আজ হঠাৎ মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর পৌরসভার সামনে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি একটাই,পৌরসভা যে সকল সাপাইকর্মীরা দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সেবায় আছেন বাদ দেয়া যাবে না। অন্যদিকে পুরপ্রধান জানায়,সাপাই কর্মীরা ঠিকমত কাজ করে না,কাজে গিয়ে মোবাইল দেখে চা খেয়ে দিন কাটায়, তাই বেসরকারি সংস্থার দ্বারা কাজ করানোর সিদ্ধান্ত হয়,কি রকম সাপাই হচ্ছে দেখা হবে ।