Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Chittaranjan Das
Paschim Bardhaman713211

WB News- দুর্গাপুরে প্রকাশ্যে চুরি: বিয়ের আগেই মধুমিতা পালের বাড়িতে হানা

CDChittaranjan DasJun 07, 2025 10:38:45
Durgapur, West Bengal:
গত ২৮শে মে শিল্পাঞ্চল দুর্গাপুরের ২০ নাম্বার ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে তার মেয়ের বিয়ের আগেই প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি হয়। দুর্গাপুর থানার এ জোন ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে চলতি মাসের ২ তারিখ দুর্গাপুর ৮ নাম্বার ওয়ার্ড নিশান হাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে। চলতি মাসের ৫ তারিখ তাকেও দুর্গাপুর ৮ নাম্বার ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চোরাই মাল সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শনিবার ধৃতদের এবং চুরি যাওয়া সামগ্রি নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় আজ এ কথা জানান।
0
comment0
Report
Paschim Bardhaman713211

WB News: আমার কথার অপব্যাখ্যা হচ্ছে, আমি শুধু বলছি সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্যেশ্যে ব্যাবহার করবে এটাই আপত্তি

CDChittaranjan DasJun 06, 2025 15:57:20
Durgapur, West Bengal:
আমার কথার অপব্যাখ্যা হচ্ছে, আমি শুধু বলছি সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্যেশ্যে ব্যাবহার করবে এটাই আমার আপত্তি।ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি।আমি দেশ ভক্ত মানুষ।অভিযোগ হলে হতে দিন।এমনই প্রতিক্রিয়া তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর।গত দুই দিন আগে নরেন্দ্রনাথ চক্রবর্তী তাদের দলীয় কর্মী সভায় দেশ বিরোধী বক্তব্য দিয়েছিলেন বলে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্ব।দুর্গাপুর থানাতেও অভিযোগ করে বিজেপি জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।তার বক্তব্য, পাকিস্তানের সাথে যখন সেটিং হয়েছিল তখন কি তিনি ছিলেন?দেশ বিরোধী কথা বলে এখানে থাকবে এটা হতে পারে না। উনার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ করা হয়।
0
comment0
Report
Paschim Bardhaman713216

WB News- গতকাল রণ্ডিহায় দামোদর নদে তলিয়ে যাওয়া তিন কিশোরের মধ্যে বর্তমানে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু এক জন এখনও নিখোঁজ রয়েছে

CDChittaranjan DasJun 05, 2025 07:41:47
Durgapur, West Bengal:

দামোদর নদে আক্রান্ত হয়ে তিন কিশোরের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হলেও, তৃতীয়জনের অবস্থান এখনও অজানা রয়েছে। উদ্ধার হওয়া দুইজনের দেহ আজ সকাল ১০টা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল দুপুরে ৭জন বন্ধু মিলে বুদবুদের রণডিহা ড্যামে দামোদর নদে স্নানের জন্য প্রবেশ করে। এর পরপরই ৪ জন দামোদর নদে তলিয়ে যায়। তাদের মধ্যে একজনকে উদ্ধারে সক্ষম হলেও অবশিষ্ট ৩ জন তলিয়ে যায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার পুলিশ স্থানীয় উদ্ধারকারীদের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রমের ফলে জিতু অধিকারী এবং অভিজিৎ গাইনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে সুরজিৎ বিশ্বাসের খোঁজ এখনও মেলেনি। উদ্ধার হওয়া দুইজনের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, তিনজনেরই আবাস কাঁকসার ২নম্বর কলোনি এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0
comment0
Report
Paschim Bardhaman713216

কলকাতার শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভের আগে দুর্গাপুরের সিটি সেন্টারে বিক্ষোভ মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন দাবি নিয়ে।

CDChittaranjan DasJun 04, 2025 13:14:15
Durgapur, West Bengal:
কলকাতার শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভের আগে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন দাবি নিয়ে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের মহকুমা আদালত ভবনের সামনে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধিক্কার মিছিল বের করে রাজ্য যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের নেতৃত্বে। ভাস্কর ঘোষের বক্তব্য, কলকাতায় আন্দোলনকারী শিক্ষকদের উপর নির্মম অত্যাচার, ও এম আর সিট সামনে আনা এবং যোগ্য চাকরি প্রার্থীদের স্কুলে যোগদান করার দাবিতে এই আন্দোলন। দুর্গাপুরের সিটি সেন্টারের আদলত চত্বর থেকে শুরু করে সিটি সেন্টারের বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ মিছিল করে।
0
comment0
Report
Advertisement
Paschim Bardhaman713216

রনডিহা ড্যামে স্নানে নেমে দামোদরে তলিয়ে গেল ৩ কিশোর, উদ্ধার তৎপরতায় বুদবুদ থানার পুলিশ ও স্থানীয় ডুবুরিরা

CDChittaranjan DasJun 04, 2025 12:37:36
Durgapur, West Bengal:

দামোদরের নদে স্নান করতে নেমে জলে বুদবুদের রণডিহা ড্যামে তলিয়ে গেলো ৩ যুবক,ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা।* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানা এলাকার রনডিহা ড্যামে দামোদর নদের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। তলিয়ে যাওয়া তিন কিশোর কাঁকসার ২ নম্বর কলোনি এলাকার বাসিন্দা।সুরজিৎ বিশ্বাস (১৭) জিতু অধিকারী (১৭) অভিজিৎ গাইন( ১৭)। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বুদবুদের রনডিহা ড্যামে। আজ বুধবার দুপুরে ওই এলাকার সাত জন স্নান করতে নামে দামোদর নদের জলে।তখনই ৩ কিশোর দামোদর নদের জলে তলিয়ে যায়। অন্যরা বাঁচাতে গেলেও তাকে বাঁচাতে পারে নি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ ও বাঁকুড়া জেলার পুলিশ। ৩ জনকে উদ্ধারের জন্য নামানো হয় স্থানীয় উদ্ধারকারীদের।

0
comment0
Report
Advertisement
Back to top