কারখানায় তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
কারখানার ভেতরে একটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এনএন বোস রোড মঙ্গলচণ্ডির কাছে একটি কারখানায় আগুন লাগে। স্থানীয় লোকজন প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখে পুলিশকে খবর দেয়, তারপর আগুনের লেলিহান শিখা আরও অনেক তেলের ট্যাঙ্কারকেও গ্রাস করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে আজ বিমান ওঠানামা বন্ধ, বিমানবন্দরের লাউঞ্জে জল জমে যাওয়ায়
কাঁকসা পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, বিডিওর কাছে লিখিত নালিশ
পশ্চিম বর্ধমানের কাঁকসা গ্রাম পঞ্চায়েতে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিজেপি সদস্য আনন্দ কুমার জানান, পঞ্চায়েত কার্যালয় সংস্কারে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে। কিন্তু মাত্র দুই লক্ষ টাকার কাজ হয়েছে বলে অভিযোগ। বাকি অর্থ প্রধান, উপপ্রধানসহ পাঁচজন ভাগ করে নিয়েছেন বলে দাবি। শৌচালয়ের দরজা ভেঙে পড়েছে, এসি কাজ করে না। কেন্দ্রীয় অর্থও আত্মসাৎ হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। হিসাব চাইলে কর্তৃপক্ষ নীরব থাকে বলেও জানানো হয়।
১৯ নম্বর জাতীয় সড়কে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাজবাঁধ সার্ভিস রোডের দুরবস্থা
কাঁকসায় কাদা রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের মলানদীঘি পঞ্চায়েতে এলাকাবাসীরা কাদা রাস্তার উপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ডাঙাপাড়া থেকে কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন তারা। পঞ্চায়েত প্রধান পাকুমনি সরেন দ্রুত পাকা রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছেন।
মানসিক ভারসাম্যহীনকে গণপিটুনি: সাতজন গ্রেপ্তার, পুলিশও আক্রান্ত
দুর্গাপুর ফরিদপুর থানার নবঘনপুর এলাকায় মঙ্গলবার দুপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছেলেধরা সন্দেহে স্থানীয়রা আটক করে মারধর করে। প্রথমে গাছে, পরে মন্দিরে বেঁধে লাঠি দিয়ে গণধোলাই চালানো হয়। পুলিশ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয়। গুরুতর আহত যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে মনোজ গোপ, বিপুল গোপ, গণেশ স্বর্ণকার, তাপস বাগদি, বিষ্ণু মান, অশোক হাজরা এবং কার্তিক বাউরী। বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়েছে।
দুর্গাপুরে জলাধার মেরামতে নেমে দুই শ্রমিকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে জলাধার সংস্কারের সময় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। মৃতরা হলেন মুর্শিদাবাদের বাবলু শেখ ও মালদার হুমায়ুন শেখ । আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি আবাসনের জলাধারে কাজ করতে নেমে প্রথমে বাবলু দমবন্ধ হয়ে পড়েন। তাকে বাঁচাতে নেমে হুমায়ুনও একই অবস্থায় পড়েন। দুর্গন্ধের কারণে তাদের শ্বাসকষ্ট হয় বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ১৫ দিন আগে জলাধারের ঢালাই শেষ করে শ্রমিকরা বাড়ি গিয়েছিলেন।
ছেলেধরা সন্দেহে গণপিটুনি: উত্তপ্ত নবঘনপুর, পুলিশের সামনেই মারধর
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর থানার নবঘনপুরে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এলাকায় ঘুরতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অসঙ্গতিপূর্ণ উত্তর পেয়ে তারা প্রথমে চড়-থাপ্পড় মারে, পরে গণপিটুনি শুরু করে। খবর পেয়ে পুলিশ এলে তাদের সামনেও মারধর চলতে থাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্ডালের এসিপি পিন্টু সাহা ঘটনার তদন্ত শুরু করেছেন।