ইসকন মায়াপুরে জন্মাষ্টমী উৎসব
রাত পোহালেই স্বাধীনতা দিবস, মহা সমারোহে উদযাপন হবে
স্বাধীনতা দিবসে দিল্লিতে কুচকাওয়াজে নদিয়ার ঋত্বিকা সাহা
আগামীকাল স্বাধীনতা দিবসে দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে নদিয়ার ধর্মদার বাসিন্দা ঋত্বিকা সাহা অংশ নেবেন। মে মাসে গুজরাটে প্রধানমন্ত্রীর পাঠশালায় বুদ্ধির পরীক্ষায় সফল হয়ে দিল্লির আমন্ত্রণ পান ঋত্বিকা। তিনি মুড়াগাছা থেকে ট্রেন ধরে শিয়ালদহ এবং তারপর রাজধানী এক্সপ্রেসে দিল্লি পৌঁছান।
বাংলাদেশে হিন্দু সেভ বার্তা নিয়েও শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তকে শিবনিবাসে দেখা মিললো।চলছে জল ঢালা
বাংলাদেশে হিন্দু সেভ বার্তা নিয়েও শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তকে দেখা গেলো নদিয়ার মাজদিয়া শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তে গঙ্গা জল ঢালতে দেখা গেল। রবিবার সকাল দুপুর রাত ভোর আজ সোমবার ও ভক্তরা যাচ্ছে জল ঢালতে। এবার ভক্ত সংখ্যা অনেক বেশি। মন্দিরে কড়া পুলিশের প্রহরায় চলছে জল ঢালা।
আজ হঠাৎ মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর পৌরসভার সামনে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে
আজ হঠাৎ মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর পৌরসভার সামনে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি একটাই,পৌরসভা যে সকল সাপাইকর্মীরা দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সেবায় আছেন বাদ দেয়া যাবে না। অন্যদিকে পুরপ্রধান জানায়,সাপাই কর্মীরা ঠিকমত কাজ করে না,কাজে গিয়ে মোবাইল দেখে চা খেয়ে দিন কাটায়, তাই বেসরকারি সংস্থার দ্বারা কাজ করানোর সিদ্ধান্ত হয়,কি রকম সাপাই হচ্ছে দেখা হবে ।
কলেজের ইউনিয়ন রুমে শহর তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতির হাতে পিস্তল ছবি ভাইরাল
ভারতীয় মহিলা ফুটবল দলের রিম্পা হালদারকে স্বগৃহে সংবর্ধনা
নদিয়ার হাঁসপুকুরিয়ার নিম্নমধ্যবিত্ত পরিবারের কন্যা রিম্পা হালদার ভারতীয় মহিলা ফুটবল দলে স্থান পেয়েছেন। আজ তিনি নিজ এলাকায় ফিরে এসেছেন। হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়ন, যেখানে রিম্পা তার ফুটবল জীবন শুরু করেছিলেন, তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে। এই মাঠেই খেলে তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। অনুষ্ঠানে রিম্পার পিতামাতাও উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এই সাফল্যে গর্বিত ও আনন্দিত। রিম্পার সাফল্য তার এলাকার জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।