Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

विधानसभा क्षेत्र की प्रमुख समस्याओं पर जनता की आवाज़, क्या बदलेगा हाल?

PDPradyut Das
Nov 14, 2025 08:17:18
Jalpaiguri, West Bengal
গুরুত্বপূর্ণ: বিধানসভা ভিত্তিক করতে হবে। কাল দুপুর ২ টার মধ্যে সকলকে পাঠাতে হবে। ৮ থেকে ১০ জনের ভক্সপপ ( সংশ্লিষ্ট ব্যাক্তির নাম, বয়স, আর্থ সামাজিক অবস্থান লিখে পাঠাতে হবে ) প্রশ্ন ১: আপনার বিধানসভা এলাকায় এখন প্রয়োজন ঠিক কিসের? ২: বিধানসভা এলাকায় মূল সমস্যা কি? ৩: আপনার বিধানসভা এলাকায় মূল ইস্যু কি? ৪: আপনি বিধায়কের কাজে খুশি? ৫: area's শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ বেসিক পরিষেবা নিয়ে খুশি? রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
152
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChittaranjan Das
Nov 14, 2025 10:02:44
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 14, 2025 10:01:58
Dihierench, West Bengal:নন্দীগ্রাম চায় উন্নয়নের ধারাবাহিকতা, অধিকাংশের আস্থা শুভেন্দু অধিকারীর প্রতি পূর্ব মেদিনীপুরের ২১০-নম্বর নন্দীগ্রাম বিধানসভা, যার বর্তমান বিধায়ক বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী। এলাকায় রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিকাঠাঠো, পানীয় জলের অভাব, জলনিকাশি ও রেলপথ—এই সবই এখন নন্দীগ্রামের প্রধান ইস্যু। মানুষের মতামত বলছে, এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এই বিষয়গুলিতেই জরুরি পদক্ষেপ প্রয়োজন। জনমতের ভিত্তিতে দেখা যাচ্ছে, প্রায় ৪৫ শতাংশ মানুষ বিধায়কের কাজে সন্তুষ্ট। তাদের মতে, বিরোধীদলে থেকেও শুভেন্দু অধিকারী যথাসাধ্য চেষ্টা করছেন। অন্যদিকে ২৫ শতাংশ মানুষ মনে করছেন, বিরোধীদলে থাকার কারণে কাজ আটকে যাচ্ছে। বিধায়ক চেষ্টা করলেও প্রশাসনিক বাধায় উন্নয়নের গতি থমকে আছে। প্রায় ৩০ শতাংশ মানুষ মনে করছেন রাজনীতি বজায় রাখতে স্বৈরাচারী কাজ করে চলেছেন।তাই তাদের মতে, বদলের প্রয়োজন রয়েছে। নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁরা বক্তব্যে যা জানিয়েছেন— ১) রঞ্জন বেরা, শিক্ষক, রেয়াপাড়া (১:১৪) ২) নিতাই কুমার ভূঁইয়া, শিক্ষক, বিরুলিয়া (১:১৮) ৩)-৪) গোপাল বেরা, টোটোচালক এবং খোকন মান্না, ডাব ব্যবসায়ী, সামসাবাদ (৩:০২) ৫) সুরজিৎ গিরি, বাসচালক, নন্দীগ্রাম বাজার (২:১৯) ৬) দেবব্রত হাজরা, চাষীবাসী (১:২৩) ৭) শিবানী শীট, গৃহবধূ, নন্দীগ্রাম বাজার (১:২৩) ৮) লক্ষণ বাগ, হোটেল ব্যবসায়ী, নন্দীগ্রাম বাজার (৪৬ সেকেন্ড) ৯) জয়দেব মন্ডল, তেখালি (৫১ সেকেন্ড) সব মিলিয়ে, নন্দীগ্রামবাসীর বড় অংশ চান—উন্নয়নের স্বার্থে শুভেন্দু অধিকারীই থাকুন বিধায়কের দায়িত্বে।
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 14, 2025 10:01:36
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জে SIR ফর্ম নিয়ে তোলপাড়! স্কুলে বসে BLO–র ফর্ম বিলি—বদলাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ? বাড়ি বাড়ি না গিয়ে বুথে বসেই এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও - এমনই অভিযোগ তাও আবার শাসক নেতার মুখে! রাজ্যজুড়ে যখন কমিশন নিযুক্ত বিএলওদের উপর বিজেপির প্রভাব নিয়ে তোলপাড়া রাজনীতি, ঠিক তখনই রায়গঞ্জে যেনো উলোটপুরাণ। রায়গঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ৮৭ নং বুথের বিএলও শিবশঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগে সরব রায়গঞ্জ পুরসভার প্রাক্তন প্রশাসক মন্ডলীর সদস্য তথা ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর সাধন কুমার বর্মন। তার দাবী, বারংবার ওই বিএলওকে ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম বিলি করার অনুরোধ করলেও তিনি শুনছেন না। বরং ভোটারদের তুলসীতলা প্রাথমিক বিদ্যালয়ে তার বুথে ডেকে নিয়ে ফর্ম দিচ্ছেন। অথচ ওই ওয়ার্ডের বাকি ৩ বিএলওরা নিয়ম মাফিকই কাজ করছেন। আসলে তিনি কংগ্রেস দলের সঙ্গে জড়িত জন্যেই এমনটা করছেন বলে তৃণমুলের সাধন বর্মনের অভিযোগ। এদিকে ওই বুথে গিয়ে দেখা গেলো ৮৭ নং বুথের বিএলও শিব শঙ্কর ঘোষ তার নিজের বুথেই ফর্ম নিয়ে বসে আছেন। সঙ্গে রয়েছেন বিএলএ-টুরাও। শুধু তাইই নয়, স্থানীয় ভোটাররাও ওই বুথে এসেই ফর্ম নিয়ে যাচ্ছেন বিএলও-র থেকে। যদিও ক্যামেরা দেখেই দরজা জানালা বন্ধ করে হাতে ফর্ম-তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন বিএলও, অবশ্য তার সঙ্গী হলেন শাসক বিরোধী সব রাজনৈতিক দলের বিএলএ-টুরাও। স্থানীয় বাসিন্দা অশোক মাহাতো জানান, “শুনলাম স্কুলে BLO আছেন। পাড়ার বহু মানুষ এখান থেকেই ফর্ম নিয়ে গেছে, তাই আমিও এলাম।” যদিও অভিযুক্ত BLO শিবশঙ্কর ঘোষ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, “দু’একজন বাড়িতে না থাকার কারণে স্কুলে এসে ফর্ম নিয়েছেন। আমি নিয়ম মেনেই বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছি।” অন্যদিকে, কংগ্রেস নেতা সৌভিক রায়ের দাবি, BLO–কে শাসক দলের প্রভাবিত করা সম্ভব না হওয়াতেই এই অভিযোগ তোলা হচ্ছে। তার কথায়, “সাধারণ মানুষের কোনও অভিযোগ নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।” বিজেপির পদাধিকারী সাধন ঘোষও তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন। তার বক্তব্য, “শুধু এই বুথ নয়, বহু বুথেই তৃণমূল প্রভাব খাটিয়ে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরির চেষ্টা করছে। আমাদের BLA2–রা প্রতিটি বুথে নজর রাখছে। যে কোনো মূল্যে সঠিক ভোটার তালিকা তৈরি করে দেখাব আমরা।” সব মিলিয়ে জোরালো প্রশ্ন—কংগ্রেসের ‘আতুরঘর’ রায়গঞ্জে কি সত্যিই পাল্টে যাচ্ছে রাজনৈতিক হাওয়া? হারানো জমি কি ফের তুলে আনছে কংগ্রেস? নাকি এখনও তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপিই? প্রশ্ন খুব বেশি… উত্তর দেবে আগামী দিনই। বাইটঃ ১) সাধন কুমার বর্মন (তৃনমুল নেতা) ২) অশোক মাহাতো (নাগরিক) ৩) শিব শঙ্কর ঘোষ (BLO) ৪) সৌভিক রায় (কংগ্রেস নেতা) ৫) সাধন ঘোষ (বিজেপি নেতা)
0
comment0
Report
ALArup Laha
Nov 14, 2025 10:01:13
Belna, West Bengal: গুরুত্বপূর্ণ: বিধানসভা ভিত্তিক করতে হবে। কাল দুপুর ২ টার মধ্যে সকলকে পাঠাতে হবে। ৮ থেকে ১০ জনের ভক্সপপ ( সংশ্লিষ্ট ব্যাক্তির নাম, বয়স, আর্থ সামাজিক অবস্থান লিখে পাঠাতে হবে ) প্রশ্ন ১: আপনার বিধানসভা এলাকার মধ্যে এখন প্রয়োজন ঠিক কিসের? ২: বিধানসভা এলাকায় মূল সমস্যা কি? ৩: আপনার বিধানসভা এলাকায় মূল ইস্যু কি? ৪: আপনি বিধায়কের কাজে খুশি? ৫: এলাকার শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ বেসিক পরিষেবা নিয়ে খুশি? বাইট ১।তমাল কৃষ্ণ দত্ত (৭০)মধ্যবিত্ত, বাইট ২।গুরুপদ যশ(৬৯)মধ্যবিত্ত, বাইট ৩।তারক নাথ ব্যানার্জী(৩০)মধ্যবিত্ত, বাইট ৪।দীপক ঘোষাল (৫৬) মধ্যবিত্ত, বাইট ৫।রজনীকান্ত গুপ্ত(৪৪)মধ্যবিত্ত, বাইট ৬।সৌম্যজিৎ কুণ্ডু(২৮)মধ্যবিত্ত, বাইট ৭।সুব্রত পাল(৫২)মধ্যবিত্ত, বাইট ৮।নবকুমার দাস(৪৫)মধ্যবিত্ত। 141125ZG_BWN_VOX
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 14, 2025 09:36:22
Arambag, West Bengal:আরামবাগঃ১৪ নভেম্বর -------------------------------------------- আরামবাগ বিধানসভা।ভক্সপপ। ১) বিকাশ চন্দ্র রায়, পেশায় শিক্ষক।আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক। বয়স উনষাট। আর্থিক দিক দিকে ভালোই স্বচ্ছ্বল。 ২)সন্দীপ দাস--একজন খুদ্র ব্যবসায়ী।বয়স ৪২।আর্থিক দিক দিয়ে নিম্ন মধ্যবিত্ত।চলে যায় যা আয় হয়。 ৩)সৌরভ অধিকারি---বয়স সাতচল্লিশ। পেশায় ব্যবসায়ী。 মধ্যবিত্ত পরিবার।আর্থিক দিক থেকে স্বচ্ছল。 ৪)শ্যামাপদ হালদার,বয়স পঞ্চাশ।ডেকরেটিং এর ব্যবসা করেন।ব্যবসা ভালো চলে।আर्थिक ভাবে স্বচ্ছল。 ৫) নিতাই ব্যানার্জি, বয়স ৬১। চাষ বাস করেন।জমি আছে ভালোই।পাশাপাশি একটি নার্সারি স্কুলে চাকরি করেন।আর্থিক অবস্থা ভালো। ৬)তমোঘ্ন দাঁ,বয়স ৩৫। ফুলের ব্যবসা করেন।নিম্ন মধ্যবিত্ত পরিবার。চলে যায় যা আয় হয়。 ৭)আদিত্য কুমার খাঁ,বয়স তেষট্টি।অবসর প্রাপ্ত শিক্ষক।আর্থিক ভাবে স্বচ্ছল。 ৮)বিশ্বজ্যোতি মন্ডল,বয়স তেত্রিশ। একজন প্রান্তিক চাষী।চাষ থেকে যা হয় খোড়াকি সহ চলে যায় অন্যান্য খরচ。
36
comment0
Report
ALArup Laha
Nov 14, 2025 09:35:52
Belna, West Bengal:গুরুত্বপূর্ণ: বিধানসভা ভিত্তিক করতে হবে। কাল দুপুর ২ টার মধ্যে সকলকে পাঠাতে হবে। ৮ থেকে ১০ জনের ভক্সপপ ( সংশ্লিষ্ট ব্যাক্তির নাম, বয়স, আর্থ সামাজিক অবস্থান লিখে পাঠাতে হবে ) প্রশ্ন ১: আপনার বিধানসভা এলাকায় এখন প্রয়োজন ঠিক কিসের? ২: বিধানসভা এলাকায় মূল সমস্যা কি? ৩: আপনার বিধানসভা এলাকায় মূল ইস্যু কি? ৪: আপনি বিধায়কের কাজে খুশি? ৫: এলাকায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ বেসিক পরিষেবা নিয়ে খুশি? বাইট ১।তমাল কৃষ্ণ দত্ত (৭০)মধ্যবিত্ত, বাইট ২।গুরুপদ যশ(৬৯)মধ্যবিত্ত, বাইট ৩।তারক নাথ ব্যানার্জী(৩০)মধ্যবিত্ত, বাইট ৪।দীপক ঘোষাল (৫৬) মধ্যবিত্ত, বাইট ৫।রজনীকান্ত গুপ্ত(৪৪)মধ্যবিত্ত, বাইট ৬।সৌম্যজিৎ কুণ্ডু(২৮)মধ্যবিত্ত, বাইট ৭।সুব্রত পাল(৫২)মধ্যবিত্ত, বাইট ৮।নবকুমার দাস(৪৫)মধ্যবিত্ত।
42
comment0
Report
BSBidhan Sarkar
Nov 14, 2025 09:35:31
25
comment0
Report
PDPradyut Das
Nov 14, 2025 09:34:52
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি অঞ্চলের ১৮/৫১ বুথ কামারভিটার বাসিন্দা ভুবনচন্দ্র রায় (৫৯) তাঁর মেয়ের ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এস আই আর আতঙ্কে আত্মহত্যা নিয়ে জলপাইগুড়িতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এক হাত নেন। ম daughter's নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী! রাজগঞ্জে চাঞ্চল্য, তদন্তের দাবি বিজেপির। ম daughter's নামে এনুমারেশন ফর্ম না আসায় কয়েকদিন ধরে প্রবল দুশ্চিন্তায় ছিলেন ভুবন চন্দ্র রায় নামে এক ব্যক্তি। শেষপর্যন্ত সেই আতঙ্কই যেন মর্মান্তিক পরিণতি ডেকে আনল। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশের গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার শোক জেলায় ছড়িয়েছে। এসআইআর আতঙ্কে গোটা অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, অঞ্চল সভাপতি তুষার কান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ-সহ তৃণমূল নেতৃত্বরা। পরিবারসূত্রে জানা গেছে, মৃত ভুবন চন্দ্র রায়ের (৬০) মেয়ে শিবানী রায় (৩১) কয়েক বছর আগে অন্য ব্লকে বিবাহিত হলেও বাবার বাড়িতেই এসে ভোট দিতেন। পরিবারের অন্যান্য সদস্যদের নামে এনুমারেশন ফর্ম এলেও মেয়ের নামে ফর্ম আসেনি। এই বিষয় নিয়েই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ভুবনবাবু। পরিবারের দাবি—মেয়ের নামে এনোমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী হন ভুবনবাবু। একই বক্তব্য রাখেন বিধায়ক খগেশ্বর রায়ও। বিধায়ক বলেন— "শুধু এই ঘটনাই নয়, জলপাইগুড়ি ও রাজ্যের নানা জায়গায় এসআইআর আতঙ্কে বহু মানুষ আত্মঘাতী হচ্ছেন। পরিবারকে আশ্বস্ত করেছি—মেয়ের নাম ভোটার তালিকায় উঠবেই।" তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। ক্ষেত্রে তদন্তের দাবি তুলেছেন বিজেপির রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মন্ডল। পাশাপাশি তিনি তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন— “তৃণমূল যেভাবে টাকা খরচ করে মানুষকে ভুল তথ্য দিয়ে এডভাইস করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে, তারই ফল আজকের এই মর্মান্তিক ঘটনা。” ঘটনাটি ঘিরে আমবাড়ি জুড়ে শোক, প্রশ্ন ও রাজনৈতিক তরজা—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও এ বিষয়ে প্রশাসনের তরফে কোনও মন্তব্য মেলেনি। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
65
comment0
Report
NRNarayan Roy
Nov 14, 2025 09:34:31
Siliguri, West Bengal:এই জয় পশ্চিমবঙ্গে আমরা যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে চলেছি তাদের কাছে অবশ্যই একটা অক্সিজেন বলে মনেকরেন শংকর ঘোষ。 বিহারের এই জয় অপশাসন থেকে সুশাসনের পথে চলার জয়। এই জয় আমরা যারা এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি তাদের কাছে অবশ্যই একটা অক্সিজেন। বিহারে এই জয়ের প্রভাব বাংলায় অবশ্যই পড়বে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত তাদের দায়িত্ব আরো كثيرটাই বেড়ে গেল। তৃণমূলের অপশাসনে পশ্চিমবঙ্গের যে অন্ধকার গ্রাস করেছে সেটাকে আলোর পথে নিয়ে আসতে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল বলে জানালেন বিধায়ক সংকর ঘোষ। পাশাপাশি তিনি আরো বলেন, বিহারের মানুষদের বিরোধীরা যেভাবে এসআইআর নিয়ে উত্তেজনা সৃষ্টি করেছিল তার জবাব মানুষ দিয়েছে।ঠিক একই ভাবে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে তৃণমূল মানুষদের যেভাবে উত্তেজনার সৃষ্টি করেছে,তাদের রিটার্ন গিফট পশ্চিমবঙ্গের মানুষ ২০২৬ সালের ভোটে দেবে কিনা তার জন্যে অপেক্ষা করতে হবে。 উল্লেখ্য এবারের বিহার ইলেকশনের প্রচারে বিধায়ক/shংকর ঘোষ দুবার গিয়েছিলেন।
73
comment0
Report
STSrikanta Thakur
Nov 14, 2025 09:16:01
Dinajpur, Rangpur Division:চিকিৎসার গাফিলতির ফলেই যুবকের মৃত্যু হয়েছে। এমনই অভিযোগে তুলে পরিবারের সদস্যরা ব্যাপক বিক্ষোভ দেখালো হাসপাতাল চত্বরে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিবার সূত্রে জানা যায় মৃত যুবকের নাম রাহুল সিং(২১), বাড়ি বালুরঘাট শহরের ১০ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকায়। ​পরিবারের সদস্যরা বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় রাহুলকে হাসপাতালে ভর্তি করান। রাত দশটা পর্যন্ত খাওয়া দাওয়া করে হেঁটে বেড়াচ্ছিল এরপরেই হাসপাতালে থেকে একটি ইনজেকশন দেওয়া হয়। এরপরেই তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে এবং তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকালে পরিবারের লোকেরা হাসপাতালে এসে জানতে পারেন যে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের গাফিলতিতেই রাহুলের মৃত্যু হয়েছে।এমনই অভিযোগ তুলে দুপুরবেলায় ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি পরিবারের অভিযোগ রোগীকে ​ভর্তি করার সময় পরিবারের মোবাইল নম্বর দেওয়া হলেও, রাতে অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফোন করে চালানো পর্যন্ত হয়নি ।​এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এদিন মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালের সুপার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন এবং তদন্তের দাবি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
130
comment0
Report
BSBidhan Sarkar
Nov 14, 2025 09:15:50
Chinsurah, West Bengal:বিহারের নির্বাচনের ফল ঘোষনা, বিজেপির সেলিব্রেশন শেওড়াফুলিতে।লাড্ডু বিলি,গেরুয়া আবিরে মাতলো বিজেপি কার্যকর্তারা। হাতে বিহার পারলো বাংলাও পারবে লেখা পোস্টার। দু দফায় ভোট গ্রহণ হয়েছে এবার বিহারে। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২।ইভিএম খুলতেই ট্রেন্ড স্পষ্ট, আরেকবার ক্ষমতায় আসতে চলেছে NDA। পাশাপাশি বিহারে গেরুয়া ঝড়। জেডিইউ, আরজেডির মতো আঞ্চলিক রাজনৈতিক দলকে পিছনে রেখে বিহারে এখন সবথেকে এগিয়ে বিজেপি। একক দল হিসাবেও এগিয়ে রয়েছে বিজেপি। সেই আনন্দে শেওড়াফুলি জিটি রোড উদয়ন সিনেমার সামনে বিজেপির তরফ থেকে পথ চলতি মানুষকে লাড্ডুবিলি, ও আবিরে মাতলেন বিজেপির কার্যকর্তারা। সঙ্গে রয়েছে বিহার পারল বাংলাও পারবে লেখা পোস্টার。
188
comment0
Report
KMKIRAN MANNA
Nov 14, 2025 08:51:26
Dihierench, West Bengal:নন্দীগ্রামে সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত হয়ে ধারাবাহিক আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন ইস্যুতে সরাসরি কটাক্ষ করেন শাসক শিবিরকে। ইডির তলব প্রসঙ্গে সুজিত বসুর ছেলের বিরুদ্ধে পালটা মন্তব্য শুভেন্দুর—“রেস্টুরেন্ট থেকে যদি ৪৫ লক্ষ টাকা পাওয়া যায়, তাহলে ইডি ডাকবে নাকি লাভ লেটার পাঠাবে!” এদিন পৌরসভার নিয়োগ দুর্নীতিকে শিক্ষা দুর্নীতির থেকেও বড় দুর্নীতি বলে আখ্যা দেন তিনি। তাঁর অভিযোগ, “দু’জন শালিকা সাদা খাতা জমা দিয়েই পার্মানেন্ট চাকরি পেয়েছেন। শিক্ষা দুর্নীতির থেকেও বড় দুর্নীতি পৌর নিয়োগ।” এসআইআর ইস্যুর মাঝেই অভিষেক ব্যানার্জির রাজ্য সফর নিয়ে কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য—“কে হরিদাস পাল তিনি! চণ্ডিপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন দুই হাজার পুলিশ নিয়ে। আমি জিতেছিলাম দুই হাজার ভোটে, অভিজিৎ গাঙ্গুলী জিতেছিলেন আট হাজার ভোটে। যে রাস্তাগুলো দিয়ে তিনি হাঁটলেন, সব পঞ্চায়েতে বিজেপি জিতেছে।” বিহার নির্বাচনে NDA–র সাফল্য নিয়ে বাড়তি আত্মবিশ্বাসী শুভেন্দু। তাঁর দাবি, “বিহারে গেরুয়া ঝড়—এবার বাংলায় হবে জয়।” Tejashwi Yadav এবং তৃণমূল নেত্রীকে একসঙ্গে তুলনা করে শুভেন্দুর খোঁচা—“তেজস্বী নিজের কেন্দ্রে পিছিয়ে। এটাই মমতার হাল হবে। নন্দীগ্রামে হেরেছিলেন, এবার ভবানীপুরেও হারবেন।” এদিন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আরও একটি মন্তব্য করে বিরোধী দলনেতা বলেন—“মুখ্যমন্ত্রী সমবায় বোঝেন না।” বাইট ও স্টেজ বাইট শুভেন্দু অধিকারী।
125
comment0
Report
Advertisement
Back to top