Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

हावड़ा स्पंज फैक्ट्री में भीषण आग, दमकल की छह गाड़ियों ने काबू पाया

DGDebabrata Ghosh
Nov 14, 2025 00:46:03
Howrah, West Bengal
হাওড়া স্পঞ্জ কারখানায় আগুন হাঁসখালি পোলের কাছে ঘটনাস্থালে দমকলের ছটি ইঞ্জিন। আগুন কি ভাবে লাগে তা এখন জানা যায়নি।সোনা মাখাল ও বর্ষা পাত্র বলে area's বাসিন্দারা জানান প্রথমে বোঝা যায়নি।এরপর প্রচন্ড শব্দে কিছু ফাটতে থাকে।তখন বাড়ি থেকে বেরিয়ে দেখা যায় বিধ্বংসী আগুন লেগেছে স্পঞ্জ তৈরির কারখানায়।আগুন পাশের একটি কারখানায় ছড়িয়ে পড়ে।আগুনের লেলিহান শিখা দূর থেকে দেখা যায়।দমকলের ছটি ও পরে আরো কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়।ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা।
298
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Nov 14, 2025 03:03:56
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) আগামীকাল পর্যন্ত রাতে এবং ভোরে শীতের আমেজ। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে গোটা রাজ্যের দিন এবং রাতের তাপমাত্রা। অবাধ উত্তরে পশ্চিমের শীতল হাওয়া। কোন পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরে আগামী ৮ দিন কোন সিস্টেম নেই। ২) পরশু রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। বেলায় গায়েব হবে শীতের আমেজ। ৩) দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী ৬ দিন। রবিবার থেকে দিনের পারদ কিছুটা উঠবে। ৪) উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৬/৭ দিন শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই। ৫) টানা ৩ রাত কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রবিবার থেকে খুব সামান্য বাড়বে তাপমাত্রা। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত ৭ দিন নেই। ৬) শৈত্য প্রবাহের পরিস্থিতি দিল্লি ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ রাজস্থানে ১৫ই নভেম্বর পর্যন্ত। কোল্ড ডে পরিস্থিতি পূর্ব মধ্যপ্রদেশে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস। লাক্ষাদ্বীপ ও কোমোরিন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।
106
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 14, 2025 02:19:21
Durgapur, West Bengal:সল্টলেকে সুকান্ত নগরে বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম পাঁচু মণ্ডল, বয়স প্রায় পঞ্চাশের ঘরে। পেশায় তিনি মৎস্য ব্যবসায়ী বলে জানা গেছে। বাড়িতে তিনি একাই থাকতেন। বৃহস্পতিবার রাত প্রায় আটটার সময় হঠাৎই ভারী কিছু পড়ার বড়সড় শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। শব্দ শুনে তাঁরা ছুটে এসে দেখেন, দুটি বাড়ির মাঝের ফাঁকা জায়গায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন পাঁচু মণ্ডল। দ্রুত তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। দুর্ঘটনা নাকি অন্য কিছু—তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। আজ মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা, তার রিপোর্টের ভিত্তিতেই পরিষ্কার হবে মৃত্যুর প্রকৃত কারণ।
141
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 14, 2025 02:19:11
Howrah, West Bengal:হাওড়ায় স্পঞ্জ কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ১০ ইঞ্জিনে নিয়ন্ত্রণে পরিস্থিতি হাওড়ায় ফের ঘটল আগুন লাগার ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে হাঁসখালি পোলের কাছে একটি স্পঞ্জ কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। গাঢ় কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে। দমকল সূত্রে জানা যায়, আশপাশের এলাকা খালি করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে সময় লাগে। দীর্ঘ চেষ্টার পর ভোররাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে。 আগুন লাগার সঠিক কারণ এখনো পরিষ্কার নয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল ও পুলিশ যৌথভাবে আগুন লাগার উৎস খতিয়ে দেখছে।
138
comment0
Report
MMManoranjan Mishra
Nov 14, 2025 02:19:00
Purulia, West Bengal:পুরুলিয়া : জমিজটে থমকে পুরুলিয়ার ছড়রায় প্রস্তাবিত বিমানবন্দর। পুরুলিয়া শহর থেকে প্রায় ১০ কিমি দূরে প্রকল্পস্থল ছড়রা এয়ারস্ট্রিপ যৌথভাবে পরিদর্শনের পর রূপায়ণকারী সংস্থা রাইটস, পরিবহণ, ভূমি, বিদ্যুৎ ও বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে পুরুলিয়া জেলা প্রশাসনের বৈঠকে উঠে এলো এই জমি জটের সমস্যার কথা । প্রস্তাবিত বিমানবন্দরের একপাশে রেললাইন, অপরদিকে হাইটেনশন বিদ্যুতের তার এবং পাশেই রয়েছে রাজ্য সশস্ত্র পুলিশের ১১ ব্যাটেলিয়াননের ক্যাম্পাস । সবমিলিয়ে ওএলএস (অবস্টাকল লিমিটেশন সারফেস) সমীক্ষায় জমিজটে আপাতত থমকে গেলো প্রস্তাবিত বিমানবন্দর। রিজিওনাল কানেক্টিভিটি স্কিম (আরসিএস)-র আওতায় দেশের বিভিন্ন এলাকার সঙ্গে আকাশপথে যোগাযোগ গড়ে তোলার কাজে 'উড়ান' নামে প্রকল্প শুরু করেছে কেন্দ্র। সেই প্রকল্পের অধীনেই ছড়রায় বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয় । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফস্বল থানার ছড়রাতে এয়ারস্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ারস্ট্রিপকে অত্যাধুনিক বিমান বন্দরে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়। যা ১৭২২ মিটার দৈর্ঘ্য ও ৩৫০ মিটার প্রস্থযুক্ত হবে। একইসঙ্গে পিপিপি মডেলে ফ্লাইট ট্রেনিং অর্গানাইজেশন গড়ার চিন্তাভাবনা রয়েছে রাজ্যের। ছড়রা বিমানবন্দরের জন্য রাজ্যের হাতে প্রায় ৩০০ একর জমি রয়েছে। সবমিলিয়ে পূর্ব ও পশ্চিমদিকে মোট ৩ হাজার ও রানওয়ের জন্য ১১০০ মিটার সহ মোট ৪১০০ মিটারের ক্লিয়ারেন্স দরকার। কিন্তু হাইটেনশন তার এবং রেল লাইনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে । বর্তমান পরিকাঠামো দেখে ১৯ আসনের বিমান নামার পরিকল্পনা নিয়েছে নির্মাণকারী সংস্থা। তবে এই বিমানবন্দর তৈরি হলে প্রত্যন্ত পুরুলিয়া জেলার সঙ্গে রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ স্থাপন হবে । একইসঙ্গে পরিবহনের ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন হবে বলে মত জেলা প্রশাসনের । বাইট: সুধীর কোন্থাম (পুরুলিয়ার জেলাশাসক)
185
comment0
Report
PDPradyut Das
Nov 14, 2025 00:46:22
Jalpaiguri, West Bengal:जलपाइगुड़ी शहर के एक नर्सिंगहोम में गोली लगने के बाद भर्ती नव्यूल इस्लाम (30) घायल है। उनके घर कोचबिहार के मेखलिगंज के जमालदह का है। बुधवार को पहले डॉक्टर को दिखाने पर बताया गया कि वे पेड़ से गिर गए थे, अस्पताल भर्ती करने को कहा गया। लेकिन भर्ती नहीं हुए और फिर गुरुवार आए। इस बार उनके नीचे जलपाइगुड़ी शहर के एक नर्सिंगहोम में भर्ती किया गया। डॉक्टर के अनुसार युवक ने बताया कि उनके शरीर में गोली लगी है। बताया गया कि गौ-तस्करी करते समय सीमा पर 10 नवंबर गोली लगी। डॉक्टर ने कहा कि पुलिस को सूचित किया गया है। गोली नहीं निकल पाई है; प्लास्टिक सर्जरी करनी होगी। जलपाइगुड़ी में संभव नहीं, उत्तरबंग मेडिकल रेफर करना होगा। बाएं हाथ में गोली लगी है।
247
comment0
Report
CDChampak Dutta
Nov 14, 2025 00:45:44
Kaji Chak, West Bengal:টোটো রেজিস্ট্রেশন নিয়ে টোটো চালকদের মধ্যে সৃষ্টি হয়েছিল বিভ্রান্তি, অনেকেই ভুল পোর্টালে আবেদন করে টাকা খুইয়েছেন। টোটো চালকদের সেই বিভ্রান্তি কাটাতেই মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরার উদ্যোগে হল মেদিনীপুর টোটো ও ই রিকশা রেজিস্ট্রেশন সংক্রান্ত আলোচলা ও সহায়তা সভা। বৃহস্পতিবার রাত্রে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা ছাড়াও জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা, আইএনটিটিইউসি ও টোটো ইউনিয়নের নেতা ছাড়াও টোটো চালকদের। এই সভা থেকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া হয় কোনটি টোটো এবং কোনটি ই রিকশা। কিভাবে তারা গাড়ির রেজিস্ট্রেশন করবেন। অনেক টোটো চালকদের মধ্যে একাধিক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরও সহজ ভাবে দিয়ে তাদের বুঝিয়ে দেন বিধায়ক এবং পরিবহন দপ্তরের আধিকারিকেরা। উল্লেখ্য, রাষ্ট্র সরকারের নির্দেশ আগামী ৩০ শে নম্বরে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো ও ই রেজিস্ট্রেশন করা এবং ড্রাইভিং লাইসেন্স করা বাধ্যতামুলক। এই ঘোষণার পর থেকেই টোটো চালকদের সমস্যায় পড়েছিলেন কিভাবে তারা রেজিস্ট্রেশন করবেন এবং খরচই বা কত হবে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে টাকা খুইয়েছেন। আজকের এই আলোচনা সভায় তাদের পরিষ্কার করে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবহন দপ্তরের আধিকারিকও। এদিন পরিবহন দপ্তরের নুতুন রেজিস্ট্রেশন প্রাপ্ত নাম্বার পাওয়া পাঁচটি টোটোর শুভ সূচনাও করেন বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্যরা।
290
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 15:20:00
Howrah, West Bengal:জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি। দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খানের ছেলের জন্মদিন। সেই পার্টিতে বন্দুক থেকে গুলি চালানোর ছবি ভাইরাল হয়। ঠিক যেনো বাহুবলীদের পার্টি। এই ঘটনার প্রতিবাদে এলাকার বেশকিছু মানুষ নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রে গণস্বাক্ষর করে অভিযোগ করেন। তাঁরা জানান এই ঘটনায় তারা আতঙ্কিত।এরকম ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাস ছড়িয়ে দিতে চাইছেন মাসুদ আলম খান ওরফে গুড্ডু। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গুড্ডু খান বলেন ওটা খেলনা বন্দুক ছিলো। আসলে তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে।এবং তৃণমূল দলের একাংশ তাদের নিজেদের স্বার্থে তার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। উল্লেখ্য, গুড্ডু খান গত বিধানসভা নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে চলে যান। যদিও বিজেপি থেকে টিকিট পাননি।পরে আবার তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করলেও দলের কিছু নেতা কর্মীদের আপত্তিতে তাকে দল ফিরিয়ে নেয়নি। তবে তিনি নিজেকে তৃণমূলের সৈনিক বলে মনে করেন। হাওড়ার নেতা মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে।যা দলের একাংশ ভালো চোখে দেখছে না।তবে আজকের পুলিশে অভিযোগের পর পুলিশ কি ব্যবস্থা নেই সেটা এখন দেখার।মাসুদ আলম খান আরো বলেন দক্ষিণ হাওড়ার তৃণমূলের একাংশ তার বিরোধীতা করছে。 দক্ষিণ হাওড়া তৃণমূলের ব্লক সভাপতি সৈকত চৌধুরী জানিয়েছেন, মাসুদ আলম খানকে কেন দল এখনো গ্রহণ করছে না তিনি নিজেও জানেন, একসময় তিনি কি করেছেন তা সবাই জানে।
226
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 13, 2025 15:19:35
Kalna, West Bengal:কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে অসুস্থ কালনার BLO, নির্বাচনী প্রস্তুতির অতিরিক্ত চাপ যেন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে শিক্ষক শিক্ষিকাদের জন্য। বৃহস্পতিবার এমনই এক দৃষ্টান্ত দেখা গেল কালনার ১ নম্বর ব্লক অফিসে, যেখানে মোবাইলে ফর্ম আপলোডের প্রশিক্ষণ চলাকালীন এত চাপ নিয়ে কাজ করা সম্ভব নয়, এই নিয়ে শিক্ষকদের সাথে প্রশিক্ষকদের বাগবিতণ্ডা শুরু হয়, ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা BLO। জানা গেছে, অসুস্থ শিক্ষিকার নাম রিঙ্কু মজুমদার, তিনি কালনা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় এক স্কুলের শিক্ষিকা। আজ দুপুরে কালনা এক নম্বর ব্লক অফিসে নির্বাচনী দপ্তরের নির্দেশে মোবাইলের মাধ্যমে ফর্ম আপলোด করার প্রশিক্ষণ চলছিল। সেই সময় আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। আরো জানা গেছে নির্বাচন কমিশনের নির্দেশে সম্প্রতি স্কুলের শিক্ষকদের ওপর SIR কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে স্কুলের নিয়মিত কাজের পাশাপাশি ভোট সংক্রান্ত নথি বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। প্রতিদিন কত শতাংশ ফর্ম বিলি বা আপলোড সম্পন্ন হলো, তা নিয়ে নিয়মিত জবাবদিহি করতে হচ্ছে তাঁদের। এই অতিরিক্ত মানসিক চাপ ও বিডি অফিসে প্রশিক্ষকদের সাথে শিক্ষকদের বাক-বিতণ্ডার কারণেই রিঙ্কু মজুমদারের অসুস্থতার কারণ বলে মনে করছেন সহকর্মীরা। হাসপাতালে উপস্থিত এক শিক্ষিকা জানান, আমাদের অনেকেই এখন ওষুধ খেয়ে কাজ করছি। স্কুলের কাজের পাশাপাশি BLO-র দায়িত্ব পালন করা দিন দিন অসম্ভব হয়ে উঠছে। এত চাপের মধ্যে শারীরিক ও মানসিকভাবে আমরা ভীষণ কষ্টে আছি。
149
comment0
Report
PCPartha Chowdhury
Nov 13, 2025 15:03:39
Bardhaman, West Bengal:রাজনৈতিক চাপান উতর থাকলেও ভোটাররা কিন্তু এখনো ভয়ে ভয়ে আছেন। নাম না থাকলে কী হবে জানা নেই তাদের。 পোর্টালে নাম না থাকায় আতঙ্কে ভোটাররা। এই নিয়ে জোরদার রাজনৈতিক তর্জা শাসক ও বিরোধীদের মধ্যে। ঘটনা পূর্ব বর্ধমানের মেমারির। ২০০২-এ ভোট দিয়েছেন,নিজেদের কাছ থাকা পুরানো ভোটার লিস্টে নামও আছে কিন্তু বর্তমানে ইলেকশন কমিশন থেকে প্রাপ্ত ২০০২ সালের ভোটার তালিকাতে সেই সমস্ত নাম না থাকায় একপ্রকার আতঙ্ক গ্রাস করেছে মেমারীর দুর্গাডাঙ্গার বেশ কয়েকটি পরিবারকে। ভোটার লিস্ট সংক্রান্ত ত্রুটির কথা এবং একইসাথে দ্রুত সুরাহার দাবী জানিয়ে ইতিমধ্যেই বিডিও-র দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দা。 জানা গেছে,২০০২ সাল অনুযায়ী ২৭৫ মেমারী বিধানসভার ২২২ নাম বুথে পুরানো লিস্ট অনুযায়ী ৬৯৩ জনের নাম থাকলেও বর্তমানে সেই তালিকায় ৬৭২ জনের নাম আছে অথ্যাৎ প্রায় ২১ জন ভোটারের নাম লিস্ট থেকে একপ্রকার বাদ হয়ে গেছে।যার ফলে সমস্যায় পড়েছেন এই সমস্ত ভোটাররা।২০২৫-এর ভোটার তালিকা অনুযায়ী বিএলও-র পক্ষ থেকে এনুমারেশন फর্ম দেয়া হলেও অনেকেই নথি ও তথ্যের অভাবে সেই ফর্ম ফিলাপ করতে পারছেন না। ভোটার সুমিত্রা শর্মা ও উত্তম সিং জানান, ভোট দিয়েছি,কিন্তু নাম নেই। তাই চিন্তায় আছি। সুপারভাইজার শিবশঙ্কর ভট্টাচার্য জানান, এই নিয়ে কতৃপক্ষের কাছে জানান হয়েছে। যেমন নির্দেশ আসবে কাজ হবে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল।তৃ ণমূলের অভিযোগ,বিজেপি চক্রান্ত করে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবী জেলা তৃনমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের। এভাবে বিভিন্ন বুথে নাম বাদ দিয়ে কৃতিত্ব নিতে চায়। বিজেপি নেতা ডা: শান্তরূপ জানান, যদি কারো নাম হার্ড কপিতে থাকে,চিন্তার কিছু নেই। তৃণমূল অশিক্ষিতের দল বলে এসব অভিযোগ করে। বাইট : ১) নির্বাচক ২) ওয়াক থ্রু। সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
128
comment0
Report
MMManoj Mondal
Nov 13, 2025 15:03:08
Kolkata, West Bengal:সম্প্রতি দলের নির্দেশে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার নির্দেশ থাকলেও পদত্যাগ করেননি গোপাল শেঠ। অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে পদত্যাগ করার জন্য সময় সীমা বেধে দেওয়া হয়েছে। বনগাঁ পৌরসভার এমন অস্থির পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সকালে পৌরসভার ঠিকাকর্মীরা নিজেদের বকেয়া টাকার প্রদানের দাবিতে পৌরসভার সামনেই অবস্থান বিক্ষোভে বসলেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের বকেয়া টাকা তারা পাননি। বর্তমান পৌর প্রধান গোপাল শেঠ কে বারংবার জানানো সত্বেও প্রতিশ্রুতি মিললেও মেলেনি বকেয়া টাকা। পৌরসভার তরফেও কোন সদতত্তর পাওয়া যায়নি। তাদের বকেয়া টাকা যতক্ষণ না পরিশোধ করা হবে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চালাবেন বলে জানিয়েছেন তারা। ঠিকাদারদের দাবি বর্তমান পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগের খবর পেতে দুশ্চিন্তায় পড়েছেন তারা চেয়ারম্যান পরিবর্তন হয়ে যাওয়ার পর তারা কার কাছে যাবেন। এ বিষয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুরেশ চন্দ্র হীরা জানিয়েছেন পৌরসভার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে আলোচনা করা হবে। অন্যদিকে এ বিষয়ে কটাক্ষ করেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, তিনি বলেন এই সরকার সাধারণ মানুষের টাকা খেয়ে বসে আছে কিভাবে ঠিকাদারদের টাকা দেবে। রাজ্যের কোথাও ঠিকাদাররা টাকা পাবে না।
147
comment0
Report
PDPradyut Das
Nov 13, 2025 15:02:34
Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গ গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমি ফাইনালে দলসিং পাড়া ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে ফাইনালে উঠল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব। জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ যৌথ পরিচালিত উত্তরবঙ্গ গোল্ডকাপ 2025 ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব বনাম আলিপুরদুয়ার দলসিং পাড়া ফুটবল একাডেমি খেলার ফলাফল কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব জয়ী হয়. কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব 2 ( গোল করেন পূজন সুব্বা এক গোল ও প্রণеш প্রধান এক গোল ) আলিপুরদুয়ার দলসিং পাড়া ফুটবল একাডেমি -1 গোল করেন বিকি থাপা ম্যান অফ দ্য ম্যাচ পূজন সুব্বা (কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব)
117
comment0
Report
PDPradyut Das
Nov 13, 2025 15:02:14
Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গ গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমি ফাইনালে দলসিং पাড়া ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে फাইনালে উঠল शिलिगুড়ির কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব। জলপাইগুড়ি ফুটবল অ্যাকাডেডමි ও इন্ডিয়ान স্পोर्टস গ্রুপ যৌথ পরিচালিত উত্তরবঙ্গ গোল্ডকাপ 2025 ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব বনাম আলিপুরদুয়ার দলসিং पাড়া ফুটবল অ্যাকাডেমি। খেলার ফলাফল: কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব জয়ী হয়েছে। কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব 2 গোল করেন পূজন সুব্বা এবং প্রণেশ প্রধান। আলিপুরদুয়ার দলসিং পাড়া ফুটবল অ্যাকাডেমি 1 গোল করেন বিকি থাপা। ম্যান অফ দ্য ম্যাচ: পূজন সুব্বা (কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব)। রিপোর্ট — প্রদ্যুত দাস (জলপাইগুড়ি)
146
comment0
Report
Advertisement
Back to top