হুগলি জেলার বলাগড়ের মিলনগরের বাসিন্দা সৌরভ রায় সুইডেনে অনুষ্ঠিত গরসিয়া ফুটবল কাপে সোনার মেডেল জিতে ফিরে এসেছে। সৌরভ, যিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, ফুটবলে বিশেষ প্রতিভার জন্য প্রশংসিত। তার মা, দিনমজুরের কাজ করে, তাকে ছোটবেলা থেকে কোচ লক্ষণ কীর্তনীয়ার কাছে প্রশিক্ষণের জন্য নিয়ে আসেন। বিভিন্ন জায়গায় খেলে সৌরভ অনেক মেডেল অর্জন করেছে। কোচ অচিন্ত্য দত্তের সাহায্যে সৌরভ সুইডেনে সোনা জিতেছে। সৌরভের মায়ের দাবি, এটি তাদের পরিবারের গর্বের বিষয়।