Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

गारुलिया में SIR के डर से युवक ने आत्महत्या कर ली

BSBarun Sengupta
Nov 12, 2025 08:36:25
Barrackpore, Kolkata, West Bengal
গারুলিয়া সোদলাট্যাঙ্ক রোড় এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন দীপা মজুমদার ও তার ছেলে পেশায় টোটো চালক ৩২ বছর বয়সী সুমন মজুমদার। মঙ্গলবার গভীর রাতে সুমন মজুমদারের ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসেন গারুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা পঙ্কজ দাস। মৃতদেহ উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশচন্দ্র সাধুকা তিনি কথা বলেন মৃত যুবকের মায়ের সঙ্গে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপা মজুমদার জানান গতকাল তাদের কাছে এস আই আর এর ফর্ম এসেছে, কিন্তু প্রয়োজনীয় কাগজ তাদের কাছে নেই এই বিষয়ে চিন্তিত ছিল সুমন । অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পঙ্কজ দাস তিনি সুমন মজুমদের মায়ের সাথে কথা বলে জানতে পেরেছেন এসআইআর নিয়ে আতঙ্কিত ছিল সুমন সম্ভবত সেই কারণেই সে আত্মঘাতী হয়েছে।
39
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Nov 12, 2025 10:15:54
0
comment0
Report
NHNantu Hazra
Nov 12, 2025 10:15:38
Salt Lake City, Utah:West Bengal Pratibandhi Oikya Manch calls for mass devoting and Bikash Bhaban Abhiyan in women and child development and social welfare department on ten-point demand. পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের আহবানে দশ দফা দাবিতে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরে গণ ডেভুটেশন ও বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন এর কাছে আসতেই পুলিশ তাদেরকে আটকে দেয়। সেখানেই তারা বিক্ষোভ দেখাতে থাকে এর পরে দুটি ভাগে ভাগ হয়ে প্রতিনিধ্বল ডেপুটেশন জমা দিতে যায়। আন্দোলনকারীদের দাবি....... মাসিক ৫০০০ টাকা বর্ধিত হাড়ে মানবিক ভাতা প্রদান করতে হবে। নকল প্রতিবন্ধী শংসাপত্র প্রদানের দুর্নীতি বন্ধ করতে হবে কেন্দ্র এবং রাজ্যের শিক্ষানীতিতে উল্লিখিত অনলাইন বা গৃহভিত্তিক শিক্ষা পদ্ধতি প্রত্যাহার করতে হবে। স্কুলশিক্ষা দপ্তরের অধীনে স্পেশাল স্কুলের মাধ্যমে প্রতিবন্ধীদের শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এই দাবিসহ মোট ১০ দফা দাবি নিয়েই তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি।
0
comment0
Report
ALArup Laha
Nov 12, 2025 09:52:03
Belna, West Bengal:পাওনা টাকার দাবিতে পথে ঠিকাদাররা, কার্জন গেট ও জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন। নিজেদের বহু বছরের পাওনা টাকা না মেলায় অবশেষে রাস্তায় নামলেন ঠিকাদাররা। বুধবার পূর্ব বর্ধমান জেলা জুড়ে ঠিকাদার সংগঠনের সদস্যরা একযোগে বিক্ষোভ-মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন。 বর্ধমান টাউন হল থেকে মিছিল শুরু করে ঠিকাদাররা পৌঁছান কার্জন গেটের সামনে, যেখানে তারা প্রায় অর্ধঘণ্টা ধরে জিটি রোড অবরোধ করেন। এতে শহরের যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। পরে বিক্ষোভকারীরা জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিতে গেলে জানতে পারেন, জেলাশাসক উপস্থিত নেই। তাতেই ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদাররা। রাগে-অভিমানে তারা জেলাশাসকের গেটের সামনে রাস্তায় বসে পড়েন, ফলে দফতরের সামনে ও জিটি রোডের একটি বড় অংশ দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়。 পূর্ব বর্ধমান জেলার সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মহঃ শরীফ মিয়াঁ বলেন,“আমরা আজ শুধুমাত্র ডেপুটেশন দিতে এসেছি। কিন্তু আমাদের কথা শোনার কেউ নেই। বছরের পর বছর কাজ করার পরেও আমরা আমাদের পাওনা টাকাটা পাচ্ছি না। আজকের এই আন্দোলন কেবল 시작, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।” তিনি বলেন, বেশ কয়েকজন ঠিকাদার কার্যত বিনা চিকিৎসায় মারা গেছে। আমরা স্ত্রীর গহনা বন্ধক রেখে সুদ দিয়ে টাকা নিয়েছি কাজের জন্য।এখন আমরা অসহায়。 প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করা হলেও বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য জেলা সদর এলাকায় যানজট ও অস্থিরতা দেখা দেয়। বাইট। শরীফ মিয়াঁ(সংগঠনের সভাপতি)।
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 12, 2025 09:47:16
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 12, 2025 09:46:42
Kolkata, West Bengal:SSC भर्ती लिखित परीक्षा के परिणाम प्रकाशित होने के बावजूद उसे प्रभावी न मानने के निर्देश बने रहे। एদিকে अनुभवी शिक्षकों को 10 पर अंक देने पर कोर्ट की एकाधिक बार पूछताछ के मद्देनजर आयोग के सामने प्रश्न उठ रहे हैं। नবम-दसवीं पारी के अभ्यर्थी क्या कभी एकादश के द्वादश भर्ती में 10 अंक प्राप्त कर पाएंगे? उनकी अनुभवहीनता को देखते हुए यह बड़ा मुद्दा है 2025 भर्ती के लिहाज़ से - अदालत मामले के दस्तावेज सभी पक्षों को उपलब्ध कराने के निर्देश। इसके अलावा अदालत ने पूछा है, अनुभव के लिए 10 अंक कब दिए जाएंगे?- अदालत पहले लिखा जाता है, फिर अकादमिक मार्क मिलता है, उस समय अनुभव के 10 अंक देने संबंधी नियम आयोग के पास है जो 2016 में परीक्षा नहीं दिए उन उम्मीदवारों को क्या 10 अंक मिलेंगे? - न्यायाधीश
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 12, 2025 09:44:47
Kalna, West Bengal:पूर्वस्थলীপূর্বস্থলীতে মা ও নাবালিকা মেয়ে নিখোঁজ। সন্দেহ নারী পাচার চক্রের ফাঁদে পড়েছেন ওই দুজন। কালনার পূর্বস্থলী থানার পলাশপুলি রেল কলোনি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বুধবার বিকাল ৫টা নাগাদ পূর্বস্থলী ব্লক হাসপাতালে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক মা ও তার ১১ বছরের নাবালিকা মেয়ে। ১২ দিন কেটে গেলেও এখনও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ মহিলার নাম সুপর্ণা বিশ্বাস (বারুই)। তাঁর স্বামী শিবু বারুই কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। দু তিন মাসের ব্যবধানে সে পূর্বস্থলীর বাড়িতে আসে। ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। এক ছেলে এবং এক মেয়ে আছে। ঘটনার দিন থেকে ওই মহিলার মোবাইল সুইচ অফ হয়ে আছে । আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও কোনও হদিশ না মেলায় পরিবারের তরফে পূর্বস্থলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। যদিও স্ত্রী নিখোঁজের কয়েকদিন আগে থাকতে শিবু বারুই পলাশপুলি গ্রামের বাড়িতেই আছেন। পরিবার ও প্রতিবেশীদের দাবি — তাঁরা সম্ভবত কোনও আন্তঃরাজ্য নারী পাচার চক্রের ফাঁদে পা দিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। বাইট এক - শিবু বারুই (স্বামী) বাইট দুই - রাজলক্ষী বারুই (নিখোঁজ বধূর শাশুড়ি) বাইট তিন - বৃষ্টি বার Tou (প্রতিবেশী)
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 12, 2025 08:37:06
Dinajpur, Rangpur Division:বাঙালবাড়িতে SIR ফর্মে ভুল তথ্য ঘিরে চাঞ্চল্য, আতঙ্কে সাধারণ মানুষ — উত্তপ্ত হেমতাবাদের রাজনীতি হেমতাবাদ বিধানসভার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক ও বিভ্রান্তি। SIR ফর্মে একের পর এক ভুল তথ্য ধরা পড়ায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। কারও ফর্মে থানা হিসেবে রায়গঞ্জের নাম লেখা, কারও আবার পিন নাম্বার ৭৩৩১৩৪-এর জায়গায় ৭৩৩১৫৬। একই পরিবারের সদস্যদের ফর্মে আলাদা পিন নম্বর— এমন অভিযোগও উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঙালবাড়িতে। সোমবার ত্রুটি-পূর্ণ ফর্ম বাতিলের দাবিতে সাধারণ মানুষ হেমতাবাদে হাজির হন বিপুল সংখ্যায়। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান। পরে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত এসে পরিস্থিতি সামাল দেন। তিনি আশ্বস্ত করে জানান, “থানার নাম বা পিন নাম্বারের ভুল থাকলেও SIR প্রক্রিয়ায় কোনও সমস্যা হবে না। এই ত্রুটি সামারি রিভিশন পর্যায়েই সংশোধনযোগ্য。” তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল ফর্মে যেন কোনও ভুল তথ্য না দেওয়া হয়। তাহলে প্রশাসনই বা কেন এমন ত্রুটি-পূর্ণ ফর্ম বিলি করছে— সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মধ্যে একজন, মহাম্মদ তৈমুর আলী সরকার বলেন, “আমাদের বলা হয়েছে ভুল তথ্য দেওয়া যাবে না। তাহলে আমরা কেন ভুল ফর্ম নেব? আমাদের নির্ভুল ফর্ম দিতে হবে।” এলাকার কংগ্রেস নেতা মুজিবর রহমান জানান, “মানুষ ভয় পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ডিটেনশন ক্যাম্পের খবর ঘুরছে। তাই তারা ত্রুটি-মুক্ত ফর্ম ছাড়া কিছুই নিতে চাইছেন না।” অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার অভিযোগ করে বলেন, “তৃণমূল কংগ্রেস এক শ্রেণির BLO ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক চক্রান্ত। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি。” প্রত্যুত্তরে তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আসরাফুল আলী বলেন, “নির্বাচনের কাজ শুরু হলে জেলা প্রশাসন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যায়। তাই এই বিভ্রান্তির দায় কমিশন ও বিজেপির। সাধারণ মানুষকে ভয় দেখাতে বিজেপি এই সব চক্রান্ত করছে।” সব মিলিয়ে SIR ফর্ম বিতরণে ত্রুটি ঘিরে আতঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে রাজনীতির আঁচও। বিধানসভা নির্বাচন আসার আগেই হেমতাবাদের রাজনৈতিক মহল ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে — তা বলাই বাহুল্য। বাইটঃ ১) মহাম্মদ তৈমুর আলী সরকার (বিভ্রান্ত আন্দোলন কারী) ২) মুজিবর রহমান (কংগ্রেস নেতা) ৩) বিশ্বজিৎ দত্ত (বিডিও, হেমতাবাদ) ৪) বিপ্লব সরকার (বিজেপি নেতা) ৫) আসরাফুল আলী (তৃণমূল কংগ্রেস নেতা) 1211ZG_NDIN_HMTBD_SIR_R
16
comment0
Report
KMKIRAN MANNA
Nov 12, 2025 08:22:38
Dihierench, West Bengal:• প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী প্রাক্তন জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে বেলাগাম আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন,পূর্ণেন্দু মাঝি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির ভূমিকা পালন করেছেন এবং আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনে জেলার কোনো এক পদ থেকে তৃণমূলের হয়ে লড়বেন। দিব্যেন্দু আরো বলেন, পূর্ণেন্দু মাঝি প্রমোশন পাচ্ছেন, চাকরি থেকে অবসর নেবেন এবং এরপর তৃণমূলের দালালী করবেন। দিব্যেন্দু অধিকারী আরও উল্লেখ করেছেন, ময়না থেকে বিজেপির sitting বিধায়ক অশোক দিন্দা নির্বাচনে অংশ নেবেন এবং তিনি ৩০–৪০ হাজার ভোটের ব্যবধান দিয়ে জিতবেন। এর আগে অশোক দিন্দা নিজেও দাবি করেছিলেন, ৯৯ শতাংশ০.৯৯ নিশ্চিতভাবেই তিনি ময়না থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভা শেষে, রাজনৈতিক মহলের মধ্যে পূর্ণেন্দু মাঝি ও তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিতর্ক ছড়িয়েছে, যদিও তিনি নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। বাইট দিব্যেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ তমলুক।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 12, 2025 08:22:21
Chinsurah, West Bengal:শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলোম্বোয় গিয়েছিলেন, প্রাক্তন সেনা কর্মি শশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে,পেলেন না এনুমারেশন ফর্ম। চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙা লিচুতলার বাসিন্দা শশীকান্ত。 ভারতীয় সেনার মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় তিন দশক。রাজীব গান্ধী এলটিটিই দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন。 কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গেছেন।অবসর নিয়েছেন প্রায় ৩৪ বছর।ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে。 ২০০২ সালের শেষ এসআইআর তালিকায় নাম আছে।২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন।অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গেছে。 এই ৮৭ বছর বয়সে আবার ছয় নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়。কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি নাম তুলতে অসুবিধা হবার কথা না।তবে অসুস্থ শরীরে হয়রানীর শিকার হতে হবে বলে মনে করছেন。 বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান,বাবার অসুস্থ শরীর আবার ছয় নম্বর ফর্ম ফিলাপ করে নতুন করে নাম তুলতে হবে।হেয়ারিং এ যেতে হবে প্রমান দেখাতে হবে, এত হ্যাপা পোহাতে পারবে না।নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে তাই বাড়িতে এসেই যা করার করে দিতে হবে。 যে মানুষটা সারা জীবন দেশের সেবা করল তার নাম ভোটার তালিকায় বাদ! পরিবারের কর্তা যিনি তিনিই এনুমারেশান ফর্ম পাননি।ভাবতে অবাক লাগছে।বাবা তো জীবিত তাহলে নাম বাদ দিল কে? প্রশ্ন তার。 শশীকান্ত বাবু বলেন,১৯৬৪ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি।যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হল।আग्रা থেকে চাকরি থেকে অবসর গ্রহন করি।তারপর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছি।এখন বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে।কি করে হল জানিনা。 নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনুমারেশন ফর্ম পাবেন না।খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দেখিয়ে আবেদন করতে হবে。
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 12, 2025 08:22:07
Chinsurah, West Bengal:শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলোম্বোয় গিয়েছিলেন, প্রাক্তন সেনা কর্মি শশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে,পPELেন না এনুমারেশন ফর্ম। চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙা লিচুতলার বাসিন্দা শশীকান্ত। ভারতীয় সেনার মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় তিন দশক।রাজীব গান্ধী এলটিটিই দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন। কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গেছেন।অবসর নিয়েছেন প্রায় ৩৪ বছর।ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে। ২০০২ সালের শেষ এসআইআর তালিকায় নাম আছে।২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন।অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গেছে。 এই ৮৭ বছর বয়সে আবার ছয় নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়।কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি নাম তুলতে অসুবিধা হবার কথা না।তবে অসুস্থ শরীরে হয়রানীর শিকার হতে হবে বলে মনেKR করছেন। বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান,বাবার অসুস্থ শরীর আবার ছয় নম্বর ফর্ম ফিলাপ করে নতুন করে নাম তুলতে হবে।হেয়ারিং এ যেতে হবে প্রমান দেখাতে হবে, এত হ্যাপা পোহাতে পারবে না।নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে তাই বাড়িতে এসেই যা করার করে দিতে হবে। যে মানুষটা সারা জীবন দেশের সেবা করল তার নাম ভোটাদ তালিকায় বাদ! পরিবারের কর্তা যিনি তিনিই এনুমারেশান ফর্ম পাননি।ভাবতে অবাক লাগছে।বাবা তো জীবিত তাহলে নাম বাদ দিল কে? প্রশ্ন তার। শশীকান্ত বাবু বলেন,১৯৬৪ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি।যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হল।আগ্রা থেকে চাকরি থেকে অবসর গ্রহন করি।তারপর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছি।এখন বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে।কি করে হল জানিনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনুমারেশন ফর্ম পাবেন না।খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দেখিয়ে আবেদন করতে হবে。
0
comment0
Report
Advertisement
Back to top