নির্দিষ্ট স্থান স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে অটো স্ট্যান্ড। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ,অবরোধ করলেন অটো চালকরা। ঘটনাটি নদিয়ার মদনপুর এলাকার ইন্দিরা মোড়ে। বৃহস্পতিবার সকালে এই অবরোধ ও বিক্ষোভ দেখান চালকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ইন্দিরা মোড়ে অটো স্ট্যান্ড ছিল। সম্প্রতি সেই স্ট্যান্ড সরিয়ে দূরে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের নির্দেশে। এর ফলে মদনপুর স্টেশন থেকে অনেকটাই হেঁটে অটো ধরতে হচ্ছে যাত্রীদের। কিন্তু বিগত কয়েকদিন হল এই দূরত্বের জন্য আর মিলছে না যাত্রী। বিপাকে পড়েন চালকরা।