Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

मिथुन चक्रवर्ती: हर चुनाव उनका एसिड टेस्ट, भारत बांग्लादेश जैसा बना तो मुश्किल

DGDebabrata Ghosh
Nov 01, 2025 14:03:54
Howrah, West Bengal
হাওড়ায় বিজেপির কর্মী সম্মেলনে মিঠুন চক্রবর্তী। তিনি বলেন প্রতিটি নির্বাচন তাদের কাছে এসিড টেস্ট। কর্মীদের লড়াই করতে হবে। দেশটা যদি বাংলাদেশের মতো হয়ে যায় তাহলে তো খুবই সমস্যার। তৃণমূলের নাম না করে বলেন এস আই আর এর বিরুদ্ধে কেনো লড়াই করছে। এস আই আর হলে অভারতীয়রা বাদ যাবে। তাহলে কি অভারতীয়দের সমর্থন করা হচ্ছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPartha Chowdhury
Nov 01, 2025 16:46:30
Bardhaman, West Bengal:শাসকদলের বিধায়কের এলাকাতেই নিযুক্ত এক বি. এল. ও বিধায়ক ঘনিষ্ঠ। তিনি দলের হয়ে কলকাতার মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন। এই চাঞ্চল্যকর দাবি জেলা বিজেপি'র। শনিবার এই মর্মে দাবি জানাল বিজেপি। তাদের দাবি, 'ওই বি. এল. ও.  তৃণমূল কর্মী, বিধায়ক ঘনিষ্ঠ তাই তাকে ঐ পদ থেকে সরাতে হবে।' এই দাবি তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। অন্যদিকে, ' সব বি. এল. ও রা কোনও না কোন রাজনৈতিক দলের সাপোর্টার। তাকে ডিউটি দিয়েছে, সে করবে' বলে পাল্টা দাবি বিধায়কের。 জানা গেছে, বर्धমান দক্ষিনণ বিধানসভা কেন্দ্রের রথতলা মনোহর দাস বিদ্যানিকেতনের ১৬৬ নং বুথে  বি.এল.ও নিযুক্ত হয়েছেন ষষ্টী কোড়া। তিনি পুরসভার কর্মী。 এদিন তার বিরুদ্ধে সরব হয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তায়ের অভিযোগ, ষষ্ঠী কোড়া তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিলে তাকে দেখা যায়। এমনকি বিধায়ক খোকন দাসের হয়ে তাকে প্রচারও করতে দেখা যায়।' বিজেপির আরও অভিযোগ, ' তৃণমূল বিধায়ক তৃণমূল কর্মীদের নাম সুপারিশ করেছেন বলেই এই নাম তালিকায় ঢোকানো হয়েছে। এদের দিয়ে এস.আই.আরের কাজ ঠিকমতো হবে না। এরা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবে। তাই আমরা এর পরিবর্তন চাই।' ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে মেল মারফত অভিযোগ জানান হয়েছে বলে জানান বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা。 এদিকে এই অভিযোগ সম্পর্কে বিধায়ক খোকন দাস বলেন, বি.এল.ও রা কোনও না কোন দলের সমর্থক হতে পারে। বাংলার প্রত্যেকটা মানুষই কোন না কোন দলের সমর্থক। তিনি স্বীকার করে নেন, 'ষষ্ঠী কোড়া তৃণমূল সমর্থক। তবে সে কোন মিটিং মিছিলে বক্তৃতা করে না। সে সরকারি কর্মচারী। তাকে ডিউটি দিয়েছে, তাই সে করবে। বিজেপির অভিযোগ খন্ডন করে বিধায়কের দাবি, বি.এল.ও নিয়োগ নিয়ে আমার কোন্ ভূমিকা নেই। তবে আমাদের লোকেরা বি.এল.ও দের সাথে যাবে যাতে একটাও নাম বাদ না যায়।' যার বিরুদ্ধে অভিযোগ সেই বি.এল.ও ষষ্ঠী কোড়া বলেন,আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি। আজ ট্রেনিংএ গিয়ে জানতে পারি, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমি বर्धমান পৌরসভার ক্লার্ক পদে কর্মরত। নির্বাচন কমিশনের নির্দেশ মত কাজ করছি। আগামীতে নির্বাচন কমিশনের অর্ডার মেনে কাজ করবো। তিনি জানান, তার অনেকটাই কাজ এগিয়ে গেছে। নির্দেশ মেনেই কাজ করেছেন তিনি。 তার আরও দাবি, পুরসভার কর্মী হিসেবে তিনি খুব ব্যস্ত থাকেন। বিধায়ক তার নাম সুপারিশ করেছেন কী না, তার জানা নেই। তবে তিনি স্বীকার করে নেন, শাসকদলের মিটিং মিছিল হলে আগে তাতে তিনি যোগ দিয়েছেন。 প্রসঙ্গত, এবারই প্রথম বি.এল.ও র দ্বায়িত্ব পেয়েছেন。 সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
0
comment0
Report
PCPartha Chowdhury
Nov 01, 2025 16:16:09
Bardhaman, West Bengal:শাসকদলের বিধায়কের এলাকাতেই নিযুক্ত এক বি. এল. ও বিধায়ক ঘনিষ্ঠ। তিনি দলের হয়ে কলকাতার মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন। এই চাঞ্চল্যকর দাবি জেলা বিজেপি'র। শনিবার এই মর্মে দাবি জানাল বিজেপি। তাদের দাবি, 'ওই বি. এল. ও.  তৃণমূল কর্মী, বিধায়ক ঘনিষ্ঠ তাই তাকে ঐ পদ থেকে সরাতে হবে।’ এই দাবি তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। অন্যদিকে, ' সব বি. এল. ও রা কোনো না কোন রাজনৈতিক দলের সাপোর্টার। তাকে ডিউটি দিয়েছে, সে করবে’ বলে পাল্টা দাবি বিধায়কের। জানা গেছে, বর্ধমান দক্ষিনণ বিধানসভা কেন্দ্রের রথতলা মনোহর দাস বিদ্যানিকেতনের ১৬৬ নং বুথে  বি.এল.ও নিযুক্ত হয়েছেন ষষ্ঠী কোড়া। তিনি পুরসভার কর্মী। এদিন তার বিরুদ্ধে সরব হয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা’য়ের অভিযোগ, ষষ্ঠী কোড়া তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিলেই তাকে দেখা যায়। এমনকি বিধায়ক খোকন দাসের হয়ে তাকে প্রচারও করতে দেখা যায়।’ বিজেপির আরও অভিযোগ, ‘তৃণমূল বিধায়ক তৃণমূল কর্মীদের নাম সুপারিশ করেছেন বলেই এই নাম তালিকায় ঢোকানো হয়েছে। এদের দিয়ে এস.আই.আরের কাজ ঠিকমতো হবে না। এরা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবে। তাই আমরা এর পরিবর্তন চাই।’ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে মেল মারফত অভিযোগ জানিয়েছেন বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। এদিকে এই অভিযোগ সম্পর্কে বিধায়ক খোকন দাস বলেন, বি.এল.ও রা কোনো না কোন দলের সমর্থক হতে পারে। বাংলার প্রত্যেকটা মানুষই কোনো না কোন দলের সমর্থক। তিনি স্বীকার করে নেন, 'ষষ্ঠী কোড়া তৃণমূল সমর্থক। তবে তিনি কোনো মিটিং মিছিলেই বক্তৃতা করেন না। তিনি সরকারি কর্মচারী। তাকে ডিউটি দিয়েছে, তাই তিনি করবেন। বিজেপির অভিযোগ খন্ডন করে বিধায়কের দাবি, বি.এল.ও নিয়োগ নিয়ে আমার কোনো ভূমিকা নেই। তবে আমাদের লোকেরা বি.এল.ও দের সাথে যাবে যাতে একটাও নাম বাদ না যায়।’ যার বিরুদ্ধে অভিযোগ সেই বি.এল.ও ষষ্ঠী কোড়া বলেন, আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি। আজ ট্রেনিংএ গিয়ে জানতে পারি, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমি বর্ধমান পৌরসভার ক্লার্ক পদে কর্মরত। নির্বাচন কমিশনের নির্দেশ মত কাজ করছি। আগামীতে নির্বাচন কমিশনের অর্ডার মেনে কাজ করবো। তিনি জানান, তার অনেকটাই কাজ এগিয়ে গেছে। নির্দেশ মেনেই কাজ করেছেন তিনি। তিনি আরও দাবি, পুরসভার কর্মী হিসেবে তিনি খুব ব্যস্ত থাকেন। বিধায়ক তার নাম সুপারিশ করেছেন কী না, তা তিনি জানেন না। তবে তিনি স্বীকার করেন, শাসকদলের মিটিং মিছিল হলে আগে তাতে তিনি যোগ দিয়েছিলেন।প্রসঙ্গত, এবারই প্রথম বি.এল.ও.r দ্বায়িত্ব পেয়েছেন।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 01, 2025 15:05:47
Dihierench, West Bengal:নন্দীগ্রামে অভিষেক দাঁড়াক। তাকে হারিয়ে ছাড়বো বললেন শুভেন্দু। ১ কোটি করে টাকা দিলে ও নন্দীগ্রামের কোন হিন্দু মমতা কে ও ভোট দেয়নি তার ভাইপো কে এখানে যদি Standing কিন্তু… ওর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক। আমি চাই। ওকে এখানে হারাবো। ওর বড়টাকে ওখানে হারাবো। আজ নন্দীগ্রামের বিরুলিয়া মৃত পরিযায়ী শ্রমিক ভীম চরণ বারিকের বাড়িতে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য এই ভীম চরণ বারিক ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তার দেহ আনতে পেরেছিল না পরিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তার দেহ বাড়িতে পৌঁছে দিয়েছিল। তৃণমূলের পক্ষে অভিযোগ করা হয়েছিল শুভেন্দু অধিকারী নির্বাচনী ক্ষেত্র হলেও তার বাড়তে কোন খোঁজ খবর নেয়নি। তাই আজ বিরোধী দলনেতা তার বাড়িতে পৌঁছে খোঁজ খবর নিলেন শুধু তাই নয় তৃণমূল মিথ্যে অভিযোগ করেছিল ভীমচরনের দাহ করার দিন বিজেপির কর্মীরাই দাহ করেছিল। বলে দাবি বিজেপির।। বাইক শুভেন্দু অধিকারী।
0
comment0
Report
ALArup Laha
Nov 01, 2025 15:05:11
Belna, West Bengal:ডায়রিয়ায় আক্রান্ত আবাসিক পড়ুয়ারা।আক্রান্তদের ভর্তি করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি নববিয়া মাদ্রাসায় ডায়রিয়ার প্রকোপে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার প্রায় ৬০ জন আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রায় দু’শো জন আবাসিক পড়ুয়া নিয়ে পরিচালিত হয় মাদ্রাসাটি। শনিবার সকাল থেকেই একের পর এক পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। জ্বর, পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা যায় তাদের মধ্যে। বিকেলের পর থেকে অসুস্থের সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।স্থানীয়রা, পুলিশ ও শিক্ষকরা মিলে তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করে শনিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, অধিকাংশই স্থিতিশীল অবস্থায় রয়েছে, তবে কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাতে ৭ জন আক্রান্তকে স্থানান্তরিত করা হয় বर्धমান মেডিকেল কলেজ হাসপাতালে।
0
comment0
Report
ALArup Laha
Nov 01, 2025 15:04:56
Belna, West Bengal:পরিত্যক্ত দোতলা বাড়িতে আগুন লাগলো ভর সন্ধ্যায়।শনিবার বর্ধমান শহরের জিটি রোডের পুলিশ লাইন বাজারের কাছে পূর্বাচল পাড়ায় আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকলের গাড়ি পাড়ার ভিতরে ঢুকতে পারে নি।তবে শেষ পর্যন্ত এলাকার বাসিন্দাদের কাছ থেকে বালতি করে জল নিয়ে গিয়ে আগুন নেভায় দমকলকর্মীরা।স্থানীয়রা পরিত্যক্ত দোতলার উপরের ঘর থেকে আগুনের ফুলকি দেখতে পেয়ে পুলিশকে জানায়। বছর ১৫ ধরে এই বাড়িটি এইভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। কে মালিক তাও পড়শিরা জানেন না।তারা বলেন,প্রায় প্রতিদিনই বাইরে থেকে বেশ কিছু ছেলে বাড়িতে ঢোকে ও অসামাজিক কাজকর্ম চালায়।বাড়িতে বিদ্যুতের সংযোগও দীর্ঘদিন ধরে কাটা আছে।।বহিরাগতরা কখনো দিনে আবার কখনো রাতদুপুরে ঢুকে আড্ডা মারে, নেশার আসর বসায়। এই নিয়ে পাড়ার বাসিন্দারা বেশ কয়েকবার স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে জানায়।তবু বেপরোয়া যুবকদের দৌরাত্ম্য আটকানো যায় নি।এলাকার বাসিন্দা ডিকেন্স চক্রবর্তী বলেন, আজ বিকেলেও কয়েকজন আসে।তারা বাড়ি থেকে চলে যাওয়ার পরই ধোঁয়া বের হতে শুরু করে। বাড়ির ভিতরে থাকা তোষকে আগুন লাগে।বাড়িতে তেমন কোন আসবাশপত্র না থাকায় আগুন ছড়ায় নি।দমকলের আধিকারিক রঞ্জন পতিহার বলেন,আগুন লাগার কারণ তারা খতিয়ে দেখছেন। তবে বাড়ির বিছানায় আগুন লেগেছিল। আমাদের গাড়ি ঢুকতে পারে নি রাস্তা সংকীর্ণ হওয়ায়।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 01, 2025 14:05:23
Kolkata, West Bengal:দক্ষিণ কলকাতার একবালপুর এ BLo নিয়ে মিটিং করলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম ববি আমাদের দল দিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেসে বলবে আমরা সবাই রাস্তায় থাকবো একটাও যাতে জেনুইন ভোটার না বাত যায় সেটা দেখা তার দায়িত্ব আমাদের।আজকে মিটিং করলাম প্রচুর ফ্যামিলি দেখা যাচ্ছে যারা ২০০২ সালে ভোট দিয়েছে অথচ তাদের নাম নেই। সেগুলোকে বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত করা হচ্ছে এবং বাদবাকি প্রসেস ঠিকমতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা হচ্ছে। প্রশ্ন = আজকের BLO দের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিক্ষোভ পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দেননি। কঙ্কাল উদ্ধার নিয়ে বলেন এটা পুলিশ পুরো খতিয়ে দেখছে। ওখানে কিভাবে বডি গেল, কোন মিসিং ডায়েরি আছে কিনা? গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ। সমিক ভট্টাচার্যের বক্তব্য নিয়ে বললেন পাগল কিনা বলে ছাগলে কিনা খায়。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 01, 2025 14:04:56
Howrah, West Bengal:অন্যান্য জেলার মতো হাওড়াতেও শুরু হয়েছে বিএলও প্রশিক্ষণ।অনেকেই এস আই আর এর কাজ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।কারন এস আই আর নিয়ে যেভাবে রাজনৈতিক উত্তাপ বাড়ছে তাতে ঝামেলা হবার সম্ভাবনা আছে বলে মনে করছেন কিছু প্রশিক্ষণরত বি এল ও।তারা চাইছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা যেনো ঠিক মতো করা হয়।যেদিন জগৎবল্লভপুর,ডোমজুড় সার্কেলের শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ নেন।কিভাবে বাড়ি বাড়ি ফর্ম বিলি করা হবে এবং সংগ্রহ করা হবে সে সম্পর্কে তাদের বলা হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন তাদের অনেকের বাড়ি দূরে হওয়ায় স্কুলে পঠন পাঠনের পর বিএলও র কাজ করতে অসুবিধা হবে। তাই বাড়ির কাছে তাদের বিএলও র কাজের দায়িত্ব দেওয়া হোক। যাতে এক মাসের মধ্যে কাজটা সম্পন্ন করতে পারেন।বাইট..১..বাসন্তী ঘোষ দাস ২..সুমনা জাঠি(প্রশিক্ষণরত বি এল ও)
0
comment0
Report
ABArup Basak
Nov 01, 2025 14:04:29
Mal Bazar, West Bengal:নিত্যদিন সাইবার প্রতারণা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সাইবার প্রতারণার ফাঁদে ছাত্র-ছাত্রী সহ যুবসমাজ ও বয়স্করাও আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। সাইবার প্রতারনার হাত থেকে রক্ষার্থে ইতিমধ্যেই বিভিন্ন সময়ে একাধিক সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, সচেতনতা মূলক বার্তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। তেমনভাবেই এদিন মালবাজার শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয় মাল আদর্শ বিদ্যাভবনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো সাইবার প্রতারণার হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে এবং সাইবার ক্রাইম সংক্রান্ত একটি সচেতনতামূলক শিবির। মালবাজার শহরে গড়ে ওঠা অভিভাবক মঞ্চ এবং সশস্ত্র সীমা বলের 46th ব্যাটালিয়ানের যৌথ উদ্যোগে এদিনের সচেতনতা শিবিরটি আয়োজিত হয়। সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিনের শিবিরে আলোচনা করেন সশস্ত্র সীমা বল 46th ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পুষ্পেন্দু প্রতাপ সিং। অডিও ভিজুয়াল এর মাধ্যমে সাইবার প্রতারণা সংক্রান্ত বিভিন্ন তথ্য পড়ুয়াদের সামনে তুলে ধরেন এবং আলোচনা করেন। প্রসঙ্গত অভিভাবক মঞ্চের সম্পাদক দীপঙ্কর সরকার জানালেন, বর্তমান সময়কালে চলমান সমস্যা সাইবার প্রতারণা। ছোট থেকে বড় সকলেই কমবেশি সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। কখনো সম্মানহানি কর পরিস্থিতি আবার কখনো আর্থিক ক্ষতি সহ একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে অনেকেই। সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষার্থে অভিভাবক মঞ্চ এবং সশস্ত্র সীমা বল এর যৌথ উদ্যোগে এদিনের সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠিত শিবিরে সশস্ত্র সীমা বলের অন্যান্য আধিকারিক সহ অভিভাবক মঞ্চের সদস্যরা উপস্থিত হয়েছিলেন। এদিনের এই শিবির থেকে উপস্থিত পড়ুয়াদের মধ্যে দারুন সারা পড়ে।
0
comment0
Report
Advertisement
Back to top