Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
18-19 को ECI का विशेष दल कलकत्ता पहुँचेगा; दक्षिण बंगाल में प्रगति की निगरानी
AMArkodeepto Mukherjee
Nov 14, 2025 12:12:53
Kolkata, West Bengal
চলতি মাসের ১৮ বা ১৯ তারিখ জাতীয় নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল আসছে কলকাতায়। দুদিন ধরে তারা কলকাতা সহ দক্ষিণবঙ্গে এস আই আর এর অগ্রগতি মনিটর করবেন। সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করে কমিশনে জমা দেবেন। এই দলের প্রতিনিধিরাও একুশ তারিখ ইভিএম নিয়ে যে বিশেষ বৈঠক রয়েছে কমিশনের সেখানে যোগ দেবেন.
120
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Nov 14, 2025 13:44:48
Chinsurah, West Bengal:নওশাদের মুখেও বিজেমূল。 বিহার নির্বাচনে এনডিএর জয় আসলে ভোটব্যাংক হিসাবে তাদের kullan করা হয় সেই অংশ থেকে নেতা তুলে না আনা মনে করছেন আইএসএফ বিধায়ক।আর এই জিনিস যদি চলতে থাকে তাহলে বিজেপিকে কোনদিনই হারানো যাবে না。 গিরিরাজ সিং বলেছেন এরপর বাংলা দখল হবে।সেই প্রসঙ্গে নওশাদ বলেন,গিরিরাজ সিং আবার কষ্ট করে এসব বলতে যাচ্ছেন কেন।পশ্চিমবঙ্গে বকলমে তো বিজেপির সরকার চলছে।আরএসএস যা চায় সেটাই করছেন মমতা।এখানে ওয়ার্ক অফ নিয়ে আন্দোলন করতে গেলে মিথ্যা মামলা দেয়।একদিনে আমার বিরুদ্ধে পাঁচটা মামলা দিয়েছে যেখানে আমি উপস্থিত ছিলাম না。 ওবিসি নিয়ে বঞ্চনা স্বীকার করেছে তৃণমূল।যেগুলো বিজেপি শাসিত রাজ্যে হয় এখানে সেগুলোই চলছে。 যারা ভেবেছিল তৃণমূলের হাত থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিয়েছিল অনেকে।কিন্তু দিনের শেষে দেখা গেল বিজেমূল।বিজেপির হাত থেকে বাঁচতে সংখ্যালঘুরা তৃণমূলকে ভোট দিয়েছিল তারাও দেখতে পাচ্ছে বিজেপির থেকে কোন অংশেই কম নয় মমতার সরকার।তবে ২৬শে বিজেপি এবং তৃণমূলকে জবাব দিয়ে দেবে মানুষ。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 14, 2025 13:44:22
Howrah, West Bengal:দিল্লির শানসি সুলতানপুরী গ্যাংএর মাস্টারমাইন্ড সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে খড়গপুর জিআরপি। খড়গপুর জি‌آরপি শালিমার থানা গত বুধবার সাঁতরাগাছি স্টেশনে ওই তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম রণবীর সিং, আজমের সিং ও মুকেশ। তাদের কাছ থেকে কিছু পরিমাণ সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন দিল্লির সুলতানপুরের বাসিন্দা। গ্যাংয়ের নাম শানসি সুলতানপুরি গ্যাং। এস আর পি খড়গপুর দেবশ্রী সান্যাল বলেন এরা দিল্লি থেকে প্লেনে চেপে বিভিন্ন শহরে ধর্মীয় অনুষ্ঠানের সময় যায়। রেলস্টেশন, বাসস্ট্যান্ডের মতো ভিড় জায়গাগুলোকে আগে থেকে রেইকি করে নেয়। সেখানে মূলত বৃদ্ধা মহিলাদের টার্গেট করে দলটি। পাঁচ-ছয় জন মিলে ভিড়ে মিশে গেলেও ব্যাগ থেকে টাকা পয়সা ও মুলত সোনার গয়না চুরি করে এরা। দলটির মাস্টারমাইন্ড রণবীর সিং। এর আগে কলকাতা অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র সহ বহু জায়গায় ও ট্রেনে চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছে তারা। ধৃতদের ১১ দিনের জন্য হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 14, 2025 12:57:49
Dinajpur, Rangpur Division:বিহারের জয়ে রায়গঞ্জে BJP র বিজয় মিছিল, মিষ্টি বিতরন, গেরুয়া আবির, মিছিলে উপস্থিত জেলা সভাপতি৷ শুক্রবার বিকালে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেছেন, SIR এর পরে স্বচ্ছ ভোটার তালিকা করে বিহারে ফের NDA সরকার এসেছে। সাধারণ মানুষ মোদী জীর উপরে আস্থা রেখেছে৷ সুশাসনের পক্ষে ভোট দিয়েছেন বিহার বাসী৷ আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তারা স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে স্বচ্ছ ভোট করিয়েছেন। এবার বাংলাতেও SIR হচ্ছে এখানেও স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে ভোট হবে। এখানকার মানুষও বাংলায় সুশাসন ফিরিয়ে আনতে এখানে বিজেপির সরকার গড়বে। এদিন বিহারের ফলাফলে বিজেপির জেলা কার্যালয় থেকে একটি বিজয় মিছিল রায়গঞ্জ শহরের রাজপথে বের হয়। মিছিল থেকে সাধারণ মানুষকে মিষ্টি মুখ করান জেলা সভাপতি নিমাই কবিরাজ। গেরুয়া আবির, ব্যান্ড পার্টির বাজনা, সব মিলিয়ে বিজেপি কর্মীরা যে নতুন করে উদ্বজিবীত হয়েছেন তা বলাই বাহুল্য。
100
comment0
Report
MMManoranjan Mishra
Nov 14, 2025 12:49:19
Purulia, West Bengal:পুরুলিয়া: আত্মীয়ের মারের ঘাতে মৃত স্বামী ও স্ত্রী। শুক্রবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার বলরামপুর থানার হাড়াশালডি গ্রামে । জানা গেছে, হাড়াশালডি গ্রামের বাসিন্দা ঘটক সিং সর্দার হঠাৎই এলাকার বাসিন্দা তথা আত্মীয় হাড়িরাম সিং সর্দারের বাড়িতে গিয়ে তাঁকে এবং তাঁর স্ত্রীকে আঘাত করে। মাথায় একাধিক আঘাত লাগায় দু’জনেই ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর হাড়িরাম সিং সর্দারের ছেলে বাড়িতে এসে দেখেন তাঁর বাবা ও মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক হাড়িরাম সিং সর্দার (৬৩)কে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী বিন্দেশ্বরী সিং সর্দার (৫৫)কে গুরুতর অবস্থায় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয় । ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযুক্ত ঘটক সিং সর্দারকে গ্রেফতার করে । হাড়িরামের ছেলের অভিযোগ, ব্যক্তিগত বিবাদের জেরেই তাঁদের উপর হামলা চালানো হয়েছে। কি কারণে এই খুনের ঘটনা তার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।
113
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 14, 2025 12:49:00
Howrah, West Bengal:বিএলও দের বাড়ি বাড়ি এনোমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের পাশাপাশি তাদের সমস্ত তথ্য নির্বাচন কমিশনের অ্যাপে তুলতে হবে। নির্বাচন আধিকারিকদের এই নির্দেশের প্রেক্ষিতে হাওড়ার টিকিয়াপাড়ায় বিএলও দের বিক্ষোভ। আজ তাদের ডিজিটাইজেশনের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল তা বয়কট করেন। বিএলও দের অভিযোগ দিনের পর দিন তাদের ওপর কাজের চাপ বাড়ছে। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ৪ ই ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি এনোমারেশান ফর্ম বিলি এবং সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ বিএলও দের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ আসে। তাতে বলা হয় শনিবারের মধ্যে ওই কাজ সম্পূর্ণ করতে হবে। শুধু তাই নয় আজ তাদের ডাটা এন্ট্রির জন্য প্রশিক্ষণে যোগ দিতে বলা হয়। টিকিয়াপাড়ায় রেগুলেটরি মার্কেটের অফিসে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু বিএলও দের দফায় দফায় বিক্ষোভের জেরে প্রশিক্ষণ বানচাল হয়ে যায়। তারা স্পষ্ট জানান কোন অবস্থাতেই তারা ডাটা এন্ট্রি কাজ করবেন না। কারণ যদি কোন ভুল হয়ে যায় তার দায় তাদের উপর থাকবে। তারা জানায় অনেক ক্ষেত্রে ভোটার কার্ড এবং আধার কার্ডের তথ্যে অনেক ভুল আছে। সেই ভুল সংশোধনের আগে তা যদি নির্বাচন কমিশনের অ্যাপে আপলোড হয়ে যায় তাতে ভবিষ্যতে বিপদের আশঙ্কা করছেন তারা। তারা কমিশনকে বিকল্প প্রস্তাব দিয়েছেন। কমিশন থেকে যে টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন তা তারা ছাড়তে রাজি। সেই টাকা দিয়ে কমিশন যেন পেশাদার ডেটা এন্ট্রি অপারেটর রাখেন। এমনটাই অনুরোধ জানিয়েছেন কমিশনকে। তারা আরো বলেন কেন হোয়াটসঅ্যাপে নতুন নতুন নির্দেশ দেওয়া হচ্ছে তা তারা বুঝে উঠতে পারছেন না। একই সঙ্গে বিএলও রা জানিয়েছেন স্কুল করার পর ফর্ম বিলির কাজে এতটাই সময় চলে যাচ্ছে তাতে তারা বিধ্বস্ত। ফর্মে মহিলা বিএলও দের নাম এবং মোবাইল নাম্বার চারদিকে ছড়িয়ে পড়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন এত ফোন আসছে সারাদিন এবং রাতে তাতে তাদের ব্যক্তিগত জীবন ব্যাহত হচ্ছে।
81
comment0
Report
SCSandip Chowdhury
Nov 14, 2025 12:48:33
Katwa, West Bengal:পুরপ্রধান নির্বাচনে দলের রাজ্যে নেতৃত্বের নির্দেশ অমান্য করে সভাকক্ষ ত্যাগ করলেন তৃণমূলের সাত পুরসদস্য। তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পুরসভায় যদিও সাত পুরসদস্যের সই না থাকায় পুরপ্রধান নির্বাচনে কোন অসুবিধা হয়নি। রাজ্য নেতৃত্বের নির্দেশে দাঁইহাট পুরসভার পুরপ্রধান নির্বাচিত হলেন ৩ নম্বর ওয়ার্ডের পুরসদস্য সমর সাহা বলে জানান উপপুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ অমান্য করার ব্যাপারে শিশির মণ্ডল বলেন, পুরপ্রধান নির্বাচনের যে নাম দেখিয়ে দলের নির্দেশ বলা হচ্ছে তাতে রাজ্য নেতাদের কারও সাক্ষর নেই। সেকারণে আমরা এই পুরপ্রধান মানছি না। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন সাত পুরসদস্য দলবিরোধী কাজ করেছেন। সাত পুরসদস্যের এই আচরণের বিষয়ে রাজ্য নেতৃত্বকে লিখিত জানাব। রাজ্য নেতৃত্বের নির্দেশে ৪ নভেম্বর দাঁইহাটের পুরপ্রধানের পদ থেকে প্রদীপ কুমার রায় মহকুমা Shাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন। রাজ্য নেতৃত্ব নতুন পুরপ্রধানের নাম পাঠিয়ে জেলা সভাপতির কাছে পাঠিয়ে দেয়। শুক্রবার উপপুরপ্রধান অজিত কুমার বন্দ্যোপাধ্যায় পুরপ্রধান নির্বাচনের জন্য ১৪ জন পুরসদস্যকে নিয়ে বৈঠক শুরু করেন। দলের নির্দেশিত পুরধান হিসেবে সমর সাহার নাম প্রস্তাব করলে শিশির মণ্ডল সহ সাত পুরসদস্য বিরোধিতা করে বৈঠক থেকে বেরিয়ে আসেন। শিশির মণ্ডল সাংবাদিকদের বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সব পুরসদস্য তার ওয়ার্ডে ভোটে হেরেছেন, সেসব পুরসদস্যদের পদ থেকে সরিয়ে দিয়ে যারা ওয়ার্ডে ভোটে জিতেছেন তাদের সম্মান জানানো হবে। কালনা,কাটোয়ার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানা হলেও দাঁইহাটের ক্ষেত্রে মানা হল না। একজন নিজের ওয়ার্ডে হেরে যাওয়া পুরসদস্যকে পুরপ্রধান করার সিদ্ধান্ত আমরা মানছি না। তাছাড়া যে কাগজ সিদ্ধান্ত বলে দেখানো হচ্ছে在那里 রাজ্য নেতৃত্বের সাক্ষর নেই। যদি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, সাত জন সই না করে বেরিয়ে গেছে আমরা সাতজন দলের নির্দেশিত পুরপ্রধানের নামকে সম্মতি জানিয়ে সই করেছি। আগামীদিনের জন্য সমর সাহা দাঁইহাট পুরসভার পুরপ্রধান হিসেবে নির্বাচিত হলেন। পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা দলবিরোধী কাজ। রাজ্যনেতৃত্ব ব্যবস্থা নেবে। বাইট:১) অজিত বন্দ্যোপাধ্যায়, উপরপুরপ্রধান, দাঁইহাট পুরসভা,২) শিশির মণ্ডল, দলের বিরোধিতা করা পুরসদস্য, ৩) রবীন্দ্রনাথ চট্টোপाध্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি।
100
comment0
Report
AMArkodeepto Mukherjee
Nov 14, 2025 12:07:40
Kolkata, West Bengal:আগামী একুশে নভেম্বর কলকাতায় রাজ্যের সমস্ত জেলাশাসকদের উপস্থিতিতে ইভিএম নিয়ে বিশেষ বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর যে এই মিটিংয়ে উপস্থিত থাকতে চলেছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। এছাড়াও থাকার কথা প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডেপটি সেক্রেটারির। সমস্ত জেলাশাসকদের ইভিএম নিয়ে চূড়ান্ত ট্রেনিং এবং আলোচনা হওয়ার কথা। সমস্ত জেলা শাসকদের সঙ্গে থাকবেন বিভিন্ন জেলার সরকারি আধিকারিকরা। তারা নিজে নিজে জেলাতে ফিরে গিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির কর্মীদেরকে ইভিএম এর কার্যপ্রণালী বোঝাবেন এবং তাদেরকে দিয়ে মক polls করবেন। পুরো বিষয়তে তারা সন্তুষ্ট হলে মক গুলো মুছে দিয়ে সিল করে যথাস্থানে পাঠিয়ে দেওয়া হবে.
71
comment0
Report
Advertisement
Back to top