Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713103
बर्धमान दक्षिण विधानसभा के वॉक्स पॉप में 6 लोगों की पहचान सामने, जानिए कौन
PCPartha Chowdhury
Nov 14, 2025 14:49:46
Bardhaman, West Bengal
বর্ধমান দক্ষিণ বিধানসভা ভক্স পপ ১)অশোক ঘোষ।( শিক্ষক,৬৫) ২) জ্যোতিপ্রকাশ রায় ( অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মী, ৮৪) ৩) বাবুলাল মোदক ( ব্যবসায়ী, ৪৭) ৪) সুভাষ বালো( নাগরিক, ৫৭) ৫) রাজকুমার মির্ধা ( পুরকর্মী, ২৮) ৬) তাপস দে ( ব্যবসায়ী, ৪৮)
125
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Nov 14, 2025 16:06:36
Jalpaiguri, West Bengal:অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এস আই আর আতঙ্কে জলপাইগুড়িতে আত্মহত্যা করা নরেন্দ্রনাথ রায়ের বাড়িতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার বার্তা। কয়েকদিন আগে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের জগন্নাথ কলোনির বাসিন্দা ৬০ সালের বৃদ্ধ নরেন্দ্রনাথ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ তাঁর বাড়িতে আসেন ঋতব্রত। বলেন, বিজেপি ভয়ংকর আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এসআইআর আতঙ্কে কেউ আত্মহত্যা করেননি বলে দাবি বিজেপির। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় বলেন, তৃণমূল এসআইআর জ্বরে ভুগছে। সব মৃত্যুতেই ওরা এসআইআর জুড়ে দিচ্ছে।
131
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 14, 2025 15:05:37
117
comment0
Report
PDPradyut Das
Nov 14, 2025 14:49:30
Jalpaiguri, West Bengal:কান ধরে ওঠবসের সিসি টিভি ফুটেজ কাণ্ডে বিস্ফোরক দাবি জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাসের। তাঁর দাবি, স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নির্দেশেই আমি কান ধরে ওঠবস করতে বাধ্য হই। তাঁর ওই দাবি ঘিরে নতুন করে আলোড়ন ছড়াল। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই সৈকত চট্টোপাধ্যায় আজ জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন। ফলে বিতর্ক দানা বেঁধেছে। সৈকত অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছেন, ওই ফুটেজ ভুয়ো। এদিকে প্রধান শিক্ষিকার কান ধরে ওঠবস কাণ্ডের প্রতিবাদে আজ জলপাইগুড়িতে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষা বাঁচাও মঞ্চ। যদিও স্কুলগুলিতে তার প্রভাব পড়েনি। যাঁকে হেনস্তার প্রতিবাদে এই শিক্ষা ধর্মঘটের ডাক, সেই সুতপা দাস অবশ্য আজ স্কুলে এসেও বেরিয়ে যান। তিনি জানিয়েছেন, মিড ডে মিল সহ স্কুল পরিচালনায় যাতে কোনো অসুবিধা না হয়, তার ব্যবস্থা করে দিয়ে গেলাম। ব্যক্তিগত কাজে আজ ক্যাজুয়াল লিভ নিয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সভাপতি অমিত সাহা বলেন, আমরা জলপাইগুড়ি শহরের প্রতিটি স্কুল ঘুরেছি। সব স্কুল স্বাভাবিক আছে। বিতর্ক আছে, থাকবে। আমি মানুষের কাজ করে যাব। জলপাইগুড়িপুর সনের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে এমনটাই বললেন সৈকত চট্টোপাধ্যায়। পুরপ্রধানের চেয়ারে বসে কাউন্সিলারদের উদ্দেশে তাঁর বার্তা, স্বচ্ছতা বজায় রাখতে হবে। মানুষের পরিষেবা দিতে হবে। সৈকত বলেন, জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বজায় রেখে উন্নয়নই আমার পাখির চোখ। প্রধান শিক্ষিকার তোলা অভিযোগ অস্বীকার করে সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার নয়া চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, ওই ফুটেজ বিকৃত করা হয়েছে। এমন কোনও ঘটনাই ঘটেনি।
181
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 14, 2025 14:49:12
Howrah, West Bengal:দিল্লির শানসি সুলতানপুরী গ্যাংএর মাস্টারমাইন্ড সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে খড়গপুর জিআরপি। খড়গপুর জিআরপির শালিমার থানা গত বৃহস্পতিবার সাঁতরাগাছি স্টেশনে ওই তিনজনকে গ্রেফতার করে ধৃতদের নাম রণবীর সিং, আজমের সিং ও মুকেশ। তাদের কাছ থেকে কিছু পরিমাণ সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন দিল্লির সুলতানপুরের বাসিন্দা। গ্যাংয়ের নাম শানসি সুলতানপুরী গ্যাং।এস আর পি খড়গপুর দেবশ্রী সান্যাল বলেন এরা দিল্লি থেকে প্লেনে চেপে বিভিন্ন শহরে ধর্মীয় অনুষ্ঠানের সময় যায়। রেলস্টেশন, বাসস্ট্যান্ডের মতো ভিড় জায়গাগুলোকে আগে থেকে রেইকি করে নেয়। সেখানে মূলত বৃদ্ধা মহিলাদের টার্গেট করে দলটি। পাঁচ-ছয় জন মিলে ভিড়ে মিশে যাওয়া ব্যাগ থেকে টাকা পয়সা ও মূলত সোনার গয়না চুরি করে এরা। দলটির মাস্টারমাইন্ড রণবীর সিং। এর আগে কলকাতা অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রসহ বহু জায়গায় ও ট্রেনে চুরির ঘটনায় গ্রেফতার হয়েছে তারা। ধৃতদের ১১ দিনের জন্য হেফাজতে নেওয়া হবে এবং তদন্ত শুরু হয়েছে।
139
comment0
Report
ALArup Laha
Nov 14, 2025 14:48:03
Belna, West Bengal:বিহারে বিজেপির জয়ের সেলিব্রেশনে উৎসবের রঙ কার্জনগেট চত্বরে। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের পর পূর্ব বর্ধমানে দেখা গেল উৎসবের আমেজ। শুক্রবার ফলাফল প্রকাশের পরই বিজেপির দলীয় কার্যালয়ে মেতে ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের সেলিব্রেশন। সন্ধ্যায় বর্ধমান ঘোড়দৌড় চটি এলাকার জেলা বিজেপি কার্যালয় থেকে বাইক মিছিল বের হয়। ডজন ডজন বাইক সওয়ারি ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে শহরের রাস্তায় আবেগের উচ্ছ্বাস ছড়িয়ে হাজির হন কার্জনগেট চত্বরে। সেখানে পৌঁছে আবীর খেলা, ঢোল-নগাড়ার তালে নাচ এবং দেদার বাজি ফাটানোর মধ্য দিয়ে জয়ের আনন্দ ভাগ করে নেন গেরুয়া শিবিরের কর্মীরা। চারদিক জুড়ে উৎসবের আবহে রঙিন হয়ে ওঠে শহরের অন্যতম ব্যস্ত এই এলাকা। কর্মী-সমর্থকদের বক্তব্য, “বিহারে আবার এনডিএ সরকার—এটাই ছিল প্রত্যাশিত। আজকের এই জয় গোটা দেশের উন্নয়নের রাজনীতি ফের সিলমোহর পেল।” বিজেপির জেলা নেতৃত্ব জানান, বিহারের ফলাফল দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং এই জয় কর্মীদের মনোবলে আরও উত্থান ঘটাবে। বাইট ১। অভিজিৎ তাঁ (সভাপতি বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি), ২। অনিন্দিতা পাল মৈত্র (বিজেপি নেত্রী)।
82
comment0
Report
ALArup Laha
Nov 14, 2025 14:46:31
Belna, West Bengal:মাত্র ৯ বছরেই আন্তর্জাতিক সাফল্য। ভুটানে ব্ল্যাক বেল্ট পেয়ে নজির গড়ল পূর্ব বর্ধমানের ভাতারের আংশিক কোনার। ৯ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের ছাপ রাখল ভাতারের শিকোড়তোর গ্রামের আংশিক কোনার। ভুটানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে পরীক্ষায় ব্ল্যাক ব belt্রি ডিগ্রি অর্জন করে সে নজির গড়েছে। শুক্রবার ফল প্রকাশ হতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে গোটা শিকোড়তোর গ্রামে, পাশাপাশি চর্চায় মেতেছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। আংশিক কোনার ভাতারের শিকোড়তোর গ্রামের বাসিন্দা। বাবা বিশ্বজিৎ কোনার এবং মা পিয়ালী কোনার মেয়ে কৃতী ছাত্র স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। পড়াশোনাতেও সে সমান মনোযোগী—নিয়মিতই শ্রেণিতে প্রথম হয় আংশিক। ভুটানের এই আন্তর্জাতিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল চলতি নভেম্বর মাসের ২ তারিখে। শুক্রবার যখন আংশিক তার ফলাফলের কথা জানতে পারে, আনন্দে উচ্ছ্বসিত হয় তার পরিবার, শিক্ষক-প্রশিক্ষক থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। কেবল এই পরীক্ষাই নয়—আংশিক ইতিমধ্যেই কুড়ি+ দেশে আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক সাফল্য অর্জন করেছে। ক্যারাটে�র প্রতি তার নিষ্ঠা, পরিশ্রম এবং শৃঙ্খলিত অনুশীলন তাকে বয়সের তুলনায় بہت দূর এগিয়ে দিয়েছে। গ্রামের মানুষের আশা, আগামী দিনে আংশিক আরও বড় মঞ্চে ভারতের এবং ভাতারের নাম উজ্জ্বল করবে। বাইট ১)সম্রাট হাজরা(ট্রেনার), বাইট ২)বিশ্বজিৎ কোনার (বাবা), বাইট ৩) পিয়ালী কোনার (মা)। 141125ZG_BWN_KONAR
184
comment0
Report
PCPartha Chowdhury
Nov 14, 2025 14:45:43
141
comment0
Report
Advertisement
Back to top