
বালুরঘাট থেকে দিল্লীগামী ট্রেনের দুটি শুধু তাপ বগে তুলে নেওয়ায় সমস্যায় পরল জেলাবাসি
শীততাপ নিয়ন্ত্রিত দুটি বগি বাতিল করা হল বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাতিন্ডা যাওয়ার ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের। চরম ক্ষোভ যাত্রী মহলে। রেলের খামখেয়ালিপনার বিরুদ্ধে সরব একলাখি-বালুরঘাট রেলযাত্রী কল্যান ও সমাজ উন্নয়ন সমিতি। দূরপাল্লার ট্রেনে কিভাবে শীততাপ নিয়ন্ত্রিত বগি আচমকা তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন। ট্রেনকে বালুরঘাট থেকে উঠিয়ে নেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি এই সমিতির। কটাক্ষ তৃণমূলের।
বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে শুরু হলো রাস্তা ও নিকাশি নালার কাজ
বালুরঘাট হাসপাতলে মেডিকেল রিপ্রেজেন্টেভদের বাড়বাড়ন্ত
দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট হাসপাতালে হু হু করে বাড়ছে মেডিক্যাল রেপ্রেস্টেটিভ দের দাপাদাপি। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বারংবার মেডিক্যাল রিপ্রেস্টেটিভ দের আনাগোনা। সূত্র মারফত গেছে, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের বহির বিভাগে প্রতি দিন মেডিক্যাল রিপ্রস্টেটিভ দের আনাগোনা বাড়ছে পাশাপাশি বহির বিভাগে রুগী দেখা কালীন কর্তব্যরত চিকিৎসক দের কাছে মেডিক্যাল রিপ্রাস্টেটিভরা তাদের ওষুধের স্যাম্পল কপি দেখাচ্ছেন পাশাপাশি ওষুধ লিখবার জন্য অনুরোধ করছেন।
ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকাবিহার, উপভোগ করছে আবালবৃদ্ধবনিতা
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহরের বংশীহারী টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশী (৭২) শুরু করেছেন নৌকা বিহার। এটাই বংশীহারীতে প্রথম নৌকা বিহার সেবা। টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন দেড় কিলোমিটার দীর্ঘ নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি, যেখানে মাথাপিছু ৫০ টাকা নেওয়া হয়। স্বাধীনতা দিবস থেকে এই সেবা শুরু হয়েছে, যা যাত্রীদের নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ দেয়। বীরেনবাবু জানান, বয়সের কারণে নতুনভাবে জীবিকা অর্জনের পথ খুঁজছেন।