Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया में रात में टेलीस्कोप से आकाश दर्शन, बच्चों के लिए नई शिक्षा पहल

MMManoranjan Mishra
Dec 07, 2025 12:20:15
Purulia, West Bengal
পুরুলিয়া : শীতের মরশুমে শীতের মরশুমে পুরুলিয়ার মাঠা বনাঞ্চলে রক ক্লাইম্বিং করার জন্য বহু স্কুল কলেজ পড়ুয়ারা আসেন। মাঠাতে এসে তাঁরা রক ক্লাইম্বিং এবং প্রকৃতি নিয়ে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমরা তাদের রাত্রীভেলায় জঙ্গলে বা পাহাড়ে যাওয়ার অনুমতি দিই না। তাই সন্ধ্যার পরে ফাঁকা সময়ে যাতে নতুন কিছু শিখতে পারে তার জন্য 'নেচার মেটস' এবং পুরুলিয়া বন বিভাগের যৌথ উদ্যোগে একটি টেলিস্কোপের ব্যবস্থা করা হয়েছে। যা থেকে বাচ্চারা খোলা আকাশে তারাদের দেখে নতুন কিছু শিখবে এবং আগামী ভবিষ্যতে বৈজ্ঞানিকের মতো বড় কিছু হওয়ার স্বপ্ন দেখবে। আমরা গর্বিত যে এই প্রথমবার দক্ষিণবঙ্গে এই কাজ করতে পারছি। আগামী সময়ে পুরুলিয়াতে আরও বিভিন্ন পাহাড়ে ও বনাঞ্চলে টেলিস্কোপ লাগানো হবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Dec 07, 2025 18:17:45
Basirhat, West Bengal:আবাস যোজনার ঘরের তালিকা থেকে নাম বাদ দেওয়ায় অভিযোগ তুলে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়িতে হামলা গাড়ি আটকে বিক্ষোভ পরিস্তিতি সামল দিতে ঘটনাস্থলে পুলিশ ঘটনার তীব্র চাঞ্চল্য হাসনাবাদের রামেশ্বরপুরে সম্প্রতি হাসনাবাদের বিভিন্ন জায়গায় আবাস যোজনার ঘরের টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাদের। এই ঘরের তালিকা থেকে হাসনাবাদ Rameshwarpur-র খোসালের মোড় এলাকার বেশ কিছু সাধারণ মানুষদের নাম বাদ দিয়ে দেয়া হয়েছে, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বিরুদ্ধে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কোন কারন ছাড়াই উপভোক্তাদের নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রামেশ্বরপুর খোসালে মোড় সংলগ্ন এলাকায় হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। তার গাড়িতে হামলা চালায় এলাকাবাসী। বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় তীব্র চঞ্চল্য। তবে এই ঘটনা মানতে নারাজ ওই পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি জানান তারই দলের নবনির্বাচিত তৃণমূলের ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীরা তার গাড়ির উপর হামলা চালিয়েছে ও তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে。
186
comment0
Report
KAKAYESH ANSARI
Dec 07, 2025 16:33:47
Darjeeling, West Bengal:500+ of guitarists today performed in unison here at Chowrasta not only as a prelude to the Darjeeling Melo Tea Fest but also as a tribute to the band Mantra with the enable gathered strumming their songs. Though the organizers had set a bar of thousands guitarists only some hundred turned up with the spirit however seen high as ever as they not only strummed the tunes of popular Mantra songs like "Bir Bir Gorkhali" and "Sadhai Sadhai" but sang along with the band who took the centre stage. Pragya Lama the lead guitarist of Darjeeling based Mantra Band said it was good experience for them and they felt proud to get so much love from the people. The band just reached 25 years. One of the participants, Wangchuk Sherpa said he had come all the way from Siliguri to be part of the program. Tourists gathered there at Chowrasta was also mesmerized with the performance there this evening maintaining Darjeeling always had something new to offer them in their visit. Speaking about the program the Darjeeling SP, Praween Prakash said that the Darjeeling Melo-Tea Fest starts from December 11th and ends on December 14th and they wanted to hold some programs as a prelude to that so people get excited about the fest and this was such an effort. The 3rd edition of the Darjeeling Melo-Tea Fest is being jointly organized by the Darjeeling Police, Gorkhaland Territorial Administration and other local organizations. The fest is designed to celebrate the region’s tea heritage, musical legacy, adventure culture and local entrepreneurship while also promoting tourism, creating youth employment, and strengthening the rural economy. The festival has different events like an open rock music competition D-Rock where the total prize pool money is about ₹ 28 Lakhs. Apart from different bands from all over the country taking part in the competition there will be performances by popular names like Purna Rai, Mantra and Chakra. Darjeeling Hill Marathon which will be held on December 14th, draws nearly 4,000 runners annually from across the country will also be one of the special attractions of the fest. Stalls will also be set up at Chowrasta for young entrepreneurs from Darjeeling to showcase innovative local products from handicrafts and agro-produce to wellness items and other domains. Apart from these events there shall be art and photography exhibition, food stalls, fashion shows and display of local tradition and music. In the past too Darjeeling has seen such mass guitar performances at Chowrasta. In the year 2013 as part of the Tea and Tourism Festival about 700 guitarists had together performed John Lennon’s “Imagine”. Similarly, in the year 2022 as part of the closing ceremony of the FIFA World Cup an ensemble of guitar players were seen strumming “One Love” by Bob Marley and “Musu Musu Hasi Deu” of Norden Tenzing Bhutia at Chowrasta.
119
comment0
Report
EGE GOPI
Dec 07, 2025 16:33:15
Kharagpur, West Bengal:পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভায় সরকারি সম্পত্তির ব্যবহারে বড়সড় অনিয়মের অভিযোগ উঠে এসেছে। পলস্যা গ্রাম পঞ্চায়েতের অধীন বাড়গোকুল এলাকায় সরকারি টাকায় নির্মিত দশ বছরের পুরনো যাত্রী প্রতীক্ষালয়ে বর্তমানে চলছে জুতোর দোকান। ফলে এলাকাজুড়ে প্রশ্নের ঝড় যাত্রীদের বসার জায়গা কি তবে ভাড়ায় চলে গেল? লাল্টু হেমরম দীর্ঘদিন ধরে ওই প্রতীক্ষালয়ে তাঁর জুতোর দোকান চালাচ্ছেন। তাঁর দাবি, খড়্গপুর-২ পঞ্চায়েত সমিতি থেকেই তাঁকে এক বছরের জন্য লিজ দেওয়া হয়েছে, ভাড়া বাবদ জমা দিয়েছেন ৬ হাজার টাকা। শুধু তাই নয়, তিনি জানান এর বিপরীতে তাঁকে রসিদও দেওয়া হয়েছে। লাল্টুর কথায়, “পঞ্চায়েত সমিতি অনুমতি দিয়েছে বলেই দোকান বসিয়েছি। সবই নিয়ম মেনে।” যাত্রীদের বসার জন্য তৈরি প্রতীক্ষালয় কীভাবে দোকানে পরিণত হল? প্রশ্নের উত্তরে খড়্গপুর-২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ವಿಶ್ವজিৎ মুখার্জি বলেন, “প্রতীক্ষালয়ে কেউ বসত না। ভবনটি নষ্ট হয়ে যাচ্ছিল। তাই রক্ষণাবেক্ষণের জন্য সামান্য টাকায় দোকান দেওয়া হয়েছে। যেদিন যাত্রীরা আবেদন করবেন, সাত দিনের মধ্যেই দোকান সরিয়ে দেওয়া হবে।” এদিকে বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহলও। পিংলা বিধানসভা বিধায়ক অজিত মাইতি জানান, “এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে পুলিশ দিয়ে দোকান তুলে দেব। সরকারি প্রতীক্ষালয় এভাবে ভাড়ায় দেওয়া যায় না।” রাজ্যের সরকারি পরিকাঠামোর যথাযথ ব্যবহার নিয়ে এমন প্রশ্ন নতুন নয়। তবে যাত্রী প্রতীক্ষালয়কে দোকান হিসেবে লিজ দেওয়া এবং তাতে সরকারি রসিদ প্রদান এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়। যাত্রীরা অভিযোগ জানালে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতির পরিবর্তন হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে পিংলার মানুষ। লালটু হেমরম (দোকানদার) অজিত মাইতি (পিংলা বিধানসভা বিধায়ক)
209
comment0
Report
BSBarun Sengupta
Dec 07, 2025 15:33:25
Barrackpore, Kolkata, West Bengal:ভারতবর্ষের বিভিন্ন জায়গার ডাক্তার দের নিয়ে কলকাতার একটি পাচতারা হোটলে শ্যামারিটান হাসপাতালের উদ্যগে হয়ে গেল আলচনা সভা। বড় স্কিনে দেখানো হল বিভিন্ন ধরনের আপরেশানের। অত্যাআধুনিক যন্ত্রের মাধ্যমে সাধ্যের মাধ্যই এই রাজ্যে বিভিন্ন ধরনের ইউরোলজির চিকিৎসা হওয়া সম্ভব সেটা বলেছেন শ্যামারিটানের সাথে যুক্ত ডাক্তারেরা। তা ছাড়াও অনেকেই ইউরোলজির প্রবলেম হলে অনেকেই রাজ্যের বাইরে চলে যায় কিন্ত এই রাজ্যে ও এখন অনেক ভাল চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে এবং তা আধুনিক চিকিৎসা পরিষেবা। এই আলচনা সভাতে লাইভ অপরেশন দেখানো হল কি ভাবে শ্যামারিটান হাসপাতালে আপরেশ হয় তাও দেখানো হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ ইশা খান চৌধুরীর, ছিলেন সৌমিত্র রায়। ডঃ বিভাষ রanjন কুন্ডু কে লাইভ টাইম এচিমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়।
150
comment0
Report
BSBidhan Sarkar
Dec 07, 2025 14:05:08
Chinsurah, West Bengal:ডানকুনি পৌরসভার অস্থায়ী ভ্যাটে আগুন, এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার বিকালে আচমকা দিল্লি রোডের ধারে অবস্থিত আবর্জনা স্তূপে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় ডানকুনি ফায়ার ব্রিগেডকে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আবর্জনা স্তূপে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ে, পরে শ্রীরামপুর থেকেও আসে দমকলের আরো একটি ইঞ্জিন। ঘটনাস্থলে এই মুহূর্তে তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ পুরসভা বেআইনিভাবে দিল্লি রোডের ধারে আবর্জনা फেলে অস্থায়ী ভ্যাট বানিয়ে ফেলেছে। লোকালয়ের মধ্যে বিশালাকার আবর্জনা স্তূপ তৈরির ফলে এলাকায় বাড়ছে দুর্গন্ধ। বারবার ওই স্থান থেকে ভ্যাট সরানোর দাবি করা হলেও কর্ণপাত করনি পৌরসভা। যদিও পুরসভার সূত্রে জানা গেছে, ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে একটি নির্দিষ্ট জমি কেনা হয়েছে স্থায়ী ভাবে ভ্যাট করার জন্য। ভ্যাটের কাজ সম্পূর্ণ না হওয়ায় সেখানে ময়লা ফেলা যাচ্ছে না। খুব শীঘ্রই সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে ভ্যাটের কাজ।
161
comment0
Report
MMManoj Mondal
Dec 07, 2025 14:04:49
Kolkata, West Bengal:একই ক্লাসের চার নাবালিকা ছাত্রী হঠাৎই বেপাত্তা হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযোগ পেয়ে তৎপর হয় গাইঘাটা থানার পুলিশ। প্রথমে তদন্তকারীরা মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে চান ছাত্রীদের অবস্থান। কিন্তু সমস্যায় পড়তে হয় কারণ চারজনের মধ্যে মাত্র একজনের কাছেই মোবাইল ছিল। বাকি তিনজনের কোনও ফোন না থাকায় অনুসন্ধানে বাধা তৈরি হয়। অবশেষে আশার আলো দেখা যায় যখন ওই একমাত্র ছাত্রীর ফোনটি হঠাৎই অন হয়। সঙ্গে সঙ্গে তার সর্বশেষ টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, ফোনটি খড়গপুরের আশেপাশে সক্রিয়। গাইঘাটা থানার আধিকারিকরা তৎক্ষণাৎ আরপিএফ-এর সঙ্গে যোগাযোগ করেন এবং ওই সময় কোন কোন ট্রেন কোন রুটে চলেছে তা জানার চেষ্টা করেন। সমন্বিত তল্লাশির পর অবশেষে ওড়িশার খুড়্দা স্টেশনে আরপিএফ-এর সক্রিয় সহযোগিতায় চার নাবালিকাকেই উদ্ধার করা হয়। বর্তমানে তাদের গাইঘাটা থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।
166
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 07, 2025 13:50:44
Kolkata, West Bengal:১) ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ: গীতাকে পলিটিক্যাল মার্কেটিংয়ে ব্যবহার করেছে। গীতার অপব্যবহার। গীতা নিয়ে ভোট মার্কেটিং। ২) মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন হিন্দু নন, বললেন শুভেন্দু ৩) হুমায়ুনের পাল্টা লক্ষ কণ্ঠে কোরান পাঠ ৪) হুমায়ুন বলছে মিমের সঙ্গে জোট। ওয়াইসিকে দাদা বলছেন। ৫) হুমায়ুন বলছে আমি ইস্তফা দেব কেন? ইউসুফ পাঠান তো আসেন না। ৬) হুমায়ুন চ্যালেঞ্জ করছে ববি হাকিমকে ৭) হুমায়ুন বলছে সিপিএম নেতারা যোগাযোগ করছে, কংগ্রেসকে আসন ছাড়ব। ৮) গীতা পাঠের অনুষ্ঠানে রাজ্যপাল ৯) রাজ্যপাল বলছে, অস্ত্র আমাদের কাছে আছে। ১০) হুমায়ুন কবিরের নিশানা কুণাল ঘোষকে ১১) রাজনীতি, ধর্ম, বঙ্গ রাজনীতির বর্তমান অবস্থা ১২) আব্দুর রহিম বক্সির হুঙ্কার ১৩) জেলায় জেলায় তৃণমূল ভার্সেস তৃণমূল
106
comment0
Report
MMManoranjan Mishra
Dec 07, 2025 12:47:11
94
comment0
Report
ABArup Basak
Dec 07, 2025 11:03:17
Mal Bazar, West Bengal:বাগ্রাকোট চা-বাগানে বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে রিলে অনশন অব্যাহত। এবার শ্রমিকদের পাশে তৃনমুল নেতৃত্ব। মাল ব্লকের বাগ্রাকোট চা-বাগানের শ্রমিকদের রিলে অনশন ১৫ দিনে পড়ল। গত কয়েক সপ্তাহ ধরে বাগান জুড়ে অস্থিরতা অব্যাহত। সকাল থেকে রাত পর্যন্ত অনশন মঞ্চে ভিড় করছেন শ্রমিক, তাঁদের পরিবার ও আশপাশের লোকজন। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও যোগ দিচ্ছেন প্রতিবাদসভা, মিছিল ও বিক্ষোভে। অনশনরত শ্রমিকদের দাবি, গত কয়েক মাস ধরে বকেয়া মজুরি পরিশোধ না হওয়ার কারণে তাঁদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। বোনাস দেওয়ার প্রতিশ্রুতিও এখনও সম্পুর্ন পূরণ হয়নি। ফলে দিশেহারা বহু পরিবার। কয়েকদিন আগে এই অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে ন্যায্য দাবির পক্ষে তাঁদের মালিক পক্ষ ও প্রশাসনের কাছে জোরালোভাবে অবস্থান জানাবেন। শ্রমিকেরা তাঁদের সামনে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। আর রবিবার শ্রমিকদের অনশন মঞ্চে যান বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এর অঞ্চল সভাপতি রাজেস ছেত্রী সহ তৃনমুল নেতৃত্ব। বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী জানান বাগানে শ্রমিকদের অবস্থা খুব খারাপ। কাজ করে শ্রমিকেরা মজুরি না পেয়ে অনশনে বসেছে। এব্যাপারে আমি কলকাতায় গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, মার্চ এর মধ্যে শ্রমিকদের সমস্ত পাওনা গন্ডা দিয়ে দেওয়া হবে। ডিসেম্বর, জানুয়ারি, মার্চ মাসে শ্রমিকেরা বকেয়া সব পাবে বলে মালিক পক্ষ আমাকে জানিয়েছে। মালিক পক্ষের সেই বক্তব্যই আজ আমি শ্রমিকদের জানালাম। রাজেশ ছেত্রী জানান, শ্রমিকেরা বাগানে কাজ শুরু করলে, আশাকরা যাচ্ছে ছয় মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এদিন রাজেশ ছেত্রী অনশন মঞ্চ থেকে বলেন আগামী ছয় মাসের মধ্যে বাগান মালিক যদি বাগান চালাতে না পারে, তখন আমি টাকা লোন করে এই বাগান চালাবো শ্রমিকদের স্বার্থে। অনশনরত শ্রমিকদের বক্তব্য দীর্ঘদিন ধরে বকেয়া না পেয়ে অনশন এ বসেছি আমরা। শ্রমিকদের অভিযোগ আমারা বহু মাস ধরে বেতন পাইনি, বোনাস সম্পুর্ন পাইনি, বাগান মালিক আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি, আমরা অনশনে বসার পরেও মালিক আমাদের সাথে কোন যোগাযোগ করেনি, বাগান মালিক আমাদের বলে দিক এই বাগান যদি চলাতে না পারে আমরা শ্রমিকরাই বাগান চালাবো, আমরা পাতা তুলে বাইরে বিক্রি করব, অন্ততপক্ষে আমাদের সংসার চালাতে অসুবিধা হবে না। জানা গেছে এই চাবাগানে শ্রমিকদের ৬ টি মজুরি ও বোনাসের কিছু অংশ বকেয়া রয়েছে।
238
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 07, 2025 11:02:55
Howrah, West Bengal:রবিবার দুপুরে হাওড়ার বালি রবীন্দ্র ভবনে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের আয়োজনে 'কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট' ক্যাডারের এক ক্যাডার ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী ডা: শশী পাঁজা, বালির বিধায়ক ডা: রানা চ্যাটার্জি। হুমায়েরুন কবীর সম্পর্কে মন্ত্রী শশী পাঁজাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'উনি বহু বছরে বহু দল করে এসেছেন। যা বলার গতকাল দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে। নতুন করে বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেস থেকেও ওনাকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং উনি কি বললেন বা কি কাজ করবেন তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে না।' হুমায়ুন কবীর যদি আলাদা দল করেন সেক্ষেত্রে কি হবে এই প্রশ্নের উত্তরে শশী পাঁজা বলেন, 'তাতে কিছু এসে যায়না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কান্ডারী, উন্নয়নের কান্ডারী। উনি কি কাজ করেছেন মুর্শিদাবাদের মানুষ তা দেখেছেন।'
180
comment0
Report
Advertisement
Back to top