
WB News- দুর্গাপুরে প্রকাশ্যে চুরি: বিয়ের আগেই মধুমিতা পালের বাড়িতে হানা
WB News: আমার কথার অপব্যাখ্যা হচ্ছে, আমি শুধু বলছি সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্যেশ্যে ব্যাবহার করবে এটাই আপত্তি
WB News- গতকাল রণ্ডিহায় দামোদর নদে তলিয়ে যাওয়া তিন কিশোরের মধ্যে বর্তমানে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু এক জন এখনও নিখোঁজ রয়েছে
দামোদর নদে আক্রান্ত হয়ে তিন কিশোরের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হলেও, তৃতীয়জনের অবস্থান এখনও অজানা রয়েছে। উদ্ধার হওয়া দুইজনের দেহ আজ সকাল ১০টা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল দুপুরে ৭জন বন্ধু মিলে বুদবুদের রণডিহা ড্যামে দামোদর নদে স্নানের জন্য প্রবেশ করে। এর পরপরই ৪ জন দামোদর নদে তলিয়ে যায়। তাদের মধ্যে একজনকে উদ্ধারে সক্ষম হলেও অবশিষ্ট ৩ জন তলিয়ে যায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার পুলিশ স্থানীয় উদ্ধারকারীদের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রমের ফলে জিতু অধিকারী এবং অভিজিৎ গাইনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে সুরজিৎ বিশ্বাসের খোঁজ এখনও মেলেনি। উদ্ধার হওয়া দুইজনের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, তিনজনেরই আবাস কাঁকসার ২নম্বর কলোনি এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলকাতার শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভের আগে দুর্গাপুরের সিটি সেন্টারে বিক্ষোভ মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন দাবি নিয়ে।
রনডিহা ড্যামে স্নানে নেমে দামোদরে তলিয়ে গেল ৩ কিশোর, উদ্ধার তৎপরতায় বুদবুদ থানার পুলিশ ও স্থানীয় ডুবুরিরা
দামোদরের নদে স্নান করতে নেমে জলে বুদবুদের রণডিহা ড্যামে তলিয়ে গেলো ৩ যুবক,ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা।* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানা এলাকার রনডিহা ড্যামে দামোদর নদের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। তলিয়ে যাওয়া তিন কিশোর কাঁকসার ২ নম্বর কলোনি এলাকার বাসিন্দা।সুরজিৎ বিশ্বাস (১৭) জিতু অধিকারী (১৭) অভিজিৎ গাইন( ১৭)। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বুদবুদের রনডিহা ড্যামে। আজ বুধবার দুপুরে ওই এলাকার সাত জন স্নান করতে নামে দামোদর নদের জলে।তখনই ৩ কিশোর দামোদর নদের জলে তলিয়ে যায়। অন্যরা বাঁচাতে গেলেও তাকে বাঁচাতে পারে নি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ ও বাঁকুড়া জেলার পুলিশ। ৩ জনকে উদ্ধারের জন্য নামানো হয় স্থানীয় উদ্ধারকারীদের।