Back
Biswaji Mitra
Followহারানো মোবাইল ফিরিয়ে দিল রানাঘাট জিআরপি: ৩৬টি হস্তান্তর
Ranaghat, West Bengal:
রানাঘাট জিআরপি আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন তাদের মালিকদের হাতে ফিরিয়ে দিল। পুলিশ কর্মকর্তারা এই উদ্যোগের মাধ্যমে হারানো মূল্যবান ডিভাইসগুলি যথাযথ মালিকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস করেছেন। এই কার্যক্রম জনসাধারণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং মোবাইল মালিকরা।
1
Report