দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহরের বংশীহারী টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশী (৭২) শুরু করেছেন নৌকা বিহার। এটাই বংশীহারীতে প্রথম নৌকা বিহার সেবা। টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন দেড় কিলোমিটার দীর্ঘ নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি, যেখানে মাথাপিছু ৫০ টাকা নেওয়া হয়। স্বাধীনতা দিবস থেকে এই সেবা শুরু হয়েছে, যা যাত্রীদের নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ দেয়। বীরেনবাবু জানান, বয়সের কারণে নতুনভাবে জীবিকা অর্জনের পথ খুঁজছেন।