Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

एसआईआर के भय से मौत: परिजनों में शोक, पुलिस जांच की मांग

ALArup Laha
Nov 02, 2025 08:46:27
Belna, West Bengal
এসআইআরে আতঙ্কেই মৃত্যু। শোকস্তব্ধ পরিবার, কান্নায় ভেঙে পড়েছেন পরিজনরা। পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম উড়িষ্যা পাড়ায় নেমেছে শোকের ছায়া। মৃত বিমল সাঁতরার পরিবারের অভিযোগ,এসআইআর-এর আতঙ্কেই প্রাণ দিলেন তাঁদের প্রিয় মানুষটি। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই ওই এসआईআর বারবার বিমলবাবু ভয়ে ছিলেন। মানসিক চাপই শেষে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ। মৃতের ছেলে বলেন, “বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এসআইআর-এর ভয়েই তাঁর মৃত্যু হয়েছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরাও প্রশাসনের কঠোর তদন্তের দাবি জানিয়েছেন। যদিও পুলিশ সূত্রে দাবি, মৃত্যুর ঘটনাটি নিয়ে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। গ্রামে এখন শোকের ছায়া। বিমলবাবুর হঠাৎ মৃত্যুতে স্তব্ধ নবগ্রাম উড়িষ্যা পাড়া। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন— “যদি সত্যিই আতঙ্কেই মৃত্যু হয়, তবে দায় কার?” বাইট ১। প্রতিমা সাঁতরা (মৃতের স্ত্রী) বাইট ২। সোমনাথ শীল (প্রতিবেশী), বাইট ৩। বাপী সাঁতরা(মৃতের ছেলে)।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Nov 02, 2025 14:34:42
Jhargram, West Bengal:একশদিনের কাজের নিশ্চয়তা, সাকরাইলে চারশ একর জমি লুঠ ও দূর্নিতির প্রতিবাদে আজ সাঁকরাইল ব্লকের পাথরা এড়িয়া কমিটির ডাকে বিক্ষোভ সমাবেশ এর ডাক দেয় সিপিএম। প্রথমে এলাকা মিছিল তার পর রোহিনী বাস স্টেশনেই সমাবেশ করে। পরে সাংবাদিক দের প্রশ্নে শতরুপ ঘোষ বলেন...... সোনার বাংলা গান নিয়ে রাস্তায় থাকবে সিপিএম বাংলা গানের উপর যত বার আঘাত আসবে ততবার রাস্তায় নামবে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য র পার্টি। ইলেকশন কমিশন আলোচনা করে বিএলও নিয়োগ করতে পারতো। তবে রাজ্যে পঠন পাঠন নেই বলে কটাক্ষ শতরুপের। মমতা বন্ধ্যোপাধ্যায় বলে ছিলেন জীবন থাকতে এসআইআর হতে দেবেন না। তা সেটা হচ্ছে তাই মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য রাস্তায় নামছেন। আমদের ও দেখে ভালো লাগবে উনি বেঁচে আছেন। পঁচ থানার নতুন সীমানা বিন্যাস আদতে এলাকা ছোট করে পুলিশ কে দিয়ে টাকা তোলার কাজ করা। এলাকার শান্তি শৃঙ্খলার কোনো পরিবর্তন হবেনা।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 02, 2025 14:34:22
Maipit, ওয়েস্ট বেঙ্গল:কৈখালী ঘাটের কাছে বিশালক্ষী খালে পর্যটকদের চোখে বাঘ! উত্তেজনায় মণ্ডল ট্রাভেলসের দল ক্যানিংয়ের হাটপুকুরিয়া থেকে প্রায় কুড়িজনের একটি দল গত শুক্রবার সুন্দরবনে বেড়াতে গFrequencyিয়েছিলেন। আজ বাড়ি ফেরার পথে কৈখালী ঘাটের কাছে বিশালক্ষী খালের ধারেই আচমকা এক রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পান তাঁরা। হঠাৎ বাঘ চোখে পড়তেই চিৎকার-উল্লাসে ফেটে পড়েন পর্যটকেরা। কেউ ভিডিও তুলতে ব্যস্ত, কেউ ছবি তুলছেন মোবাইলে। স্থানীয় বনদপ্তর সূত্রে জানা গেছে, বাঘটি খাল পেরিয়ে জঙ্গলের দিকেই ফিরে যায়। কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি। তবে পর্যটকদের বাঘ দেখার সেই রোমাঞ্চ এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও。
0
comment0
Report
ALArup Laha
Nov 02, 2025 13:18:03
Belna, West Bengal:নির্মীয়মান কালভার্ট ধসে ক্ষোভ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের জামালপুরে।নির্মীয়মান কালভার্টের একাংশ ধসে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই চলছে কাজ। ঘটনার জায়গা পূর্ব বর্ধমানের চকদীঘি গ্রাম পঞ্চায়েত দক্ষিণসুরা এলাকার তেলে মাঠপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণসুরা থেকে কালনার সংযোগের প্রধান রাস্তার এই কালভার্টটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে ছিল। বহুবার অভিযোগ জানানোর পর অবশেষে কয়েকদিন আগে নতুন করে কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এলাকার মানুষজন। তাঁদের অভিযোগ, ঠিকাদারি সংস্থার কর্মীরা বাসিন্দাদের কথা কানেই তোলেননি। স্থানীয় বাসিন্দা দুলালী মুর্মু ও লখcindর বাস্কেরা বলেন, “একেবাবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে। সরু রড, কমা পাথর, কমা সিমেন্ট — সবই নষ্ট জিনিস। ওয়াক অর্ডার দেখতে চাইলে দেখানো হয়নি।” শনিবার ছিল ঢালাইয়ের দিন, আর রবিবার সকালেই কালভার্টের একাংশ ধসে পড়ে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
0
comment0
Report
ALArup Laha
Nov 02, 2025 13:04:10
Belna, West Bengal:নির্মীয়মান কালভার্ট ধসে ক্ষোভ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের জামালপুরে। নির্মীয়মান কালভার্টের একাংশ ধসে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই চলছে কাজ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের চকদীঘি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণসুরা এলাকার তেলে মাঠপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণসুরা থেকে কালনার সংযোগের প্রধান রাস্তার এই কালভার্টটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে ছিল। বহুবার অভিযোগ জানানোর পর OBশেষে কয়েকদিন আগে নতুন করে কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, ঠিকাদারি সংস্থার কর্মীরা বাসিন্দাদের কথা কানেই তোলেননি। স্থানীয় বাসিন্দা দুলালী মুর্মু ও লখিন্দর বাস্কেরা বলেন, “একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে। সরু রড, কমা পাথর, কমা সিমেন্ট — সবই নষ্ট জিনিস। ওয়াক অর্ডার দেখতে চাইলে দেখানো হয়নি।” শনিবার ছিল ঢালাইয়ের দিন, আর রবিবার সকালেই কালভার্টের একাংশ ধসে পড়ে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, “সব কাট মানির খেলা। নেতাদের পকেট ভর্তি হচ্ছে, তাই কাজের মান খারাপ হচ্ছে।” তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চকদীঘি পঞ্চায়েত প্রধান গৌড় সুন্দর মণ্ডলও স্বীকার করেন, নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ চলছে। তাঁর কথায়, “এই কারণেই কালভার্টের একাংশ ধসে গেছে।” এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
0
comment0
Report
ABArup Basak
Nov 02, 2025 13:03:48
Mal Bazar, West Bengal:সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ১৯তম জলপাইগুড়ি জেলা সম্মেলন মালবাজার মহকুমার চালসায় অনুষ্ঠিত হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ১৯তম জলপাইগুড়ি জেলা সম্মেলন। নারী নিরাপত্তা, বৈষম্য ও সহিংসতা দূরীকরণ, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগের সমানাধিকার ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেতৃত্ব অঞ্জু কর, রাজ্য নেতৃত্ব সৌমিতা হোর চৌধুরী সহ অন্যান্যরা। সম্মেলনের উঠে আসে “মমতা, মোদি, ভাইপো নিজেরাই যখন ডিগ্রির কাগজ দেখাতে পারেন না, তখন বন্যা বিধ্বস্ত ডুয়ার্সের মানুষ কীভাবে এস আই আর ডকুমেন্ট দেখাবে?” অঞ্জু কর অভিযোগ করেন, বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি চালাচ্ছে। পাশাপাশি তৃণমূলের রাজত্বকালে রাজ্যে নারী সমাজের ওপরে নেমে এসেছে আক্রমণ ও অত্যাচার। সমমানের আলোচনায় উঠে আসে নারী আন্দোলনের দীর্ঘ ইতিহাস— স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে উত্তরবঙ্গের চা-বাগানের শ্রমিক মহিলাদের রক্তঝরা লড়াই, অভয়াকাণ্ডের প্রতিবাদ, রাজ্যের শ্রমিকদের অধিকার আন্দোলনের কথা। সংগ্রামের উত্তরাধিকারেই গড়ে উঠেছে আজকের নারী আন্দোলন। বক্তারা জানান, পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ, বধূহত্যা ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলাই এখন সময়ের দাবি। সম্মেলনের শেষে গঠিত হয় ৩১ সদস্যের নতুন জেলা কমিটি। সর্বসম্মতিক্রমে জেলা সভানেত্রী পদে নির্বাচিত হন মমতা রায়, সম্পাদিকা পদে রীনা সরকার, এবং কোষাধ্যক্ষ পদে পিয়ালী গুহ রায়। নারী কণ্ঠে প্রতিধ্বনিত হয় স্লোগান— “আমরা কাঁদব না, কান্না জমে জমে বারুদ হোক।” এদিন চালসার ডাব্লিউ বি টি জি ই হলঘরে অনুষ্ঠিত সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির 19 তম জলপাইগুড়ি জেলা সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা উপস্থিত হন। সম্মেলনে আগত মহিলা প্রতিনিধিরা বিদায়ী সম্পাদিকার খসড়া প্রতিবেদনের ওপরে আলোচনায় অংশগ্রহণ করেন। সম্মেলনে সংগঠনের পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে সম্মেলনের মূল পর্বের কাজ শুরু হয়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলার প্রতিনিধিদের নিয়ে মিছিলটি চালসার বিভিন্ন পথ পরিক্রমা করে।
0
comment0
Report
PCPartha Chowdhury
Nov 02, 2025 12:49:14
Bardhaman, West Bengal:বর্ধমান শহরে বি এল ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আবার সরব হল বিজেপি। বিজেপির বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা রবিবার অভিযোগ করেন, বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় বে- আইনি ভাবে বি এল ও দের নিয়োগ করা হয়েছে। তারা মোট ২০ জন বি এল ও র তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন। অভিজিৎ তা এদিন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশ না মেনেই কাজ হয়েছে। কমিশন চেয়েছে, সাধারণভাবে এলাকায় রাজ্য সরকারের স্থায়ী शिक्षকদের নিয়োগ করতে হবে।না পেলে রাজ্য সরকারের অন্য স্থায়ী কর্মীকে নিতে হবে। একান্তই না পেলে কেন্দ্রীয় সরকারের অধীন স্থায়ী শিক্ষক বা কর্মীকে নিয়োগ করতে হবে। অস্থায়ী কর্মীদের নিয়োগ করা যাবে না। তার অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে বা দলের কর্মীকে বি এল ও করা হয়েছে। এটা অগণতান্ত্রিক দাবি করে তারা জানান, তারা শহরের ২০ জনকে চিহ্নিত করেছেন।কোনো এলাকায় স্থায়ী শিক্ষক বা কর্মী নেই, এটা বিশ্বাসযোগ্য নয়। তার দাবি, এই ২০ জনের ৬ জন তৃণমূল কংগ্রেসের কর্মী। বাকিরা অস্থির কর্মী। তারা বিকল্প হিসেবে ২০ জনের নাম সুপারিশ করেছেন। এদের বা অন্য কাউকে বেছে নেবার আবেদন জানিয়েছেন। অবশ্য তিনি এও বলেন, তারা সুপারিশ নয়, সাজেশন দিয়েছেন।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 02, 2025 12:48:48
Barrackpore, Kolkata, West Bengal:নাগরিকত্বের শেষ কথা মানিক ফকিরের এই বই উদ্বোধনী এসে ব্রাত্য বসু জানান। এসআইআর রুখতে আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনে সিপিএম কংগ্রেস সবাইকে আহ্বান জানান শিক্ষা مন্ত্রী ব্রাত্য বসু। রোহিঙ্গা রাস্তা প্রসঙ্গে সজল হচ্ছে সড়ক ছাপ বলে আখ্যা দেন ব্রাত্য। তার سؤال দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে বিহারে অনেক পাঠ্যপুস্তকে রোহিঙ্গাদের লেখা রয়েছে। কেন তাহলে সেই লেখা থাকবে। বি এল ও যারা নিযুক্ত হয়েছে বা করা হয়েছে স্কুলের যারা শিক্ষক-শিক্ষিকা তাদের জন্য শিক্ষা দপ্তরকে কোনরকম আবেদন করেননি। নির্বাচন কমিশন। তারা শিক্ষক-শিক্ষা নিচ্ছেন অথচ শিক্ষা দপ্তর কিছু জানেনা এটি হয় নাকি।
0
comment0
Report
CDChampak Dutta
Nov 02, 2025 12:20:27
Kaji Chak, West Bengal:মেদিনীপুর শহরে এমন একটি পাড়া রয়েছে যার নাম হঠাৎ পাড়া। হঠাৎ করে এখানে একদিন একটি আস্ত পাড়া গড়ে উঠেছিল। এই পাড়াতে বসবাসকারী অধিকাংশই বাংলাদেশী। ১৯৯২ সালে বাংলাদেশে দাঙ্গার পর ওখানে সবকিছু ফেলে দালাল ধরে কাঁটা তার টপকে এই রাজ্যে ঢুকে তারা মেদিনীপুর শহরে বসবাস শুরু করে। জানা গেছে এই পাড়াতে অন্তত ৫০ থেকে ৬০ টি বাড়ি রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে। তবে এদের কারোরই ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই। পরবর্তীতে কারো ২০০৭ সালে আবার কারো ২০১১ তে আবার কারোই বা ২০১৭ তে ভোটার লিস্টে নাম উঠেছে। কেউ কুড়ি বছর ধরে বসবাস করছেন কেউ আবার তার থেকেও বেশি বছর ধরে এই জায়গায় বসবাস করছেন। নিজেরাই হঠাৎ করে পাড়ার নাম দিয়ে দেন হঠাৎ পাড়া বলে। প্রথমদিকে রাস্তা বিদ্যুৎ পানীয় জল না থাকলেও পরবর্তীতে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ জলের ব্যবস্থা এবং রাস্তা করে দেওয়া হয়। অবশ্য এই পাড়াতে বাংলাদেশিরা ছাড়াও কিছু এদেশীয় মানুষও বসবাস করে। ভোটার তালিকার এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ, বিশেষ নিবিড় সমীক্ষা) ঘোষণা হয়ে গিয়েছে। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম (গণনাপত্র) বিলি শুরু হওয়ার কথা। এই আবহে ঘোর উদ্বেগ মেদিনীপুর শহরের হঠাৎপাড়ায়। কী হবে, না- হবে, সেটা ভেবেই চিন্তিত স্থানীয়দের একাংশ। ক’দিন আগে ক্ষিতীশ মজুমদার নামে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন বীরভূমে। ক্ষিতীশ আদতে মেদিনীপুর শহরের তোড়াপাড়ার বাসিন্দা। বীরভূমে তাঁর মেয়ের শ্বশুরবাড়ি। ক’মাস ধরে তিনি সেখানে থাকতেন। ক্ষিতীশের পরিজনেদের দাবি, এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। তোড়াপাড়ার অদূরেই রয়েছে হঠাৎপাড়া। দু’টি পাড়াই শহরের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত। হঠাৎপাড়ায় ৫০-৬০ টি বাড়ি রয়েছে। স্থানীয়দের কেউ ফল বিক্রি করেন, কেউ দিনমজুরি করেন, কেউ টোটো চালান। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করছেন। বাংলাদেশের সঙ্গে তাদের এখন কোনো যোগসূত্রই নেই। দাঙ্গার পর কোনরকমে প্রাণ নিয়ে পরিবার নিয়ে তারা পালিয়ে এসেছিলেন এই রাজ্যে। ভোটার তালিকায় নাম না উঠলে মেয়ের মতো পরিবার-পরিজনেরা আতঙ্কিত থাকবেন, তাই তারা প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, এক দশক আগে পাড়াটি গড়ে ওঠে। পাড়াটির নাম যে কেন হঠাৎ পাড়া হলো, তা নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিমা সাহার কথা বলেছেন। তিনি বলেছেন তিনি বিয়ের পর থেকেই দেখছেন এই পাড়াটি এবং নিজেই নাম দিয়েছেন। তবে তিনি পুরোপুরি বুঝিয়ে বলতে পারেননি যে এখানে বাংলাদেশি বেশি। তিনি বলেছেন যারা বসবাস করছে তাদের অনেকেই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ থেকে এসেছে, তবে بعض বাংলাদেশি রয়েছে। তারা ফর্ম ফিলাপ করলে তাদের নাম থাকবে, না থাকলে নয়। রাজ্যের দলীয় নেতা—শংকর গুছাইত—বলেছেন মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে বাংলাদেশ থেকে বহু মানুষ এসেছে যারা সবাই হিন্দু। সিএএ-এর আওতায় তাদের আবেদন করলে এসআইআর-এ অন্তর্ভুক্ত হবে, তাই তারা আশ্বাস দিয়েছেন ক্যাম্পও করবেন। তবে হঠাৎপাড়ার বাসিন্দারা এখনও আশ্বস্ত হতে পারছেন না। মেদিনীপুর শহর, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। শহর বাদে এই কেন্দ্রের মধ্যে রয়েছে ৯টি গ্রাম পঞ্চায়েত। সূত্র মতে, ম্যাপিংয়ে এই বিধানসভা কেন্দ্রে প্রায় ৫৩ শতাংশ ভোটারের মিল বা পারিবারিক সূত্র পাওয়া গিয়েছে; বাকি প্রায় ৪৭ শতাংশ অমিল। শহরাঞ্চলে ভোটার সংখ্যা বাড়ায় পুরভোটে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়েছে এখানে।
0
comment0
Report
PDPradyut Das
Nov 02, 2025 11:51:53
Jalpaiguri, West Bengal:অতিরিক্ত টাকা খরচা করে ঘর ভাড়া করে ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে ধান। জলপাইগুড়ি সদর ব্লকের ধান চাষীদের চিন্তার ভাজ। গত কয়েক দিনের বৃষ্টিতে ধান ক্ষেতে জল জমার কারণ ধান নষ্ট হওয়ার আশঙ্কা। বিঘা দর বিঘা জমির ধান নষ্টের মুখে বলে অভিযোগ কৃষকদের। বৃষ্টি এবং জলের কারণে ধানের পাশাপাশি অন্যান্য ফসলেও ক্ষতির সংখ্যা। কৃষি দপ্তর ও প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে এই মানুষগুলো। পাকা ধানের জমিতে জল জমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। জলপাইগুড়ি সদর ব্লকের মুদিপারা, পোড়াপাড়া সঙ্গে বিস্তীর্ণ এলাকার কৃষকরা জানান, অসময়ের ঝড় বৃষ্টির জন্য ধানের জমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলুখেত, বাঁধাকপি, বেগুন, ফুলকপি, টমাট ও কাঁচালঙ্কা সহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হয়েছে। এর ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। কিভাবে এই ক্ষতি সামলাবেন বুঝতে পারছেন না তারা। সদর ব্লকের ধানচাষি আশুতোষ রায় বলেন, এক লক্ষ টাকা খরচ করে ১৩ বিঘা জমিতে ধান চাষ করেছেন। অর্ধেকের বেশি ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। পাঁচ হাজার টাকা খরচ করে সেই ধান শুকোনোর চেষ্টা করছেন। একই কথা বলেন স্থানীয় কৃষক টিঙ্কু রায়। তিনি বলেন, অসময়ের এই বৃষ্টির জন্য পিছিয়ে গেল আলু চাষ। এছাড়া বহু চাষির বিঘার পর বিঘা আলু ও বেগুন খেত সহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে। লাগাতার বৃষ্টির তাণ্ডবে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে জলপাইগুড়ির তিস্তাপাড়ে। পূর্ব সেনপাড়া, সুকান্তনগর, সারদাপল্লী ও বিবেকানন্দপল্লী এলাকার স্থানীয় কৃষকরা সবে আলু চাষ শুরু করেছিলেন। বৃষ্টির জলে বিঘার পর বিঘা জমির আলু খেতে নষ্ট হয়েছে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 02, 2025 11:51:41
Kolkata, West Bengal:সম্পর্কের টানা পড়েনে স্ত্রীকে মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর ঠাকুরপুকুর থানা অন্তর্গত আনন্দনগরে যেমনটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে স্বামী মিলন বালা,স্ত্রী কাজল বালা দুজনের মধ্যে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে টানা পড়েন চলছিল। পরিবারের লোকের বক্তব্য মিলন তার স্ত্রী কাজলকে শুধু সন্দেহ করত, গতকাল রাতে এই সন্দেহর বসেই দুজনের মধ্যে গন্ডগোল হয় ঘরের মধ্যে, স্বামী মিলন বালা পাথর দিয়ে স্ত্রী কাজল বলার মাথায় ও মুখে একাধিক বার আঘাত করে, ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে এবং পরবর্তীকালে স্বামী মিলন রক্তাক্ত জামা কাপড় পড়ে সোজা ঠাকুরপুকুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং থানায় গিয়ে বলে সব শেষ করে দিয়েছি। যদিও ভাগ্যক্রমে তখন বেঁচে ছিল স্ত্রী কাজল বালা পরিবারের লোকজন ও ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় কাজল বালা কে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর হসপিটাল তারপর সেখান থেকে অবস্থা অবনতি হলে তাকে SSKM ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী কাজল বেলা ICU তে ভর্তি রয়েছে, মুখে এবং মাথায় একাধিক সেলাই পড়েছে। পরিবারের লোকজনের বক্তব্য সন্দেহের বসেই মিলন তার স্ত্রী কাজলকে খুন করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানার পুলিশ মিলনকে আটক করে তদন্ত শুরু করেছে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 02, 2025 11:51:11
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 02, 2025 11:51:00
Dinajpur, Rangpur Division:SIR আবহে সুকান্ত মজুমদারের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে।দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পোস্টে অভিযোগ করা হয়েছে, বুনিয়াদপুর পৌরসভা লাগোয়া এলাকায় দীর্ঘদিন ধরে এক বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান ও তার স্ত্রী লাভলি বেগম বসবাস করছেন। শুধু তাই নয়, তাঁদের কাছে বাংলাদেশের ভোটার কার্ড এবং জাতীয় পরিচয়পত্রও রয়েছে বলে অভিযোগ উঠেছে। সমস্ত ডকুমেন্টারি থানায় এক বছর আগে অভিযোগ করল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশান্ত সমস্ত ডকুমেন্টারি থানায় এক বছর আগে অভিযোগ করল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন এমনই অভিযোগ করেছেন সুকান্ত। জানা গেছে, ২০২৩ সালের নভেম্বরে বংশীহারী থানার বাসিন্দা ফিরোস মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আব্দুল মান্নান নিজেকে তাঁর ভাই পরিচয় দিয়ে বংশীহারী এলাকায় বসবাস শুরু করেন। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর থেকেই তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এরপর ফিরোজ মিয়া স্থানীয় থানায় লিখিতভাবে বিষয়টি জানান।তবে উপযুক্ত প্রমান সহ অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়েই শনিবার সুকান্ত মজুমদার তাঁর ফেসবুক পেজে পোস্ট করেন। পোস্টটি ভাইরাল হওয়ার পরই জেলা জুড়ে শুরু হয় জোর চর্চা। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী প্রশাসনের নীরবতায় প্রশ্ন তুলে বলেন, “যখন সমস্ত নথিপত্রসহ অভিযোগ দায়ের করা হয়েছে, তখন কেন প্রশাসন নিশ্চুপ? এটা খুবই উদ্বেগজনক।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রশাসনের কাছে যদি প্রমাণ থাকে, তাহলে আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক স্বার্থে অযথা প্রচার করা ঠিক নয়।” ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে প্রশাসন। জেলার রাজনৈতিক মহলে الآن আলোচনার কেন্দ্রবিন্দু — বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বসবাসের অভিযোগ সত্যি কিনা, এবং প্রশাসনের ভূমিকা কী ছিল। বাইট ১/ নাসিমা পারভীন ( অভিযোগকারি) ২/ প্রশান্ত রায় ( স্থানীয় বাসিন্দা ( ৩/ রমলা বর্মন ( স্থানীয় বাসিন্দা) ৪/ স্বরূপ চৌধুরী বিজেপির জেলা সভাপতি ৫/ সুভাষ চাকী তৃণমূলের সহ-সভাপতি
0
comment0
Report
Advertisement
Back to top