Back
Dwijoy Barmanবিজেপি প্রধানের বাড়ির বাড়ির সমন থেকে তাজা বোমা উদ্ধার। চাঞ্চল্য তুফানগঞ্জে।
Tufanganj, West Bengal:
সাত সকালে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার। অভিযোগ তৃণমূলের দিকে,ঘটনাকে ঘিরে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার জেলার তুফানগঞ্জ অন্দোরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ।গ্রাম পঞ্চায়েত প্রধান ননীবালা বর্মা বলেন প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় দেখতে পারি বাড়ির সামনে তাজা বোমাটি পড়ে রয়েছে এরপরই খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়।
0
Report