Back
Jaydip Maitra
Uttar Dinajpur733134

বালুরঘাট থেকে দিল্লীগামী ট্রেনের দুটি শুধু তাপ বগে তুলে নেওয়ায় সমস্যায় পরল জেলাবাসি

JMJaydip MaitraNov 17, 2024 10:30:03
Raiganj, West Bengal:

শীততাপ নিয়ন্ত্রিত দুটি বগি বাতিল করা হল বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাতিন্ডা যাওয়ার ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের। চরম ক্ষোভ যাত্রী মহলে। রেলের খামখেয়ালিপনার বিরুদ্ধে সরব একলাখি-বালুরঘাট রেলযাত্রী কল্যান ও সমাজ উন্নয়ন সমিতি। দূরপাল্লার ট্রেনে কিভাবে শীততাপ নিয়ন্ত্রিত বগি আচমকা তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন। ট্রেনকে বালুরঘাট থেকে উঠিয়ে নেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি এই সমিতির। কটাক্ষ তৃণমূলের।

0
Report
Dakshin Dinajpur733124

বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে শুরু হলো রাস্তা ও নিকাশি নালার কাজ

JMJaydip MaitraNov 06, 2024 16:29:50
Bansihari, West Bengal:
বুনিয়াদপুর পৌর নাগরিকদের সুবিধার্থে মোট ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বুনিয়াদপুর পৌরসভার ৩টি ওয়ার্ডের রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হল। পৌরপিতা কমল সরকারের উদ্যোগে এই কাজ হওয়ায় বেজায় খুশি এলাকাবাসি। দীর্যদিনের এই সমস্যা থেকে মুক্তির সমাধানে পৌরসভার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পাশাপাশি খুব দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে বলে পৌরসভা সূত্রের খবর।
0
Report
Dakshin Dinajpur733101

বালুরঘাট হাসপাতলে মেডিকেল রিপ্রেজেন্টেভদের বাড়বাড়ন্ত

JMJaydip MaitraOct 26, 2024 06:29:27
Gobindpur, West Bengal:

দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট হাসপাতালে হু হু করে বাড়ছে মেডিক্যাল রেপ্রেস্টেটিভ দের দাপাদাপি। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বারংবার মেডিক্যাল রিপ্রেস্টেটিভ দের আনাগোনা। সূত্র মারফত গেছে, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের বহির বিভাগে প্রতি দিন মেডিক্যাল রিপ্রস্টেটিভ দের আনাগোনা বাড়ছে পাশাপাশি বহির বিভাগে রুগী দেখা কালীন কর্তব্যরত চিকিৎসক দের কাছে মেডিক্যাল রিপ্রাস্টেটিভরা তাদের ওষুধের স্যাম্পল কপি দেখাচ্ছেন পাশাপাশি ওষুধ লিখবার জন্য অনুরোধ করছেন। 

0
Report
Dakshin Dinajpur733124

ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকাবিহার, উপভোগ করছে আবালবৃদ্ধবনিতা

JMJaydip MaitraSept 16, 2024 13:46:48
Bansihari, West Bengal:

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহরের বংশীহারী টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশী (৭২) শুরু করেছেন নৌকা বিহার। এটাই বংশীহারীতে প্রথম নৌকা বিহার সেবা। টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন দেড় কিলোমিটার দীর্ঘ নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি, যেখানে মাথাপিছু ৫০ টাকা নেওয়া হয়। স্বাধীনতা দিবস থেকে এই সেবা শুরু হয়েছে, যা যাত্রীদের নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ দেয়। বীরেনবাবু জানান, বয়সের কারণে নতুনভাবে জীবিকা অর্জনের পথ খুঁজছেন।

0
Report
Advertisement
Dakshin Dinajpur733101

বালুরঘাট ব্লক অফিসে বিজেপির ধর্ণা অবস্থান

JMJaydip MaitraSept 05, 2024 05:02:38
রায়গঞ্জ, West Bengal:
রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার, আর.জি কর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ড ও বংশীহারীর নাবালিকা আদিবাসী নির্যাতিতার বিচারের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ডাকে বালুরঘাট ব্লক অফিসে ধর্না অবস্থান। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্ব।
0
Report
Dakshin Dinajpur733124

ছাত্রদের জুলুম এবং মহিলাদের অসুরক্ষা: বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ

JMJaydip MaitraAug 29, 2024 04:57:46
Gangarampur, West Bengal:

ছাত্রদের উপর গতকাল নবান্ন অভিযানে পুলিশি জুলুম এবং রাজ্যের মহিলাদের অসুরক্ষা ও আর জি করের ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধ সফল করতে গঙ্গারামপুর থানার ফুলবাড়ীতে বেরোলে পুলিশ ও তৃণমূলের দ্বারা হেনস্তার শিকার হন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপির কর্মীরা। 

0
Report
Dakshin Dinajpur733124

বংশীহারীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, গুরুতর আহত এক বাইক আরোহী

JMJaydip MaitraAug 26, 2024 06:46:22
Bansihari, West Bengal:

বংশীহারী থানার নলপুকুর এলাকায় জাতীয় সড়ক ৫১২-এ এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। গাজোল থানার দুর্গাপুর নিবাসী অভিজিৎ বর্মন (১৮) নামে এক যুবক বাইক নিয়ে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে বুনিয়াদপুর থেকে আসা একটি লরির সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। স্থানীয়দের সহায়তায় আহত যুবককে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

0
Report
Dakshin Dinajpur733133

তিলোত্তমার ন্যায়বিচার দাবিতে হরিরামপুরে শিক্ষকদের পদযাত্রা

JMJaydip MaitraAug 25, 2024 08:45:03
Harirampur, West Bengal:

রবিবার হরিরামপুরে তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে শিক্ষক সমাজ পদযাত্রা করেন। বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা হরিরামপুর পরিক্রমা করে চৌপথিতে সমাবেশ করেন। সেখানে প্রত্যেকে তিলোত্তমার ন্যায়বিচারের দাবি জানান। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শান্তিপূর্ণভাবে পদযাত্রা সম্পন্ন হয়, যা শিক্ষক সমাজের ঐক্যবদ্ধতা প্রদর্শন করে।

0
Report