Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

मतदाता सूची में धोखाधड़ी: चयन सरकार के नाम पर बना जाली वोटर कार्ड

BMBiswajit Mitra
Nov 14, 2025 04:50:16
Ranaghat, West Bengal
ভোটার তালিকায় পরিচয় জালিয়াতি, তদন্তের দাবি ভোটার তালিকার সংশোধনের মধ্যেই উঠে এল জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা। নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার বাসিন্দা চয়ন সরকারের নাম, বাবার নাম ও ভোটার নম্বর অপর এক ব্যক্তির নামে ব্যবহার করে তৈরি হয়েছে ভুয়ো ভোটার কার্ড۔ শুধু ছবিই নয়, ঠিকানাও বদলে দেওয়া হয়েছে। চয়ন সরকার জানিয়েছেন, তাঁর পরিচয় ব্যবহার করে অন্য কেউ ভোটার তালিকায় নাম তুলেছে। তিনি প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। राणाघাট दक्षिण বিধানসভা کے দেবগ্রাম پنچायت کے ৫২ নম্বর বুথে গিয়ে দেখা যায়, ওই নামে কোনো নতুন ভোটারের অস্তিত্ব নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, জাল কার্ডে ব্যবহৃত ছবিটি সুবীর মণ্ডল নামে এক যুবকের। ফলে একাধিক পরিচয় মিশিয়ে তৈরি হয়েছে ভুয়ো পরিচয়পত্র। রানাঘাট दक्षिण বিধানসভা ওই গ্রামে গিয়ে জানা যায় ওই বুথে চয়ন নামে নতুন ভোটারের কোন অস্তিত্ব নেই। কৃষ্ণকান্তি চৌধুরী নামে এক ব্যক্তি বলেন ছবিটি আমার ভাগ্নের তবে মাঝেমধ্যে এখানে চিকিৎসার জন্য আসেন কিভাবে হল কিছু জানি না। ঘটনার বিষয়ে রানাঘাট ২ ব্লকের বিডিও শুভজিৎ জানা বলেন, অভিযোগ হাতে এলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
101
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MCMoumita Chakraborty
Nov 14, 2025 07:16:48
Kolkata, West Bengal:bihar verdict live on 10.30
66
comment0
Report
KAKAYESH ANSARI
Nov 14, 2025 06:34:08
118
comment0
Report
SCSandip Chowdhury
Nov 14, 2025 06:33:04
Katwa, West Bengal:প্রশিক্ষণে এসে অঝোরে কান্নায় ভেঙে পড়লেন দেবাশিস দাস নামে ৭৯ নম্বর বুথের বি এল ও। কাজ থেকে অব্যাহতি না পেয়ে প্রকাশ্যে মৃত্যু কামনা করলেন বি এল ও দেবাশিস দাস। শারীরিক অসুস্থতার মধ্যে ভোটারদের এস আই আর ফর্ম বিলি করার পর বৃহস্পতিবার দুপুরে বিশেষ প্রশিক্ষণনের সময় বি এল ও অ্যাপে ভোটারদের তথ্য আপলোড করার জন্য বলা হয়। ভোটারদের তথ্য আপলোডের কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন দেবাশিস বাবু। দেবাশিস বাবু বলেন আমি পারব না।আমাকে মেরে দেন। প্রশিক্ষণে আসা বি এল ওদের একাংশ প্রশাসনিক কর্তাদের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে। এবং কিছুক্ষণ পর বিএলও দের একাংশ ক্ষোভ দেখিয়ে শিবির থেকে বেরিয়ে যান। এবিষয়ে কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু জানান, অসুবিধা থাকলে বিষয়টি দেখা হবে।বি এল ও রা প্রশিক্ষণটা আগে নিক।
164
comment0
Report
SCSandip Chowdhury
Nov 14, 2025 06:32:40
Katwa, West Bengal:পাকা দেখাও হয়ে গিয়েছিল, সামনেই ছিল বিয়ে হওয়ার কথা তবে তার আগেই ঘটে গেল মর্মন্তিক দূর্ঘটনা। এদিন শুক্রবার সাতসকালে কাটোয়ার সাহেব কার্তিক ক্লাবের পাশে ধোবা পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। জানা যায় পাড়ার একটি বাচ্চা ছেলে প্রথমে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে সবাইকে খবর দেয়। তারপর ধীরে ধীরে পুকুর পারে বাড়তে থাকে মানুষের ভিড়। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় কাটোয়া মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে মৃত যুবকের নাম কার্তিক মাঝি। বয়স আনুমানিক ৩২ বছর। তার বাড়ি কাটোয়ার ৭ নম্বর ওয়ার্ডের ভূতনাথতলা এলাকায়। পরিবারসূত্রে জানা গিয়েছে মৃত কার্তিক ওষুধের লাইনে কাজ করত। মৃত কার্তিকের এক ভাই সাহেব মাঝি বলেন, "বুধবার রাত ৯ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচেত না। থানায় মিসিং ডাইরियो করেছিলাম। তবে এটা স্বাভাবিক ঘটনা মনে হচ্ছেনা। কারণ পায়ের দুটো জুতোর ফিতে একটার সঙ্গে আর একটা বাঁধা ছিল। মনে হচ্ছে কেউ মেরে ফেলে দিয়েছে। আমরা থানায় অভিযোগ করবো।" মৃত কার্তিক মাঝির কাকা সুনিল মাঝি বলেন, এটা স্বাভাবিক ঘটনা নয়, ওর বন্ধুবান্ধব যাদের সঙ্গে ওঠাবসা করে তারাই এটা করেছে। আমরা অভিযোগ করবো, এটা মার্ডার কেস মনে হচ্ছে আমার। আমার চাইছি এটার সঠিক তদন্ত করে যেন দোষীর সাজা হয়। ১৮ অগ্রহায়ণ বিয়ের ঠিক হয়েছিল, বাড়ি থেকে বেনারসি কিনবো বলে বেরিয়েছিল। এরকম ঘটনা ঘটে গেল আমাদের কষ্টে বুক ফেটে যাচ্ছে।
73
comment0
Report
MDMritunjay Das
Nov 14, 2025 06:00:56
Bankura, West Bengal:बांकुड़ার ১ নং ব্লকের ঝরিয়া গ্রামের ১২৬ নং আইসিডিএস কেন্দ্র এবং চার দিন ধরে তালা। বন্ধ আইসিডিএস কেন্দ্রের রান্না। দিন আনা দিন খেটে খাওয়া পরিবার গুলির এক মাত্র ভরসা আইসিডিএস কেন্দ্রের পুষ্টি কর এই খবার।তবে গত চার দিন ধরে এই পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত গ্রামের গর্ভবতী মায়েরা ও শিশুরা।গত কয়েকদিন ধরেই আইসিডিএস সেন্টারে সকালে হলেই হাজির হচ্ছে শিশু ও গর্ভবতী মায়েরা কিন্তু তাদের হচ্ছে খালি হাতেই।গ্রামবাসীরা জানাচ্ছেন আইসিডিএস কেন্দ্রের দিদিমনিরা খেয়ালখুসুমতে আসছেন ও তারা নিজেরা সময় মত বাড়ি ফিরে যাচ্ছেন।আইসিডিএস কেন্দ্রের কর্মরত দিদিমنিদের জিজ্ঞাসা করলে বলছেন খাদ্যের যুগল না থাকার জন্য তাদের খাদ্য দিতে পারছে না। তবে ওই আইসিডিএস কেন্দ্রের দায়িত্বে থাকা আইসিডিএস কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি জানান যোগান না থাকার জন্য শিশু ও মায়েদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে পারছেন না তারা।
289
comment0
Report
BSBarun Sengupta
Nov 14, 2025 06:00:34
161
comment0
Report
MDMritunjay Das
Nov 14, 2025 05:30:55
Bankura, West Bengal:এস আই আর আবহে তিন বিজেপি নেতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কার্টুন ব্যনার তৈরী করে প্রচারে নামলো তৃনমূল, কটাক্ষ বিজেপির রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। গোড়া থেকেই এসআইআর কে নিয়ে এ রাজ্যে বিজেপি বিরোধী অল আউট প্রচারে নেমেছে তৃনমূল। এবার বাঁকুড়ায় সেই প্রচারেই নতুন মাত্রা যোগ করলো তৃনমূল। তিন বিজেপি নেতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে রীতিমত কার্টুন ব্যনার ছাপিয়ে শহরের কোনায় কোনায় সাঁটিয়ে তা নিয়ে জোরদার প্রচার শুরু করেছে তৃনমূল জেলা নেতৃত্ব। এসআইআর লাগু হওয়ার পর বাড়ি বাড়ি ঘুরে প্রতিটি পরিবারের হাতে এনুমারেশান ফর্ম তুলে দিয়েছেন বিএলও রা। সেই এনুমারেশান ফর্মে প্রতিটি ভোটারকে লিখতে হচ্ছে ২০০২ সালের ভোটার তালিকায় থাকা অংশ নম্বর, ক্রমিক নম্বর সহ একাধিক তথ্য। ২০০২ সালে ভোটার তালিকায় ভোটারের নাম না থাকলে সেক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকায় থাকা বাবা ও মা এর তথ্য ফর্মে দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে ৩ বিজেপি নেতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে রীতিমত কার্টুন ব্যনার তৈরী করে বিজেপি বিরোধী প্রচারে নামলো তৃনমূল। ব্যানারে বিজেপির বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামানিক এবং বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বুল ডোজারে করে ওই তিন বিজেপি নেতাকে চাপিয়ে সীমান্তর কাঁটাতারের অপর পাড়ে ছুঁড়ে দিচ্ছেন। বাঁকুড়ার পুরপ্রধানের দাবি এ রাজ্যে এস আই আর করে ২০০২ সালের তথ্য চেয়ে সাধারণ মানুষকে বিব্রত করছে বিজেপি। অথচ বিজেপির ওই তিন নেতার ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। নেই তাঁদের বাবা ও মা এর নামও। এই বিষয়টিকেই তাঁরা মানুষের কাছে তুলে ধরতে এই ব্যনার নিয়ে প্রচারে নেমেছেন। বিজেপিও পাল্টা তৃনমূলের মমতা বালা ঠাকুর ও মধুপর্ণা ঠাকুরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির দাবি এস আই আর নিয়ে তৃনমূল অযথা মানুষকে বিভ্রান্ত করছে। এস আই আর প্রক্রিয়া সম্পন্ন হলেই বোঝা যাবে কে আসল আর কে ভুয়ো নাগরিক। বাইট :- অলকা সেন মজুমদার ( পুরপ্রধান, বাঁকুড়া) বাইট :- শিবাজি ব্যানাজ্জি শহর যুবসভাপতি বাইট :- দেবাশিস দত্ত ( বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সহ সভাপতি)
157
comment0
Report
STSrikanta Thakur
Nov 14, 2025 05:30:27
Dinajpur, Rangpur Division:নামনা জানা পোঁকার উৎপাতে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ধান বিস্তর দেনা করে লাগিয়েছিলেন ধান কিন্তু যেভাবে ফলন মার খেয়েছে তাতে দাম উঠবে না এই আতঙ্কেই আত্মঘাতী হলেন দক্ষিণ দিনাজপুরের সিংগাদহ গ্রাম বাসিন্দা বিমল বিশ্বাস। লম্বা সময় ধরে বৃষ্টি আর তার জেরেই মাঠে ধানে পোকার উৎপাত দক্ষিণ দিনাজপুরে এখন এটাই স্বাভাবিক ছবি। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের সিংহাদহ এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মৃত যুবকের নাম বিমল বিশ্বাস বয়স ৩৯ বছর। পরিবারের দাবি, শুক্রবার ভোর রাতে নিজের বাড়ির ঠাকুর ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হন যুবক।মৃতের স্ত্রী ভোরবেলা বিষয়টি নজরে আসে । এরপরেই স্ত্রীর চিৎকারে ছুটে আসে পরিবার পরিজনেরা। পরবর্তীতে খবর যায় বংশীহারী থানায়। বংশীহারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাটে। বাড়ির লোকজনের দাবি, অন্যদিকে মৃত যুবকের সাত থেকে আট বিঘা ধান নষ্ট হয়ে গিয়েছে। মূলত ধার দেনা করে এই ধান লাগিয়েছিলেন। ধান নষ্ট হয়ে যাওয়ার জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হবে জেনেই মৃত যুবক এ পথ বেছে নেয়।
140
comment0
Report
PDPradyut Das
Nov 14, 2025 05:02:08
Jalpaiguri, West Bengal:গুলিবিদ্ধ অবস্থায় জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি নবিউল ইসলাম (৩০) নামে এক যুবক। ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, যুবকের বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহে। ওই যুবক বুধবার প্রথমে চিকিৎসককে দেখান। সেসময় তিনি জানান, গাছ থেকে পড়েও গিয়েছেন। চিকিৎসক হাসপাতালে ভর্তির জন্য বলেন। কিন্তু ভর্তি না হয়ে ওই যুবক চলে যান। ফের বৃহস্পতিবার আসেন। ওই চিকিৎসকের অধীনে জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি হন। চিকিৎসকের দাবি, সেসময় চেপে ধরতে ওই যুবক জানান তাঁর শরীরে গুলি বিঁধে রয়েছে। গোরু পাচার করতে গিয়ে ১০ নভেম্বর সীমান্তে গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসক বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। গুলি বের করা যায়নি।-plastik sarjari করতে হবে। জলপাইগুড়িতে সম্ভব নয়। उत्तरবঙ্গ মেডিকেলে রেফার করতে হবে। ওই যুবকের বাঁহাতে গুলি বিঁধে রয়েছে।
141
comment0
Report
Advertisement
Back to top