Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

वैद्यबाती के भाजपा कार्यालय के दरवाजे टूटे, तृणमूल पर आरोप की राजनीति

BSBidhan Sarkar
Nov 02, 2025 01:01:48
Chinsurah, West Bengal
বৈদ্যবাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি একটি পার্টি অফিসের দরজা ভাঙা হয় গতকাল রাতে।স্থানীয় বিজেপি নেতা দিব্যেন্দু পাল নিজে ওই অফিস তৈরি করে দলকে দিয়েছিলেন।তার অভিযোগ,এস আই আর আবহে যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল তারাই এই অফিস ভাঙচুর করেছে।বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা পিন্টু মাহাতো বলেন,এ রাজ্যে গণতন্ত্র আছে এখানে যে কেউ যেকোনো দল করতে পারে।রাজনৈতিক কাজকর্ম করতে পারে পার্টি অফিস খুলতে পারে রাজনৈতিক কাজ করতে পারে পার্টি অফিস খুলতে পারে।বিজেপির অফিস ভাঙার প্রয়োজন তৃণমূলের পরবে না।কারণ বিজেপিকে আমরা বিরোধী মনেই করিনা।মিথ্যা অভিযোগ করছে।যে area's ঘটনায় সেখানে যারা দল করে আমাদের কোনো উগ্র ছেলে নেই।বিজেপি সাধারন সম্পাদক হরি মিশ্র বলেন,শ্রীরামপুর সাংগঠনিক জেলার চাঁপদানি মন্ডল তিনের বৈদ্যবাটি জোড়াশ্বত্থতলার কাছে এই অফিস তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদেরা ভেঙেছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Nov 02, 2025 09:51:58
Barrackpore, Kolkata, West Bengal:আজ এবং কাল বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এই দুই জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই দুইদিন মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগণায় কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মায়ানমারের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে যা বাংলাদেশ ও মায়ানমারের কোন এক জায়গায় সেটা শেষ হবে । তার জেরেই দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে। আগামী পাঁচ দিন এই তাপমাত্রায় বহাল থাকবে। আসলে হাওয়া অফিস এ জানিয়েছে।
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 02, 2025 09:51:37
Dinajpur, Rangpur Division:CAA फॉर्म फিলাপে জোর বিজেপির উদ্বাস্তু সেল, SIR ইস্যুতে পাল্টা তৎপরতা রায়গঞ্জে একদিকে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস যখন SIR ইস্যুতে পথে নেমে আন্দোলনের রণহুঙ্কার দিচ্ছে, অন্যদিকে সেই সময়েই উত্তরবঙ্গে নতুন করে গতি পেয়েছে বিজেপির উদ্বাস্তু সেলের কার্যক্রম। রায়গঞ্জের কলেজপাড়ায় নিজ বাড়িতেই বিশেষ শিবির organised করেছেন বিজেপির উদ্বাস্তু সেলের উত্তরবঙ্গের আহ্বায়ক অধ্যাপক ডঃ বাবুলাল বালা। সেখানে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে CAA ফর্ম ফিলাপ ও কর্মী প্রশিক্ষণ শিবির। জানা গেছে, উত্তর দিনাজপুর সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে উদ্বাস্তুরা এসে এই শিবিরে নিজেদের নাগরিকত্ব সংক্রান্ত ফর্ম পূরণ করছেন। ইটাহারের হাসুয়া গ্রামের বাসিন্দা গোপেশ চন্দ্র ঘোষ জানিয়েছেন, “২০০০ সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছি। নাম উঠেছে ভোটার তালিকায়, আছে আধার কার্ডও। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় এখন ভয় লাগছে। রাজ্যে তো SIR শুরু হয়েছে, তাই CAA-র মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে এসেছি।” একই অভিমত প্রকাশ করেছেন নৃপেন চিন্তাপাত্র ও রবীন্দ্রনাথ সরকারও। তাদের কথায়, CAA শিবিরের মাধ্যমে অনেক উদ্বাস্তু আবারও আশার আলো দেখতে পাচ্ছেন। অন্যদিকে, বিজেপির উদ্বাস্তু সেলের উত্তরবঙ্গ আহ্বায়ক অধ্যাপক ডঃ বাবুলাল বালা জানিয়েছেন, “CAA এই দেশের উদ্বাস্তুদের প্রাণ ফেরানোর আইন। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এই উদ্যোগ ঐতিহাসিক ও মানবিক। কিছু রাজনৈতিক দল মিথ্যা তথ্য ছড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু মানুষ এখন সত্যটা বুঝতে পারছেন。” রাজনৈতিক মহলের মতে, একদিকে যখন রাজ্য সরকার SIR ইস্যুতে বিরোধিতার মোড়ক খুলেছে, ঠিক সেই সময় বিজেপি সংগঠিতভাবে উদ্বাস্তু নাগরিকদের পাশে দাঁড়িয়ে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে। ফলে রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে নাগরিকত্ব ইস্যু ঘিরে। বাইটঃ ১) গোপেশ চন্দ্র ঘোষ (উদ্বাস্তু) ২) নৃপেণ চিন্তাপাত্র (উদ্বাস্তু) ৩) রবীন্দ্রনাথ সরকার (উদ্বাস্তু) ৪) ডঃ বাবুলাল বালা (বিজেপির উদ্বাস্তু সেলের উত্তরবঙ্গের আহ্বায়ক তথা অধ্যাপক) 0211ZG_NDIN_CAA_CAMP_R
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 02, 2025 09:36:31
Dihierench, West Bengal:*নন্দীগ্রামে শুভেন্দুর পাল্টা ‘হেলথ পলিটিক্স'!! *সম্প্রতি নন্দীগ্রামে অভিষেকের ডায়মন্ড হারবার মডেলের মেডিকেল ক্যাম্পের ছায়া পড়তেই, সোনাচূড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শুভেন্দুর —নিজের আমেজ ধরে রাখতে সাধারণ শ্রমিকের নামে অহেতুক মন্তব্য! অভিযোগ তৃণমূলের। নতুন বিতর্কে শুভেন্দু অধিকারী!* নন্দীগ্রামের সোনাচূড়া শহীদ মিনারে শনিবার শুভেন্দু অধিকারীর উদ্যোগে ও জাতীয় মহিলা কমিশনের ডক্টর অর্চনা মজুমদারের অর্থানুকুল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। ঠিক এই আভয়েই নন্দীগ্রামজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক গরম হাওয়া — অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মণ্ড হারবার মেডিকেল ক্যাম্পের মডেল’ নিয়ে শুভেন্দুর কটাক্ষ— “চুরির পয়সা আছে করুন, তবে date expired ওষুধ আনবেন না, ভুয়ো ডাক্তার আনবেন না। সরকার যদি সত্যিই ভালো কাজ করত, তাহলে প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ওষুধের অভাব থাকত না।” এরপর শুভেন্দু বলেন, “আমি তো বিরুলিয়ায় মৃত শ্রমিকের বাড়িতে গেছিলাম গতকাল। ওরা তো আমাদের বাড়ির লোক। ওখানে প্রদীপ মান্না নামের একজন ক্রমিক তাকে দিয়ে আইপ্যাক বলিয়ে নিয়েছিল বিধায়ক খোঁজখবর নেয়নি। উনি আমাকে বলেছেন— ‘নন্দীগ্রামে কাজ পাই না, যদিও বা পাই ৩০০ টাকা মজুরি। উড়িষাতে ৭০০ টাকা, রাজমিস্ত্রী কাজে হাজার টাকা মেলে।’ আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, ‘তুমি এখানেই কাজ করছো না কেন?’ — সে বলল, এখানে টাকার অভাব, তাই উড়িষায় যাই। ওড়িশায় তো বিজেপি সরকার, তাই ন্যায্য মূল্য পাচ্ছেন।’” কিন্তু এই কথোপকথনের দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রদীপ মান্না। তিনি ফের জানান— “আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর ওই ধরনের কোনও কথা হয়নি। আমি ওনার সঙ্গে এমন কিছু বলিনি। উনি আমাকে নিয়ে যা কিছু বলছেন ঠিক বলছেন না।” তাহলে কি রাজনৈতিক আমেজ ধরে রাখতে,অযথা সাধারণ শ্রমিকের নাম টেনে এনেছেন শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন ঘিরে ফের সরগরম নন্দীগ্রামের রাজনীতি। বাইট শুভেন্দু অধিকারী। বাইট প্রদীপ মান্না। শ্রমিক। যার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছেন বলছেন। বাইট শেখ সুফিয়ান নন্দীগ্রামে তৃণমূল নেতা।
0
comment0
Report
MDMritunjay Das
Nov 02, 2025 09:36:14
Bankura, West Bengal:বাড়ি বাড়ি ঘুরে এস আই আর নিয়ে বাসিন্দাদের অভয় দিলেন পুরপ্রধান সহ তৃনমূল নেতৃত্ব, নির্বাচন কমিশনের কাজ নিয়ে অহেতুক ভয় ও বিভ্রান্তি তৈরী করছে তৃনমূল কটাক্ষ বিজেপির এস আই আর নিয়ে মানুষকে অভয় দিতে বাড়ি বাড়ি ঘুরলেন পুরপ্রধান সহ তৃনমূল নেতৃত্ব। বাঁকুড়া শহরের নতুনচটি এলাকার এই ঘটনাকে ঘিরে তৈরী হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির কটাক্ষ এস আই আর নিয়ে অহেতুক মানুষের মনে ভয় ও বিভ্রান্তি তৈরী করতেই তৃনমূলের এই কর্মসূচী। সারা রাজ্যেই এস আই আর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী ৪ নভেম্বর থেকে বিএলও রা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করবেন। তার আগে আজ বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদারের নেতৃত্বে তৃনমূল নেতৃত্ব বাঁকুড়া শহরের নতুনচটি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের অভয় দেন। পুরপ্রধানের দাবি এস আই আর নিয়ে সাধারণ ভোটাররা প্রবল দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এ ব্যাপারে তাঁদের নিশ্চিন্ত থাকার বার্তা দেওয়ার পাশাপাশি তৃনমূলের ওই নেতারা ভোটারদের অভয় দিয়ে জানিয়েছেন কোনো ভোটার এনুমারেশান ফর্ম পূরণ করতে না পারলে তা পূরণ করে দেবে তৃনমূল। বিজেপির কটাক্ষ তৃনমূল এস আই আর নিয়ে অহেতুক মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরী করার চেষ্টা করছে। বিজেপির দাবি মানুষের মধ্যে এমন লাগাতার ভয় দেখানোর চেষ্টা করলে মানুষ তৃনমূলকে ২০২৬ সালের নির্বাচনে যোগ্য জবাব দেবে।
0
comment0
Report
RDRaktima das
Nov 02, 2025 09:34:23
Kolkata, West Bengal:আত্মহত্যার নামে রফা করছে তৃণমূল। প্রদীপ করের ক্ষেত্রেও ভয় অথবা রফা করা হয়েছিল। রবিবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা সজল ঘোষ। ইতিমধ্যেই আগরপাড়ায় প্রদীপ করের বাড়ি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রদীপ করার ইস্যু নিয়ে মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীও। তবে তার মাঝেই উল্টো সুর শোনা গেল বিজেপি নেতা সজল ঘোষ এর গলায়। এদিন SIR নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে, ভুক্তভোগী পরিবারকে নিশানা করেন সজল ঘোষ। তৃণমূলের সঙ্গে তারা রফায় জড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। সজল ঘোষের বক্তব্য, 'SIR এর নামে সুইসাইড কেস, আসলেই তৃণমূলের রফা। নিমতলা শ্মশান থেকে সরকারি হাসপাতাল সব জায়গায় সুইসাইড নোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের ছেলেরা। যে বডি ক্লেম করার মতো পরিবারের সেরকম কেউ নেই, তাদের বাড়ির লোককে টাকা দিয়ে রফা করে, বডির সঙ্গে সুইসাইড নোট গুঁজে দেওয়া হচ্ছে।' বাইট: সজল ঘোষ
0
comment0
Report
TDTapan Deb
Nov 02, 2025 09:04:24
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার জেলায় অবিরাম অকাল বর্ষণ ও বন্যার পরবর্তী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। গত মাসের ভয়াবহ বন্যার ক্ষতি কাটতে না cutte লে উত্তরবঙ্গে মন্থারের আঘাত পড়েছে। আলিপুরদুয়ার জেলাতেও বিস্তীর্ণ এলাকায় ফसल বিস্তীর্ণ ক্ষতি হয়েছে। বিশেষ করে ধান ও আলু চাষে ক্ষতি ব্যাপক। ফালাকাটা, কুমারগ্রাম, মাদারিহাট, আলিপুরদুয়ার-১ নং ও আলিপুরদুয়ার-২ নং ব্লকে প্রচুর ফসল নষ্ট হয়েছে। জলের নিচে রয়েছে ধান, আলু ও ডাল শস্য। বঞ্চুকামারি গ্রামপঞ্চায়েতের এলাকায় প্রায় ১৫০ বিঘা আলু ও ১০০ বিঘা ধানের ফসল নষ্ট হয়েছে। চিন্তায় কৃষকেরা। একহাত জলের নিচে ধান, আলুসহ বিভিন্ন ফসল। গ্রামপঞ্চায়েতের প্রধান দীপঙ্কর দাস ক্ষয়ক্ষতির পরিমাণ স্বীকার করেন, তবে কৃষকদের শস্য বিমা ফর্ম জমা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন।
0
comment0
Report
MMManoj Mondal
Nov 02, 2025 09:04:11
0
comment0
Report
ALArup Laha
Nov 02, 2025 09:03:56
Belna, West Bengal:এসআইআর আতঙ্কেই মৃত্যু। শোকস্তব্ধ পরিবার, কান্নায় ভেঙে পড়েছেন পরিজনরা। পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম উড়িষ্যা পাড়ায় নেমেছে শোকের ছায়া। মৃত বিমল সাঁতরার পরিবারের অভিযোগ,এসআইআর-এর আতঙ্কেই প্রাণ দিলেন তাঁদের প্রিয় মানুষটি。 পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই ওই এসআইআর বারবার বিমলবাবু ভয়ে ছিলেন। মানসিক চাপই শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ। মৃতের ছেলে বলেন, “বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এসআইআর-এর ভয়েই তাঁর মৃত্যু হয়েছে。” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরাও প্রশাসনের কঠোর তদন্তের দাবি জানিয়েছেন। যদিও পুলিশ সূত্রে দাবি, মৃত্যুর ঘটনাটি নিয়ে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না。 গ্রামে এখন শোকের ছায়া। বিমলবাবুর হঠাৎ মৃত্যুতে স্তব্ধ নবগ্রাম উড়িষ্যা পাড়া। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন— “যদি সত্যিই আতঙ্কেই মৃত্যু হয়, তবে দায় কার?”
0
comment0
Report
MDMritunjay Das
Nov 02, 2025 09:03:38
0
comment0
Report
ALArup Laha
Nov 02, 2025 08:46:27
Belna, West Bengal:এসআইআরে আতঙ্কেই মৃত্যু। শোকস্তব্ধ পরিবার, কান্নায় ভেঙে পড়েছেন পরিজনরা। পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম উড়িষ্যা পাড়ায় নেমেছে শোকের ছায়া। মৃত বিমল সাঁতরার পরিবারের অভিযোগ,এসআইআর-এর আতঙ্কেই প্রাণ দিলেন তাঁদের প্রিয় মানুষটি। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই ওই এসआईআর বারবার বিমলবাবু ভয়ে ছিলেন। মানসিক চাপই শেষে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ। মৃতের ছেলে বলেন, “বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এসআইআর-এর ভয়েই তাঁর মৃত্যু হয়েছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরাও প্রশাসনের কঠোর তদন্তের দাবি জানিয়েছেন। যদিও পুলিশ সূত্রে দাবি, মৃত্যুর ঘটনাটি নিয়ে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। গ্রামে এখন শোকের ছায়া। বিমলবাবুর হঠাৎ মৃত্যুতে স্তব্ধ নবগ্রাম উড়িষ্যা পাড়া। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন— “যদি সত্যিই আতঙ্কেই মৃত্যু হয়, তবে দায় কার?” বাইট ১। প্রতিমা সাঁতরা (মৃতের স্ত্রী) বাইট ২। সোমনাথ শীল (প্রতিবেশী), বাইট ৩। বাপী সাঁতরা(মৃতের ছেলে)।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 02, 2025 08:32:26
Jhargram, West Bengal:ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় ফের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা । ঝাড়গ্রামের বিকাশভারতি ওয়েল ফেয়ার সোসাইটির কিছু জায়গা ও সরকারি কিছু খাস জমি প্রায় ২০ বিঘা জমি জোর পূর্বক দখল শুরু করে বাইরে থেকে আসা কিছু ব্যাক্তি। এখানেই পাট্টাপাওয়া লোকেদের সাথে বচসা শুরু হয়। এই জিতুশোল গ্রামের ১৩৮ জনকে পাট্টা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজ ভুমি নিজ গৃহ প্রকল্পে। তাদের আজও জায়গা দেওয়া হয়নি বলে অভিযোগ। অথচ সরকারি জমি দখল করছে বাইরে থেকে আসা কিছু অসাধু মানুষ। এই খবর পেয়েই ঘটনা স্থলে গিয়ে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ । পরিস্থিতি সামলায় এবং জমি দখলকে আটকানো হয়। পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এলাকার মানুষের অভিযোগ প্রায়ই এভাবেই অবৈধ জমি দখল হচ্ছে বিভিন্ন জায়গায়। সমস্ত জায়গায় জমি দখলে এর পেছনে রয়েছে বাইরে থেকে আসা কিছু মানুষজন। এই জমি দখল নিয়ে সরাসরি অভিযোগ উঠছে সামনে থাকা অবৈধ কারখানা বিরুদ্ধে।। যদিও দখল করতে আসা লোকেরা ক্যামেরার সামনে কোনো কথা বলেন নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে গোটা বিষয় টা তদন্ত করে দেখা হবে। বাইট ১/সোনু দাস (লাল গেঞ্জি পরা গ্রামবাসী) ২/ভবানী মাহাতো (সবুজ ছাপাশাড়ি) ৩/রুপালি মাহাতো (গলায় ওড়না) ৪/ঝুমা মিদ্যা(গ্রামবাসী সবুজ শাড়ি)
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 02, 2025 08:32:11
Kolkata, West Bengal:শের শহরতলীর বুকে ১৪ বছর বয়স নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন, গ্রেফতার করলে দমদম থানার পুলিশ আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার আবেদন। গতকাল সন্ধ্যে কমলাপুর গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় সেই সময় তার এক পূর্ব পরিচিত বন্ধুর সঙ্গে কমলাপুর পার্কে বেশ কিছু সময় গল্প , পরবর্তী সময়ে জোর করে টোটো করে নিয়ে যায় দু'নম্বর মতিলাল কলোনির হরিজন বস্তির একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে বলপূর্বক তিন বন্ধু লাগাতার ধর্ষণ করে। রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে মেয়ে সমস্ত কিছু জানার পর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করে দমদম থানায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ধর্ষণ অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলার অজু করা হয়েছে।
0
comment0
Report
CDChampak Dutta
Nov 02, 2025 08:04:29
Kaji Chak, West Bengal:স্কুলের স্থায়ী দুই শিক্ষক BLO, তাই বাড়ি বাড়ি গিয়ে করতে হবে ভোটার তালিকার কাজ। এতেই বাড়ছে চিন্তা,তাহলে কি হবে স্কুলের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ। এক মাত্র পার্শ্ব শিক্ষককে সামলাতে হবে স্কুলের দায়িত্ব। ফলে স্কুল পড়וয়াদূর ঘাটতি পড়বে বলছেন অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষকেরা। এমন অনেক স্কুলের মতো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ২ নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও। জানায় এই স্কুলের দুইজন শিক্ষক একজন শিক্ষিকা , স্কুলের প্রধান শিক্ষিকা ও আরেকজন শিক্ষক BLO দায়িত্ব পেয়েছেন, তাই তাদের BLO কাজ গুলি করতে হবে। বাকি রইল স্কুলের একমাত্র পার্শ্বশিক্ষক তাহলে যতদিন ভোটার তালিকার কাজ চলবে তবে কি এই পার্শ্ব শিক্ষককেই চালাতে হবে স্কুল এই নিয়ে মনের মধ্যে প্রশ্ন জাগছে স্কুল শিক্ষকদের-শিক্ষিকা থেকে এলাকার মানুষজনের। তারা বলছেন কয়েকদিন পর স্কুলের বাচ্চাদের বাৎসরিক খেলাধুলো থেকে পরীক্ষা সমস্ত কিছুই কয়েকদিনের মধ্যে সেই সময় যদি স্কুলের দুই শিক্ষক ভোটের কাজে ব্যস্ত হয়ে যায় কিভাবে হবে স্কুল পড়াশোনা, অভিভাবকরা তুলছেন প্রশ্ন,একি চিন্তা স্কুল শিক্ষকদের। তবে যাই হোক এ বিষয়ে চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন স্কুলের কাজ ও BLO কাজ সবই করতে হবে শিক্ষকদের, ছাত্রদের পড়াশোনার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রশাসন নজর রাখছে বলেও জানান তিনি।তবে কয়জননে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলো, আশ্বাস দিলেন বিডিও।
0
comment0
Report
Advertisement
Back to top