Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

दिल्ली विस्फोट के बाद कैनिंग थाना ने नाका चेकिंग तेज कर दी

PSPrasenjit Sardar
Nov 12, 2025 03:22:46
Baruipur, West Bengal
दिल्ली विस्फोट के बाद कैनिंग थाना के पुलिस नाका चेकिंग जारी रहे। दक्षिण ২৪ परगना जिले के सुंदरबन प्रवेशद्वार कैनिंग। कैनिंग मातला ब्रिज के सामने नाका चेकिंग चालू है कैनिंग थाना की पुलिस। इस शीतकालीन मौसम में कई पर्यटनकर्ता अब सुंदरबन आ रहे हैं, इसलिए दिल्ली के घटना के बाद नाका चेकिंग में तैनात पुलिस। पिछले कुछ महीनों पहले कैनिंग थाना ढील दूरीHospitals मोड़ इलाके से जम्मू-कश्मीर में आतंकियों की गिरफ्तारी के बाद कैनिंग में सतर्क प्रशासन। सुबह से नाका चेकिंग चल रही है。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Nov 12, 2025 05:19:15
Mal Bazar, West Bengal:কোথাও রাতভর ধান খেলো,আবার কোথাও নদীতে আপন মনে স্নান করলো হাতি... মালবাজার মহকুমার মেটেলি ব্লকে ফের হাতির হানা। ধান কাটার মরশুমে প্রতিদিন রাত নামলেই ধানখেতে নেমে আসছে হাতির দল। পাহারা দিয়েও এই তাণ্ডব রুখতে পারছেন না স্থানীয় কৃষকেরা。 গতকাল রাতে মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়ার ফরেস্ট বস্তি এলাকায় ফের হাতিদের উপদ্রব দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে একই ধানখেতে বারবার হামলা চালাচ্ছে হাতির দল। রাতে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিদের জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করেন。 কৃষকদের অভিযোগ, “এইভাবে যদি হাতির দলকে আটকানো না যায়, তবে আমাদের সারা বছরের পরিশ্রম নষ্ট হয়ে যাবে। সব ধান হাতিদের পেটে যাবে।” অন্যদিকে বুধবার সকাল থেকে দুটি হাতিকে দেখতে ভিড় জমে যায় মাল ব্লকের তুড়িবাড়ি এলাকায়, চেল নদীর সংলগ্ন অঞ্চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারঘেরা রেঞ্জের বন দপ্তরের MPP-3 বিভাগের কর্মীরা। তারা উপস্থিত জনতাকে দূরে সরিয়ে দেন, যাতে হাতিদের কোনো অসুবিধা না হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের বেলায় ভুট্টাবাড়ি জঙ্গল থেকে ওই দুটি হাতি বেরিয়ে এসে তুড়িবাড়ি এলাকায় ধান খায়। এরপর সকাল থেকে চেল নদীর জলে স্নান করতে দেখা যায় তাদের। বনকর্মীরা বর্তমানে হাতিদের পুনরায় জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন。
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 12, 2025 03:31:35
Kalna, West Bengal:पूर्वस्थলীতে मां ও नाबालिका बेटी लापता। संदिग्ध महिला तस्करी चक्र के फंदे में पड़ने की बात सामने आई है। कलनार पूर्वस्थলী थाना के पलाशपולי रेल कॉलोनी क्षेत्र में इस घटना ने भारी सनसनी मचा दी है। स्थानीय सूत्रों के अनुसार, 29 अक्टूबर बुधवार शाम 5 बजे पूर्वस्थली ब्लॉक अस्पताल में डॉक्टर दिखाने के नाम पर घर से निकलकर एक मां और उसकी 11 साल की नाबालिग बेटी लापता हो गईं। 12 दिन बीत जाने के बाद भी उनका कोई сход नहीं मिला। लापता महिला का नाम सुवर्णา विश्वास (बारुई) है। उनके पति शिवु बारुई महाराष्ट्र में काम करते हैं। दो-तीन महीनों के अंतराल पर वे पूर्वस्थली के घर लौट आए थे। 15 साल पहले उनकी शादी हुई थी। एक बेटा और एक बेटी है। घटना के दिन से महिला का मोबाइल स्विच ऑफ है। रिश्तेदारों-स्वजन से संपर्क कर भी कोई ठोस जानकारी नहीं मिली, इस कारण परिवार ने पूर्वस्थली थाना में लापता डायर‌ी दर्ज कराई है। हालांकि पत्नी लापता होने से कुछ दिन पहले ही शिवु बारुई पॉलाशपुरी ग्राम के घर पर मौजूद थे। परिवार और पड़ोसियों के मुताबिक वे संभवतः किसी अंतर-राज्य महिला तस्करी चक्र के फंदे में फंसे हो सकते हैं। पुलिस ने जांच शुरू कर दी है।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 12, 2025 01:32:12
Dihierench, West Bengal:*দিল্লি বিস্ফোরণের.par পূর্ব মেদিনীপুরে নিরাপত্তায় আঁটোসাঁটো,তল্লাশি জোরদার, রেল স্টেশনে নামানো হয়েছে ডগ স্কোয়াড। রাতভর নাকা চেকিং ,তল্লাশি.* গতকাল দিল্লিতে বিস্ফোরণের পর সতর্কতা জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। পূর্ব মেদিনীপুরেও সড়কপথ ও রেলপথে পুলিশ তল্লাশি চালেছে রাতভর। পাঁশকুড়া, কোলাঘাট, হলদিয়া, দীঘা সহ বিভিন্ন এলাকায় পুলিশ ও রেলের জিআরপি তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে পাঁশকুড়া রেল স্টেশনে ট্রেন আসার সঙ্গে সঙ্গে রেল পুলিশ মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াডের সাহায্যে যাত্রীদের ব্যাগ ও ট্রেনের কামরা তল্লাশি করছে। আজ রাতেও কোলাঘাটের হলদিয়া মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারে জোরদার তল্লাশি চালানো হয়। কোলাঘাট থানা ও ট্রাফিক পুলিশের সহায়তায় চলা এই নাকা চেকিংয়ে পথচারীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। নিরাপত্তা ব্যবস্থার এই তৎপরতায় প্রশাসন নিশ্চিত করছে, কোনোরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে।
171
comment0
Report
CDChampak Dutta
Nov 12, 2025 01:31:37
Kaji Chak, West Bengal:বাড়িতে লাগানো হচ্ছিল টিনের শেড, কপাল পুড়ল পাশের বাড়ির। পুড়ে ছাই নগদ ২০হাজার টাকা সহ গুরুত্বপূর্ন কাগজ পত্র,পুড়ে গেল ছেলে মেয়েদের পড়ার বই খাতা এবং আসবাবপত্র। পাশের বাড়িতে ওয়েল্ডিং করে দোতলা বাড়ির ছাদে লাগানো হচ্ছিল টিনের শেড। ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি ছিটকে এসে পড়ে পাশের রিঙ্কি ঘটকের বাড়িতে, বাড়িতে লেগে যায় আগুন। পুড়ে ছাই হয়ে যায় লোন করে নিয়ে আসা নগদ কুড়ি হাজার টাকা,এবং সেই সঙ্গে পুড়ে গিয়েছে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়ার বই এবং দরকারি কাগজপত্র। তবে অবশ্য ক্ষতি হয়নি ওই বাড়ির পরিবারের কোনো সদস্যের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে মেদিনীপুর শহরের দু"নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায়। খবর পেয়ে এলাকায় এসে পৌঁছে আগুন নেভায় দমকল কর্মীরা। দ্রুত এলাকায় যান মেদিনীপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়। তিনি দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেন। এবং তিনি জানান পুড়ে যাওয়া দরকারি কাগজ এবং বই পত্র তিনি ব্যবস্থা করে দেবেন। এবং পুড়ে যাওয়া টাকাসহ যা যা ক্ষতি হয়েছে তা পাশের বাড়ির মালিক আশীষ ভৌমিক ক্ষতিপূরণ দেবেন।
187
comment0
Report
CDChampak Dutta
Nov 12, 2025 01:31:22
Kaji Chak, West Bengal:বাড়িতে লাগানো হচ্ছিল টিনের শেড, কপাল পুড়ল পাশের বাড়ির। পুড়ে ছাই নগদ ২০হাজার টাকা সহ গুরুত্বপূর্ন কাগজ পত্র,পুড়ে গেল ছেলে মেয়েদের পড়ার বই খাতা এবং আসবাবপত্র। পাশে ওয়েল্ডিং চলাকালে আগুন ছড়িয়ে পড়ে পাশের রিঙ্কি ঘটকের বাড়িতে, বাড়িতে লেগে যায় আগুন। পুড়ে ছাই হয়ে যায় লোন করে নেওয়া নগদ ২০ হাজার টাকা, এবং সেই সঙ্গে বাড়ির আসবাবপত্র, ছেলে-মেয়েদের পড়ার বই ও দরকারি কাগজপত্র। তবে পরিবারের কোনো সদস্য আহত হয়নি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে মেদিনীপুর শহরের দু Number ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায়। খবর পেয়ে এলাকায় পৌঁছে দমকলকর্মীরা আগুন নেভায়। এলাকায় যান মেদিনীপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়। তিনি দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেন এবং জানান পুড়ে যাওয়া দরকারি কাগজপত্র এবং বইপত্র তিনি ব্যবস্থা করে দেবেন। পাশে বাড়ির মালিক আশীষ ভৌমিক ক্ষতিপূরণ দেবেন।
56
comment0
Report
PCPartha Chowdhury
Nov 11, 2025 18:45:40
Bardhaman, West Bengal:বর্ধমানে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।এস আই আর এর নামে ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করার কেন্দ্রের চক্রান্তের প্রতিবাদে সোমবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পুলিশ লাইন মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র কার্জনগটে এসে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, জেলার মহিলা নেত্রী নীলা মুন্সি সহ জেলার শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা। রাজধানীতে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করেও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সম্পূর্ণভাবে ব্যর্থ। বর্ডার সিকিউরিটি ফোর্সকেও যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলেই আজকের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে জানতে চাই, আপনার গোয়েন্দা বিভাগের রিপোর্ট কোথায়? কাশ্মীরের বর্ডারে পারলেন না, দিল্লির বুকে পারলেন না, অর্থাৎ দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে。” মন্ত্রী আরও বলেন, “আসলে বিজেপি সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর পদে থাকার আর অধিকার নেই। তিনি দেশের নিরাপত্তা নয়, ব্যস্ত আছেন বিহারের নির্বাচন ও বাংলার SIR করে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্রে। অন্যদিকে প্রধানমন্ত্রী ভুটান গেছেন। এরা দায়িত্বজ্ঞানহীন ভারতবর্ষের শাসক, তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই।”
50
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 11, 2025 18:15:16
Howrah, West Bengal:वैধ ভোটার হওয়া সত্তেও নাম নেই ভোটার লিস্টে। যদিও পরিবারের বাকি সকলের নাম আছে ভোটার লিস্টে। এই ঘটনায় আতঙ্কে ভুগছিলেন সালকिया ধর্মতলার বাসিন্দা বুদ্ধদেব সাউ (৩৫)। আতঙ্কে না খাওয়া ভুলে গেছিলেন কদিন ধরে।তবে অবশেষে মিলেছে স্বস্তি। হাওড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ধর্মতলা এলাকার বাসিন্দা বুদ্ধদেব সাউ। বাড়িতে মা ছাড়াও দাদা বৌদি এবং স্ত্রী আছেন। তিনি গত লোকসভা, বিধানসভা এমনকি হাওড়া পুরসভার নির্বাচনে ভোট দিলেও এবারের ভোটার তালিকায় তার নামের উপর ডিলিটেড অর্থাৎ 'বাতিল' স্ট্যাম্প মারা আছে। এই ঘটনায় তিনি কার্যত মুষড়ে পড়েন। নাম বাতিলের আতঙ্কে তার ঘুম ছুটে যায়। বেনাগরিক হওয়ার ভয়ে নাওয়া খাওয়া ভুলে যান।তিনি বলেন,"আমি বুঝতে পারছি না কেন ভোটার লিস্ট থেকে আমার নাম বাতিল হল। এর জন্য ভীষণ আতঙ্কে রয়েছি। রাতে ঘুমোতে পারছি না। আমাকে কি বাংলাদেশে পুশব্যাক করা হবে ؟" তার মা সাবিত্রী সাউ বলেন,"আমাদের বাড়ির সকলের ভোটার লিস্টে নাম আছে। শুধুমাত্র আমার সেজো ছেলে বুদ্ধদেবের নাম নেই। এ ব্যাপারে আমিও আতঙ্কে রয়েছি।"তবে অবশেষে মিলেছে স্বস্তি।বুদ্ধদেব বাবু বলেন।তিনি উত্তর হাওড়ার ধর্মতলা এলাকায় থাকতেন।বছর দুয়েক আগে কোনা তেঁতুলতলায় চলে যান।এখানে ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন।যেকারনে আগের ঠিকানা থেকে ভোটার লিস্টের নাম বাদ চলে যায় বলে আজ জানতে পারেন。 ১..সাবিত্রী সাউ(মা) ২..বুদ্ধদেব সাউ(ছেলে)
48
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 11, 2025 17:03:29
Howrah, West Bengal:একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে হাওড়া সদর বিজেপির যুব মোর্চার নেতা সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। শুধু তাই নয় প্রতিবাদ করায় স্ত্রী ও শ্বশুরকে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। ঘটনায় শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতার স্ত্রী পূজা চক্রবর্তী। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। শিবপুরের বলাই মিস্ত্রি লেনের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সলপের বাসিন্দা পূজা চক্রবর্তীর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন ওই যুব মোর্চা নেতা।বিয়ের পর সঞ্জয়ের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন পূজা। প্রতিবাদ করলেই জুটতো মারধর। পূজা চক্রবর্তী জানান, ২০২০ সাল নাগাদ এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সঞ্জয়ের। পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত আরও‌ এক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয়। সেজন্য গত বছর থেকে পূজাকে মিউচুয়াল ডিভোর্সের জন্য চাপ দিত সঞ্জয়। এরপর পূজা নিজের দশ বছরের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, এরপর থেকেই দলীয় ক্ষমতা দেখিয়ে স্ত্রী ও শ্বশুরকে হুমকি দিতে শুরু করেন সঞ্জয়। শুধু তাই নয়, দলবল নিয়ে শ্বশুর সুকুমার গোস্বামীকে হুমকিও দেন বলে অভিযোগ। এরপরেই শিবপুর থানার পুলিশের দ্বারস্থ হন পূজা। গত ৮ নভেম্বর সঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।সঞ্জয় চক্রবর্তী ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি।তবে তিনি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন মিউচাল ডিভোর্স ফাইল হয়ে গেছে।আসলে টাকা আদায়ের জন্য তার স্ত্রী এসব নাটক করছে।এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্র এক ঘটনার কটাক্ষ করেছেন।বিজেপি নেতা ওমপ্রকাশ সিং বলেন নির্বাচন আসছে।তাই দলকে মেলাইন করার জন্য তৃণমূল এসব বলছে。 বাইট..১..কৈলাশ মিশ্র(তৃণমূল যুব সভাপতি) ২..ওম প্রকাশ সিং(বিজেপি নেতা) ৩..পূজা চক্রবর্তী(স্ত্রী) ৪..সুকুমার গোস্বামী(শ্বশুর)
0
comment0
Report
Advertisement
Back to top