Back

আরজিকর কান্ডের নৃশংসতার আঁচ এবারে দক্ষিণ দিনাজপুরে
Balurghat, West Bengal:
আরজিকর কান্ডের নৃশংসতার আঁচ এবারে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। পঞ্চম শ্রেণীর আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণ করে জুতোর ফিতে গলায় পেচিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে শোরগোল। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে বংশীহারিতে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। এদিকে এই ঘটনার পরেই অভিযুক্ত যুবক প্রিয়নাথ রাজবংশীকে গ্রেফতার করেছে বংশীহারি থানার পুলিশ।
1
Report