Back
Debabrata Ghosh
Followবিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গন ডেপুটেশন বিজেপির
Howrah, West Bengal:
জগৎবল্লভপুর তিন নম্বর ও চার নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার ডোমজুড় ইলেকট্রিক অফিসে গণ ডেপুটেশন কর্মসূচি করা হলো। অস্বাভাবিক হারে ইলেকট্রিক বিল বৃদ্ধির প্রতিবাদে এই গণ ডেপুটেশন কর্মসূচি করা হলো।ইলেকট্রিকের ইউনিট মূল্য তিন থেকে পাঁচ টাকার মধ্যে রাখতে হবে এবং ইউনিটের মূল্য কমাতে হবে এই দাবিতেই এই কর্মসূচি বিজেপির।
0
Report
যান্ত্রিক ত্রুটির কারনে দীর্ঘক্ষন দাঁড়িয়ে আমতা লোকাল।যাত্রী দুর্ভোগ
Howrah, West Bengal:
অফিস টাইমে বিপত্তি আমতা হাওড়া লোকালে। সকলের ডাউন আমতা হাওড়া লোকালের ইঞ্জিনের চাকা জাম হয়ে যাওয়ায় বাঁকড়া নয়াবাজ স্টেশনে যাত্রী বোঝাই ওই লোকাল থেমে যায়। প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকার পর বেশকিছু যাত্রীরা ট্রেন থেকে নেমে পায়ে হেঁটেই হাওড়ার দিকে রওনা দেন। পরে অন্য লোকাল ট্রেনে দিলে যাত্রীরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন। যদিও এ বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিক সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই মুহূর্তে ট্রেনটির মেরামতির কাজ চলছে।
0
Report
ডোমজুর গ্রামীন হাসপাতালে পড়ে রয়েছে আবর্জনা
Howrah, West Bengal:
ডোমজুর গ্রামীন হাসপাতালে যেখানে সেখানে পড়ে রয়েছে ময়লা আবর্জনা।পরিষ্কার হয়না সেভাবে।হাসপাতাল চত্ত্বরে রয়েছে একটি জলাশয়।সেটিও সংস্কার হয়না।ফলে আগাছায় ভরে গেছে।বেড়েছে মশার উপদ্রব।হাসপাতাল কর্তৃপক্ষ নির্বিকার।
0
Report
রেল অবরোধের পরেও ট্রেন পরিষেবা স্বাভাবিক হলো না দক্ষিণ পূর্ব রেলে
Howrah, West Bengal:
রেল অবরোধের পরেও দক্ষিণ পূর্ব রেল শাখায় লোকাল ট্রেন পরিষেবা ঠিক হলো না।কর্তৃপক্ষ লিখিতভাবে পরিষেবা ঠিক হবার আশ্বাস দিলেও দুদিন কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি।এমনই অভিযোগ যাত্রীদের।গত পরশু রাতে টিকিয়াপাড়া স্টেশনে অবরোধের জেরে তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
0
Report