাবিতে বিজেপির বিক্ষোভ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। কিন্তু হুগলী চুঁচুড়া পৌরসভা এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি, শুধুমাত্র মাইকিং করে নির্দেশিকা জারি করেছে। এই পরিস্থিতিতে, হুগলি সাংগঠনিক যুব মোর্চার বিজেপি নেতাকর্মীরা আজ বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা দাবি জানিয়েছে যে অবিলম্বে চুঁচুড়া শহরে হকার ও ব্যবসায়ীদের সঠিকভাবে পুনর্বাসন দিয়ে ফুটপাত দখলমুক্ত করতে হবে। বিজেপির মতে, এটি শহরের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।
বাংলার ছেলে ঘরে আনলো সোনা
হুগলি জেলার বলাগড়ের মিলনগরের বাসিন্দা সৌরভ রায় সুইডেনে অনুষ্ঠিত গরসিয়া ফুটবল কাপে সোনার মেডেল জিতে ফিরে এসেছে। সৌরভ, যিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, ফুটবলে বিশেষ প্রতিভার জন্য প্রশংসিত। তার মা, দিনমজুরের কাজ করে, তাকে ছোটবেলা থেকে কোচ লক্ষণ কীর্তনীয়ার কাছে প্রশিক্ষণের জন্য নিয়ে আসেন। বিভিন্ন জায়গায় খেলে সৌরভ অনেক মেডেল অর্জন করেছে। কোচ অচিন্ত্য দত্তের সাহায্যে সৌরভ সুইডেনে সোনা জিতেছে। সৌরভের মায়ের দাবি, এটি তাদের পরিবারের গর্বের বিষয়।