Back
Anup Kumar Das
Nadia741302

ইসকন মায়াপুরে জন্মাষ্টমী উৎসব

Anup Kumar DasAnup Kumar DasAug 26, 2024 11:29:52
Mayapur, West Bengal:
অধিবাসের মধ্যে দিয়ে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।সকাল থেকেই সাজো সাজো রব মায়াপুর ইসকন মন্দিরে।অসংখ্য দেশি-বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে ইসকন মায়াপুর। সোমবার ভোট সাড়ে চারটা থেকে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব।হরিনাম সংকীর্তন সহ বিশ্বশান্তি যজ্ঞ,শ্রীকৃষ্ণের নামকরণ,দামোদর অষ্টকম পাঠ ছাড়া ও নানা রকম অনুষ্ঠান।আজ রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহাভিষেক অনুষ্ঠান।
0
Report
Nadia741101

রাত পোহালেই স্বাধীনতা দিবস, মহা সমারোহে উদযাপন হবে

Anup Kumar DasAnup Kumar DasAug 16, 2024 04:49:57
Krishnanagar, West Bengal:
রাত পোহালেই স্বাধীনতা দিবস। সাড়া দেশ জুড়ে মহা সমারোহে উদযাপিত হবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস। দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বি এস এফ এর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা হল। নদীয়ার কৃষ্ণনগর বিএসএফ হেডকোয়াটার এর তরফে সকাল বেলায় জওয়ান দের নিয়ে সাইকেল/মোটরসাইকেল রেলি করা হয়।তৎসহ বি এস এফের তরফে হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকল মানুষের হাতে বি এস এফের তরফে পতাকা তুলে দেওয়া হয়।
0
Report
Nadia741138

স্বাধীনতা দিবসে দিল্লিতে কুচকাওয়াজে নদিয়ার ঋত্বিকা সাহা

Anup Kumar DasAnup Kumar DasAug 16, 2024 04:48:41
Nakashipara, West Bengal:

আগামীকাল স্বাধীনতা দিবসে দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে নদিয়ার ধর্মদার বাসিন্দা ঋত্বিকা সাহা অংশ নেবেন। মে মাসে গুজরাটে প্রধানমন্ত্রীর পাঠশালায় বুদ্ধির পরীক্ষায় সফল হয়ে দিল্লির আমন্ত্রণ পান ঋত্বিকা। তিনি মুড়াগাছা থেকে ট্রেন ধরে শিয়ালদহ এবং তারপর রাজধানী এক্সপ্রেসে দিল্লি পৌঁছান।

0
Report
North 24 Parganas743437

বাংলাদেশে হিন্দু সেভ বার্তা নিয়েও শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তকে শিবনিবাসে দেখা মিললো।চলছে জল ঢালা

Anup Kumar DasAnup Kumar DasAug 12, 2024 07:33:41
Nadia, West Bengal:

বাংলাদেশে হিন্দু সেভ বার্তা নিয়েও শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তকে দেখা গেলো নদিয়ার মাজদিয়া শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তে গঙ্গা জল ঢালতে দেখা গেল। রবিবার সকাল দুপুর রাত ভোর আজ সোমবার ও ভক্তরা যাচ্ছে জল ঢালতে। এবার ভক্ত সংখ্যা অনেক বেশি। মন্দিরে কড়া পুলিশের প্রহরায় চলছে জল ঢালা। 

0
Report
Advertisement
North 24 Parganas743437

আজ হঠাৎ মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর পৌরসভার সামনে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে

Anup Kumar DasAnup Kumar DasJul 30, 2024 14:29:21
Nadia, West Bengal:

আজ হঠাৎ মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর পৌরসভার সামনে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি একটাই,পৌরসভা যে সকল সাপাইকর্মীরা দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সেবায় আছেন বাদ দেয়া যাবে না। অন্যদিকে পুরপ্রধান জানায়,সাপাই কর্মীরা ঠিকমত কাজ করে না,কাজে গিয়ে মোবাইল দেখে চা খেয়ে দিন কাটায়, তাই বেসরকারি সংস্থার দ্বারা কাজ করানোর সিদ্ধান্ত হয়,কি রকম সাপাই হচ্ছে দেখা হবে ।

0
Report
Nadia741101

কলেজের ইউনিয়ন রুমে শহর তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতির হাতে পিস্তল ছবি ভাইরাল

Anup Kumar DasAnup Kumar DasJul 29, 2024 11:36:56
Krishnanagar, West Bengal:
21 শে জুলাই এর পর তৃনমূলের সাংগঠনিক পদ কিছু পরিবর্তন হয়।তৃনমূলের কৃষ্ণনগরে টাউন প্রেসিডেন্ট হয় নতুন ইমরান শেখ (খালেক) আর তার কিছু ছবি যা দুইবছর আগের।সেই ছবি ভাইরাল হয়েছে। বিজেপি নেতৃত্ব দাবি করে কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমে শহর তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতির হাতে পিস্তল ছবি ভাইরাল। আরো একবার অস্বস্তিতে শাসক শিবির।তবে এই বিষয়ে বিজেপি বললেও,তৃনমূল অস্বীকার করে। ইমরান শেখ এর বক্তব্য,যার ছবি অস্ত্র সহ ভাইরাল হয়েছে সে বলছে ছবি তে আমি থাকলে দল যা ব্যবস্থা নেবে আমি মেনে নেবো
1
Report
North 24 Parganas743437

ভারতীয় মহিলা ফুটবল দলের রিম্পা হালদারকে স্বগৃহে সংবর্ধনা

Anup Kumar DasAnup Kumar DasJul 26, 2024 06:54:35
Nadia, West Bengal:

নদিয়ার হাঁসপুকুরিয়ার নিম্নমধ্যবিত্ত পরিবারের কন্যা রিম্পা হালদার ভারতীয় মহিলা ফুটবল দলে স্থান পেয়েছেন। আজ তিনি নিজ এলাকায় ফিরে এসেছেন। হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন, যেখানে রিম্পা তার ফুটবল জীবন শুরু করেছিলেন, তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে। এই মাঠেই খেলে তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। অনুষ্ঠানে রিম্পার পিতামাতাও উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এই সাফল্যে গর্বিত ও আনন্দিত। রিম্পার সাফল্য তার এলাকার জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

0
Report