Back
एडेन गार्डेन्स में दक्षिण अफ्रीका के खिलाफ भारत की पहली टेस्ट की भारी चुनौती
DBDebanjan Bandyopadhyay
Nov 14, 2025 03:35:21
Kolkata, West Bengal
শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে দক্ষিণ আফრিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট। টেস্ট বিশ্বকাপ জেতার পর প্রতিপক্ষ এখন রীতিমতো শক্তিশালী। ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন টেম্বা বাভুমারা। তবে শুভমন গিলরাও পালটা চাল দেওয়ার জন্য তৈরি রয়েছেন।প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া টিম ইন্ডিয়া।এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে প্রথম একাদশ এখনও ঠিক করতে পারেননি তাঁরা। কারণ ইডেনের পিচ এখনও পুরোপুরি চিনে উঠতে পারেননি শুভমনরা। brihospoti বার সাংবাদিক বৈঠকে ইডেনের পিচ নিয়ে প্রশ্ন করা হলে শুভমন বলেছেন, ‘বুধবার এসে দেখেছিলাম অন্য রকম উইকেট। এদিন এসে দেখছি সেটা বদলে গিয়েছে। শুক্রবার এসে আরও এক বার দেখলে বুঝতে পারব। এমনিতেই পিচ দেখে শুকনোই মনে হচ্ছে। এই ধরনের পিচে রিভার্স সুইং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৪-এ ইংল্যান্ড সিরিজ স্পিন সহায়ক পিচ হলেও পেসারেরা উইকেট নিয়েছিল। রিভার্স সুইং হলে পেসারদের কখনওই হিসাবের বাইরে রাখা যাবে না।' ইডেনে ধ্রুব জুরেল যে খেলবেন তা মোটামুটি নিশ্চিত। ব্যাটারদের নিয়েও চিন্তা নেই। তবে তিন স্পিনার হিসাবে কাকে কাকে খেলাবেন তা চূড়ান্ত করেননি শুভমন। তাঁর কথায়, ‘বছরের সেই সময়টায় এসে গিয়েছি, যখন একজন অতিরিক্ত পেসার নাকি অতিরিক্ত স্পিনার খেলাব, সেটা নিয়ে দ্বন্দ্ব চলে। সেই জন্যই শুক্রবার এসে পিচ দেখে সিদ্ধান্ত নেব। প্রথম একাদশ মোটামুটি নিশ্চিত। সাধারণত ভারতে স্পিনাররাই ম্যাচ জেতাতে সাহায্য করে। যেহেতু ভারতের পূর্ব দিকের এই অঞ্চলে আলো তাড়াতাড়ি কমে যায়, তাই সেগুলোও মাথায় রাখতে হবে। তাছাড়া আমাদের দলে খুব ভালো ভালো ব্যাটিং অলরাউন্ডার রয়েছে। সেটা অক্ষর, ওয়াশিংটন বা জাদেজা যে-ই হোক। ওদের বোলিং এবং ব্যাটিংয়ের রেকর্ড অসাধারণ। উত্তেজক একটা টেস্ট হতে চলেছে।' অস্ট্রেলিয়ায় শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার ছ’দিনের মধ্যে লাল বলে খেলতে নামবেন শুভমন। এখনও তিন ফরম্যাটে খেলার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া রপ্ত করতে হচ্ছে তাঁকে। বলেছেন, ‘এখনও ভাবছি কীভাবে মানিয়ে নেব। এশিয়া কাপ থেকে পরের পর খেলে চলেছি। বিভিন্ন দেশে যাচ্ছি।চার-পাঁচ দিনের ব্যবধানে বিভিন্ন ফরম্যাটে নামতে হচ্ছে। সব ফরম্যাটে সাফল্য পেতে গেলে কীভাবে নিজেকে ঠিক রাখতে হয়, সেটা জানার জন্য আর একটু সময় দরকার। তবে শরীরের থেকেও মনের চ্যালেঞ্জ বেশি।’ পেসারদের ওয়ার্কলোড প্রসঙ্গে শুভমন বলেছেন, ‘ভারতে খেলার চেয়ে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় খেলতে গেলে জোরে বোলারদের ওপরে চাপ বেশি পড়ে। কিন্তু আমাদের দলের পেসাররা জানে, কীভাবে ভারতের মাটিতে সাফল্য পেতে হয়। যদি পিচ থেকে রিভার্স সুইং পাওয়া যায়, তা হলে ওরা সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। বুমরা নিজেও জানে যে ভারতের মাটিতে বল করতে গেলে ওর ওপর সেভাবে চাপ পড়বে না। ও সেভাবেই সামলায় ব্যাপারটা।’ দক্ষিণ আফ্রিকাকে ২-০ হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাে দ্বিতীয় স্থানে উঠে আসবে ভারত। সেই প্রসঙ্গে শুভমন বলেছেন, ‘এই দুটো ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে এখানে ভালো খেলতেই হবে। দক্ষিণ আফ্রিকা টেস্ট বিশ্বকাপ জিতে খেলতে এসেছে। শক্তিশালী দল। তাই লড়াই সহজ হবে না। অনেক কঠিন সময় আসবে। তবে দল হিসাবে একসঙ্গে সেগুলো সামলে দিতে পারব।’ ১৩ বছর পর ইডেনের কোনও টেস্ট ম্যাচে ভারতীয় দলে থাকবে না মহম্মদ শামির নাম। ২০১৩-য় টেস্টে অভিষেক হওয়ার পর থেকে ইডেনে হওয়া চারটি টেস্টেই খেলেছিলেন শামি। এই প্রথম ঘরের মাঠে টেস্ট খেলা হবে না তাঁর। প্রথম টেস্টের আগের দিন ভারতীয় দলে শামির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক শুভমন গিল। শুভমনের কথায়, ‘শামিভাইয়ের মতো বোলার খুব বেশি নেই। তবে আকাশ দীপ বা প্রসিদ্ধের মতো বোলারদের পারফরম্যান্সের দিকে যদি তাকান, বা সিরাজ বা বুমরা ভারতের হয়ে কেমন খেলেছে সেটা যদি দেখেন, তা হলে বুঝবেন সিদ্ধান্ত কতটা কঠিন। শামিভাইয়ের মতো বোলারকে বাইরে রেখে খেলতে কখনওই ভালো লাগে না। তবে একইসঙ্গে আমাদের সামনের দিকে তাকাতে হবে। ফিটনেস এবং নির্বাচন নিয়ে নির্বাচকরা ভালো উত্তর দিতে পারবেন।’ ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে যে গৌতম গম্ভীরদের দুশ্চিন্তা মেটেনি তা বৃহস্পতিবারও দেখা গিয়েছিল। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে বৃহস্পতিবার শেষ দিনের অনুশীলন ছিল। সেখানে দেখা গেল বোর্ডের দুই পিচ প্রস্তুতকারককে। পাশাপাশি দলের две ক্রিকেটারের দিকে নজর দিলেন গম্ভীর। বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতের। ইডেনে ঢুকেই পিচের দিকে চলে যান গম্ভীর। সঙ্গে ছিলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ও বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁদের সঙ্গে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ও ছিলেন। کچھক্ষণ পর সেখানে যান ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই পিচ প্রস্তুতকারক আশিস ভৌমিক ও তাপস চট্টোপাধ্যায়। ভারতের অধিনায়ক শুভমন গিল ও সহ-অধিনায়ক ঋষভ পন্থও যোগ দেন সেই আলোচনায়। সকলের মধ্যে প্রায় আধ ঘণ্টা আলোচনা চলে। দেখে বোঝা যাচ্ছিল, পিচের একটি বিশেষ অংশ নিয়ে দুশ্চিন্তা রয়েছে ভারতীয় দলের। সেই জায়গাটা বারবার হাতের ইশারায় দেখাচ্ছিলেন শুভমনরা। শুভমন স্বীকার করে নিয়েছেন যে ইডেনের পিচ বুঝতে পারছেন না তিনি। সামনের পায়ে খেলার চেষ্টা করছিলেন শুভমন। কোনও সমস্যা হলে গম্ভীর গিয়ে তাঁর সঙ্গে কথা বলছিলেন। ইডেনে দক্ষিণ আফ্রikাও হয়তো তিন স্পিনার খেলাবে। শুভমন চার নম্বরে ব্যাট করেন। মিডল অর্ডারে স্পিনারদের বিরুদ্ধেই বেশি খেলতে হবে তাঁকে। সেই কারণে স্পিনারদের বিরুদ্ধে বেশি অনুশীলন করতে দেখা গেল তাঁকে। এ দিকে লালকেল্লার কাছেই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে সদ্য। তারপরেই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে কলকাতাও। এই আবহেই ইডেনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। ফলে নিরাপত্তার বিষয়ে কোনও আপস করতে রাজি নয় কলকাতা পুলিশ। জানা গিয়েছে, নিরাপত্তার কথা ভেবে ইডেনের বিভিন্ন অংশকে কয়েকটি ভাগে ভাগ করেছেন পুলিশ কর্তারা। প্রত্যেকটি ভাগের দায়িত্বে থাকবেন ডেপুটে পুলিশ কমিশনার এবং ৯ জন এসি। পাশাপাশি বিরাট পুলিশের একটি দল সুরক্ষায় মোতায়েন থাকবেন। বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড-সহ সাত সাতস্তরীয় নিরাপত্তাবলয় থাকবে ইডেনে। ক্লাব হাউস এবং ভিভিআইপি জোনের নিরাপত্তাতেও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিরাপত্তায় মোতায়েন থাকবেন বলে লালবাজার সূত্রে খবর। ইডেনের বিভিন্ন জায়গায় সশস্ত্রবাহিনীর সদস্যরা যেমন থাকবেন, তেমনই থাকবে কুইক রেসপন্স টিম। ইডেনের বাইরেও নিরাপত্তাতে জোর দেওয়া হয়েছে। ইডেনকে ঘিরে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে বাঙ্কার। যেখানে কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। ইডেন সংলগ্ন রাস্তাতেও শুক্রবার যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
264
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MDMritunjay Das
FollowNov 14, 2025 05:30:5569
Report
STSrikanta Thakur
FollowNov 14, 2025 05:30:2746
Report
PDPradyut Das
FollowNov 14, 2025 05:02:08141
Report
BMBiswajit Mitra
FollowNov 14, 2025 04:50:16101
Report
PDPradyut Das
FollowNov 14, 2025 04:49:20139
Report
BMBiswajit Mitra
FollowNov 14, 2025 04:48:59120
Report
AGAyan Ghosal
FollowNov 14, 2025 04:46:30102
Report
SRSanjoy Rajbanshi
FollowNov 14, 2025 04:25:59103
Report
BMBiswajit Mitra
FollowNov 14, 2025 04:25:37101
Report
BMBiswajit Mitra
FollowNov 14, 2025 04:25:12124
Report
NRNarayan Roy
FollowNov 14, 2025 04:24:0299
Report
NRNarayan Roy
FollowNov 14, 2025 04:02:15Siliguri, West Bengal:ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। ভয়ের কিছু নেই। তাঁদের লোকেরা তৈরি আছে। ঠিক ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেবে। মন্তব্য অনুব্রত মণ্ডলের।
185
Report
NRNarayan Roy
FollowNov 14, 2025 04:01:59Siliguri, West Bengal:মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট
দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ করল কলকাতা হাইকোর্ট
একইসঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টের।
267
Report
NRNarayan Roy
FollowNov 14, 2025 04:01:33203
Report