Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुড়ि में सर्दी का कहर, तापमान करीब 12°C

PDPradyut Das
Dec 09, 2025 02:17:52
Jalpaiguri, West Bengal
উত্তরের জলপাইগুড়িতে শীতের দাপট। গত কয়েকদিন থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রীর আশপাশে ঘোরাফেরা করছে। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। বেলা বাড়ার সাথে সাথে হালকা রোদের দেখা মিলেছেও বিকেলের পর থেকে ফের ঠান্ডা অনুভব হচ্ছে। শীতের পোশাক ধারণ করে রাস্তায় মানুষজনেরা। শীতের মৌসুমে পর্যটকদের ভিড় বাড়ছে লাটাগুড়ি, গরুমারা চাপড়ামারি, মূর্তি সহ জঙ্গল এবং পাহাড় লাগলো পর্যটন এলাকাগুলোতে। শরীরের একটু তাপ বাড়াতে সকালের দিকে চায়ের দোকানগুলোতে মানুষজনের ভিড় লক্ষ্য করা যায়। সোমবার বিকেলের আবহাওয়া দপ্তরের তথ্য,
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Dec 09, 2025 03:32:51
Kolkata, West Bengal:MALKANGIRI পুজোর আগে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দফায় দফায় ৰাস্তায় নেমেছিল বাংলা ও দিল্লিতে। বড়দিনের আগে ফের একবার একই ইস্যুতে উত্তাল দেশ। এবার শ্রমিক নয়। বাঙালি উদ্বাস্তু আদিবাসী মহিলার मुण্ডহীন দেহ উদ্ধার এবং ৫০ টি বাঙালি আদিবাসীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে উত্তাল ওড়িশার মালকানগিরি। মালকান ভিলেন ২৬ নামের গ্রামে ৬০ - ৭০ এর দশকের ওড়িশায় پা রাখা উদ্বাস্তু বাঙালি আদিবাসী পরিবারের বসবাস। সেই গ্রামে বেছে বেছে আদিবাসী বাঙালিদের টার্গেট করে তাদের বাড়িতে অগ্নিসংযোগ লুঠপাট ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ওড়িশা প্রশাসন মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বললেও বাস্তবে পরিস্থিতি যে বেশ জটিল তার প্রমাণ আজ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত গোটা জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার প্রশাসনিক সিদ্ধান্ত। MV ২৬ গ্রাম আপাতত পুরুষ শূন্য। কেন্দ্রীয় আধাসেনা মোতাযেনের দাবি উঠছে আদিবাসী বাঙালিদের পক্ষ থেকে। ওড়িশা পুলিশের দক্ষিণ পশ্চিম শাখার আইজি কানোয়াল বিশাল সিং ইতিমধ্যেই জেলা প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শান্তি বৈঠক করেছেন গতকাল সন্ধ্যায়। मुण্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গ্রামের ১০ কিলোমিটার বৃত্তে পূর্বতন ১৪৪ অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি আছে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 09, 2025 03:02:01
Purulia, West Bengal:পুরুলিয়া : গত এক মাস ধরে SIR এর কাজে ব্যস্ত রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । বেশিরভাগ দিনই বিদ্যালয়ে অনুপস্থিত । একজন মাত্র সহকারি শিক্ষক দিয়ে টেনেটুনে চলছে বিদ্যালয়ের পठनপাঠন। নিত্যদিন বিদ্যালয়ে এসে খেলাধুলায় ব্যস্ত থাকছে স্কুল পড়ুয়ারা। লাটে উঠেছে বিদ্যালয়ের পঠনপাঠন। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সকলেই মেনে নিয়েছেন সমস্যার কথা । ৪৬ জন পড়ুয়ার ভবিষ্যত নিয়ে চিন্তায় অভিভাবকদেরা। ঘটনা পুরুলিয়ার জয়পুর ব্লকের সেলানী প্রাথমিক বিদ্যালয়ের । বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসরাজ মাহাতো জয়পুর বিধানসভার বড়গ্রাম ১ নম্বর কেন্দ্রের BLO এর দায়িত্বে রয়েছেন । গত এক মাস ধরেই তিনি SIR প্রক্রিয়াকরণের কাজে নিযুক্ত রয়েছেন। তিনি স্বীকার করছেন একা হাতে SIR এর কাজ করার সঙ্গে স্কুলে পঠনপাঠন চালানো অসম্ভব । তাই তিনি স্কুলে আসেন না। এলেও মিড ডে মিলের হিসেব নিকেশ দেখে চলে যান । বিদ্যালয়ের পড়ুয়ারা প্রধান শিক্ষকের খোঁজ করলে তিনি পড়ুaderas জবাব দেন আমার কিছু করার নেই, এবার হয়তো মরেই যাবো । বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনয় কৃষ্ণ মন্ডলও সমস্যায় কথা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষক ব্যস্ত থাকায় আমার একার পক্ষে পঠনপাঠন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে । অভিভাবকদের দাবি, এলাকার ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা উচিত । বাইট: ১) রসরাজ মাহাতো (প্রধান শিক্ষক) ২) বিনয় কৃষ্ণ মন্ডল (সহকারী শিক্ষক) ৩) বিশখা মাহাতো (অভিভাবক)
105
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 09, 2025 03:01:33
Baruipur, West Bengal:ভাঙ্গড়ের তাড়দহ কাপাসাইড মৌজায় আবারও জোর করে জমি দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।। তৃণমূল নেতা গৌতম মন্ডল এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।। ঘটনায় চাষিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন।। মহিলারা হাতে ঝাঁটা নিয়ে সরব হলেন।। জলা জমি ও পরিবেশ রক্ষা কমিটির নাম করে রাস্তায় নামলেন এলাকার কৃষকরা।। দখল হওয়া জমিতে লাগিয়ে দিলেন ব্যানার।। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের অভিযোগ, এলাকার তৃণমূল কংগ্রেস নেতা গৌতম মন্ডলের নির্দেশে তার কিছু সাগরেদরা জোর করে জমি দখল করে নিচ্ছেন।। তাদের দখলকৃত জমি দখল করে সেখানে প্রোমোটিং করার পরিকল্পনা নিয়েছেন।। জমি না দিলে দেয়া হচ্ছে হুমকি।। এমনকি ধানের বীজ ফেলা জমিতে জল ঢুকিয়ে দেয়ার অভিযোগ।। অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম মন্ডল এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।
96
comment0
Report
BSBarun Sengupta
Dec 09, 2025 03:01:11
Barrackpore, Kolkata, West Bengal:দক্ষিণেশ্বরের কাছে बेलঘড়িয়া एक्सप्रेसवे के अलावा কামারহাটি পৌরসভার ৩১৪ কাটা সরকারি জমি বেআইনিভাবে দখল করে চলছে এক বেসরকারি নামী बस সংস্থার গ্যারেজ। অবৈধভাবে এই গ্যারেজ চালানোর ক্ষেত্রে মাসিক কোন ভাড়া পৌরসভাকে দেওয়া হয়না বলে অভিযোগ। কিন্তু বেসরকারি বাস সংস্থার একজন আধিকারিক ক্যামেরার সামনে জানিয়েছে কামারহাটি পৌরসভার সঙ্গে চুক্তি করা রয়েছে। এবং মাসিক ভাড়াও দেওয়া হয় পৌরসভাকে। সংস্থার আধিকারিক এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা ও পুর পারিষদ সদস্য সৌমিত্র পুততুন্ড। বেসরকারি সংস্থার সঙ্গে কোন চুক্তি হয়নি পাশাপাশি তারা মাসিক কোনো ভাড়াও পৌরসভাকে দেয় না বলে জানিয়েছেন চেয়ারম্যান। অবিলম্বে এই সরকারি জমি পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে। לצד বেসরকারি বাস সংস্থাকে প্রমাণ করতে হবে তারা পৌরসভার সঙ্গে চুক্তিবদ্ধ। এমনটাই করা হুঁশিয়ারি দিয়েছে পুর পারিষদ সদস্য।
153
comment0
Report
BSBarun Sengupta
Dec 09, 2025 02:50:41
Barrackpore, Kolkata, West Bengal:দক্ষিণেশ্বরের কাছেবেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে কামারহাটি পৌরসভার ৩১৪ কাটা সরকারি জমি বেআইনিভাবে দখল করে চলছে এক বেসরকারি নামি বাস সংস্থার গ্যারেজ।।অবৈধভাবে এই গ্যারেজ চালানোর ক্ষেত্রে মাসিক কোন ভাড়া পৌরসভাকে দেওয়া হয়না বলে অভিযোগ।।কিন্তু বেসরকারি বাস সংস্থার একজন আধিকারিক news18 বাংলার ক্যামেরার সামনে জানিয়েছে কামারহাটি পৌরসভার সঙ্গে চুক্তি করা রয়েছে।।এবং মাসিক ভাড়াও দেওয়া হয় পৌরসভাকে।।সংস্থার আধিকারিক এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা ও পুর পারিষদ সদস্য সৌমিত্র পুততুন্ড।।বেসরকারি সংস্থার সঙ্গে কোন চুক্তি হয়নি পাশাপাশি তারা মাসিক কোনো ভাড়াও পৌরসভাকে দেয় না বলে জানিয়েছেন চেয়ারম্যান।।অবিলম্বে এই সরকারি জমি পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে।।পাশাপাশি বেসরকারি বাস সংস্থাকে প্রমাণ করতে হবে তারা পৌরসভার সঙ্গে চুক্তিবদ্ধ।।এমনটাই করা হুঁশিয়ারি দিয়েছে পুর পারিষদ সদস্য বাইট:- সৌমিত্র পুততুন্ড(পুর পারিষদ সদস্য,কামারহাটি পৌরসভা) বাইট:- গোপাল সাহা (চেয়ারম্যান, কামারহাটী পৌরসভা) বাইট:- তপন মুখার্জী(বেসরকারি বাস সংস্থার আধিকারিক) 081225_BKP_KAMERHATI 2C TE
166
comment0
Report
BMBiswajit Mitra
Dec 09, 2025 02:49:41
Ranaghat, West Bengal:অপরিকল্পিত SIR-এর প্রতিবাদে শিলিন্দা ১নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা, বিজেপি থেকে কয়েকটি পরিবারের যোগদান আজ অপরিকল্পিত SIR প্রকল্পের বিরোধিতায় শিলিন্দা ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা থেকে বিজেপি ছেড়ে কয়েকটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন。 নতুন যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল এবং ব্লক সভাপতি সংগ্রাম গুহঠাকুরতা。 দলীয় নেতৃত্ব জানান, সঠিক পরিকল্পনা ছাড়াই পরিচালিত SIR-এর বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাই মানুষের স্বার্থ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে।
101
comment0
Report
AGAyan Ghosal
Dec 09, 2025 02:17:22
Kolkata, West Bengal:JAPAN QUAKE ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর জাপানের মিসাওয়া থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই জাপানের উত্তর-পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্ব উপকূল। এর পরই জাপানের আবহাওয়া সংস্থার তরফে হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সুনামি সতর্কতা জারি করা হয়। জানানো হয়েছে, সমুদ্রের ঢেউ ১০ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। আতঙ্ক তৈরি হয়েছে গোটা জাপানজুড়ে। সূত্রের খবর, ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে সেদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভূমিকম্পের পরই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে.
208
comment0
Report
AGAyan Ghosal
Dec 09, 2025 02:01:06
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) লাগাতার ৩ দিন কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ এর ঘরে। দার্জিলিং ৪.৫ ডিগ্রি। শ্রীনিকেতন ৯.৮ ডিগ্রি। আলিপুরদুয়ার ১১ ডিগ্রি। বাঁকুড়া ১০ ডিগ্রি। জমাট শীতের আমেজ রাজ্যজুড়ে। চলতি গোটা সপ্তাহে শীতের আমেজে ছেদ পড়ার কোনো আশঙ্কা নেই। ২) অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে কম শক্তিশালী একাধিক সিস্টেম থাকলেও শীতের ইনিংসে বাধা দেওয়ার মতো পরিস্থিতি নেই। চলতি উইকেন্ডে আরো জমিয়ে শীতের আমেজ। ৩) উত্তরবঙ্গে ভোরে গাঢ় কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। কোনো কোনো জেলায় ভোরের দিকে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। ৪) বঙ্গোপসাগরে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশর্ব ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়। ওয়েস্টারলি জেট স্ট্রীম অর্থাৎ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর ভারতে। ৫) দক্ষিণবঙ্গ জুড়ে জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ছে। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বাড়তি পাওনা হিসেবে উইকেন্ডে সামান্য নামতে পারে পারদ। আপাতত শুষ্ক আবহাওয়া। পরিষ্কার মেঘমুক্ত আকাশ ।বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উপকূলের দীঘা মন্দারমনি তালসারি ডায়মন্ড হারবার কাকদ্বীপ গঙ্গাসাগর এলাকায় ঘন কুয়াশার সতর্কতা। ৬) শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্রিশগড় মধ্যপ্রদেশ ওড়িশা বিদর্ভে। ঘন কুয়াশার সম্ভাবনা হিমাচল প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট। কুয়াশা থাকবে ওড়িশাতেও।
203
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 09, 2025 01:31:00
Asansol, West Bengal:শীতের সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়লা বোঝায় ডাম্পার। চালক কোন ভাবে গাড়ি থেকে ঝাপিয়ে নিজের প্রন বাঁচাতে পেরেছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের ধছল গ্রামের মোড়ে। জানা গেছে জামুড়িয়ার একটি লৌহ ইস্পাত কারখানায়, তপসি রেলওয়ে সাইডিং থেকে কয়লা বোঝায় করে নিয়ে যাওয়ার সময় হয় এই ঘটনা। সম্ভবত শর্ট-সার্কিটের জেরেই আগুন লেগে যায় ডাম্পারের কেবিনে।-runীরাংগঞ্জের দমকল বিভাগকে খবর দেওয়ার পরই দমকলের একটি ইঞ্জিন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ওই ডাম্পারের কেবিন। ওই ডাম্পারে থাকা বিশাল পরিমাণ কয়লার স্তুপ, আগুন লাগা থেকে রক্ষা পায়। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।
204
comment0
Report
SMSubhasis Mandal
Dec 08, 2025 19:01:02
Howrah, West Bengal:নিজের মা কে অমানবিক অত্যাচার. ( এর আগে অত্যাচারের ভিডিও cctv ফুটেজ আছে) ------ নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন! ____________ বাগনানের কল্যাণপুর বেরা পাড়ার ঘটনা।ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার আবিষেক বেরা নামে ঐ যুবককে গ্রেফতার করেছে বাগনান থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও আত্মীয়দের দাবি বছর ৩৫ এর আবিষেক নেশা করে প্রায় সময় তার মা কে মারধর করত। প্রতিবেশীরাও বহুবার তাকে বারনও করেছে। তা সত্ত্বেও প্রতিবেশীদের দাবি নেশার টাকা, মা না দেওয়াতে মায়ের ওপর চলত মারধর ও অমানোবিক অত্যাচার । আজও নেশার ঘোরে টাকা না পেয়ে মা কে বেধড়ক মারধর করার ফলেই মা সোমা বেরার মৃত্যু হয়েছে বলে দাবি প্রতিবেশী ও আত্মীয়দের । ঘটনার পর অভিষেক এর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা পরে বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা আয়ত্তে আনে ৷ এবং সেখান থেকে অভিষেক কে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর অভিষেক বেরাকে গ্রেফতার করা হয়েছে। 0812ZG_ULU_MURDER_R12345 Byte 6 মৃতের আত্মীয়
182
comment0
Report
Advertisement
Back to top