Back
Chittaranjan Das
Paschim Bardhaman713211

WB News- দুর্গাপুরে প্রকাশ্যে চুরি: বিয়ের আগেই মধুমিতা পালের বাড়িতে হানা

Chittaranjan DasChittaranjan DasJun 07, 2025 10:38:45
Durgapur, West Bengal:
গত ২৮শে মে শিল্পাঞ্চল দুর্গাপুরের ২০ নাম্বার ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে তার মেয়ের বিয়ের আগেই প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি হয়। দুর্গাপুর থানার এ জোন ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে চলতি মাসের ২ তারিখ দুর্গাপুর ৮ নাম্বার ওয়ার্ড নিশান হাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে। চলতি মাসের ৫ তারিখ তাকেও দুর্গাপুর ৮ নাম্বার ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চোরাই মাল সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শনিবার ধৃতদের এবং চুরি যাওয়া সামগ্রি নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় আজ এ কথা জানান।
0
Report
Paschim Bardhaman713211

WB News: আমার কথার অপব্যাখ্যা হচ্ছে, আমি শুধু বলছি সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্যেশ্যে ব্যাবহার করবে এটাই আপত্তি

Chittaranjan DasChittaranjan DasJun 06, 2025 15:57:20
Durgapur, West Bengal:
আমার কথার অপব্যাখ্যা হচ্ছে, আমি শুধু বলছি সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্যেশ্যে ব্যাবহার করবে এটাই আমার আপত্তি।ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি।আমি দেশ ভক্ত মানুষ।অভিযোগ হলে হতে দিন।এমনই প্রতিক্রিয়া তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর।গত দুই দিন আগে নরেন্দ্রনাথ চক্রবর্তী তাদের দলীয় কর্মী সভায় দেশ বিরোধী বক্তব্য দিয়েছিলেন বলে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্ব।দুর্গাপুর থানাতেও অভিযোগ করে বিজেপি জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।তার বক্তব্য, পাকিস্তানের সাথে যখন সেটিং হয়েছিল তখন কি তিনি ছিলেন?দেশ বিরোধী কথা বলে এখানে থাকবে এটা হতে পারে না। উনার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ করা হয়।
0
Report
Paschim Bardhaman713216

WB News- গতকাল রণ্ডিহায় দামোদর নদে তলিয়ে যাওয়া তিন কিশোরের মধ্যে বর্তমানে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু এক জন এখনও নিখোঁজ রয়েছে

Chittaranjan DasChittaranjan DasJun 05, 2025 07:41:47
Durgapur, West Bengal:

দামোদর নদে আক্রান্ত হয়ে তিন কিশোরের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হলেও, তৃতীয়জনের অবস্থান এখনও অজানা রয়েছে। উদ্ধার হওয়া দুইজনের দেহ আজ সকাল ১০টা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল দুপুরে ৭জন বন্ধু মিলে বুদবুদের রণডিহা ড্যামে দামোদর নদে স্নানের জন্য প্রবেশ করে। এর পরপরই ৪ জন দামোদর নদে তলিয়ে যায়। তাদের মধ্যে একজনকে উদ্ধারে সক্ষম হলেও অবশিষ্ট ৩ জন তলিয়ে যায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার পুলিশ স্থানীয় উদ্ধারকারীদের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রমের ফলে জিতু অধিকারী এবং অভিজিৎ গাইনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে সুরজিৎ বিশ্বাসের খোঁজ এখনও মেলেনি। উদ্ধার হওয়া দুইজনের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, তিনজনেরই আবাস কাঁকসার ২নম্বর কলোনি এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0
Report
Paschim Bardhaman713216

কলকাতার শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভের আগে দুর্গাপুরের সিটি সেন্টারে বিক্ষোভ মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন দাবি নিয়ে।

Chittaranjan DasChittaranjan DasJun 04, 2025 13:14:15
Durgapur, West Bengal:
কলকাতার শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভের আগে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন দাবি নিয়ে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের মহকুমা আদালত ভবনের সামনে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধিক্কার মিছিল বের করে রাজ্য যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের নেতৃত্বে। ভাস্কর ঘোষের বক্তব্য, কলকাতায় আন্দোলনকারী শিক্ষকদের উপর নির্মম অত্যাচার, ও এম আর সিট সামনে আনা এবং যোগ্য চাকরি প্রার্থীদের স্কুলে যোগদান করার দাবিতে এই আন্দোলন। দুর্গাপুরের সিটি সেন্টারের আদলত চত্বর থেকে শুরু করে সিটি সেন্টারের বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ মিছিল করে।
0
Report
Advertisement
Paschim Bardhaman713216

রনডিহা ড্যামে স্নানে নেমে দামোদরে তলিয়ে গেল ৩ কিশোর, উদ্ধার তৎপরতায় বুদবুদ থানার পুলিশ ও স্থানীয় ডুবুরিরা

Chittaranjan DasChittaranjan DasJun 04, 2025 12:37:36
Durgapur, West Bengal:

দামোদরের নদে স্নান করতে নেমে জলে বুদবুদের রণডিহা ড্যামে তলিয়ে গেলো ৩ যুবক,ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা।* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানা এলাকার রনডিহা ড্যামে দামোদর নদের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। তলিয়ে যাওয়া তিন কিশোর কাঁকসার ২ নম্বর কলোনি এলাকার বাসিন্দা।সুরজিৎ বিশ্বাস (১৭) জিতু অধিকারী (১৭) অভিজিৎ গাইন( ১৭)। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বুদবুদের রনডিহা ড্যামে। আজ বুধবার দুপুরে ওই এলাকার সাত জন স্নান করতে নামে দামোদর নদের জলে।তখনই ৩ কিশোর দামোদর নদের জলে তলিয়ে যায়। অন্যরা বাঁচাতে গেলেও তাকে বাঁচাতে পারে নি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ ও বাঁকুড়া জেলার পুলিশ। ৩ জনকে উদ্ধারের জন্য নামানো হয় স্থানীয় উদ্ধারকারীদের।

0
Report
Paschim Bardhaman713216

বেপরোয়া বাইক তাণ্ডব রুখতে ট্রাফিক পুলিশের স্পিড ক্যামেরা নিয়ে নয়া পদক্ষেপ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশের

Chittaranjan DasChittaranjan DasJun 04, 2025 09:47:19
Durgapur, West Bengal:

স্পিড মিটার দিয়ে নজরদারি, বেপরোয়া বাইকের তাণ্ডব রুখতে কড়া পদক্ষেপ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের। বুধবার দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশের রাস্তায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশকে স্পিড মিটার দিয়ে নজরদারি করতে দেখা যায়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডি সি ট্রাফিক ভিজি সতীশ পশুমার্থী এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার, ওসি ট্রাফিক সন্দীপ সোম ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ট্রাফিকের ডিসি বলেন,"দুর্ঘটনা রুখতে রাজ্য জুড়ে চলছে ট্রাফিকের বিশেষ নজরদারি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও ব্যতিক্রম নয়। আমাদের প্রধান লক্ষ্য দুর্ঘটনা রোধ। যারা জোরে বাইক চালাচ্ছে নিয়ম লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0
Report
Paschim Bardhaman713201

কারখানায় তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

Chittaranjan DasChittaranjan DasAug 25, 2024 14:51:59
Durgapur, West Bengal:

কারখানার ভেতরে একটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এনএন বোস রোড মঙ্গলচণ্ডির কাছে একটি কারখানায় আগুন লাগে। স্থানীয় লোকজন প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখে পুলিশকে খবর দেয়, তারপর আগুনের লেলিহান শিখা আরও অনেক তেলের ট্যাঙ্কারকেও গ্রাস করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

0
Report
Paschim Bardhaman713216

দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে আজ বিমান ওঠানামা বন্ধ, বিমানবন্দরের লাউঞ্জে জল জমে যাওয়ায়

Chittaranjan DasChittaranjan DasAug 02, 2024 10:13:10
Durgapur, West Bengal:
দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে আজ বিমান ওঠানামা বন্ধ, বিমানবন্দরের লাউঞ্জে জল জমে যাওয়ায়। ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি তিনটি বিমান চলাচল বন্ধ বলে জানায় এয়ারপোর্ট ডিরেক্টর কৈলাস মন্ডল । বিমানবন্দরের ভাইরাল ভিডিও।
0
Report
Paschim Bardhaman713216

কাঁকসা পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, বিডিওর কাছে লিখিত নালিশ

Chittaranjan DasChittaranjan DasAug 02, 2024 06:19:33
Durgapur, West Bengal:

পশ্চিম বর্ধমানের কাঁকসা গ্রাম পঞ্চায়েতে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিজেপি সদস্য আনন্দ কুমার জানান, পঞ্চায়েত কার্যালয় সংস্কারে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে। কিন্তু মাত্র দুই লক্ষ টাকার কাজ হয়েছে বলে অভিযোগ। বাকি অর্থ প্রধান, উপপ্রধানসহ পাঁচজন ভাগ করে নিয়েছেন বলে দাবি। শৌচালয়ের দরজা ভেঙে পড়েছে, এসি কাজ করে না। কেন্দ্রীয় অর্থও আত্মসাৎ হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। হিসাব চাইলে কর্তৃপক্ষ নীরব থাকে বলেও জানানো হয়।

0
Report
Paschim Bardhaman713211

১৯ নম্বর জাতীয় সড়কে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাজবাঁধ সার্ভিস রোডের দুরবস্থা

Chittaranjan DasChittaranjan DasAug 01, 2024 15:14:58
Durgapur, West Bengal:
১৯ নম্বর জাতীয় সড়কে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাজবাঁধ সার্ভিস রোডের দুরবস্থা ঘন্টা দুয়েকের বৃষ্টিতে। চরম ভোগান্তি পথ চলতি মানুষের। দেখে মনে হচ্ছে যেন নদী পারাপার করতে হবে জাতীয় সড়কের সার্ভিস রোডের এপার থেকে ওপার। সার্ভিস রোডের ধারে নালা পরিষ্কার না হওয়ায় জল বেরোতে পারছে না, এমনি অভিযোগ এলাকাবাসীদের।
0
Report
Paschim Bardhaman713216

কাঁকসায় কাদা রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ

Chittaranjan DasChittaranjan DasJul 31, 2024 18:07:06
Durgapur, West Bengal:

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের মলানদীঘি পঞ্চায়েতে এলাকাবাসীরা কাদা রাস্তার উপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ডাঙাপাড়া থেকে কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন তারা। পঞ্চায়েত প্রধান পাকুমনি সরেন দ্রুত পাকা রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছেন।

0
Report
Paschim Bardhaman713216

মানসিক ভারসাম্যহীনকে গণপিটুনি: সাতজন গ্রেপ্তার, পুলিশও আক্রান্ত

Chittaranjan DasChittaranjan DasJul 31, 2024 14:57:48
Durgapur, West Bengal:

দুর্গাপুর ফরিদপুর থানার নবঘনপুর এলাকায় মঙ্গলবার দুপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছেলেধরা সন্দেহে স্থানীয়রা আটক করে মারধর করে। প্রথমে গাছে, পরে মন্দিরে বেঁধে লাঠি দিয়ে গণধোলাই চালানো হয়। পুলিশ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয়। গুরুতর আহত যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে মনোজ গোপ, বিপুল গোপ, গণেশ স্বর্ণকার, তাপস বাগদি, বিষ্ণু মান, অশোক হাজরা এবং কার্তিক বাউরী। বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়েছে।

0
Report
Paschim Bardhaman713216

দুর্গাপুরে জলাধার মেরামতে নেমে দুই শ্রমিকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

Chittaranjan DasChittaranjan DasJul 31, 2024 10:41:10
Durgapur, West Bengal:

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে জলাধার সংস্কারের সময় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। মৃতরা হলেন মুর্শিদাবাদের বাবলু শেখ ও মালদার হুমায়ুন শেখ । আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি আবাসনের জলাধারে কাজ করতে নেমে প্রথমে বাবলু দমবন্ধ হয়ে পড়েন। তাকে বাঁচাতে নেমে হুমায়ুনও একই অবস্থায় পড়েন। দুর্গন্ধের কারণে তাদের শ্বাসকষ্ট হয় বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ১৫ দিন আগে জলাধারের ঢালাই শেষ করে শ্রমিকরা বাড়ি গিয়েছিলেন। 

0
Report
Paschim Bardhaman713216

ছেলেধরা সন্দেহে গণপিটুনি: উত্তপ্ত নবঘনপুর, পুলিশের সামনেই মারধর

Chittaranjan DasChittaranjan DasJul 30, 2024 12:25:27
Durgapur, West Bengal:

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর থানার নবঘনপুরে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এলাকায় ঘুরতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অসঙ্গতিপূর্ণ উত্তর পেয়ে তারা প্রথমে চড়-থাপ্পড় মারে, পরে গণপিটুনি শুরু করে। খবর পেয়ে পুলিশ এলে তাদের সামনেও মারধর চলতে থাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্ডালের এসিপি পিন্টু সাহা ঘটনার তদন্ত শুরু করেছেন।

0
Report