Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

माल विधानसभा के कामकाज पर जोरदार शिकायतें, स्वास्थ्य-शिक्षा और पानी-रोडों की समस्या जारी

ABArup Basak
Nov 14, 2025 10:03:25
Mal Bazar, West Bengal
माल विधानसभा के काम-kरम पर बड़े हिस्से से लोगों की शिकायत है। कुछ लोग कह रहे हैं कि हालत ठीक है। आम लोगों की शिकायतें स्वास्थ्य व्यवस्था, शिक्षा ठीक नहीं है। पर्याप्त सड़क-घरों में रोशनी की व्यवस्था नहीं है, सभी जगह पानी की व्यवस्था नहीं। आगे मंत्री Buluchik Bodrak (बुलुचिक बोरैक) आदिवासी विकास विभाग के मंत्री द्वारा और अधिक काम कर सकते थे। चाबागान के कुछ लोग कह रहे हैं बागान के सड़क-घाटक हुए, लाइट आई है, Health केंद्र भी नया बना है। बाइट ১) ऑरिज़ी चট্টर्जि अभृतिकार। ২) सौरभ सेनगुप्त। व्यवसायी। ৩) ओम नारायण खेस, चाबাগान के निवासी। ৪) फिरोज खान सामान्य व्यक्ति। ५) शिक्षक দীপাঞ্জন घोष।
159
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Nov 14, 2025 11:35:01
Basirhat, West Bengal:বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র বসিরহাট পৌরসভা, টাকি পৌরসভা এই দুটি পৌরসভা ও সাতটি পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা। বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী এলাকার উন্নয়ন অনুন্নয়ন, নিয়ে বিভিন্ন পেশায় মানুষের মতামত。 1) বাইট -B - মলয় দাস ( গৃহ শিক্ষক বয়স ৬৫ ) 2) বাইট - B1 সাহির বারি ( আইনজীবি বসিরহাট আদালত বয়স ৪৯ ) 3) B2 - তপন সারধি ( হোমিওপ্যাথি চিকিৎসক বয়স ৬৮ ) 4) B3 - শ্যামা প্রসাদ হালদার ( প্রাক্তন হাইস্কুলের শিক্ষক বয়স ৬৯ ) 5 ) B4 - সুমন দে ( বসিরহাট নতুন বাজারের সবজী ব্যবসায় বয়স ৩৫ ) 6) B5- সঞ্জয় মিত্র ( ছোট ব্যবসায়ী জেরক্সের দোকান বয়স ৭০) 7) B6- বিশাখা মণ্ডল ( গ্রম্য যাত্রী শিল্পী গৃহবধু বয়স ৩৭ ) 8) B7- আলমগীর মৃদ্ধে ( ইট ভাটার শ্রমিক বয়স ৩৬) 9) B8 পল্লব সানা ( স্টেশনারী দোকানদার বয়স ৪৫ ) 10) B9 -রাধাপদ হালদার ( চাষী বয়স - ৭৮ ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
PDPradyut Das
Nov 14, 2025 11:34:37
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি অঞ্চলের ১৮/৫১ বুথ কামারভিটার বাসিন্দা ভুবনচন্দ্র রায় (৫৯) তাঁর মেয়ের ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এস আই আর আতঙ্কে আত্মহত্যা নিয়ে জলপাইগুড়িতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এক হাত নেন। মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী! রাজগঞ্জে চাঞ্চল্য, তদন্তের দাবি বিজেপির。 মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় কয়েকদিন ধরে প্রবল দুশ্চিনতায় ছিলেন ভুবন চন্দ্র রায় নামে এক ব্যক্তি। শেষপর্যন্ত সেই আতঙ্কই যেন মর্মান্তিক পরিণতি ডেকে আনল। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশের গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায়। এসআইআর আতঙ্কে গোটা অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অঞ্চল সভাপতি তুষার কান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ-সহ তৃণমূল নেতৃত্বরা। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ভুবনচন্দ্র রায়ের (৬০) মেয়ে শিবানী রায় (৩১) কয়েক বছর আগে অন্য ব্লকে বিবাহিত হলেও বাবার বাড়িতেই এসে ভোট দিতেন। পরিবারের অন্যান্য সদস্যদের নামে এনুমারেশন ফর্ম এলেও মেয়ের নামে ফর্ম আসেনি। এই বিষয় নিয়েই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ভুবনবাবু। পরিবারের দাবি—মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী হন ভুবনবাবু। একই বক্তব্য রাখেন বিধায়ক খগেশ্বর রায়ও। বিধায়ক বলেন— শুধু এই ঘটনাই নয়, জলপাইগুড়ি ও রাজ্যের নানা জায়গায় এসআইআর আতঙ্কে বহু মানুষ আত্মঘাতী হচ্ছেন। পরিবারকে আশ্বস্ত করেছি—মেয়ের নাম ভোটার তালিকায় উঠবেই。 তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। এ বিষয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপির রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মন্ডল। পাশাপাশি তিনি তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন— “তৃণমূল যেভাবে টাকা খরচ করে মানুষকে ভুল তথ্য দিয়ে এডভাইস করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে, তারই ফল আজকের এই মর্মান্তিক ঘটনা।” ঘটনাটি ঘিরে আমবাড়ি জুড়ে শোক, প্রশ্ন ও রাজনৈতিক তরজা—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও এ বিষয়ে প্রশাসনের তরফে কোনও মন্তব্য মেলেনি। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BBBimal Basu
Nov 14, 2025 11:34:06
Basirhat, West Bengal:বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র বসিরহাট পৌরসভা, টাকি পৌরসভা এই দুটি পৌরসভা ও সাতটি পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা। বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী এলাকার উন্নয়ন অনুন্নয়ন, নিয়ে বিভিন্ন পেশায় মানুষের মতামত। 1) বাইট -B - মলয় দাস ( গৃহ শিক্ষক বয়স ৬৫ ) 2) বাইট - B1 সাহির বারি ( আইনজীবি বসিরহাট আদালত বয়স ৪৯ ) 3) B2 - তপন সারধি ( হোমিওপ্যাথি চিকিৎসক বয়স ৬৮ ) 4) B3 - শ্যামা প্রসাদ হালদার ( প্রাক্তন হাইস্কুলের শিক্ষক বয়স ৬৯ ) 5 ) B4 - সুমন দে ( বসিরহাট নতুন বাজারের সবজী ব্যবসায় বয়স ৩৫ ) 6) B5- সঞ্জয় মিত্র ( ছোট ব্যবসায়ী জেরক্সের দোকান বয়স ৭০) 7) B6- বিশাখা মণ্ডল ( গ্রম্য যাত্রী শিল্পী গৃহবধু বয়স ৩৭ ) 8) B7- আলমগীর মৃদ্ধে ( ইট ভাটার শ্রমিক বয়স ৩৬) 9) B8 পল্লব সানা ( স্টেশনারী দোকানদার বয়স ৪৫ ) 10) B9 -রাধাপদ হালদার ( চাষী বয়স - ৭৮ ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
BBBimal Basu
Nov 14, 2025 11:33:46
Basirhat, West Bengal:বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র বসিরহাট পৌরসভা, টাকি পৌরসভা এই দুটি পৌরসভা ও সাতটি পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা। বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী এলাকার উন্নয়ন অনুন্নয়ন, নিয়ে বিভিন্ন পেশায় মানুষের মতামত। 1) বাইট -B - মলয় দাস ( গৃহ শিক্ষক বয়স ৬৫ ) 2) বাইট - B1 সাহির বারি ( আইনজীবি বসিরহাট আদালত বয়স ৪৯ ) 3) B2 - তপন সারধি ( হোমিওপ্যাথি চিকিৎসক বয়স ৬৮ ) 4) B3 - শ্যামা প্রসাদ হালদার ( প্রাক্তন হাইস্কুলের শিক্ষক বয়স ৬৯ ) 5 ) B4 - সুমন দে ( বসিরহাট নতুন বাজারের সবজী ব্যবসায় বয়স ৩৫ ) 6) B5- সঞ্জয় মিত্র ( ছোট ব্যবসায়ী জেরক্সের দোকান বয়স ৭০) 7) B6- বিশাখা মণ্ডল ( গ্রম্য যাত্রী শিল্পী গৃহবধু বয়স ৩৭ ) 8) B7- আলমগীর মৃদ্ধে ( ইট ভাটার শ্রমিক বয়স ৩৬) 9) B8 পল্লব সানা ( স্টেশনারী দোকানদার বয়স ৪৫ ) 10) B9 -রাধাপদ হালদার ( চাষী বয়স - ৭৮ ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 14, 2025 11:23:38
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানা এলাকার বুনিয়াদপুর পৌরসভা এলাকাতে সাব ডিভিশনাল পুলিশ অফিসারের অফিসের ঠিক উল্টো দিকের হোটেলে সেক্স রেকেট চলছিল রমরমিয়ে। শুক্রবার দুপুরে এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ বাহিনী তিনটি লজে আচমকা অভিযান চালায়। নারায়নি লজ, লক্ষ্মী লজ, এবং উৎসব লজ নামের ৩ টি লজে অভিযান চালানো হয়। মহিলা পুলিশ বাহিনী নিয়ে গিয়ে এই অভিযান নেতৃত্ব দিয়েছেন দীপাঞ্জন ভট্টাচার্য এবং একটি লজ থেকে সাত জন মহিলা ও দুজন পুরুষ কাস্টমারকে গ্রেফতার করেছে যারা এই অবৈধ সেক্সের সঙ্গে যুক্ত। এছাড়াও হোটেলের তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
42
comment0
Report
BBBimal Basu
Nov 14, 2025 11:22:50
Basirhat, West Bengal:বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র বসিরহাট পৌরসভা, টাকি পৌরসভা এই দুটি পৌরসভা ও সাতটি পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা। বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী এলাকার উন্নয়ন অনুন্নয়ন, নিয়ে বিভিন্ন পেশায় মানুষের মতামত। 1) বাইট -B - মলয় দাস ( গৃহ শিক্ষক বয়স ৬৫ ) 2) বাইট - B1 সাহির বারি ( আইনজীবি বসিরহাট আদালত বয়স ৪৯ ) 3) B2 - তপন সারধি ( হোমিওপ্যাথি চিকিৎসক বয়স ৬৮ ) 4) B3 - শ্যামা প্রসাদ হালদার ( প্রাক্তন হাইস্কুলের শিক্ষক বয়স ৬৯ ) 5 ) B4 - সুমন দে ( বসিরহাট নতুন বাজারের সবজী ব্যবসায় বয়স ৩৫ ) 6) B5- সঞ্জয় মিত্র ( ছোট ব্যবসায়ী জেরক্সের দোকান বয়স ৭০) 7) B6- বিশাখা মণ্ডল ( গ্রম্য যাত্রী শিল্পী গৃহবধু বয়স ৩৭ ) 8) B7- আলমগীর মৃদ্ধে ( ইট ভাটার শ্রমিক বয়স ৩৬) 9) B8 পল্লব সানা ( স্টেশনারী দোকানদার বয়স ৪৫ ) 10) B9 -রাধাপদ হালদার ( চাষী বয়স - ৭৮ ) বিমল বসু বসিরহাট
20
comment0
Report
NRNarayan Roy
Nov 14, 2025 11:22:32
Siliguri, West Bengal:শিশu দিবসে প্রায় ২০ জন বিশেষভাবে সক্ষম শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত চার্টার্ড টয়ট্রেনে বিনামূল্যে স্পেশাল জয় রাইডের আয়োজন করলো ডিএইচআর কর্তৃপক্ষ। এই এক অন্যরকম শিশু দিবস। সমাজে পিছিয়ে পড়া, অটিজম ও বিশেষভাবে সক্ষম শিশুদের শিশু দিবস পালন করা হয়েছে। উদ্যোগে দার্জিলং হিমালয়ান রেল কর্তৃপক্ষ, শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন, এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজমের সহযোগিতায় ওই বিশেষ শিশু দিবসের আয়োজন করা হয়েছিল। আর তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ডিএইচআর কর্তৃপক্ষ। টয়ট্রেন করে সমাজে যারা ব্রাত্য, সেইসব শিশুদের নিয়েই শুক্রবার জাঁকজমকের সঙ্গে শিশু দিবস পালন করা হল। ডিএইচআরের ডিরেক্টর রিশভ চৌধুরীর উদ্যোগে এদিন বিশেষভাবে সক্ষম ও অটিজম শিশুদের নিয়ে এদিন শিশু দিবস পালন করা হয়। এই দিনটিতে ওই শিশুদের জীবনে স্মরণীয় করে রাখার প্রচেষ্টা করে ডিএইচআর কর্তৃপক্ষ। এদিন ওই শিশুদের জন্য শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত চার্টার্ড টয়ট্রেনে বিনামূল্যে স্পেশাল জয় রাইডের আয়োজন করা হয়েছিল। প্রায় ২০ জন বিশেষভাবে সক্ষম শিশু ও তাদের অভিভাবকদের এদিন ওই জয় রাইডের মজা উপভোগ করতে দেখা যায়। রাইডে ওঠার আগে শিশুদের মিষ্টিমুখ করার পাশাপাশি টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। যাওয়ার সময় পাহাড়ের ঘন জঙ্গল ও কুন্ডলিপাকানো টয়ট্রেনের ধোঁয়ার মজা উপভোগ করা। মাঝে সুকনা রেল স্টেশনে শিশুদের জন্য দুপুরের খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল ডিএইচআরের তরফে। এর বিষয়ে ইউনিক ফাউন্ডেশনের সম্পাদক শক্তি পাল বলেছিলেন, সমাজে এই শিশুরা অনেক সময় খুশি থেকে বাদ পড়ে যায়। আজ সব শিশুরা প্রথমবারের জন্য টয়ট্রেনের মজা উপভোগ করবে। ধন্যবাদ জানাই ডিএইচআর কর্তৃপক্ষকে। রানীডাঙার বাসিন্দা কুর্না পাল, “ডিএইচআর ও ইউনিক ফাউন্ডেশনকে এই উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ জানাই। আমার মেয়ে বিশেষভাবে সক্ষম। সব সময় সব জায়গায় নিয়ে যেতে পারি না। আমার মেয়ে প্রথমবার টয়ট্রেনে চরবে। খুব ভালো লাগছে।” শিলিগুড়ি জংশনের স্টেশন ম্যানেজার অশোক চক্রবর্তী বলেন, “ডিএইচআর শিশু দিবসে বিশেষভাবে সক্ষম ও অটিজম শিশুদের জন্য এই বিনামূল্যে স্পেশাল জয় রাইডের উদ্যোগ নিয়েছে। ট্রেনে ও প্রত্যেক স্টেশনে শিশুদের দেখাশোনার জন্য রেল কর্মী নিয়োগ করা হয়েছে। আমরা চাই এই শিশুদের জীবনেও যেন আর পাঁচটা শিশুদের মতো খুশি ভরে উঠুক।”
38
comment0
Report
BSBidhan Sarkar
Nov 14, 2025 11:22:14
Chinsurah, West Bengal:মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে জন্মদিনে নার্সিংহোমে ভর্তি তৃনমূল বিধায়ক।সুস্থ হয়ে অনুগামীদের মাঝে ফিরব বললেন বিধায়ক। অসুস্থ হয়ে চুঁচুড়ার বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন চুঁচুরার বিধায়ক অসিত মজুমদার। আজ তাঁর জন্মদিনে মুখ্যমন্ত্রীর পাঠানো বিশেষ শুভেচ্ছাবার্তা তাঁর হাতে পৌঁছায়। শুভেচ্ছা পেয়ে তিনি সকল অনুরাগী ও চুঁচুরাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার আশ্বাস দেন। সূত্রের খবর, দু’দিন আগে হঠাৎ শারীরিক অবনতি হয় অসিতের। তাঁকে তড়িঘড়ি করে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। আজ সকাল থেকেই জন্মদিনে শুভেচ্ছা জানাতে কয়েকজন অনুরাগী নার্সিংহোমে এসে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। বিধায়ক জানান,আগে শরীর তারপর সবকিছু।শরীর সুস্থ হলে কর্মিদের মাঝে ফিরব। চুঁচুড়ার বিধায়ক এর আগে পায়ের অসুখে দীর্ঘদিন চিকিৎসা করান দক্ষিন ভারতের হাসপাতালে।বর্তমানে ইনসুলিন চলে তার。
60
comment0
Report
BSBidhan Sarkar
Nov 14, 2025 11:21:50
Chinsurah, West Bengal:হুগলি স্টেশন সংলগ্ন দক্ষিণপাড়া এলাকায় রেলের উচ্ছেদ নোটিশের শেষ সময়সীমা ছিল আজ। সেই প্রেক্ষিতে এলাকা পরিদর্শনে আসেন বিজেপির একটি প্রতিনিধি দল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে উচ্ছেদকে ঘিরে তাদের বিভিন্ন সমস্যা ও আশঙ্কার কথা শোনেন প্রতিনিধিরা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপাঞ্জন গুহসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পরিদর্শন শেষে দীপাঞ্জন গুহ জানান, রেল কর্তৃপক্ষের দেওয়া উচ্ছেদ নোটিশ নিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলার পর তিনি বুঝতে পারেন যে মানুষজন কিছুটা অতিরিক্ত সময় চাইছেন। তিনি বলেন, “এখানকার মানুষরা রেলের উন্নয়নের স্বার্থে জায়গা ছাড়ার ব্যাপারে ইতিবাচক। কিন্তু তারা যুক্তিসঙ্গতভাবে কিছু দিনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। তাদের দাবি যথার্থ।” তিনি আরও জানান, বাসিন্দাদের দাবি ও পরিস্থিতির কথা তিনি ইতোমধ্যেই বিজেপির রাজ্য সম্পাদক শমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় রেলমন্ত্রককে জানিয়েছেন। কিছুদিন সময় বাড়ানোর আবেদনও পাঠানো হয়েছে। দীপাঞ্জন গুহ বলেন, “বিজেপি সবসময় মানুষের পাশে আছে। যেন কেন্দ্রীয় রেলমন্ত্রক এই দাবিগুলি বিবেচনা করেন, সে ব্যাপারেও আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব।” বিভিন্ন এলাকায় রেলের উচ্ছেদ সংক্রান্ত পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি এখানকার স্থানীয় বাসিন্দা। তাই এখানে উপস্থিত হয়ে মানুষের সমস্যার কথা সরাসরি শুনে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি।।।।
83
comment0
Report
Advertisement
Back to top