Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712601

आरामबाग में मतदाता सूची से नाम गायब, चुनाव आयोग और विपक्ष पर सवाल

DSDIBYENDU SARKAR
Nov 12, 2025 07:34:12
Arambag, West Bengal
আরামবাগঃ১২ নভেম্বর -------------------------------------------- কোথাও একই পরিবারের সাত জনের নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও। আবার কোথাও নাম নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে প্রিসাইডিং অফিসারের। হুগলির গোঘাটের একাধিক জায়গায় নির্বাচন কমিশনের তালিকায় গরমিলের অভিযোগ তুলছেন ভোটাররা। এর জেরে এসআইআর আতঙ্ক গ্রাস করেছে নাম না থাকা সাধারণ ভোটারদের মনে। প্রতিবছর ভোট দিলেও কাদের ভুলে তালিকা থেকে নাম গায়েব হয়েছে? তা নিয়েই প্রশ্ন তুলছেন সকলে। গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা পেশায় চাষি, অসীম পোড়েল। তাঁর বৃদ্ধা মা সহ কারও নাম নেই তালিকায়। বর্তমানে মাঠে ধান কাটার কাজ চলছে। সেই কাজ ফেলে তাঁদের কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের। তাঁরা প্রশ্ন তুলছেন, আমরা তো কোনও ভুল করিনি, তাহলে তাদের এত ঝামেলা পোহাতে হবে কেন? এদিকে গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শোভা ধাড়া ১৯৯১ সালে গোঘাট বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন। সেই প্রার্থী হওয়ার জন্য অনুমতি পেয়েছিলেন নির্বাচন কমিশনের কাছেই। বর্তমানে সেই নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা থেকেই বাদ গিয়েছে নাম। তাঁর স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুধীরচন্দ্র ধাড়া একসময় ভোটে প্রিসাইডিং অফিসারের ডিউটি সামলেছেন। অথচ ধাড়া দম্পতির নাম নেই কমিশনের প্রকাশিত তালিকায়। নাম বাদ যাওয়া নিয়ে তাঁরাও চিন্তায় রয়েছেন। এদিকে নাম বাদ যাওয়া নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তর্জা。 একদিকে যখন সাধারণ মানুষকে হয়রানির জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করার পাশাপাশি প্রত্যেক ভোটারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তেমনি অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকার ও প্রশাসনের আধিকারিকদের উপর নাম বাদ যাওয়া নিয়ে দায়ী করেছে বিজেপি। আর বিষয় টি নিয়ে রীতিমতো আতংকে দিন কাটাচ্ছেন এসব মানুষ জন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Nov 12, 2025 08:37:06
Dinajpur, Rangpur Division:বাঙালবাড়িতে SIR ফর্মে ভুল তথ্য ঘিরে চাঞ্চল্য, আতঙ্কে সাধারণ মানুষ — উত্তপ্ত হেমতাবাদের রাজনীতি হেমতাবাদ বিধানসভার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক ও বিভ্রান্তি। SIR ফর্মে একের পর এক ভুল তথ্য ধরা পড়ায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। কারও ফর্মে থানা হিসেবে রায়গঞ্জের নাম লেখা, কারও আবার পিন নাম্বার ৭৩৩১৩৪-এর জায়গায় ৭৩৩১৫৬। একই পরিবারের সদস্যদের ফর্মে আলাদা পিন নম্বর— এমন অভিযোগও উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঙালবাড়িতে। সোমবার ত্রুটি-পূর্ণ ফর্ম বাতিলের দাবিতে সাধারণ মানুষ হেমতাবাদে হাজির হন বিপুল সংখ্যায়। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান। পরে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত এসে পরিস্থিতি সামাল দেন। তিনি আশ্বস্ত করে জানান, “থানার নাম বা পিন নাম্বারের ভুল থাকলেও SIR প্রক্রিয়ায় কোনও সমস্যা হবে না। এই ত্রুটি সামারি রিভিশন পর্যায়েই সংশোধনযোগ্য。” তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল ফর্মে যেন কোনও ভুল তথ্য না দেওয়া হয়। তাহলে প্রশাসনই বা কেন এমন ত্রুটি-পূর্ণ ফর্ম বিলি করছে— সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মধ্যে একজন, মহাম্মদ তৈমুর আলী সরকার বলেন, “আমাদের বলা হয়েছে ভুল তথ্য দেওয়া যাবে না। তাহলে আমরা কেন ভুল ফর্ম নেব? আমাদের নির্ভুল ফর্ম দিতে হবে।” এলাকার কংগ্রেস নেতা মুজিবর রহমান জানান, “মানুষ ভয় পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ডিটেনশন ক্যাম্পের খবর ঘুরছে। তাই তারা ত্রুটি-মুক্ত ফর্ম ছাড়া কিছুই নিতে চাইছেন না।” অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার অভিযোগ করে বলেন, “তৃণমূল কংগ্রেস এক শ্রেণির BLO ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক চক্রান্ত। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি。” প্রত্যুত্তরে তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আসরাফুল আলী বলেন, “নির্বাচনের কাজ শুরু হলে জেলা প্রশাসন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যায়। তাই এই বিভ্রান্তির দায় কমিশন ও বিজেপির। সাধারণ মানুষকে ভয় দেখাতে বিজেপি এই সব চক্রান্ত করছে।” সব মিলিয়ে SIR ফর্ম বিতরণে ত্রুটি ঘিরে আতঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে রাজনীতির আঁচও। বিধানসভা নির্বাচন আসার আগেই হেমতাবাদের রাজনৈতিক মহল ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে — তা বলাই বাহুল্য। বাইটঃ ১) মহাম্মদ তৈমুর আলী সরকার (বিভ্রান্ত আন্দোলন কারী) ২) মুজিবর রহমান (কংগ্রেস নেতা) ৩) বিশ্বজিৎ দত্ত (বিডিও, হেমতাবাদ) ৪) বিপ্লব সরকার (বিজেপি নেতা) ৫) আসরাফুল আলী (তৃণমূল কংগ্রেস নেতা) 1211ZG_NDIN_HMTBD_SIR_R
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 12, 2025 08:36:25
Barrackpore, Kolkata, West Bengal:গারুলিয়া সোদলাট্যাঙ্ক রোড় এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন দীপা মজুমদার ও তার ছেলে পেশায় টোটো চালক ৩২ বছর বয়সী সুমন মজুমদার। মঙ্গলবার গভীর রাতে সুমন মজুমদারের ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসেন গারুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা পঙ্কজ দাস। মৃতদেহ উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশচন্দ্র সাধুকা তিনি কথা বলেন মৃত যুবকের মায়ের সঙ্গে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপা মজুমদার জানান গতকাল তাদের কাছে এস আই আর এর ফর্ম এসেছে, কিন্তু প্রয়োজনীয় কাগজ তাদের কাছে নেই এই বিষয়ে চিন্তিত ছিল সুমন । অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পঙ্কজ দাস তিনি সুমন মজুমদের মায়ের সাথে কথা বলে জানতে পেরেছেন এসআইআর নিয়ে আতঙ্কিত ছিল সুমন সম্ভবত সেই কারণেই সে আত্মঘাতী হয়েছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 12, 2025 08:22:38
Dihierench, West Bengal:• প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী প্রাক্তন জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে বেলাগাম আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন,পূর্ণেন্দু মাঝি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির ভূমিকা পালন করেছেন এবং আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনে জেলার কোনো এক পদ থেকে তৃণমূলের হয়ে লড়বেন। দিব্যেন্দু আরো বলেন, পূর্ণেন্দু মাঝি প্রমোশন পাচ্ছেন, চাকরি থেকে অবসর নেবেন এবং এরপর তৃণমূলের দালালী করবেন। দিব্যেন্দু অধিকারী আরও উল্লেখ করেছেন, ময়না থেকে বিজেপির sitting বিধায়ক অশোক দিন্দা নির্বাচনে অংশ নেবেন এবং তিনি ৩০–৪০ হাজার ভোটের ব্যবধান দিয়ে জিতবেন। এর আগে অশোক দিন্দা নিজেও দাবি করেছিলেন, ৯৯ শতাংশ০.৯৯ নিশ্চিতভাবেই তিনি ময়না থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভা শেষে, রাজনৈতিক মহলের মধ্যে পূর্ণেন্দু মাঝি ও তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিতর্ক ছড়িয়েছে, যদিও তিনি নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। বাইট দিব্যেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ তমলুক।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 12, 2025 08:22:21
Chinsurah, West Bengal:শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলোম্বোয় গিয়েছিলেন, প্রাক্তন সেনা কর্মি শশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে,পেলেন না এনুমারেশন ফর্ম। চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙা লিচুতলার বাসিন্দা শশীকান্ত。 ভারতীয় সেনার মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় তিন দশক。রাজীব গান্ধী এলটিটিই দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন。 কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গেছেন।অবসর নিয়েছেন প্রায় ৩৪ বছর।ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে。 ২০০২ সালের শেষ এসআইআর তালিকায় নাম আছে।২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন।অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গেছে。 এই ৮৭ বছর বয়সে আবার ছয় নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়。কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি নাম তুলতে অসুবিধা হবার কথা না।তবে অসুস্থ শরীরে হয়রানীর শিকার হতে হবে বলে মনে করছেন。 বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান,বাবার অসুস্থ শরীর আবার ছয় নম্বর ফর্ম ফিলাপ করে নতুন করে নাম তুলতে হবে।হেয়ারিং এ যেতে হবে প্রমান দেখাতে হবে, এত হ্যাপা পোহাতে পারবে না।নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে তাই বাড়িতে এসেই যা করার করে দিতে হবে。 যে মানুষটা সারা জীবন দেশের সেবা করল তার নাম ভোটার তালিকায় বাদ! পরিবারের কর্তা যিনি তিনিই এনুমারেশান ফর্ম পাননি।ভাবতে অবাক লাগছে।বাবা তো জীবিত তাহলে নাম বাদ দিল কে? প্রশ্ন তার。 শশীকান্ত বাবু বলেন,১৯৬৪ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি।যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হল।আग्रা থেকে চাকরি থেকে অবসর গ্রহন করি।তারপর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছি।এখন বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে।কি করে হল জানিনা。 নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনুমারেশন ফর্ম পাবেন না।খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দেখিয়ে আবেদন করতে হবে。
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 12, 2025 08:22:07
Chinsurah, West Bengal:শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলোম্বোয় গিয়েছিলেন, প্রাক্তন সেনা কর্মি শশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে,পPELেন না এনুমারেশন ফর্ম। চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙা লিচুতলার বাসিন্দা শশীকান্ত। ভারতীয় সেনার মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় তিন দশক।রাজীব গান্ধী এলটিটিই দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন। কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গেছেন।অবসর নিয়েছেন প্রায় ৩৪ বছর।ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে। ২০০২ সালের শেষ এসআইআর তালিকায় নাম আছে।২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন।অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গেছে。 এই ৮৭ বছর বয়সে আবার ছয় নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়।কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি নাম তুলতে অসুবিধা হবার কথা না।তবে অসুস্থ শরীরে হয়রানীর শিকার হতে হবে বলে মনেKR করছেন। বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান,বাবার অসুস্থ শরীর আবার ছয় নম্বর ফর্ম ফিলাপ করে নতুন করে নাম তুলতে হবে।হেয়ারিং এ যেতে হবে প্রমান দেখাতে হবে, এত হ্যাপা পোহাতে পারবে না।নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে তাই বাড়িতে এসেই যা করার করে দিতে হবে। যে মানুষটা সারা জীবন দেশের সেবা করল তার নাম ভোটাদ তালিকায় বাদ! পরিবারের কর্তা যিনি তিনিই এনুমারেশান ফর্ম পাননি।ভাবতে অবাক লাগছে।বাবা তো জীবিত তাহলে নাম বাদ দিল কে? প্রশ্ন তার। শশীকান্ত বাবু বলেন,১৯৬৪ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি।যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হল।আগ্রা থেকে চাকরি থেকে অবসর গ্রহন করি।তারপর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছি।এখন বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে।কি করে হল জানিনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনুমারেশন ফর্ম পাবেন না।খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দেখিয়ে আবেদন করতে হবে。
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Nov 12, 2025 07:34:28
Kolkata, West Bengal:খসড়া ভোটার তালিকার সঙ্গে থাকবে আরেকটি তালিকা যা সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন বিহারের পর এবার প্রথম এই তালিকা প্রকাশ করতে চলেছে। যেখানে এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তার পাশেই ঝোলাতে হবে এই নতুন তালিকা। ২০২৫ সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেককেই দেওয়া হবে এনুমারেশন ফর্ম, যারা এই ফোন পূরণ করে জমা দেবেন তাদের নাম উঠবে খসড়া ভোটার tallাইকে আর যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন না তাদের নাম উঠবে এই পাশের তালিকায়। অর্থাৎ খসড়া ফোটার তালিকা থেকেই বাদ চলে যাবে তাদের নাম যারা এই ফরম পূরণ করে জমা দেবেন না। কেবলমাত্র এই তালিকায় ঝুলানো হবে না তালিকার সঙ্গে কি কারণে নাম বাদ গেল সেটাও এই ফর্মে লেখা থাকবে। অর্থাৎ কোন মৃত ভোটার যিনি এই ফর্ম জমা দিতে পারবেন না তার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হবে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 12, 2025 07:33:47
Arambag, West Bengal:আরামবাগঃ১২ নভেম্বর -------------------------------------------- কোথাও একই পরিবারের সাত জনের নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও। আবার কোথাও নাম নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে प्रीसাইডिंग অফিসারের। হুগলির গোঘাটের একাধিক জায়গায় নির্বাচন কমিশনের তালিকায় গরমিলের অভিযোগ তুলছেন ভোটাররা। এর জেরে এসআইআর আতঙ্ক গ্রাস করেছে নাম না থাকা সাধারণ ভোটারদের মনে। প্রতিবছর ভোট দিলেও কাদের ভুলে তালিকা থেকে নাম গায়েব হয়েছে? তা নিয়েই প্রশ্ন তুলছেন সকলে。 গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা পেশায় চাষি, অসীম পোড়েল। তাঁর বৃদ্ধা মা সহ কারও নাম নেই তালিকায়। বর্তমানে মাঠে ধান কাটার কাজ চলছে। সেই কাজ ফেলে তাঁদের কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের। তাঁরা প্রশ্ন তুলছেন, আমরা তো কোনও ভুল করিনি, তাহলে তাদের এত ঝামেলা পোহাতে হবে কেন? এদিকে গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শোভা ধাড়া ১৯৯১ সালে গোঘাট বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন। সেই প্রার্থী হওয়ার জন্য অনুমতি পেয়েছিলেন নির্বাচন কমিশনের কাছেই। বর্তমানে সেই নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা থেকেই বাদ গিয়েছে নাম। তাঁর স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুধীরচন্দ্র ধাড়া একসময় ভোটে প্রিসাইডিং অফিসারের ডিউটি সামলেছেন। অথচ ধাড়া दম্পতির নাম নেই কমিশনের প্রকাশিত তালিকায়। নাম বাদ যাওয়া নিয়ে তাঁরাও চিন্তায় রয়েছেন। এদিকে নাম বাদ যাওয়ার নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তর্জা。 একদিকে যখন সাধারণ মানুষকে হয়রানির জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করার পাশাপাশি প্রত্যেক ভোটারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল。 তেমনি অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকার ও প্রশাসনের আধিকারিকদের উপর নাম বাদ যাওয়া নিয়ে দায়ী করেছে বিজেপি। আর বিষয় টি নিয়ে রীতিমতো আতংকে দিন কাটাচ্ছেন এসব মানুষ জন。
0
comment0
Report
CDChampak Dutta
Nov 12, 2025 07:33:27
Kaji Chak, West Bengal:কেশপুর কলেজে কার্যত অচলাবস্থার ছবি উঠে এসেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজে। অধ্যক্ষের ঘর, কলেজের অফিস ঘর তালা বন্ধ অবস্থায় রয়েছে। বন্ধ ঘরের সামনে অবস্থানে বসেছেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। অক্টোবরের বেতন হয়নি, নভেম্বরের বেতন হবে কিনা সেই নিশ্চিততা নেই—এই পরিস্থিতিতেই তারা অবস্থানে। পূজোর ছুটির মধ্যে অবসর নিয়ে বর্তমানে অধ্যক্ষ দীপক ভুঈয়া (ভুঁইয়া) তারপর থেকেই কলেজে অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমদিকে টিচার ইনচার্জ নিয়োগে জটিলতা দেখা দিয়েছিল। কলেজ পরিচালন কমিটির সভাপতি দাবি করেছেন তিনি একজন শিক্ষককে প্রস্তাব দিয়েছেন। পাল্টা সভাপতি নিজেকে কলেজ পরিচালন কমিটির সভাপতি দাবি করে অন্য একজন শিক্ষকের নাম প্রস্তাব করেছিলেন। পরে শিক্ষিক বামদেব সেনাপতি টিচার ইনচার্জের দায়িত্ব নেন। জট কাটলেও অধ্যক্ষের ঘর, অফিস ঘর তালা বন্দ থাকায় কলেজের স্বাভাবিক পরিস্থিতি ফেরাননি। প্রশাসনিক কাজকর্ম হচ্ছে না। এই অদ্ভুত পরিস্থিতিতে কলেজ পরিচালন সমিতির বৈঠক হয়নি; মাঝেও বৈঠকের কথা ছিল তবে তা স্থগিত হয়েছে ফলে জট কাটেনি। অবস্থানরত শিক্ষকদের কথায় আমরা আর ক্লাস চালু রাখতে পারছি না। অক্টোবর মাস থেকে বেতন বন্ধ, কলেজের পরিকাঠামো ভেঙ্গে পড়েছে। তবে তারা কলেজের পঠন-পাঠন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। টিচার ইনচার্জ বলেন এই পরিস্থিতির কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তালা খোলা কেন, একাংশ শিক্ষক বলছেন চাবি কার কাছে রয়েছে সেটাই স্পষ্ট নয়। ছবির বাইট 2c তে।
0
comment0
Report
PDPradyut Das
Nov 12, 2025 07:33:02
Jalpaiguri, West Bengal:সম্প্রতি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। উত্তরবঙ্গবাসী কি কোনও নতুন ট্রেন পাবে? প্রশ্নের উত্তরে আজ সাংসদ বলেন, সুখবর রয়েছে উত্তরের মানুষের জন্য। একটু অপেক্ষা করুন। তিনি বলেন, অনেক ভিআইপি ট্রেন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য দূরপাল্লার ট্রেন দরকার। চিকিৎসার কারণে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ মুম্বাই, চেন্নাই যান। তাঁদের যাতায়াত ব্যবস্থা সুগম করতে ট্রেন দরকার। বেশকিছু প্রস্তাব রেখেছি রেলমন্ত্রীর কাছে। অপর দিকে, জলপাইগুড়ি রোড স্টেশন চত্বর পরিদর্শন করলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র‌ সিং। তাঁর সঙ্গে ছিলেন রেলের বিভিন্ন আধিকারিকরা। গত দু'বছরের বেশি সময় ধরে জলপাইগুড়ি রোড স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ। সেই কাজ কতটা এগিয়েছে মূলত‌ তা খতিয়ে দেখেন‌ ডিআরএম দেবেন্দ্র সিং। আগামী মার্চ মাসের মধ্যেই জলপাইগুড়ি রোড স্টেশনের অমৃত ভারত প্রকল্পের সমস্ত নির্মাণ‌ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে রেল কর্তৃপক্ষের। এজন্য স্টেশন চত্বর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। খতিয়ে দেখেন কাজের মান। পরিদর্শন শেষে ডিআরএম‌ দেবেন্দ্র সিং বলেন, যাত্রীদের অত্যাধুনিক সুবিধা দেওয়ার‌ পাশাপাশি তাদের সুরক্ষার‌ বিষয়ে‌ বিশেষ নজর দিচ্ছি‌ আমরা। পাশাপাশি, সাম্প্রতিক বন্যায় ময়নাগুড়ি ও ধূপগুড়িতে রেলসেতু ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেগুলির কাজও মঙ্গলবার পরিদর্শন করেন ডি আরএম।
0
comment0
Report
ABArup Basak
Nov 12, 2025 06:21:33
Mal Bazar, West Bengal:*ক্রেশ হাউজে কর্মী নিয়োগ নিয়ে ক্ষোভ, বঞ্চনার অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের...* somobar mukhyamantri momta bhantovardya (Note: The provided Bengali content contains news paragraphs about Mamata Banerjee inaugurating in Duars and protests by self-help groups regarding creche house employment. The following cleaned text preserves the news content while removing metadata, gibberish, and non-news lines.) দেবপাড়া ও রিয়াবাড়ি চা বাগানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অভিযোগ জানিয়েছেন যে, এলাকায় একাধিক স্বনির্ভর গোষ্ঠী থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি গোষ্ঠীকেই ক্রেশ হাউজে কাজের সুযোগ দেওয়া হয়েছে। এতে নিজেদের বঞ্চিত বলে দাবি করেছেন অন্য গোষ্ঠীর সদস্যারা। তাদের বক্তব্য, সরকারি প্রকল্পে কাজের সুযোগ পর্যায়ক্রমে সব গোষ্ঠীকে দেওয়া উচিত, যাতে প্রত্যেকেই সমানভাবে উপকৃত হতে পারেন। এই দাবি জানিয়ে মহিলারা লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন বানারহাট বিডিও অফিস এবং থানায়। বিডিও নিরঞ্জন বর্মন বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে চাপানোতোর।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 12, 2025 06:17:57
Barrackpore, Kolkata, West Bengal:S.I.R আতঙ্কে আত্মহত্যার ঘটনা গারুলিয়ায় গারুলিয়া সোদলাট্যাঙ্ক রোড area's একটি বাড়িতে ভাড়া থাকেন দীপা মজুমদার ও তার ছেলে পেশায় টোটো চালক ৩২ বছর বয়সী সুমন মজুমদার। মঙ্গলবার গভীর রাতে সুমন মজুমদারের ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসেন গারুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা পঙ্কজ দাস। মৃতদেহ উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশচন্দ্র সাধুকা তিনি কথা বলেন মৃত যুবকের মায়ের সঙ্গে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপা মজুমদার জানান গতকাল তাদের কাছে এস আই আর এর ফর্ম এসেছে, কিন্তু প্রয়োজনীয় কাগজ তাদের কাছে নেই এই বিষয়ে চিন্তিত ছিল সুমন । অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পঙ্কজ দাস তিনি সুমন মজুমদারের মায়ের সাথে কথা বলে জানতে পেরেছেন এসআইআর নিয়ে আতঙ্কিত ছিল সুমন সম্ভবত সেই কারণেই সে আত্মঘাতী হয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top