Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

बिहार विधानसभा चुनाव में NDA की बढ़त, भाजपा का जश्न शोढ़ाफ़ुली में

BSBidhan Sarkar
Nov 14, 2025 09:15:50
Chinsurah, West Bengal
বিহারের নির্বাচনের ফল ঘোষনা, বিজেপির সেলিব্রেশন শেওড়াফুলিতে।লাড্ডু বিলি,গেরুয়া আবিরে মাতলো বিজেপি কার্যকর্তারা। হাতে বিহার পারলো বাংলাও পারবে লেখা পোস্টার। দু দফায় ভোট গ্রহণ হয়েছে এবার বিহারে। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২।ইভিএম খুলতেই ট্রেন্ড স্পষ্ট, আরেকবার ক্ষমতায় আসতে চলেছে NDA। পাশাপাশি বিহারে গেরুয়া ঝড়। জেডিইউ, আরজেডির মতো আঞ্চলিক রাজনৈতিক দলকে পিছনে রেখে বিহারে এখন সবথেকে এগিয়ে বিজেপি। একক দল হিসাবেও এগিয়ে রয়েছে বিজেপি। সেই আনন্দে শেওড়াফুলি জিটি রোড উদয়ন সিনেমার সামনে বিজেপির তরফ থেকে পথ চলতি মানুষকে লাড্ডুবিলি, ও আবিরে মাতলেন বিজেপির কার্যকর্তারা। সঙ্গে রয়েছে বিহার পারল বাংলাও পারবে লেখা পোস্টার。
188
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Nov 14, 2025 11:01:48
Arambag, West Bengal:আরামবাগঃ১৪ নভেম্বর রাজা রামমোহনের জন্মভূমিতে শিশু দিবসেই শিশুুর পাতেই খাবার নেই! খুব্ধ গ্রামবাসীরা। কোথায় গেল সরকারী বরাদ্দকৃত অঙ্গনওয়াড়ির খাবার? কেন মিলবে না পরিষেবা? গ্রামবাসীদের প্রশ্নের মুখে সেন্টারের দিদিমনির সটান জবাব,সব খেয়ে নিয়েছি....! পোকা ধরা চালে হলুদ জলে খিচুড়ি! কেন নেই ডিম! সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু দিবসের দিনেও পুষ্টি চুরি ! রাজা রামমোহন রায়ের জন্মভূমি খানাকুলের রামমোহন ২ গ্রাম পঞ্চায়েতের মইখণ্ড গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমন অবস্থায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। গ্রামবাসীরা প্রতিবাদ করলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সেন্টার ছেড়ে পালিয়ে যান। অভিযোগ ছোট ছোট বাচ্চা শিশুদের খাবারে পোকা থাকে। মাঝেমধ্যে ডিম দেওয়া হয়। এভাবেই চলছে খানাকুলের রামমোহন ২ পঞ্চায়েতের মইখন্ড গ্রামের অঙ্গনওয়াড়ি। রাজা রামমোহন রায়ের জন্মভূমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভাঙাচোরা ঘর,মেলেনা সঠিক খাবার,অস্বাস্থ্যকর পরিবেশের মাঝেই দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়িটি চললেও কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এলাকাবাসulados দাবী, গ্রামের একচিলতে চালা ঘরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলে রান্নার কাজ। নেই পানীয় জলের ব্যবস্থাও। সেইসাথে রান্না করা খাবারও সঠিকভাবে মেলেনা,মিললেও তার মান অত্যন্ত খারাপ। কেন এই পরিস্থিতি হবে? অঙ্গনওয়াড়ির জন্য বরাদ্দ সরকারী অনুদান কোথায় যাচ্ছে? এই প্রশ্নে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। তাই দ্রুত পরিস্থিতি পরিবর্তন করে অঙ্গনওয়াড়িটির হাল ফেরানোর দাবী জানিয়েছেন তারা। স্থানীয় পঞ্চায়েত সদস্যা বলছেন,খতিয়ে দেখছি। কিন্তু কতদিনে সেই কাজ হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
73
comment0
Report
NHNantu Hazra
Nov 14, 2025 11:00:49
Salt Lake City, Utah:The 72nd All India Cooperative Week was celebrated by Samata Cooperative Development Bank. The event was started by hoisting the flag at the main branch of Karunamayi, Salt Lake. ৭২ তম অল ইন্ডিয়া কোঅপারেটিভ সপ্তাহ পালন করা হলো সমতা ও অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে। সটলেক করুণাময়ের মেইন ব্রাঞ্চে পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানটির সূচনা করা হয়। দেবাশীষ ভট্টাচাৰ্য ( CEO, সমতা কো অপারেটিভ ব্যাংক ) জানান.... সারা ভারতবর্ষ ব্যাপী যে সমবায় সপ্তাহ শুরু হয়েছে সেটা পালন করা হচ্ছে। পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হল এটা 6 দিন ধরে চলবে। বিধান নগর পূর্ব থানার আইসি এবং সাইবার ক্রাইম থানার আইসি তারা আসবেন এসে সাইবার ক্রাইম ফর এবং ব্যাংক প্রতারণা সম্পর্কে মানুষকে সচেতন করবেন স্থানীয় মানুষ এবং কাস্টমারদের। এবং বাকি যে ব্রাঞ্চ গুলো আছে সেখানেও নানান কর্মসূচি করা হবে এই 6 দিন ধরে।
56
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 14, 2025 10:50:18
Kolkata, West Bengal:ফর্ম বিলি ও জমা নেওয়ার পাশাপাশি ডেটা এন্ট্রি করতে হবে এই নিয়েই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রীয় বি এল ওদের বিক্ষোভ। বিধানসভার চার্জ অফিসে বিক্ষোভ। তারা ডেটা এন্ট্রি করতে পারবে না। এই নিয়ে ই আর ও-কে স্মারকলিপি বি এল ও-দের। তাদের দাবি আগে বলা হয়েছিল শুধুমাত্র ফর্ম বিলি করা ও ফর্ম জমা নেওয়ার কাজ করতে হবে। এখন তাদের কাছে নতুন নির্দেশ এসেছে ডেটা এন্ট্রিও করতে হবে। তারা ডেটা এন্ট্রি করতে পারবে না। বারবার নানান প্রস্তুতি দেওয়া হলেও তা পূরণ করা হচ্ছে না। বি এল ও-রা প্রশ্ন তুলছেন এত তড়িঘড়ি কিসের জন্য এস আই আর করা হচ্ছে। ধীরে সুস্থায় করলে কাজটাও ভালো হতো বলে দাবি তাদের। এই দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে কোনোভাবেই তারা কাজ করবে না।
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 14, 2025 10:50:04
Durgapur, West Bengal:*চার জেলায় ৫ হাজার ৬২০ কোটি টাকা বিনিয়োগ, সিনার্জি সম্মেলন থেকে ঘোষণা করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।* শিল্পপতিদের নিয়ে পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে এবং সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন। উপস্থিত ছিলেন ক্ষুদ্র মাঝারি, কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে সহ জেলার জেলাশасকরা, জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনিক কর্মকর্তারা। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুরে একাধিক শিল্পতালুক গড়ে তোলা হচ্ছে। পানাগড়, অন্ডাল, আসানসোলে ৩৫০কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।পূর্ব বর্ধমানে, পুরুলিয়া ও বাঁকুড়ায় শালপাতার ক্লাস্টার, হস্তশিল্প, সহ ক্ষুদ্র ও মাঝে রা কারখানা গড়ে উঠতে চলেছে। পুরুলিয়ায় ৯০কোটি টাকা, বাঁকুড়ায় ৪৫৯০কোটি, পূর্ব বর্ধমানে ৫৯০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এদিন বেশ কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণ প্রদান করা হয়। বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের জায়গা হবে। জেলায় জেলায় করা হয়েছে ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্পের অফিস। সেই অফিসগুলিতে মানুষ যাচ্ছে। তারা সমস্যার কথা তুলে ধরছে। মানুষ বুঝতে পারছে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের গুরুত্ব। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "জেলায় জেলায় ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের গতি আনতে সিনার্জি সম্মেলন করা হচ্ছে। নতুন নতুন উদ্যোগপতি এগিয়ে আসছে। তাদের হাতে ঋণ প্রদান করা হচ্ছে। এর থেকেই প্রমাণ হচ্ছে বাংলা এগিয়ে যাচ্ছে। আত্মনির্ভর হচ্ছে বাংলার মানুষ।"
0
comment0
Report
PDPradyut Das
Nov 14, 2025 10:49:39
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি অঞ্চলের ১৮/৫১ বুথ কামারভিটার বাসিন্দা ভুবনচন্দ্র রায় (৫৯) তাঁর মেয়ের ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এসআইআর আতঙ্কে গোটা অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় কয়েকদিন ধরে প্রবল দুশ্চিন্তায় ছিলেন ভুবনচন্দ্র রায় নামে এক ব্যক্তি। শেষপর্যন্ত সেই আতঙ্কই যেন মর্মান্তিক পরিণতি ডেকে আনল। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশে গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায়। রাজগঞ্জে চাঞ্চল্য ছড়িয়েছে। সতর্কতার কথা বলে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে—ম daughter's ভোটার তালিকায় নাম উঠবে। ঘটনার পরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মন্ডল তদন্তের দাবি করেছেন। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন—“তৃণমূল টাকা খরচ করে ভুল তথ্য দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে, যার ফল আজকের মৃতদেহ।” Amabari অঞ্চলে শোক ও রাজনৈতিক তরজা চলছে; প্রশাসনের তরফে এখনও মন্তব্য মেলেনি।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 14, 2025 10:49:21
0
comment0
Report
NRNarayan Roy
Nov 14, 2025 10:47:10
Siliguri, West Bengal:বাংলাকে পুনঃরুদ্ধার করতে চাইছে এখানকার মানুষ।বিজেপির শক্তিকেন্দ্র বৈঠকে এসে ফের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিপ্লব দেব। বছর ঘুরলেই বাংলায় নির্বাচন! এই অবস্থায় রাজ্য বিজেপির নির্বাচন সহকারী পর্যবেক্ষক দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। ২৬ বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্য বিজেপি শক্তিকেন্দ্র বৈঠক চলছে উওরবঙ্গ জুড়ে।এদিন দার্জিলিং সাংসদ রাজু বিস্ত , বিধায়ক আনন্দময় বর্মনকে সঙ্গে নিয়ে নকশালবাড়ির মধ্য কোটিয়া জোতে শক্তিকেন্দ্র বৈঠকে এসে ফের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন তিনি। বাংলাকে পুনঃরুদ্ধার করতে চাইছে এখানকার মানুষ। এটা বিজেপির নির্বাচন নয় সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেই, বাংলার বিষয়ে কোনো চিন্তা নেই বলে কটাক্ষ। এদিন শক্তি কেন্দ্র বৈঠকে সাংসদ , বিধায়ক সহ উপস্থিত ছিলেন জেলা নির্বাচন পর্যবেক্ষক বাপি গোস্বামী, জেলা সভাপতি অরুণ মন্ডলরা । মূলত নির্বাচনে বুথ ও শক্তি কেন্দ্র মজবুত করতেই এই বৈঠক বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে。
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 14, 2025 10:24:01
Dinajpur, Rangpur Division:Dakshin Dinajpur Balurghat Assembly 1. পপি মাহাতো कॉलेजছাত্রী বালুরঘাট গার্লস কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রী বাড়ি স্ত্রী মহিনি এলাকায় মূলত কৃষক পরিবার থেকে উঠে আসা মধ্যবিত্ত ঘরের মেয়ে ভবিষ্যতে পড়াশোনা করে চাকরি করা লক্ষ্য 2. ইয়াসিন সরকার পেশায় ছোট ব্যবসায়ী অমৃত খন্ড গ্রাম এলাকায় বাড়ি পড়াশোনার পর চাকরি না পেয়ে ব্যবসা শুরু করেছেন গ্রামেই থাকেন。 3. অঙ্কিতা দাস কলকাতায় বেসরকারি সংস্থায় কর্মরত পড়াশোনা করার পর চাকরির সন্ধানে গ্রামের বাইরে যেতে হয়েছে উচ্চশিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা নতুন প্রজন্মের মেয়ে। 4. পীযূষ চক্রবর্তী ব্যবসাদার। ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে বালুরঘাট শহরের বাসিন্দা。 5. সুমন দাস, শিক্ষিত বেকার যুবক কিন্তু বর্তমানে ক্যাটারিং এর ব্যবসা করেন বালুরঘাট শহরের বাসিন্দা。 6. নারায়ণ কুন্ডু দীর্ঘদিনের বালুঘাট শহরেরই আদিবাসী বাসিন্দা
33
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 14, 2025 10:23:26
Kolkata, West Bengal:শর্ত সাপেক্ষে প্যারা টিচার দের শান্তিপূর্ণ অবস্থান করার অনুমতি আদালতের। অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ১৭ নভেম্বর থেকে ২৬ নভেম্বর শান্তিপূর্ণ অবস্থান করা যাবে। রোজ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত অবস্থান করতে পারবেন প্যারা টিচাররা। সাথে ৫০০ জনের বেশি অবস্থান করতে পারবে না। সেন্ট্রাল পার্ক লাগোয়া ফুটপাথে অবস্থান করা যাবে। ওয়েস্ট বেঙ্গল সাউন্ড কন্ট্রোল বোর্ডের নয়ম মেনে মাইক ব্যবহার করা যাবে। রাস্তা ব্লক করা যাবে না। সরকারি সম্পত্তি নষ্ট বা কোন ভাবে সরকারি আধিকারিক দের আক্রমণ করা যাবে না। হেট স্পিজ দেওয়া যাবে না। কম করে ৫ জন আয়োজকের ফোন নম্বর পুলিশকে দিয়ে রাখতে হবে।
106
comment0
Report
Advertisement
Back to top