Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Amit Kumar Sarkar
Nadia741235

নদীয়ার কল্যাণীতে পুজো উপলক্ষে মহালয়ার দিনই মানুষের ঢল

AKAmit Kumar SarkarOct 03, 2024 05:55:48
Kalyani, West Bengal:
মহালয়াতে ই মানুষের ঢল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন পুজোর উদ্বোধন করলেন তার মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোর। আর মহালয়াতে ই মানুষের ঢল প্রতিমার গায়ে ৮৬ কেজি সোনার গয়না ব্যাপক পুলিশে নিরাপত্তা সবমিলিয়ে জমজমাট কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো এবার যাদের থিম ব্যাংককের অরুণ মন্দির। মন্ডপে রয়েছে লক্ষাধিক ঝিনুকের কাজ যা সকল দর্শনের থেকে আকৃষ্ট করবেই।
0
comment0
Report
Nadia741235

মহালয়ার দিন বানজারা দের হাতে পোশাক তুলে দিল রানাঘাট পুলিশ জেলা

AKAmit Kumar SarkarOct 02, 2024 08:16:09
Kalyani, West Bengal:

*মহালয়ার দিন বানজারাদের হাতে পোশাক তুলে দিল রানাঘাট পুলিশ জেলা* নদিয়ার কল্যাণী শিল্পাঞ্চল এলাকায় বানজারাদের হাতে পোশাক তুলে দিল রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিক। মোট ৪৫ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুজোর পোশাক। মহালয়ার দিন পুজোর পোশাক পেয়ে খুশি বানজারারা। পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, পুজোর দিন। প্রায় ৪৫ টি পরিবারের হাতে আট থেকে আশি সবার জন্য পুজোর পোশাক তুলে দেওয়া হয়েছে।

0
comment0
Report
Nadia741245

মাওবাদী যোগ সন্দেহে এন আই এর হানা মদনপুর সিং পাড়ায়

AKAmit Kumar SarkarOct 02, 2024 05:00:53
Madanpur, West Bengal:
মাওবাদী যোগ সন্দেহে এন আই এর হানা নদীয়ার মদনপুর সিং পাড়ায় , স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এদিন ভোরে এনআই এর আধিকারিকরা সিদ্ধেশ্বর বিশ্বাসে বাড়িতে আসেন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় চাকদহ থানায় সেখানেও তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আজ কলকাতা সহ বেশ কয়েকটা জেলায় এই বিষয় নিয়েই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান এন আই এ।
0
comment0
Report
Nadia741235

নদীয়ার মদনপুরে অটোচালকদের পথ অবরোধ

AKAmit Kumar SarkarSept 19, 2024 08:36:25
Kalyani, West Bengal:

নির্দিষ্ট স্থান স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে অটো স্ট্যান্ড। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ,অবরোধ করলেন অটো চালকরা। ঘটনাটি নদিয়ার মদনপুর এলাকার ইন্দিরা মোড়ে। বৃহস্পতিবার সকালে এই অবরোধ ও বিক্ষোভ দেখান চালকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ইন্দিরা মোড়ে অটো স্ট্যান্ড ছিল। সম্প্রতি সেই স্ট্যান্ড সরিয়ে দূরে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের নির্দেশে। এর ফলে মদনপুর স্টেশন থেকে অনেকটাই হেঁটে অটো ধরতে হচ্ছে যাত্রীদের। কিন্তু বিগত কয়েকদিন হল এই দূরত্বের জন্য আর মিলছে না যাত্রী। বিপাকে পড়েন চালকরা।

0
comment0
Report
Advertisement
Nadia741235

গাড়ির ভাড়া খাটিয়ে গাড়ি চুড়ির প্রতারনা ঘটনাটি নদিয়া হরিণঘাটা অঞ্চলের

AKAmit Kumar SarkarSept 17, 2024 08:57:29
Kalyani, West Bengal:
অ্যাপের মাধ্যমে গাড়ির ভাড়া খাটিয়ে দেওয়া হবে ২৫ হাজার টাকা। এমনটাই ফোন যায় গাড়ির মালিকদের কাছে। লোভনীয় অফার পেয়ে পাঁচজন গাড়ির মালিক আনসার নামে এক ব্যক্তিকে তাঁদের গাড়ি ভাড়া খাটাতে দেয়। একমাসের টাকা পাওয়ার পর দ্বিতীয় মাস থেকে ফোন বন্ধ হয়ে যায় আনসারের। এরপর হরিণঘাটা থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে নবদ্বীপ থেকে আনসারকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় ৩ টি গাড়ি। আনসার সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। বাকি দুটি গাড়ির খোঁজে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
0
comment0
Report
Advertisement
Back to top