Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

बाढ़ पीड़ितों ने गढ़ेयारकुठी ग्राम पंचायत कार्यालय के बाहर तालाबंदी कर मुआवजे में भेदभाव के खिलाफ प्रदर्शन किया

PDPradyut Das
Dec 09, 2025 07:16:30
Jalpaiguri, West Bengal
উত্তরের বানভাসি মানুষজনদের ক্ষোভ বাড়ছে। ধুপগুড়ি তে বিজেপির গ্রাম পঞ্চায়ে দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে প্রধানকে আটকে রেখে বিক্ষোভ বানভাসি এলাকার বাসিন্দাদের একাংশের। সরকার ত্রাণ দিচ্ছে কিন্তু বিজেপি র গ্রাম পঞ্চায়েতের প্রধান পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও ধুপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা জানান বিডিওকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। সার্ভে হলেও ক্ষতিপূরনের টাকা পায়নি বলে অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একাংশ। দীর্ঘক্ষণ অফিসের ভেতরে আটকে রাখা হয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কর্মীদের। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার বন্যা দুর্গতরা ঘর তৈরীর জন্য ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। বন্যার জল ঢুকেছিল ভান্ডানী, চরচরা বাড়িতে সহ বিভিন্ন এলাকায় । তবে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত এই এলাকাতে সার্ভে হলেও কেউ টাকা পেয়েছে আবার অনেকে টাকা পায়নি বলে অভিযোগ। পক্ষপাতিত্যের অভিযোগ তুলছেন বানভাসি এলাকার বাসিন্দাদের একাংশ। যারা গ্রাম পঞ্চায়েতের কর্মী নয় তাদের এবং স্থানীয় তৃণমূল কর্মীদের সার্ভের কাজে ব্যবহার করা হয়েছে বলো অভিযোগ। তাদের সার্ভের কাজের স্বজনপোষণ অভিযোগ উঠছে , আর সে কারণেই অনেকে টাকা পায়নি বলে অভিযোগ। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশের দাবি এবং অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে সোমবার বিকেল নাগাদ বিজেপি পরিচালিত গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখায় ভন্ডানী এবং চরচরাবাড়ির বাসিন্দারা। অফিসের ভেতরে আটকে থাকে গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় কুমার রায় সহ কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষন বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা চলে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন বন্যার জল ঢুকে, বাড়ি কৃষি জমি ,পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে Многие_lazy… যে কারণে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Dec 09, 2025 11:33:37
Howrah, West Bengal:এবার ১০৩ বছর বয়সীর ভোটারের এনুমারেশন ফর্ম জমা এবং আপলোড করল নির্বাচন কমিশন। আজ সকালে শিবপুর বিধানসভা কেন্দ্রের এক বিএলও এই প্রবীণ ভোটারকে গলায় উত্তরীয় জড়িয়ে এবং হাতে ফুল দিয়ে সম্মান জানান। উত্তরে পার্বতী দাস নামে ওই প্রবীণ ভোটার বলেন তিনি এবারও ভোট দেবেন। কারণ দেশের কল্যান চান। হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন ১০৩ বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস। ভোটার তালিকায় তাঁর জন্ম তারিখ জ্বলজ্বল করছে ১২ ই আগস্ট ১৯২৩। ২০০২ সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তাঁর নাম আছে। পার্বতী দেবীর স্বামী বহু বছর আগেই মারা যান। ছেলে, বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন। বয়সের ভারে এখন হাঁটাচলা করতে অসুবিধা হয়। চোখেও ভালো দেখতে পান না। এই পরিস্থিতিতেই গত লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেন পার্বতী দেবী। আদতে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্রের ২২৭ নম্বর পার্টের ভোটার। রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে পুরোদমে। কিছুদিন আগে নির্বাচন কমিশনের বিএলও তার বাড়িতে এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে যান। তার পরিবারের লোক সেই ফর্ম পুরণ করেন। তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএলও রুপা লাহিড়ী এবং বিএলএ টু অমর দত্ত এলাকার সবচেয়ে প্রবীণ ভোটার হিসাবে তাকে সম্বর্ধনা দেন। তার বাড়িতেই তাকে গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। হাতে গোলাপ ফুল দেওয়া হয়। এতে খুশি পার্বতী দাস। তিনি বলেন আগেও তিনি ভোট দিয়েছেন। এবারেও তিনি ভোট দিতে চান। কারণ তিনি দেশের কল্যান চান। বিএলও বলেন তিনি প্রবীণতম ভোটার। এখনো তিনি চিন্তা করতে পারছেন। দেশের কল্যান চাইছেন। এই ধরনের মানুষ যতদিন বাঁচবেন ততই দেশের মঙ্গল। বিএলএ টু অমর দত্ত বলেন এইরকম একজন প্রবীণ নাগরিককে সামনে পেয়ে מאוד ভালো লাগছে। তার এনুমারেশন ফর্ম পূরণ এবং আপলোড করা হয়ে গেছে। বাইট..১..পার্বতী দাস(বৃদ্ধা) ২..রূপা লাহিড়ী(বি এল ও) ৩..অমর দত্ত(বি এল এ ২) 0912zg_hwh_voter_r
0
comment0
Report
CDChampak Dutta
Dec 09, 2025 11:33:16
Kaji Chak, West Bengal:পশ্চিম মেদিনীপুরে নতুন এসেছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। মঙ্গলবার তিনি পরিদর্শন করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী এবং হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে হাসপাতালের ক্যাথ ল্যাব সহ বিভিন্ন ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। কথা বলেন রোগীর আত্মীয়দের সঙ্গেও। হাসপাতালের পরিকাঠামো নিয়েও খোঁজ খবর নেন তিনি। পরে জানান, সরকারি ভাবে জেলায় আসার পর নিয়মমাফিকভাবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন তিনি। মেদিনিপুর শহরের বুকে এটি একটি বড় হাসপাতাল। কোথায় কি সমস্যা জানলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে যা সাহায্য লাগবে তা আমরা করব সঙ্গে রাজ্য সরকারকেও কিছু যদি জানাতে হয় সেটাও আমরা জানাবো।
0
comment0
Report
ABArup Basak
Dec 09, 2025 11:04:17
Mal Bazar, West Bengal:*লুকসান হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে মৃত্যু বিতর্ক, উপ-স্বাস্থ্য আধিকারিকের বৈঠকে আশ্বাসেও ক্ষুব্ধ পরিবার...* নাগরাকাটার লুকসান গ্রাম পঞ্চায়েত অফিসে উপ-স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত মণ্ডলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। লুকসান হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগে রোগী শেখ আলাউদ্দিনের মৃত্যেকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা নিয়েই এদিন আলোচনা হয়。 স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, অভিযুক্ত দুই চিকিৎসক অভিজিৎ মণ্ডল ও কিষ্ণেন্দু সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেবে। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ভুক্তভোগীর পরিবার। তাদের অভিযোগ, গত রবিবার বিকেলে হাসপাতালে চিকিৎসক না থাকায় আলাউদ্দিনকে সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি এবং এর ফলেই তাঁর মৃত্যু ঘটে। পরিবারের দাবি, মৃতের ছেলে ও মেয়ে দুজনেই প্রতিবন্ধী। পরিবারর রোজগারের এক মাত্র ব্যাক্তি ছিলেন শেখ আলাউদ্দিন। তাই সরকার যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে。 ঘটনার পর গত রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত হাসপাতাল চত্বরে গ্রামবাসীদের বিক্ষোভ চলে। তাঁদের প্রধান দাবিও ছিল অভিযুক্ত দুই চিকিৎসককে অপসারণ。 এদিনের বৈঠকে ডাঃ সুদীপ্ত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রেম ছেত্রী, লুকসান আঁচলের সভাপতি সঞ্জীব সাব্বা, পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদ, মুকেশ ছেত্রী সহ স্থানীয় বিশিষ্টজনেরা। স্বাস্থ্য আধিকারিক জানান, সরকারের নির্দেশ মেনে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। লুকসান মোড়ের বাসিন্দা শেখ আলাউদ্দিনকে গত রবিবার অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ এখনও অব্যাহত。 বাইট ১) জলপাইগুড়ির উপ-স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত মণ্ডল। ২) নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। ৩) মৃতের আত্মীয়।
79
comment0
Report
BBBimal Basu
Dec 09, 2025 11:04:00
Basirhat, West Bengal:উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুর থেকে চার বাংলাদেশী সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার。 টাকার বিনিময়ে দালাল ধরে ঘন্টা খানিক আগে উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে টোটোয় করে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে টোটো চালক এক দালাল সহ একই পরিবারের চার বাংলাদেশীকে গ্রেফতার করল বি এস এফ。 আজ স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে টোটোর মাধ্যমে অবৈধভাবে হাকিমপুর চেকপোস্টে দিয়ে বাংলাদেশের দিয়ে যাওয়ার সময় বি এস এফ জওয়ানদের নজরে আসে তারা টটোটি আটক করে টোটোর মধ্যে একই পরিবারের স্বামী স্ত্রী ও তাদের দুই নাবালক সন্তান ছিল তারা জেরায় স্বীকার করে তারা বাংলাদেশী তারা ভারত থেকে বাংলাদেশে তাদের বাড়ি বরিশালে যাচ্ছিল। এরপর আটক বাংলাদেশীদের স্বরূপনগর থানার হাতে তুলে দিলে পুলিস বাংলাদেশী পরিবার সহ টাকার বিনিময়ে চোরা পথে বাংলাদেশীদের তাদের দেশে যেতে সাহায্য করায় ভারতীয় দালাল টোটো চালক শাহাজাহান মোল্লাকেও গ্রেফতার করে আজ পুলিস পাঁচ জনকে বসিরহাট আদালতে তোলে।
55
comment0
Report
MMManoj Mondal
Dec 09, 2025 10:22:08
Kolkata, West Bengal:নিউ টাউন স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন জামিন পেলেও বিডিও প্রশান্ত ঘনিষ্ঠ কোচবিহার দুই এর ব্লক সভাপতি সজল সরকারের জামিন মঞ্জুর করলেন না বারাসাত আদালত। নভেম্বর মাসের ১৩ তারিখে গ্রেফতার করা হয়েছে সজল সরকারকে তারপর বারাসাত আদালতে জামিনের আবেদন করা হয় সেই আবেদন খারিজ করলেন বারাসাত আদালত। সরকারি আইনজীবী বিভিন্ন তথ্য প্রমাণ দেখিয়েছেন যেমন ভিডিও ফটোগ্রাফি মোবাইলের টাওয়ার লোকেশন থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ। সমস্তই পেশ করা হয়েছে আদালতে আর সেই মর্মে জামিনের আবেদন খারিজ করেন বারাসাত আদালত। এছাড়াও কেস তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই হুমকির পরিপ্রেক্ষিতে একটি জিডি করা হয়েছে সেই জিডির কপিও বারাসাত আদালতে জমা দেওয়া হয়। এছাড়াও ব্লক সভাপতিকে বিরুদ্ধে আগেও একটা কেস ছিল সেই কেসের নথিও কোটের জমা করা হয়। স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী এই হুমকির জন্য উড়িষ্যায় রয়েছেন।
162
comment0
Report
NRNarayan Roy
Dec 09, 2025 10:01:03
Siliguri, West Bengal:*শিলিগুড়িতে নারী মর্যাদা রক্ষาร์ অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শিলিগুড়ি জংশন থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত মহিলাদের উদ্যোগে সংগঠিত ‘নারী মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা’ অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার নারী অংশগ্রহণ করেন। র্যালির মূল Aim ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সমর্থন জোগানো। অভয়ার পরিবার—অভয়ার মা ও বাবা—র্যালির কেন্দ্রীয় অংশ হিসেবে উপস্থিত ছিলেন এবং সমাবেশে অংশ নেন। তারা বলেন, “আমরা চাই না আর কোনো মেয়ে এভাবে অত্যাচারের শিকার হোক; সমাজ যদি পাশে থাকে তবেই অন্যায় থামবে।” শিলিগুড়ি জংশন থেকে র‍্যালি বাঘাযতীন পার্কে সমাবেশে রূপায়িত হবে, যেখানে নারী অধিকার কর্মীরা, সমাজকর্মীরা ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজনকারীদের মতে, শিশু, নাবালিকা ও মহিলাদের ওপর প্রগতিশীলভাবে ঘটমান অত্যাচারের ঘটনা বেড়েই চলছে। আজকের র্যালিটি শক্তিশালী সমর্থন লাভ করেছে ও আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক আহ্বান জোরালোভাবে উল্লেখ করেছে। র্যালির আগে শিলিগুড়ি জংশন প্রাঙ্গণে মহিলাদের সমাগম শুরু হয়, তারা ব্যানার-লিপস নিয়ে “নারী শক্তি, দেশের শক্তি”, “নারীর ওপর অত্যাচার চলবে না” ও “অপরাধীর শাস্তি চাই, দ্রুত বিচার চাই” এই স্লোগান ধরেছে। র‍্যালির শেষ বয়ান ও সমাবেশে বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, নারী অধিকার কর্মী ও আইনি সচেতনতা প্রদানকারী বিশেষ বক্তারা অংশ নেবেন, যেখানে নারীর সুরক্ষা ও সম্মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ, সামাজিক সচেতনতা ও শিশুদের নিরাপত্তা নিয়ে আলোকপাত হবে। তবে এই খবর অনুযায়ী প্রতিবাদ ও সচেতনতা অভিযানে iştirakকারী মহিলাদের সংখ্যা কয়েক হাজারের বেশি বলে ধরাণা করা হয়েছে।
157
comment0
Report
CDChittaranjan Das
Dec 09, 2025 10:00:48
Durgapur, West Bengal:বিজেপি দলীয় নেতার শহীদ दिवस 'ভাগাভাগি'! প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল।অন্যদিকে মাল্যদান মঞ থেকেই তৃণমূলের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ বিজেপির। ২০১৮ সালের ৯ ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার সরস্বতীগঞ্জে খুন হয় রূপগঞ্জের বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। সাত বছর পেরিয়েছে, এখনও দোষীরা গ্রেপ্তার হয়নি। সন্দীপ ঘোষের মৃত্যু দিবসে এই অভিযোগ তুলে প্রতিবছরই প্রতিবাদে সরব হয় বিজেপি। তবে এই বছর দেখা গেল বিজেপির দুই পক্ষের রাজনীতি। রূপগঞ্জে সন্দীপ ঘোষের মূর্তিতে সাত সকালে মাল্যদান করেন বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীদের ঘোষের নেতৃত্বে বিজেপির কর্মীরা। আর বেলা গড়াতেই আবার একই মূর্তিতে মাল্যদান করলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্বরা। হঠাৎ করে বিজেপির দুই ভাগে শহীদ দিবস পালনকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ বলেন, "যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন আমিও সন্দীপের সাথে ছিলাম। আমরা সকালে মাল্যদান করি সন্দীপের মূর্তিতে। মূর্তি পরিষ্কার করেছি আমরা।" অন্যদিকে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "এইসব ছোটখাটো বিষয় নিয়ে আমরা ভাবি না। আমাদের একটাই লক্ষ্য যারা খুন করেছে শেখ সইফুল, শেখ হিরন মন্ডল, জহিরুল মিদ্যা ওরফে কাংলা। তাদের গ্রেফতার করতে হবে। এছাড়াও আরো বলেন, এলাকায় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্দ্যেশ্য বলেন, তার ঘরেই বসে থাকছে সবসময় তাদের রক্ষা কবচ হয়ে।" কটাক্ষ করে জেলা তৃণ্টমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "একজন কর্মীর শহীদ দিবস পালন হচ্ছে দুই ভাগে ভাগ করে। এরই নাম বিজেপি। সকালে একবার পালন হচ্ছে দুপুরে একবার পালন হচ্ছে আবার রাতেও হতে পারে। ২০২৬-এ বিজেপি বাংলা থেকে নির্মূল হয়ে যাবে।" মন্ত্রী প্রদীপ মজুমদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রদীপ মজুমদার বলেন, "এসব মিথ্যা কথা। তৃইকোনো ক্রিমিনাল কে প্রশ্রয় দেয় না।"
188
comment0
Report
STSrikanta Thakur
Dec 09, 2025 09:05:39
Dinajpur, Rangpur Division:বংশীহারীতে ১১ হাজার ভোল্টের লাইন স্থানান্তরকে কেন্দ্র করে টাকা লেনদেনে অভিযোগে অভিযুক্ত ডিভিশনাল ম্যানেজার। অবশ্য সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই কোনরকম মন্তব্য করতে অস্বীকার করেন। সরকারি দফতরে নির্ভরযোগ্য পরিষেবা পাওয়ার কথা থাকলেও অসাধু দালাল-ঠিকাদার যোগসাজশের ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত আর্থিক ও প্রশাসনিক প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ। বংশীহারী ব্লকের সংলগ্ন জোড়দিঘী চাঁদমুখ এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন স্থানান্তরকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই উচ্চ ভোল্টেজের লাইনটি এক ব্যবসায়ীর দোকানের পিছনে ঘেঁষে অবস্থান করছিল। এর ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয় এবং তাই লাইন স্থানান্তরের দাবিতে উদ্যোগী হন স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় ঘোষ। সঞ্জয় বাবুর অভিযোগ , এক বহিরাগত ঠিকাদার সংস্থার স্থানীয় এজেন্ট শিশির সরকার ঠিকাদার সংস্থার কর্ণধার অমল কর্মকারের সাথে পরিচয় করিয়ে দেন। ব্যবসায়ীর দাবি — ওই ঠিকাদার সংস্থা বুনিয়াদপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের ঘনিষ্ঠ আত্মীয়। সেই প্রভাবে দ্রুত কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। ব্যবসায়ীর বক্তব্য, অমল কর্মকার প্রথমে জানান অফিসিয়াল কোটেশনের মাধ্যমে কাজ করতে গেলে প্রায় ছয় মাস লাগবে। কিন্তু তাদের মাধ্যমে ডিভিশনাল ম্যানেজারের সাহায্যে কাজ করলে সাত দিনের মধ্যেই ইলেকট্রিক পোল স্থানান্তর করে দেওয়া হবে। সেই মোতেবেক তিনি ব্যবসায়ীকে ডিভিশনাল ম্যানেজারের দপ্তরে নিয়ে যান। অভিযোগ, সেখানেও ডিভিশনাল ম্যানেজার একই বক্তব্যই রাখেন। পরে ওইদিনই শিশির সরকার কোটেশন বাবদ ব্যবসায়ী সঞ্জয় ঘোষের কাছ থেকে এক লক্ষ ৪০ হাজার টাকা নেন। কিন্তু কোনও রশিদ বা কোটেশনপত্র দেওয়া হয়নি। অভিযোগ, নির্ধারিত সাত দিন অতিবাহিত হলেও বিদ্যুতের লাইন স্থানান্তরের কাজ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে শিশির সরকার জানান তিনি টাকা ঠিকাদার সংস্থাকে দিয়ে দিয়েছেন। পরে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় টাকা ডিভিশনাল ম্যানেজারের কাছে জমা করা হয়েছে। ফলে দালাল মারফত বেআইনি অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি নিয়ে যখন সাংবাদিকেরা প্রশ্ন করতে যান তখন ডিভিশনাল ম্যানেজার নীলাঞ্জন মণ্ডল কোনো উত্তর দিতে অস্বীকার করেন। বরং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তিনি সাংবাদিকদের অফিস থেকে বেরিয়ে যেতে বলেন এবং এমনকি সিকিউরিটিকে ডেকে নেন। অন্যদিকে ব্যবসায়ী সঞ্জয় ঘোষ দাবি করেছেন ডিভিশন ম্যানেজারের আত্মীয়পরিচয় দিয়ে এইভাবেই টাকা তুলে বেড়াচ্ছে ওই ঠিকাদার সংস্থা। এবং বিদ্যুৎ দপ্তরের কোনো কাজ করতে গেলে টাকা দিতে হচ্ছে। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিচ্ছে না এই আধিকারিক।
135
comment0
Report
MMManoj Mondal
Dec 09, 2025 09:05:18
Kolkata, West Bengal:ফার্মেসি ট্রেনিং নিতে আসা এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল হাসপাতালেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে৷ সোমবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। রাতে ওই ছাত্রীর অভিযোগ পেয়ে গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ওই অস্থায়ী কর্মীর নাম রতন মালাকার বাড়ি হাবরায়। ওই কর্মী রতন দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে অস্থায়ী কর্মী রূপে কাজ করে ৷ মহিলার অভিযোগ, সোমবার বাথরুমে যাবার সময় অভিযুক্ত তার শ্লীলতাহানি করে। বাথরুম থেকে ফিরে আসার সময় ওই অস্থায়ী কর্মী তাকে অশ্লীল প্রস্তাব দেন। এরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ পুলিশ ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে।
181
comment0
Report
MMManoranjan Mishra
Dec 09, 2025 09:04:40
Purulia, West Bengal:পুরুলিয়া : বিয়ে বাড়িতে নেমে এলো গভীর শোকের ছায়া । বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসে পুকুরে চান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো বাবা ও ছেলেরি। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরুলিয়ার টামনা থানার বেলগুমা এলাকায়। মৃতদের নাম কৌশিক বিশ্বাস (৫৩) এবং হিমাংশু বিশ্বাস (১৮)। বাড়ি মুম্বাইয়ে। জানা যায়, মামার ছেলের বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি মুম্বাই থেকে পরিবারকে নিয়ে পুরুলিয়ার টামনা থানার চাঁদমারিডাঙায় মামা বাড়িতে এসেছিলেন কৌশিক বিশ্বাস । ছেলে এবং কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে স্থানীয় জামবাঁধে চান করতে নামেন তারা । জলের গভীরতা না জেনেই জলে নামায় ঘটে যায় বিপত্তি । কৌশিক বিশ্বাস এবং তার ছেলে হিমাংশু বিশ্বাস  জলে ডুবে যায় । পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গে সঙ্গে খবর দেয় স্থানীয় থানায় এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরে। এলাকাবাসীর সেখানে পৌঁছায় । প্রায় ৩০ মিনিটের তল্লাশি অভিযানের পর বাবা ও ছেলের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম । পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাইট : ১) অমিত মজুমদার (মৃতের আত্মীয়) ২) কৃপাময় মজুমদার (মৃতের আত্মীয়)
166
comment0
Report
MDMritunjay Das
Dec 09, 2025 08:19:59
Bankura, West Bengal:বাঁকুড়া জেলা সমবায় ব্যঙ্ক সহ বিভিন্ন সমবায় ব্যঙ্ক থেকে লুড হয়ে যাওয়া কোটি কোটি টাকা ব্যঙ্কে ফেরোনা সহ মোট ১০ দফা দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ। আজ বাঁকুড়া পুরসভা থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে যান সমবায় বাঁচাও মঞ্চের কর্মীরা। জেলা Shাসকের দফতরে প্রবেশের আগেই মিছিলের পথ রোধ করে পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাঁচাও মঞ্চের সদস্যরা। বছর কয়েক আগে বাঁকুড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যঙ্কে প্রায় ১৫ কোটি টাকা বেনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে শাসক দল পরিচালিত ওই ব্যঙ্কের পরিচালন সমিতির নেতৃত্বেই ওই বেনিয়মের ঘটনা ঘটে। তবে শুধু কেন্দ্রীয় সমবায় ব্যঙ্কেই নয় কোটি কোটি টাকা বেনিয়মের অভিযোগ ওঠে বড়জোড়া, কোতুলপুর ও সারেঙ্গা ব্লকের সমবায় ব্যঙ্কগুলিতেও। সমবায় বাঁচাও মঞ্চের দাবি প্রতিটি বেনিয়মের ঘটনায় শাসক যোগ থাকায় ঘটনাগুলির তদন্ত শুরু হলেও তার বিশেষ অগ্রগতি হয়নি। এomst অবস্থায় কার্যত ধুঁকছে ওই সমবায় ব্যঙ্কগুলি। অবিলম্বে সেই ঘটনাগুলির তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের দাবি তোলে সমবায় বাঁচাও মঞ্চ। এছাড়াও মনোনীত পরিচালন সমিতি দিয়ে পরিচালনার বদলে সমবায় গুলিতে নির্বাচন করে নির্বাচিত পরিচালন সমিতি গঠন, কৃষি ঋণের সুদের হার হ্রাস, সরকার নির্ধারিত মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু সহ ১০ দফা দাবিতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন সমবায় বাঁচাও মঞ্চের কর্মীরা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সমবায় বাঁচাও মঞ্চ।
84
comment0
Report
Advertisement
Back to top