Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

हावड़ा के विधायक के काम से लोग खुश, सड़कें सुधरने की उम्मीद बढ़ी

DGDebabrata Ghosh
Nov 14, 2025 08:50:03
Howrah, West Bengal
ভক্স পপ মধ্য় হাওড়া বিধানসভা কেন্দ্র। বিধায়কের কাজে খুশী এলাকার মানুষ। ডাকলে পাওয়া যায় বিধায়ককে। পরিষেবা ভালো। মহিলারা নিরাপদ। তবে রাস্তাঘাট আরো একটু ভালো হওয়া দরকার।bait..১.. বৈশাখী চ্যাটার্জী(৩৯)।স্কুল টিচার। ২..তনুজা বেরা(৪৮)।গৃহবধূ। ৩..সূপ্রভ বেরা(৩৮)।সফটওয়ার ইঞ্জিনিয়ার। ৪..সুলেখা নন্দী(৪৮)।ঠিকা কর্মী। ৫..দোলন ভট্টাচার্য(৬৮)।অবসরপ্রাপ্ত কর্মী। ৬..মৌ চ্যাটার্জী(৪৫)।বিউটি পার্লারের মালিক। ৭..নয়ন ঘোরুই(৫২)।টোটো চালক। ৮..বাবলু দাস(৭২)অবসরপ্রাপ্ত। ৯..কাশীনাথ সাধুখা(৮০)। ১০..সঞ্জয় গুপ্ত(৫২)।মাছ ব্যবসায়ী。
174
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Nov 14, 2025 10:24:01
Dinajpur, Rangpur Division:Dakshin Dinajpur Balurghat Assembly 1. পপি মাহাতো कॉलेजছাত্রী বালুরঘাট গার্লস কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রী বাড়ি স্ত্রী মহিনি এলাকায় মূলত কৃষক পরিবার থেকে উঠে আসা মধ্যবিত্ত ঘরের মেয়ে ভবিষ্যতে পড়াশোনা করে চাকরি করা লক্ষ্য 2. ইয়াসিন সরকার পেশায় ছোট ব্যবসায়ী অমৃত খন্ড গ্রাম এলাকায় বাড়ি পড়াশোনার পর চাকরি না পেয়ে ব্যবসা শুরু করেছেন গ্রামেই থাকেন。 3. অঙ্কিতা দাস কলকাতায় বেসরকারি সংস্থায় কর্মরত পড়াশোনা করার পর চাকরির সন্ধানে গ্রামের বাইরে যেতে হয়েছে উচ্চশিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা নতুন প্রজন্মের মেয়ে। 4. পীযূষ চক্রবর্তী ব্যবসাদার। ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে বালুরঘাট শহরের বাসিন্দা。 5. সুমন দাস, শিক্ষিত বেকার যুবক কিন্তু বর্তমানে ক্যাটারিং এর ব্যবসা করেন বালুরঘাট শহরের বাসিন্দা。 6. নারায়ণ কুন্ডু দীর্ঘদিনের বালুঘাট শহরেরই আদিবাসী বাসিন্দা
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 14, 2025 10:23:26
Kolkata, West Bengal:শর্ত সাপেক্ষে প্যারা টিচার দের শান্তিপূর্ণ অবস্থান করার অনুমতি আদালতের। অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ১৭ নভেম্বর থেকে ২৬ নভেম্বর শান্তিপূর্ণ অবস্থান করা যাবে। রোজ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত অবস্থান করতে পারবেন প্যারা টিচাররা। সাথে ৫০০ জনের বেশি অবস্থান করতে পারবে না। সেন্ট্রাল পার্ক লাগোয়া ফুটপাথে অবস্থান করা যাবে। ওয়েস্ট বেঙ্গল সাউন্ড কন্ট্রোল বোর্ডের নয়ম মেনে মাইক ব্যবহার করা যাবে। রাস্তা ব্লক করা যাবে না। সরকারি সম্পত্তি নষ্ট বা কোন ভাবে সরকারি আধিকারিক দের আক্রমণ করা যাবে না। হেট স্পিজ দেওয়া যাবে না। কম করে ৫ জন আয়োজকের ফোন নম্বর পুলিশকে দিয়ে রাখতে হবে।
0
comment0
Report
ABArup Basak
Nov 14, 2025 10:03:25
Mal Bazar, West Bengal:माल विधानसभा के काम-kरम पर बड़े हिस्से से लोगों की शिकायत है। कुछ लोग कह रहे हैं कि हालत ठीक है। आम लोगों की शिकायतें स्वास्थ्य व्यवस्था, शिक्षा ठीक नहीं है। पर्याप्त सड़क-घरों में रोशनी की व्यवस्था नहीं है, सभी जगह पानी की व्यवस्था नहीं। आगे मंत्री Buluchik Bodrak (बुलुचिक बोरैक) आदिवासी विकास विभाग के मंत्री द्वारा और अधिक काम कर सकते थे। चाबागान के कुछ लोग कह रहे हैं बागान के सड़क-घाटक हुए, लाइट आई है, Health केंद्र भी नया बना है। बाइट ১) ऑरिज़ी चট্টर्जि अभृतिकार। ২) सौरभ सेनगुप्त। व्यवसायी। ৩) ओम नारायण खेस, चाबাগान के निवासी। ৪) फिरोज खान सामान्य व्यक्ति। ५) शिक्षक দীপাঞ্জন घोष।
26
comment0
Report
CDChittaranjan Das
Nov 14, 2025 10:02:44
77
comment0
Report
KMKIRAN MANNA
Nov 14, 2025 10:01:58
Dihierench, West Bengal:নন্দীগ্রাম চায় উন্নয়নের ধারাবাহিকতা, অধিকাংশের আস্থা শুভেন্দু অধিকারীর প্রতি পূর্ব মেদিনীপুরের ২১০-নম্বর নন্দীগ্রাম বিধানসভা, যার বর্তমান বিধায়ক বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী। এলাকায় রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিকাঠাঠো, পানীয় জলের অভাব, জলনিকাশি ও রেলপথ—এই সবই এখন নন্দীগ্রামের প্রধান ইস্যু। মানুষের মতামত বলছে, এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এই বিষয়গুলিতেই জরুরি পদক্ষেপ প্রয়োজন। জনমতের ভিত্তিতে দেখা যাচ্ছে, প্রায় ৪৫ শতাংশ মানুষ বিধায়কের কাজে সন্তুষ্ট। তাদের মতে, বিরোধীদলে থেকেও শুভেন্দু অধিকারী যথাসাধ্য চেষ্টা করছেন। অন্যদিকে ২৫ শতাংশ মানুষ মনে করছেন, বিরোধীদলে থাকার কারণে কাজ আটকে যাচ্ছে। বিধায়ক চেষ্টা করলেও প্রশাসনিক বাধায় উন্নয়নের গতি থমকে আছে। প্রায় ৩০ শতাংশ মানুষ মনে করছেন রাজনীতি বজায় রাখতে স্বৈরাচারী কাজ করে চলেছেন।তাই তাদের মতে, বদলের প্রয়োজন রয়েছে। নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁরা বক্তব্যে যা জানিয়েছেন— ১) রঞ্জন বেরা, শিক্ষক, রেয়াপাড়া (১:১৪) ২) নিতাই কুমার ভূঁইয়া, শিক্ষক, বিরুলিয়া (১:১৮) ৩)-৪) গোপাল বেরা, টোটোচালক এবং খোকন মান্না, ডাব ব্যবসায়ী, সামসাবাদ (৩:০২) ৫) সুরজিৎ গিরি, বাসচালক, নন্দীগ্রাম বাজার (২:১৯) ৬) দেবব্রত হাজরা, চাষীবাসী (১:২৩) ৭) শিবানী শীট, গৃহবধূ, নন্দীগ্রাম বাজার (১:২৩) ৮) লক্ষণ বাগ, হোটেল ব্যবসায়ী, নন্দীগ্রাম বাজার (৪৬ সেকেন্ড) ৯) জয়দেব মন্ডল, তেখালি (৫১ সেকেন্ড) সব মিলিয়ে, নন্দীগ্রামবাসীর বড় অংশ চান—উন্নয়নের স্বার্থে শুভেন্দু অধিকারীই থাকুন বিধায়কের দায়িত্বে।
94
comment0
Report
BSBhabananda Singha
Nov 14, 2025 10:01:36
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জে SIR ফর্ম নিয়ে তোলপাড়! স্কুলে বসে BLO–র ফর্ম বিলি—বদলাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ? বাড়ি বাড়ি না গিয়ে বুথে বসেই এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও - এমনই অভিযোগ তাও আবার শাসক নেতার মুখে! রাজ্যজুড়ে যখন কমিশন নিযুক্ত বিএলওদের উপর বিজেপির প্রভাব নিয়ে তোলপাড়া রাজনীতি, ঠিক তখনই রায়গঞ্জে যেনো উলোটপুরাণ। রায়গঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ৮৭ নং বুথের বিএলও শিবশঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগে সরব রায়গঞ্জ পুরসভার প্রাক্তন প্রশাসক মন্ডলীর সদস্য তথা ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর সাধন কুমার বর্মন। তার দাবী, বারংবার ওই বিএলওকে ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম বিলি করার অনুরোধ করলেও তিনি শুনছেন না। বরং ভোটারদের তুলসীতলা প্রাথমিক বিদ্যালয়ে তার বুথে ডেকে নিয়ে ফর্ম দিচ্ছেন। অথচ ওই ওয়ার্ডের বাকি ৩ বিএলওরা নিয়ম মাফিকই কাজ করছেন। আসলে তিনি কংগ্রেস দলের সঙ্গে জড়িত জন্যেই এমনটা করছেন বলে তৃণমুলের সাধন বর্মনের অভিযোগ। এদিকে ওই বুথে গিয়ে দেখা গেলো ৮৭ নং বুথের বিএলও শিব শঙ্কর ঘোষ তার নিজের বুথেই ফর্ম নিয়ে বসে আছেন। সঙ্গে রয়েছেন বিএলএ-টুরাও। শুধু তাইই নয়, স্থানীয় ভোটাররাও ওই বুথে এসেই ফর্ম নিয়ে যাচ্ছেন বিএলও-র থেকে। যদিও ক্যামেরা দেখেই দরজা জানালা বন্ধ করে হাতে ফর্ম-তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন বিএলও, অবশ্য তার সঙ্গী হলেন শাসক বিরোধী সব রাজনৈতিক দলের বিএলএ-টুরাও। স্থানীয় বাসিন্দা অশোক মাহাতো জানান, “শুনলাম স্কুলে BLO আছেন। পাড়ার বহু মানুষ এখান থেকেই ফর্ম নিয়ে গেছে, তাই আমিও এলাম।” যদিও অভিযুক্ত BLO শিবশঙ্কর ঘোষ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, “দু’একজন বাড়িতে না থাকার কারণে স্কুলে এসে ফর্ম নিয়েছেন। আমি নিয়ম মেনেই বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছি।” অন্যদিকে, কংগ্রেস নেতা সৌভিক রায়ের দাবি, BLO–কে শাসক দলের প্রভাবিত করা সম্ভব না হওয়াতেই এই অভিযোগ তোলা হচ্ছে। তার কথায়, “সাধারণ মানুষের কোনও অভিযোগ নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।” বিজেপির পদাধিকারী সাধন ঘোষও তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন। তার বক্তব্য, “শুধু এই বুথ নয়, বহু বুথেই তৃণমূল প্রভাব খাটিয়ে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরির চেষ্টা করছে। আমাদের BLA2–রা প্রতিটি বুথে নজর রাখছে। যে কোনো মূল্যে সঠিক ভোটার তালিকা তৈরি করে দেখাব আমরা।” সব মিলিয়ে জোরালো প্রশ্ন—কংগ্রেসের ‘আতুরঘর’ রায়গঞ্জে কি সত্যিই পাল্টে যাচ্ছে রাজনৈতিক হাওয়া? হারানো জমি কি ফের তুলে আনছে কংগ্রেস? নাকি এখনও তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপিই? প্রশ্ন খুব বেশি… উত্তর দেবে আগামী দিনই। বাইটঃ ১) সাধন কুমার বর্মন (তৃনমুল নেতা) ২) অশোক মাহাতো (নাগরিক) ৩) শিব শঙ্কর ঘোষ (BLO) ৪) সৌভিক রায় (কংগ্রেস নেতা) ৫) সাধন ঘোষ (বিজেপি নেতা)
100
comment0
Report
ALArup Laha
Nov 14, 2025 10:01:13
Belna, West Bengal: গুরুত্বপূর্ণ: বিধানসভা ভিত্তিক করতে হবে। কাল দুপুর ২ টার মধ্যে সকলকে পাঠাতে হবে। ৮ থেকে ১০ জনের ভক্সপপ ( সংশ্লিষ্ট ব্যাক্তির নাম, বয়স, আর্থ সামাজিক অবস্থান লিখে পাঠাতে হবে ) প্রশ্ন ১: আপনার বিধানসভা এলাকার মধ্যে এখন প্রয়োজন ঠিক কিসের? ২: বিধানসভা এলাকায় মূল সমস্যা কি? ৩: আপনার বিধানসভা এলাকায় মূল ইস্যু কি? ৪: আপনি বিধায়কের কাজে খুশি? ৫: এলাকার শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ বেসিক পরিষেবা নিয়ে খুশি? বাইট ১।তমাল কৃষ্ণ দত্ত (৭০)মধ্যবিত্ত, বাইট ২।গুরুপদ যশ(৬৯)মধ্যবিত্ত, বাইট ৩।তারক নাথ ব্যানার্জী(৩০)মধ্যবিত্ত, বাইট ৪।দীপক ঘোষাল (৫৬) মধ্যবিত্ত, বাইট ৫।রজনীকান্ত গুপ্ত(৪৪)মধ্যবিত্ত, বাইট ৬।সৌম্যজিৎ কুণ্ডু(২৮)মধ্যবিত্ত, বাইট ৭।সুব্রত পাল(৫২)মধ্যবিত্ত, বাইট ৮।নবকুমার দাস(৪৫)মধ্যবিত্ত। 141125ZG_BWN_VOX
88
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 14, 2025 09:36:22
Arambag, West Bengal:আরামবাগঃ১৪ নভেম্বর -------------------------------------------- আরামবাগ বিধানসভা।ভক্সপপ। ১) বিকাশ চন্দ্র রায়, পেশায় শিক্ষক।আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক। বয়স উনষাট। আর্থিক দিক দিকে ভালোই স্বচ্ছ্বল。 ২)সন্দীপ দাস--একজন খুদ্র ব্যবসায়ী।বয়স ৪২।আর্থিক দিক দিয়ে নিম্ন মধ্যবিত্ত।চলে যায় যা আয় হয়。 ৩)সৌরভ অধিকারি---বয়স সাতচল্লিশ। পেশায় ব্যবসায়ী。 মধ্যবিত্ত পরিবার।আর্থিক দিক থেকে স্বচ্ছল。 ৪)শ্যামাপদ হালদার,বয়স পঞ্চাশ।ডেকরেটিং এর ব্যবসা করেন।ব্যবসা ভালো চলে।আर्थिक ভাবে স্বচ্ছল。 ৫) নিতাই ব্যানার্জি, বয়স ৬১। চাষ বাস করেন।জমি আছে ভালোই।পাশাপাশি একটি নার্সারি স্কুলে চাকরি করেন।আর্থিক অবস্থা ভালো। ৬)তমোঘ্ন দাঁ,বয়স ৩৫। ফুলের ব্যবসা করেন।নিম্ন মধ্যবিত্ত পরিবার。চলে যায় যা আয় হয়。 ৭)আদিত্য কুমার খাঁ,বয়স তেষট্টি।অবসর প্রাপ্ত শিক্ষক।আর্থিক ভাবে স্বচ্ছল。 ৮)বিশ্বজ্যোতি মন্ডল,বয়স তেত্রিশ। একজন প্রান্তিক চাষী।চাষ থেকে যা হয় খোড়াকি সহ চলে যায় অন্যান্য খরচ。
103
comment0
Report
ALArup Laha
Nov 14, 2025 09:35:52
Belna, West Bengal:গুরুত্বপূর্ণ: বিধানসভা ভিত্তিক করতে হবে। কাল দুপুর ২ টার মধ্যে সকলকে পাঠাতে হবে। ৮ থেকে ১০ জনের ভক্সপপ ( সংশ্লিষ্ট ব্যাক্তির নাম, বয়স, আর্থ সামাজিক অবস্থান লিখে পাঠাতে হবে ) প্রশ্ন ১: আপনার বিধানসভা এলাকায় এখন প্রয়োজন ঠিক কিসের? ২: বিধানসভা এলাকায় মূল সমস্যা কি? ৩: আপনার বিধানসভা এলাকায় মূল ইস্যু কি? ৪: আপনি বিধায়কের কাজে খুশি? ৫: এলাকায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ বেসিক পরিষেবা নিয়ে খুশি? বাইট ১।তমাল কৃষ্ণ দত্ত (৭০)মধ্যবিত্ত, বাইট ২।গুরুপদ যশ(৬৯)মধ্যবিত্ত, বাইট ৩।তারক নাথ ব্যানার্জী(৩০)মধ্যবিত্ত, বাইট ৪।দীপক ঘোষাল (৫৬) মধ্যবিত্ত, বাইট ৫।রজনীকান্ত গুপ্ত(৪৪)মধ্যবিত্ত, বাইট ৬।সৌম্যজিৎ কুণ্ডু(২৮)মধ্যবিত্ত, বাইট ৭।সুব্রত পাল(৫২)মধ্যবিত্ত, বাইট ৮।নবকুমার দাস(৪৫)মধ্যবিত্ত।
148
comment0
Report
Advertisement
Back to top