Back
Debabrata Ghosh
Howrah711104blurImage

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গন ডেপুটেশন বিজেপির

Debabrata GhoshDebabrata GhoshAug 07, 2024 05:00:03
Howrah, West Bengal:
জগৎবল্লভপুর তিন নম্বর ও চার নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার ডোমজুড় ইলেকট্রিক অফিসে গণ ডেপুটেশন কর্মসূচি করা হলো। অস্বাভাবিক হারে ইলেকট্রিক বিল বৃদ্ধির প্রতিবাদে এই গণ ডেপুটেশন কর্মসূচি করা হলো।ইলেকট্রিকের ইউনিট মূল্য তিন থেকে পাঁচ টাকার মধ্যে রাখতে হবে এবং ইউনিটের মূল্য কমাতে হবে এই দাবিতেই এই কর্মসূচি বিজেপির।
0
Report
Howrah711104blurImage

যান্ত্রিক ত্রুটির কারনে দীর্ঘক্ষন দাঁড়িয়ে আমতা লোকাল।যাত্রী দুর্ভোগ

Debabrata GhoshDebabrata GhoshAug 07, 2024 04:58:54
Howrah, West Bengal:

অফিস টাইমে বিপত্তি আমতা হাওড়া লোকালে। সকলের ডাউন আমতা হাওড়া লোকালের ইঞ্জিনের চাকা জাম হয়ে যাওয়ায় বাঁকড়া নয়াবাজ স্টেশনে যাত্রী বোঝাই ওই লোকাল থেমে যায়। প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকার পর বেশকিছু যাত্রীরা ট্রেন থেকে নেমে পায়ে হেঁটেই হাওড়ার দিকে রওনা দেন। পরে অন্য লোকাল ট্রেনে দিলে যাত্রীরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন। যদিও এ বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিক সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই মুহূর্তে ট্রেনটির মেরামতির কাজ চলছে।

0
Report
Howrah711113blurImage

ডোমজুর গ্রামীন হাসপাতালে পড়ে রয়েছে আবর্জনা

Debabrata GhoshDebabrata GhoshAug 02, 2024 06:44:02
Howrah, West Bengal:
ডোমজুর গ্রামীন হাসপাতালে যেখানে সেখানে পড়ে রয়েছে ময়লা আবর্জনা।পরিষ্কার হয়না সেভাবে।হাসপাতাল চত্ত্বরে রয়েছে একটি জলাশয়।সেটিও সংস্কার হয়না।ফলে আগাছায় ভরে গেছে।বেড়েছে মশার উপদ্রব।হাসপাতাল কর্তৃপক্ষ নির্বিকার।
0
Report
Howrah711101blurImage

রেল অবরোধের পরেও ট্রেন পরিষেবা স্বাভাবিক হলো না দক্ষিণ পূর্ব রেলে

Debabrata GhoshDebabrata GhoshAug 01, 2024 04:27:28
Howrah, West Bengal:

রেল অবরোধের পরেও দক্ষিণ পূর্ব রেল শাখায় লোকাল ট্রেন পরিষেবা ঠিক হলো না।কর্তৃপক্ষ লিখিতভাবে পরিষেবা ঠিক হবার আশ্বাস দিলেও দুদিন কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি।এমনই অভিযোগ যাত্রীদের।গত পরশু রাতে টিকিয়াপাড়া স্টেশনে অবরোধের জেরে তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

0
Report
Howrah711101blurImage

হাওড়া কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধে নর্দমায় গাপ্পি মাছ ছাড়া

Debabrata GhoshDebabrata GhoshAug 01, 2024 03:47:35
Howrah, West Bengal:

ডেঙ্গু মোকাবিলায় হাওড়া কর্পোরেশন এলাকায় নিকাশি নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হয়েছে। বুধবার প্রথম দফায় প্রায় সাড়ে বারো লাখ গাপ্পি মাছ বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, প্রতি বছরই এই উদ্যোগ নেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বরে আরও কয়েক লাখ গাপ্পি মাছ ছাড়া হবে। এই পদক্ষেপ মশার বংশবৃদ্ধি রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

0
Report
Howrah711104blurImage

চক্রধর পুরে লাইনচ্যুত মুম্বই মেল।হাওড়া স্টেশনে খোলা হয় হেল্প ডেস্ক

Debabrata GhoshDebabrata GhoshJul 31, 2024 07:22:10
Howrah, West Bengal:

দক্ষিণ পূর্ব রেলের বারাবাম্বু স্টেশনের কাছে হাওড়া সিএসএমটি মুম্বাই মেল লাইনচ্যুত হয়েছে। ১৮টি কোচের মধ্যে ১৬টি যাত্রীবাহী কোচ লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন এবং ২০ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে এবং দুর্ঘটনার কারণে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। হাওড়া কাটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে, এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন সময়ের অনেক দেরিতে ছেড়েছে।

0
Report