Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713130

कटवा में धोबा पोखर से 32 वर्षीय युवक का शव बरामद, हत्या की आशंका

SCSandip Chowdhury
Nov 14, 2025 06:32:40
Katwa, West Bengal
পাকা দেখাও হয়ে গিয়েছিল, সামনেই ছিল বিয়ে হওয়ার কথা তবে তার আগেই ঘটে গেল মর্মন্তিক দূর্ঘটনা। এদিন শুক্রবার সাতসকালে কাটোয়ার সাহেব কার্তিক ক্লাবের পাশে ধোবা পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। জানা যায় পাড়ার একটি বাচ্চা ছেলে প্রথমে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে সবাইকে খবর দেয়। তারপর ধীরে ধীরে পুকুর পারে বাড়তে থাকে মানুষের ভিড়। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় কাটোয়া মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে মৃত যুবকের নাম কার্তিক মাঝি। বয়স আনুমানিক ৩২ বছর। তার বাড়ি কাটোয়ার ৭ নম্বর ওয়ার্ডের ভূতনাথতলা এলাকায়। পরিবারসূত্রে জানা গিয়েছে মৃত কার্তিক ওষুধের লাইনে কাজ করত। মৃত কার্তিকের এক ভাই সাহেব মাঝি বলেন, "বুধবার রাত ৯ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচেত না। থানায় মিসিং ডাইরियो করেছিলাম। তবে এটা স্বাভাবিক ঘটনা মনে হচ্ছেনা। কারণ পায়ের দুটো জুতোর ফিতে একটার সঙ্গে আর একটা বাঁধা ছিল। মনে হচ্ছে কেউ মেরে ফেলে দিয়েছে। আমরা থানায় অভিযোগ করবো।" মৃত কার্তিক মাঝির কাকা সুনিল মাঝি বলেন, এটা স্বাভাবিক ঘটনা নয়, ওর বন্ধুবান্ধব যাদের সঙ্গে ওঠাবসা করে তারাই এটা করেছে। আমরা অভিযোগ করবো, এটা মার্ডার কেস মনে হচ্ছে আমার। আমার চাইছি এটার সঠিক তদন্ত করে যেন দোষীর সাজা হয়। ১৮ অগ্রহায়ণ বিয়ের ঠিক হয়েছিল, বাড়ি থেকে বেনারসি কিনবো বলে বেরিয়েছিল। এরকম ঘটনা ঘটে গেল আমাদের কষ্টে বুক ফেটে যাচ্ছে।
87
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Nov 14, 2025 08:51:26
Dihierench, West Bengal:নন্দীগ্রামে সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত হয়ে ধারাবাহিক আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন ইস্যুতে সরাসরি কটাক্ষ করেন শাসক শিবিরকে। ইডির তলব প্রসঙ্গে সুজিত বসুর ছেলের বিরুদ্ধে পালটা মন্তব্য শুভেন্দুর—“রেস্টুরেন্ট থেকে যদি ৪৫ লক্ষ টাকা পাওয়া যায়, তাহলে ইডি ডাকবে নাকি লাভ লেটার পাঠাবে!” এদিন পৌরসভার নিয়োগ দুর্নীতিকে শিক্ষা দুর্নীতির থেকেও বড় দুর্নীতি বলে আখ্যা দেন তিনি। তাঁর অভিযোগ, “দু’জন শালিকা সাদা খাতা জমা দিয়েই পার্মানেন্ট চাকরি পেয়েছেন। শিক্ষা দুর্নীতির থেকেও বড় দুর্নীতি পৌর নিয়োগ।” এসআইআর ইস্যুর মাঝেই অভিষেক ব্যানার্জির রাজ্য সফর নিয়ে কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য—“কে হরিদাস পাল তিনি! চণ্ডিপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন দুই হাজার পুলিশ নিয়ে। আমি জিতেছিলাম দুই হাজার ভোটে, অভিজিৎ গাঙ্গুলী জিতেছিলেন আট হাজার ভোটে। যে রাস্তাগুলো দিয়ে তিনি হাঁটলেন, সব পঞ্চায়েতে বিজেপি জিতেছে।” বিহার নির্বাচনে NDA–র সাফল্য নিয়ে বাড়তি আত্মবিশ্বাসী শুভেন্দু। তাঁর দাবি, “বিহারে গেরুয়া ঝড়—এবার বাংলায় হবে জয়।” Tejashwi Yadav এবং তৃণমূল নেত্রীকে একসঙ্গে তুলনা করে শুভেন্দুর খোঁচা—“তেজস্বী নিজের কেন্দ্রে পিছিয়ে। এটাই মমতার হাল হবে। নন্দীগ্রামে হেরেছিলেন, এবার ভবানীপুরেও হারবেন।” এদিন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আরও একটি মন্তব্য করে বিরোধী দলনেতা বলেন—“মুখ্যমন্ত্রী সমবায় বোঝেন না।” বাইট ও স্টেজ বাইট শুভেন্দু অধিকারী।
89
comment0
Report
NRNarayan Roy
Nov 14, 2025 08:51:08
Siliguri, West Bengal:SIR আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা পথ বেছে নিলো রাজগঞ্জ ব্লকের আমবাড়ির ৬০ঊর্ধ ভুবন চন্দ্র রায় নামে এক ব্যক্তি। মেয়ের নামে আসেনি এনুমারেশন ফর্ম। গভীর চিন্তায় ছিলেন বাবা। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের গাছ থেকে সেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির ঘটনা। এসআইআর আবহে ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শোকাহত ওই বাড়িতে ছুটে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অঞ্চল সভাপতি তুষার কান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, আমবাড়ির কামারভিটা বুথের ভুবন চন্দ্র রায়ের মেয়ে শিবানী রায়ের (৩১) অন্য ব্লকে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে বিয়ের পরেও বাবার বাড়িতে এসে ভোট দিতেন। ভুবন চন্দ্র রায় (৬০) এবং তার স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও ওই মেয়ের নামে ফর্ম আসেনি। এই নিয়ে কয়েকদিন থেকে খুব চিন্তায় ছিলেন ভুবনবাবু। এরপরই ঘটে যায় ওই ঘটনা। পরিবারের দাবি, মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী হয়েছেন ভুবন বাবু। একই দাবি করেন বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, 'শুধু এই ঘটনা নয়, জলপাইগুড়ি তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছে। পরিবারটিকে আশ্বস্ত করলাম, চিন্তা করবেন না মেয়ের নাম ভোটার তালিকা উঠবে'
57
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 14, 2025 08:50:13
Kolkata, West Bengal:র majesty রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে হাওড়া পুরসভার বিরুদ্ধে প্রায় ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ কেন্দ্রের স্বচ্ছ ভারত মিশন, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে দুর্নীতি হাওড়া পুরসভার এলাকায় আবাস যোজনায় এমন স্কুলের নির্মাণের কথা লেখা যার অস্তিত্ব নেই। বড় বড় মল, প্রায় ১০০ বেশি ক্লাবের নাম লেখা সে গুলি নাকি স্লাম এরিয়ায়। স্বচ্ছ ভারত নির্মাণ নামে কিছু শৌচালয় হয়েছে তাও সেগুলি অকেজো। সিবিআই, ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের。 আদালত মামলা গ্রহণ করেছে। আগামী সপ্তাহে শুনানি। তাছাড়া পুরসভার তরফে দেওয়া অস্তিত্বহীন স্কুলের নাম লিস্ট অ্যাপে পাঠালাম। ওটা খবরের কাজে লাগাতে হবে। মার্ক করা)
28
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 14, 2025 08:50:03
87
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 14, 2025 08:16:58
Arambag, West Bengal:আরামবাগে শিশু দিবসেই শিশু খুনের অভিযোগ উঠল আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গার মাদার তালা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার বেলায় স্থানীয় একটি তালাবন্দী বাড়ি থেকে কম্বল জড়িয়ে মৃত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত শিশুর নাম সেখ রিয়ান (১০)। বাবা সেখ রুমজান ছোটখাটো ব্যবসা করেন। এলাকাটিতে ভাড়া থাকত সেখ রমজান আলি নামে ঐ ব্যক্তি, তিনি চামড়ার গোডাউনে কাজ করতেন। এলাকাবাসী সন্দেহ করেন তিনি খুনের মূল অভিযুক্ত। তার থাকার বাড়ি তালা দেওয়া ছিল। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—এই এলাকায় ঐ ব্যক্তি ভাড়া থাকে, এর আগেও কুকর্মে নাম জড়িয়ে ছিল। বৃহস্পতিবার বেলা রোজিয়া বেগমের কাছে দুটো পিঠে খেয়ে খেলার উদ্দেশ্যে বেরোয় রিয়ান; এরপর থেকে সে আর ফিরে যায়নি। শুক্রবার আরামবাগ থানার আইসি রাকেশ সিং তদন্তে নামেন। তারপরেই খোঁজার সময়ে সন্দেহ হয় সেখ রমজানের দিকে। তার বাড়ি তালা ভাঙা অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে; পুলিশ পরিস্থিতি সামাল দেয়। רבים দাবি করেন শিশু দিবসে শিশু খুন; অভিযুক্ত রমজান আলি পলাতক।
99
comment0
Report
BMBiswajit Mitra
Nov 14, 2025 08:16:21
Ranaghat, West Bengal:ফিল্মি কায়দায় বাইক চুরি শান্তিপুরে। দুই নাবালক চোরের কান্ড দেখে ছানাবড়া পুলিশের। শান্তিপুরে এরকম চোর আগে কখনো দেখেনি পুলিশ। জানা যায় শান্তিপুরে রাস চলাকালীন খাঁ পাড়া থেকে একটি বাইক চুরি হয়ে যায়। শান্তিপুরের খা পাড়ার বাসিন্দা সৌভিক খা নামে এক যুবকের বাইক ছিল সেটি। এরপরই শান্তিপুর থানায় ওই যুবক একটি লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ জয়ন্ত সিকদার এবং সৌরভ সরকার নামে দুই অভিযুক্ত কে গ্রেফতার করে। দুজনের বয়স ১৭ বছর। বাড়ি শান্তিপুরের পাবনা কলোনি এলাকায়। অভিযুক্ত জয়ন্ত শিকদারের বাবা দিনমজুর আর সৌরভ সরকারের বাবার মোটরসাইকেল গ্যারেজ রয়েছে। সৌরভ সেখানেই সে কাজ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করা হয় বাইক। বাইকের অবস্থা দেখে পুলিশ হতভম্ব হয়ে যায়। বাইকের কঙ্কাল সার অবস্থা। বাইকের সকল পার্সপত্র আলাদা করে ফেলা হয়েছে। কিছু কিছু বিক্রি করা হয়েছে বলে জানা যায়। অবশিষ্ট যেটুকু অংশ ছিল সেটুকু অংশ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। ১৭ বছরের এই দুই নাবালকের মাথায় এত বুদ্ধি এলো কি করে। যদি অভিযোগকারী পরিবারের দাবি এর পেছনে বড় চক্র জড়িত রয়েছে। না হলে ওই দুই নাবালক কিভাবে এত কান্ড ফটাতে পারে। অভিযুক্ত আজ আদালতে তোলা হয়.
142
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 14, 2025 08:16:01
Kolkata, West Bengal:দমদম নাগেরবাজারের কাউন্সিলরের বিরুদ্ধে বাসিন্দাকে আগুন ধরিয়ে মারার প্রচেষ্টার অভিযোগ। মামলার কেসডাইরি তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের। পরবর্তী শুনানি পর্যন্ত ঘটনায় ক্ষতিগ্রস্তকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের。 ২৮ নভেম্বর পরবর্তী শুনানি। শুভব্রত দত্ত আবেদনকারী আইনজীবী:-- পুরোপিতা মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ ।রুবি কর্মকার বেদিয়াপাড়া তারক নাথ কলোনির বাসিন্দার দাবি। তার স্বামী রনজিৎ কর্মকার কে ভোর ৪ টেরসময় তিনি যখন কাজে যাচ্ছিলেন তখন ৩ দুষ্কৃতী পেছন থেকে পেট্রাল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনায় এলাকার তিন দুষ্কৃতি সুশান্ত,সুমন ও সাগর এই ঘটনার সঙ্গে যুক্ত ।ঘটনার পর দুষ্কৃতীরা বলে ওরফে ব bubাই বলেছে আগুন ধরিয়ে দিতে। পৌরপিতা যা বলবে তাই শুনেছি আমরা । রনজিৎ কে আরজিকের ভর্তি করা হয়।মৃন্ময় দাস হাসপাতালে গিয়েও থ্রেট দিয়েছে ।টাকা দিয়ে কেস তোলার চেষ্টা করে। তারই নির্দেশে সম্পূর্ণ সুস্থ না করে হাসপাতাল রনজিৎ কে ছেড়ে দিয়েছে । আবেদনকারী চিকিৎসা কন্টিনিউ করতে চাই। প্রথম অভিযোগের গুরুত্ব দেয়নি পুলিশ ।পড়ে মামলা গ্রহণ করেছে । রাজ্যের আইনজীবী :--- পুলিশের কাছে অভিযোগের পরেই FIR করি ও ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয় ।ওই ঘটনায় ব্যবহৃত স্কুটি সিজ করা হয়ছে । তদন্তের এখন প্রাথমিক পর্যায়।কাউন্সিলর কে জিজ্ঞাসাবাদ করা হয়ছে হুমکির বিষয় অস্বীকার করেছে কাউন্সিলর।হাসপাতালের দেখা করতে গিয়ে ভিডিও করেছে কাউন্সিলর সেটা পুলিশ কে জমা দিয়েছে। কাউন্সিলর আইনজীবী : এটা রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ঘটনা ।অভিযোগকারী আগের দিন এই তিনজন কে থ্রেট দিয়ে এসেছিল। আদালতের নির্দেশ :-- বিচারপতি শুভ্রা ঘোষ :-- পরবর্তী শুনানিতে মামলার কেসডাইরি জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। তদন্তের অগ্রগতি নিয়ে আদালতকে অবহিত করতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি জবানবন্দী ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করতে হবে। আবেদনকারী পরিবারের নিরাপত্তার বিষয়টি নজরে রাখবে স্থানীয় পুলিশ। আবেদনকারীদের নিরাপত্তা দেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি ২৮ নভেম্বর.
139
comment0
Report
ALArup Laha
Nov 14, 2025 07:48:11
Belna, West Bengal:বিহার ভোটে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে। তারই উৎসাহে বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ের সামনে কর্মী সমর্থকরা বাজি ফাটিয়ে উল্লাস করছে। বিহার বিধানসভার ভোটের ফলাফলে এনডিএ বিপুল ভাবে এগিয়ে রয়েছে যার জেরে রাজ্যের বিজেপির সমর্থকদের মধ্যে অনেকটাই উৎসাহ দেখা যাচ্ছে। কারণ ২০২৬ আগামী বছর পশ্চিমবাংলা বিধানসভা ভোট রয়েছে, তাই তাদের ২০২৬-এ পশ্চিমবাংলা বিজেপি সরকার গঠন হবে। বিহার ভোটে ফলাফল এনডিএ এর পক্ষে যাওয়ার খুশিতে তারা বিজয় মিছিল বের করেন ও এলাকার মানুষদের মুখ মিষ্টি করান। গেরুয়া আবীর খেলার পাশাপাশি পথচলতি মানুষ জনকে মিষ্টি খাওয়ানো হচ্ছে বর্ধমানের ঘোড়দৌড় চটিতে。
109
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 14, 2025 07:47:52
Baruipur, West Bengal:চলন্ত ট্রেনে ছুরি নিয়ে উদ্যত যুবক, দুষ্কৃতিদের স্বর্গরাজ্য চলন্ত ট্রেনে,যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন।ভাইরাল সেই ছবি। শিয়ালদহ দক্ষিণ শাখা ক্যানিং লোকালে। - সাম্প recentemente স্যোসাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার সত্যতা যাচাই করেনি ‘Zee ২৪ ঘন্টা’। ভিডিও তে দেখা গেছে এক যুবক চলন্ত ট্রেনের মহিলা কামরায় উঠেছে। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ছুরি হাতে উদ্যত। চলন্ত ট্রেনের মহিলা কামরায় এমন পরিস্থিতিতে ভয়ে সিঁটিয়ে পড়েন মহিলা যাত্রীরা। তাঁরা দাবী তোলেন ট্রেনের যাত্রী নিরাপত্তা নিয়ে। ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল শিয়াললদহ ষ্টেশন থেকে ছেড়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়।ট্রেনটি তালদি ষ্টেশন থেকে ছাড়লে চলন্ত ট্রেনের মহিলা কামরার মধ্যে এক যুবক উঠে পড়ে। মহিলা কামরায় যুবকের প্রবেশ নিয়ে সরব হয় মহিলা যাত্রীরা। তখনই ওই যুবক ছুরি বের করে। উদ্যত হয়ে যাত্রীদের ধমক দিতে থাকে।পরে ট্রেন ক্যানিং ষ্টেনে পৌঁছালে ওই যুবক কামরা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। জিআরপি তার টিকি খুঁজে পায়নি। 另一方面 এমন ঘটনায় সাধারণ নিত্য মহিলা যাত্রীরা আতঙ্কিত। চলন্ত ট্রেনে মহিলা কামরায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারণ নিত্য যাত্রীদের দাবী, ‘চলন্ত ট্রেনের যাত্রী নিরাপত্তা নেই। প্রতিনিয়ত দুষ্কৃতিদের তাণ্ডব চলছে।নিরাপত্তার দায়িত্বে থাকা ছিআরপি’র দেখা মিলে না। রেল কর্তপক্ষের উচিত যাত্রী নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। তা না হলে আগামী দিনে চলন্ত ট্রেন দুষ্কৃতিদের স্বর্গরাজ্য হয়ে উঠবে।
80
comment0
Report
CDChampak Dutta
Nov 14, 2025 07:47:36
Kaji Chak, West Bengal:সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হল চার বছরের শিশুর। শিশুটির নাম অর্ক হাজরা। বাবার নাম কমল হাজরা। ঘটনা ঘটেছে দাসপুরের ধর্মা তে। স্থানীয় সূত্রে জানা যায় বাড়িতে কেউ ছিল না সেই সময় ছাদের উপরে খেলা করছিল দাদার সঙ্গে অর্ক। হটাৎ করে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। কান্নার আওয়াজ পেয়ে পাশের বাড়ির একজন মহিলা দৌড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ার কারণে সঙ্গে সঙ্গে পাঁশকুড়ার পিত পুর হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে কলকাতার পিজিতে ভর্তি করা হয়। আজ সকালে ছেলেটি মারা যায়। ছেলের বাবা কর্মসূত্রে মুম্বাইতে জরির কাজ করে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
130
comment0
Report
Advertisement
Back to top