Back
DEEP ACHARJEE
Bankura722132

অভয়া ও প্রিয়াঙ্কা হত্যাকাণ্ডে কুলাডাবর গ্রামে প্রতিবাদ

DADEEP ACHARJEEAug 24, 2024 02:25:19
Chhatna, West Bengal:

আরজিকর হাসপাতালের চিকিৎসক অভয়া এবং বর্ধমানের তরুণী প্রিয়াঙ্কা হাঁসদার হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুলাডাবর গ্রাম। শুধু শহরগুলোতেই নয়, ব্লক স্তরেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজন, বিনোদন জগতের তারকারা সকলেই সামিল হয়েছেন এই আন্দোলনে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন অসংখ্য মানুষ। প্রতিবাদের পুরোভাগে রয়েছেন মহিলারা, যারা দাবি তুলেছেন "মেয়েদের জন্য নিরাপদ রাজ্য চাই"।

0
Report