Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

न्यू टाउन सोने के व्यापारी हत्या: बारासात कोर्ट ने सजল सरकार की जमानत खारिज की

MMManoj Mondal
Dec 09, 2025 10:22:08
Kolkata, West Bengal
নিউ টাউন স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন জামিন পেলেও বিডিও প্রশান্ত ঘনিষ্ঠ কোচবিহার দুই এর ব্লক সভাপতি সজল সরকারের জামিন মঞ্জুর করলেন না বারাসাত আদালত। নভেম্বর মাসের ১৩ তারিখে গ্রেফতার করা হয়েছে সজল সরকারকে তারপর বারাসাত আদালতে জামিনের আবেদন করা হয় সেই আবেদন খারিজ করলেন বারাসাত আদালত। সরকারি আইনজীবী বিভিন্ন তথ্য প্রমাণ দেখিয়েছেন যেমন ভিডিও ফটোগ্রাফি মোবাইলের টাওয়ার লোকেশন থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ। সমস্তই পেশ করা হয়েছে আদালতে আর সেই মর্মে জামিনের আবেদন খারিজ করেন বারাসাত আদালত। এছাড়াও কেস তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই হুমকির পরিপ্রেক্ষিতে একটি জিডি করা হয়েছে সেই জিডির কপিও বারাসাত আদালতে জমা দেওয়া হয়। এছাড়াও ব্লক সভাপতিকে বিরুদ্ধে আগেও একটা কেস ছিল সেই কেসের নথিও কোটের জমা করা হয়। স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী এই হুমকির জন্য উড়িষ্যায় রয়েছেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Dec 09, 2025 12:01:47
Kolkata, West Bengal:মরণোত্তর অঙ্গদানে সচেতনতা। বারাসাত মেডিক্যাল কলেজের মর্গ থেকে চোখ চুরি থেকে ভিন রাজ্যে হাসপাতালে দেহ পাচারের অভিযোগ। অভিযোগ দেহাংশ পাচারের। এসব থেকে নজর ঘুরিয়ে, মানুষ যাতে মরণোত্তর অঙ্গদানে, সচেতন হয়। তার জন্য পথে নামল এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালে এনাটমি বিভাগের চিকিৎসকরা। উপস্থিত ছিলেন বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার সুহৃতা পাল, বেলেঘাটা আইডি হাসপাতালে উপাধ্যক্ষ。 এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালে এনাটমি বিভাগের অধ্যাপক চিকিৎসক ডাক্তার অভিজিৎ ভক্ত জানান, ভিন্ন রাজ্যে যদি দেহ পাচার হয়ে থাকে, সেটাটা দেখা উচিত সরকারের。 বারাসাতে যে ঘটনা ঘটেছে, এখানে চোখ চুরির কোন ঘটনা ঘটেনি, মৃতের পরিবার আবেগের সাথে অঙ্গ পাচারের কথা বলেছিল।
66
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 09, 2025 12:00:56
Howrah, West Bengal:বালি বিধানসভার অন্তর্গত বালি পাঠক ঘাটের মহাশ্মশানে শুরু হয়েছে কোটি টাকা ব্যয়ে নতুন একটি ইলেকট্রিক চুল্লি তৈরীর কাজ।বালি পুরসভা এবং কেএমডিএর যৌথ উদ্যোগে ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ শুরু হয়।বালি পাঠক ঘাটে শুধু হাওড়া নয় হুগলী থেকেও মানুষজন দেহ সৎকারের জন্য।একটি ইলেকট্রিক চুল্লি থাকায় অসুবিধের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। মাঝেমধ্যেই খারাপ হয়ে যায়।তখন দুর্ভোগ বাড়ে।বালির বিধায়ক তথা বালি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান রানা চট্টোপাধ্যায় বলেন মানুষের সমস্যার সমাধানের জন্য এক কোটি বারো লাখ টাকা ব্যয়ে ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ শুরু হয়েছে।কে এম ডি এ সহযোগিতা করছে।এটি খুব দ্রুত সম্পূর্ণ হবে।এই কাজের পাশাপাশি বালি পাঠক ঘাটের সৌন্দর্যায়ন কাজ চলছে।খুশী এলাকার মানুষ।
91
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 09, 2025 11:38:41
Arambag, West Bengal: آرামবাগঃ০৯ ডিসেম্বর --------------------------------------------- প্রাক্তন পুলিশ কর্তা বিজেপিতে যোগ দিতেই বিজেপির ঘরে কোন্দল আরামবাগে। সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপির নিচু তলার কর্মীরা। বিজেপির নিচু তলার কর্মীরা এই পুলিশ অফিসারকে তৃণমূলের দালাল বললেও গোঘাটের প্রাক্তন বিধায়ক বলছেন বঙ্কিম বিশ্বাস বিজেপিতে আগে থেকেই ছিলেন। তাই ২০২১ সালে নির্বাচন কমিশনে বঙ্কিম বিশ্বাসের নামে অভিযোগ জানিয়েছিলেন । রাজ্য নেতৃত্বের হাত ধরে সোমবার বিকালে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন পুলিশ কর্তা বঙ্কিম বিশ্বাস। বঙ্কিম বাবু হুগলিতে আরামবাগ সাংগঠনিক জেলায় হরিপাল ,তারকেশ্বর ২০২১ সালে আগে অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত ছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনে গোঘাট থানায় অফিসার ইনচার্জ ছিলেন। বিজেপির নিচু তলার কর্মীদের সমাজ মাধ্যমে অভিযোগ, এই থানা গুলিতে ওসি থাকাকালীন বঙ্কিমবাবু বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছেন। কেউ আবার সমাজ মাধ্যমে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ ও বঙ্কিম বাবুর ছবি সহকারে পোস্ট করেছেন "যে নেতার কাছে অর্থই সব তার কাছে বঙ্কিম বিশ্বাস সম্পদ" আর এই নিয়ে আরামবাগ সংগঠনিক জেলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও বিজেপি নেতৃত্ব ক্যামেরার সামনে আসতে চাইছেন না। আর তৃণমূল বলছে গোষ্ঠী লড়াইয়ের ২০২৬ এর আগেই বিজেপি শেষ হয়ে যাবে। উল্লেখ্য, সোমবার বিকেলে বিজেপির রাজ্য সদর দপ্তরে শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন স্বেচ্ছাবসর নেওয়া প্রাক্তন পুলিশ কর্তা বঙ্কিম বিশ্বাস। তারপর থেকেই বিজেপির অন্দরে কাজিয়া শুরু হয়েছে আরামবাগ সাংগঠনিক জেলায়।যা নিয়ে রীতিমত অসন্তুষ্ট বিজেপির কর্মীরা।
184
comment0
Report
NRNarayan Roy
Dec 09, 2025 11:38:20
Siliguri, West Bengal:*শৈলরানি দার্জিলিঙে পর্যটকদের নিয়ে গেলে ধারাবাহিকভাবে হেনস্থা ও বাধার মুখে পড়তে হচ্ছে সমতলের গাড়িচালকদের,যা নিয়ে ক্ষোভে ফেটে পরলো ড্রাইভার সংঘটন* এমনই বিস্ফোরক অভিযোগ নিয়ে সরব হল শিলিগুড়ি, তরাই-ডুয়ার্সের গাড়িচালকদের যৌথ মঞ্চ ‘জাতীয়তাবাদী ট্যাক্সি ড্রাইভার্স এসোসিয়েশন’।* তাদের অভিযোগ, পাহাড়ের একাধিক গাড়িচালক সংগঠনের কয়েকজন সদস্য পরিকল্পিতভাবে সমতলের গাড়িচালকদের ওপর আক্রমণ, হুমকি ও বাধা সৃষ্টি করছে। এর জেরে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ছেন পর্যটকরাও। এক কথায় হুমকি থেকে বাদ পড়ছে না পাহাড়ে আসা দেশ-বিদেশের পর্যটকদের একাংশ। গত বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে সমতলের চালক সংগঠনের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানান, গত এক সপ্তাহ ধরে টানা অভিযোগ জানানো সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। জেলা পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে শুরু করে জেলা শাসকের কার্যালয় সহ আরটিও ও সমস্ত সংশ্লিষ্ট দফতরের কাছে অভিযোগ জানালেও কার্যকর পদক্ষেপ এখনও দেখা যায়নি। সমতলের গাড়িচালকদের অভিযোগ, দার্জিলিংমুখী গাড়ি দেখলেই পাহাড়ের কিছু গাড়িচালক বাধা দেন, যাত্রীদের ভয় দেখান, এমনকি মৌখিক ও শারীরিক হেনস্থার ঘটনাও ঘটছে। এতে শুধু চালকরাই নয়, ভরসা করে আসা পর্যটকরাও আতঙ্কের মুখে পড়ছেন। চালকদের বক্তব্য “এভাবে চলতে থাকলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে, আর সমতলের চালকদের জীবন-জীবিকা বিপন্ন হয়ে পড়বে।” পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ায় মঙ্গলবার জেলা শাসকের দফতরের সামনে, মহকুমা শাসক করণের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক গাড়িচালক। দীর্ঘক্ষণ চলা অবস্থান বিক্ষোভে রীতিমতো রাস্তায় বসে পাহাড়ের গাড়িচালকদের আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে পাহাড় ও সমতলের গাড়িচালকদের মধ্যে সুষ্ঠু সমন্বয় গড়ে তুলবে এবং সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত করবে। চালক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যা অব্যাহত থাকলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও ভাবছে।
147
comment0
Report
STSrikanta Thakur
Dec 09, 2025 11:35:16
Dinajpur, Rangpur Division:১০ দিনে ৯টি গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি — বালুরঘাট আদালতে পুলিশের বড় সাফল্য। মাত্র ১০ দিনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় দোষী সাব্যস্ত করতে সক্ষম হলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও প্রসিকিউশনের যৌথ উদ্যোগ। ২৯শে নভেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত বালুরঘাট আদালতে মোট ৯টি গুরুত্বপূর্ণ কেসে কনভিকশন ঘোষণা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার অফিসে সাংবাদিক সম্মেলনে এই সাফল্যের কথা জানান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী এবং প্রত্যেক মামলার তদন্তকারী অফিসাররা। পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে চলা এই বহু মামলার গতি আনার জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পূর্বে আসামিদের আদালতে হাজির করা সম্ভব হলেও সাক্ষ্য গ্রহণে সমস্যা দেখা যেত। এখন ভিডিও কনফারেন্সিং–এর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ায় সেই জটিলতা অনেকটাই দূর হয়েছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে টাইম মনিটরিং করে প্রতিটি মামলায় গুরুত্ব দিয়ে দ্রুত কনভিকশন নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি জানান।সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, সময়ে চার্জশিট পেশ করা এবং চার্জশিট অনুযায়ী সঠিক সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা সম্ভব হওয়ার ফলে দ্রুত রায় ঘোষণা করা গেছে। এই ৯টি মামলার মধ্যে সবচেয়ে আলোচিত দুটি — 22 June 2024 তপন এলাকায় ট্রাক্টরের রোটার চালিয়ে এক মহিলাকে খণ্ড-বিখণ্ড করার চেষ্টা — ওই মামলায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করা হয়েছে। 2020 6th জানুয়ারি কুমারগঞ্জে নাবালিকা ধর্ষণ, পুড়িয়ে খুন ও মৃতদেহ লোপাটের চেষ্টা — এই মামলায়ও অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে।
107
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 09, 2025 11:33:37
Howrah, West Bengal:এবার ১০৩ বছর বয়সীর ভোটারের এনুমারেশন ফর্ম জমা এবং আপলোড করল নির্বাচন কমিশন। আজ সকালে শিবপুর বিধানসভা কেন্দ্রের এক বিএলও এই প্রবীণ ভোটারকে গলায় উত্তরীয় জড়িয়ে এবং হাতে ফুল দিয়ে সম্মান জানান। উত্তরে পার্বতী দাস নামে ওই প্রবীণ ভোটার বলেন তিনি এবারও ভোট দেবেন। কারণ দেশের কল্যান চান। হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন ১০৩ বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস। ভোটার তালিকায় তাঁর জন্ম তারিখ জ্বলজ্বল করছে ১২ ই আগস্ট ১৯২৩। ২০০২ সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তাঁর নাম আছে। পার্বতী দেবীর স্বামী বহু বছর আগেই মারা যান। ছেলে, বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন। বয়সের ভারে এখন হাঁটাচলা করতে অসুবিধা হয়। চোখেও ভালো দেখতে পান না। এই পরিস্থিতিতেই গত লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেন পার্বতী দেবী। আদতে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্রের ২২৭ নম্বর পার্টের ভোটার। রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে পুরোদমে। কিছুদিন আগে নির্বাচন কমিশনের বিএলও তার বাড়িতে এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে যান। তার পরিবারের লোক সেই ফর্ম পুরণ করেন। তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএলও রুপা লাহিড়ী এবং বিএলএ টু অমর দত্ত এলাকার সবচেয়ে প্রবীণ ভোটার হিসাবে তাকে সম্বর্ধনা দেন। তার বাড়িতেই তাকে গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। হাতে গোলাপ ফুল দেওয়া হয়। এতে খুশি পার্বতী দাস। তিনি বলেন আগেও তিনি ভোট দিয়েছেন। এবারেও তিনি ভোট দিতে চান। কারণ তিনি দেশের কল্যান চান। বিএলও বলেন তিনি প্রবীণতম ভোটার। এখনো তিনি চিন্তা করতে পারছেন। দেশের কল্যান চাইছেন। এই ধরনের মানুষ যতদিন বাঁচবেন ততই দেশের মঙ্গল। বিএলএ টু অমর দত্ত বলেন এইরকম একজন প্রবীণ নাগরিককে সামনে পেয়ে מאוד ভালো লাগছে। তার এনুমারেশন ফর্ম পূরণ এবং আপলোড করা হয়ে গেছে। বাইট..১..পার্বতী দাস(বৃদ্ধা) ২..রূপা লাহিড়ী(বি এল ও) ৩..অমর দত্ত(বি এল এ ২) 0912zg_hwh_voter_r
64
comment0
Report
CDChampak Dutta
Dec 09, 2025 11:33:16
Kaji Chak, West Bengal:পশ্চিম মেদিনীপুরে নতুন এসেছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। মঙ্গলবার তিনি পরিদর্শন করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী এবং হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে হাসপাতালের ক্যাথ ল্যাব সহ বিভিন্ন ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। কথা বলেন রোগীর আত্মীয়দের সঙ্গেও। হাসপাতালের পরিকাঠামো নিয়েও খোঁজ খবর নেন তিনি। পরে জানান, সরকারি ভাবে জেলায় আসার পর নিয়মমাফিকভাবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন তিনি। মেদিনিপুর শহরের বুকে এটি একটি বড় হাসপাতাল। কোথায় কি সমস্যা জানলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে যা সাহায্য লাগবে তা আমরা করব সঙ্গে রাজ্য সরকারকেও কিছু যদি জানাতে হয় সেটাও আমরা জানাবো।
158
comment0
Report
ABArup Basak
Dec 09, 2025 11:04:17
Mal Bazar, West Bengal:*লুকসান হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে মৃত্যু বিতর্ক, উপ-স্বাস্থ্য আধিকারিকের বৈঠকে আশ্বাসেও ক্ষুব্ধ পরিবার...* নাগরাকাটার লুকসান গ্রাম পঞ্চায়েত অফিসে উপ-স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত মণ্ডলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। লুকসান হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগে রোগী শেখ আলাউদ্দিনের মৃত্যেকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা নিয়েই এদিন আলোচনা হয়。 স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, অভিযুক্ত দুই চিকিৎসক অভিজিৎ মণ্ডল ও কিষ্ণেন্দু সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেবে। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ভুক্তভোগীর পরিবার। তাদের অভিযোগ, গত রবিবার বিকেলে হাসপাতালে চিকিৎসক না থাকায় আলাউদ্দিনকে সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি এবং এর ফলেই তাঁর মৃত্যু ঘটে। পরিবারের দাবি, মৃতের ছেলে ও মেয়ে দুজনেই প্রতিবন্ধী। পরিবারর রোজগারের এক মাত্র ব্যাক্তি ছিলেন শেখ আলাউদ্দিন। তাই সরকার যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে。 ঘটনার পর গত রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত হাসপাতাল চত্বরে গ্রামবাসীদের বিক্ষোভ চলে। তাঁদের প্রধান দাবিও ছিল অভিযুক্ত দুই চিকিৎসককে অপসারণ。 এদিনের বৈঠকে ডাঃ সুদীপ্ত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রেম ছেত্রী, লুকসান আঁচলের সভাপতি সঞ্জীব সাব্বা, পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদ, মুকেশ ছেত্রী সহ স্থানীয় বিশিষ্টজনেরা। স্বাস্থ্য আধিকারিক জানান, সরকারের নির্দেশ মেনে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। লুকসান মোড়ের বাসিন্দা শেখ আলাউদ্দিনকে গত রবিবার অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ এখনও অব্যাহত。 বাইট ১) জলপাইগুড়ির উপ-স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত মণ্ডল। ২) নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। ৩) মৃতের আত্মীয়।
162
comment0
Report
BBBimal Basu
Dec 09, 2025 11:04:00
Basirhat, West Bengal:উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুর থেকে চার বাংলাদেশী সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার。 টাকার বিনিময়ে দালাল ধরে ঘন্টা খানিক আগে উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে টোটোয় করে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে টোটো চালক এক দালাল সহ একই পরিবারের চার বাংলাদেশীকে গ্রেফতার করল বি এস এফ。 আজ স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে টোটোর মাধ্যমে অবৈধভাবে হাকিমপুর চেকপোস্টে দিয়ে বাংলাদেশের দিয়ে যাওয়ার সময় বি এস এফ জওয়ানদের নজরে আসে তারা টটোটি আটক করে টোটোর মধ্যে একই পরিবারের স্বামী স্ত্রী ও তাদের দুই নাবালক সন্তান ছিল তারা জেরায় স্বীকার করে তারা বাংলাদেশী তারা ভারত থেকে বাংলাদেশে তাদের বাড়ি বরিশালে যাচ্ছিল। এরপর আটক বাংলাদেশীদের স্বরূপনগর থানার হাতে তুলে দিলে পুলিস বাংলাদেশী পরিবার সহ টাকার বিনিময়ে চোরা পথে বাংলাদেশীদের তাদের দেশে যেতে সাহায্য করায় ভারতীয় দালাল টোটো চালক শাহাজাহান মোল্লাকেও গ্রেফতার করে আজ পুলিস পাঁচ জনকে বসিরহাট আদালতে তোলে।
145
comment0
Report
NRNarayan Roy
Dec 09, 2025 10:01:03
Siliguri, West Bengal:*শিলিগুড়িতে নারী মর্যাদা রক্ষาร์ অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শিলিগুড়ি জংশন থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত মহিলাদের উদ্যোগে সংগঠিত ‘নারী মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা’ অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার নারী অংশগ্রহণ করেন। র্যালির মূল Aim ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সমর্থন জোগানো। অভয়ার পরিবার—অভয়ার মা ও বাবা—র্যালির কেন্দ্রীয় অংশ হিসেবে উপস্থিত ছিলেন এবং সমাবেশে অংশ নেন। তারা বলেন, “আমরা চাই না আর কোনো মেয়ে এভাবে অত্যাচারের শিকার হোক; সমাজ যদি পাশে থাকে তবেই অন্যায় থামবে।” শিলিগুড়ি জংশন থেকে র‍্যালি বাঘাযতীন পার্কে সমাবেশে রূপায়িত হবে, যেখানে নারী অধিকার কর্মীরা, সমাজকর্মীরা ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজনকারীদের মতে, শিশু, নাবালিকা ও মহিলাদের ওপর প্রগতিশীলভাবে ঘটমান অত্যাচারের ঘটনা বেড়েই চলছে। আজকের র্যালিটি শক্তিশালী সমর্থন লাভ করেছে ও আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক আহ্বান জোরালোভাবে উল্লেখ করেছে। র্যালির আগে শিলিগুড়ি জংশন প্রাঙ্গণে মহিলাদের সমাগম শুরু হয়, তারা ব্যানার-লিপস নিয়ে “নারী শক্তি, দেশের শক্তি”, “নারীর ওপর অত্যাচার চলবে না” ও “অপরাধীর শাস্তি চাই, দ্রুত বিচার চাই” এই স্লোগান ধরেছে। র‍্যালির শেষ বয়ান ও সমাবেশে বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, নারী অধিকার কর্মী ও আইনি সচেতনতা প্রদানকারী বিশেষ বক্তারা অংশ নেবেন, যেখানে নারীর সুরক্ষা ও সম্মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ, সামাজিক সচেতনতা ও শিশুদের নিরাপত্তা নিয়ে আলোকপাত হবে। তবে এই খবর অনুযায়ী প্রতিবাদ ও সচেতনতা অভিযানে iştirakকারী মহিলাদের সংখ্যা কয়েক হাজারের বেশি বলে ধরাণা করা হয়েছে।
243
comment0
Report
CDChittaranjan Das
Dec 09, 2025 10:00:48
Durgapur, West Bengal:বিজেপি দলীয় নেতার শহীদ दिवस 'ভাগাভাগি'! প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল।অন্যদিকে মাল্যদান মঞ থেকেই তৃণমূলের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ বিজেপির। ২০১৮ সালের ৯ ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার সরস্বতীগঞ্জে খুন হয় রূপগঞ্জের বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। সাত বছর পেরিয়েছে, এখনও দোষীরা গ্রেপ্তার হয়নি। সন্দীপ ঘোষের মৃত্যু দিবসে এই অভিযোগ তুলে প্রতিবছরই প্রতিবাদে সরব হয় বিজেপি। তবে এই বছর দেখা গেল বিজেপির দুই পক্ষের রাজনীতি। রূপগঞ্জে সন্দীপ ঘোষের মূর্তিতে সাত সকালে মাল্যদান করেন বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীদের ঘোষের নেতৃত্বে বিজেপির কর্মীরা। আর বেলা গড়াতেই আবার একই মূর্তিতে মাল্যদান করলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্বরা। হঠাৎ করে বিজেপির দুই ভাগে শহীদ দিবস পালনকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ বলেন, "যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন আমিও সন্দীপের সাথে ছিলাম। আমরা সকালে মাল্যদান করি সন্দীপের মূর্তিতে। মূর্তি পরিষ্কার করেছি আমরা।" অন্যদিকে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "এইসব ছোটখাটো বিষয় নিয়ে আমরা ভাবি না। আমাদের একটাই লক্ষ্য যারা খুন করেছে শেখ সইফুল, শেখ হিরন মন্ডল, জহিরুল মিদ্যা ওরফে কাংলা। তাদের গ্রেফতার করতে হবে। এছাড়াও আরো বলেন, এলাকায় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্দ্যেশ্য বলেন, তার ঘরেই বসে থাকছে সবসময় তাদের রক্ষা কবচ হয়ে।" কটাক্ষ করে জেলা তৃণ্টমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "একজন কর্মীর শহীদ দিবস পালন হচ্ছে দুই ভাগে ভাগ করে। এরই নাম বিজেপি। সকালে একবার পালন হচ্ছে দুপুরে একবার পালন হচ্ছে আবার রাতেও হতে পারে। ২০২৬-এ বিজেপি বাংলা থেকে নির্মূল হয়ে যাবে।" মন্ত্রী প্রদীপ মজুমদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রদীপ মজুমদার বলেন, "এসব মিথ্যা কথা। তৃইকোনো ক্রিমিনাল কে প্রশ্রয় দেয় না।"
274
comment0
Report
Advertisement
Back to top