Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
दिल्ली-छत्तीसगढ़-राजस्थान में ठंडी आहट, 7 दिन शीतल मौसम; बंगाल-केरल में बारिश की चेतावनी
AGAyan Ghosal
Nov 14, 2025 03:03:56
Kolkata, West Bengal
*আবহাওয়া পয়েন্টার* ১) আগামীকাল পর্যন্ত রাতে এবং ভোরে শীতের আমেজ। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে গোটা রাজ্যের দিন এবং রাতের তাপমাত্রা। অবাধ উত্তরে পশ্চিমের শীতল হাওয়া। কোন পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরে আগামী ৮ দিন কোন সিস্টেম নেই। ২) পরশু রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। বেলায় গায়েব হবে শীতের আমেজ। ৩) দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী ৬ দিন। রবিবার থেকে দিনের পারদ কিছুটা উঠবে। ৪) উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৬/৭ দিন শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই। ৫) টানা ৩ রাত কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রবিবার থেকে খুব সামান্য বাড়বে তাপমাত্রা। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত ৭ দিন নেই। ৬) শৈত্য প্রবাহের পরিস্থিতি দিল্লি ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ রাজস্থানে ১৫ই নভেম্বর পর্যন্ত। কোল্ড ডে পরিস্থিতি পূর্ব মধ্যপ্রদেশে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস। লাক্ষাদ্বীপ ও কোমোরিন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।
147
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Nov 14, 2025 05:02:08
Jalpaiguri, West Bengal:গুলিবিদ্ধ অবস্থায় জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি নবিউল ইসলাম (৩০) নামে এক যুবক। ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, যুবকের বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহে। ওই যুবক বুধবার প্রথমে চিকিৎসককে দেখান। সেসময় তিনি জানান, গাছ থেকে পড়েও গিয়েছেন। চিকিৎসক হাসপাতালে ভর্তির জন্য বলেন। কিন্তু ভর্তি না হয়ে ওই যুবক চলে যান। ফের বৃহস্পতিবার আসেন। ওই চিকিৎসকের অধীনে জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি হন। চিকিৎসকের দাবি, সেসময় চেপে ধরতে ওই যুবক জানান তাঁর শরীরে গুলি বিঁধে রয়েছে। গোরু পাচার করতে গিয়ে ১০ নভেম্বর সীমান্তে গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসক বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। গুলি বের করা যায়নি।-plastik sarjari করতে হবে। জলপাইগুড়িতে সম্ভব নয়। उत्तरবঙ্গ মেডিকেলে রেফার করতে হবে। ওই যুবকের বাঁহাতে গুলি বিঁধে রয়েছে।
82
comment0
Report
BMBiswajit Mitra
Nov 14, 2025 04:50:16
Ranaghat, West Bengal:ভোটার তালিকায় পরিচয় জালিয়াতি, তদন্তের দাবি ভোটার তালিকার সংশোধনের মধ্যেই উঠে এল জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা। নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার বাসিন্দা চয়ন সরকারের নাম, বাবার নাম ও ভোটার নম্বর অপর এক ব্যক্তির নামে ব্যবহার করে তৈরি হয়েছে ভুয়ো ভোটার কার্ড۔ শুধু ছবিই নয়, ঠিকানাও বদলে দেওয়া হয়েছে। চয়ন সরকার জানিয়েছেন, তাঁর পরিচয় ব্যবহার করে অন্য কেউ ভোটার তালিকায় নাম তুলেছে। তিনি প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। राणाघাট दक्षिण বিধানসভা کے দেবগ্রাম پنچायت کے ৫২ নম্বর বুথে গিয়ে দেখা যায়, ওই নামে কোনো নতুন ভোটারের অস্তিত্ব নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, জাল কার্ডে ব্যবহৃত ছবিটি সুবীর মণ্ডল নামে এক যুবকের। ফলে একাধিক পরিচয় মিশিয়ে তৈরি হয়েছে ভুয়ো পরিচয়পত্র। রানাঘাট दक्षिण বিধানসভা ওই গ্রামে গিয়ে জানা যায় ওই বুথে চয়ন নামে নতুন ভোটারের কোন অস্তিত্ব নেই। কৃষ্ণকান্তি চৌধুরী নামে এক ব্যক্তি বলেন ছবিটি আমার ভাগ্নের তবে মাঝেমধ্যে এখানে চিকিৎসার জন্য আসেন কিভাবে হল কিছু জানি না। ঘটনার বিষয়ে রানাঘাট ২ ব্লকের বিডিও শুভজিৎ জানা বলেন, অভিযোগ হাতে এলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
24
comment0
Report
PDPradyut Das
Nov 14, 2025 04:49:20
Jalpaiguri, West Bengal:গুলিβिड অবস্থায় জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি নবিউল ইসলাম (৩০) নামে এক যুবক। ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, যুবকের বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহে। ওই যুবক বুধবার প্রথমে চিকিৎসককে দেখান। সেসময় তিনি জানান, গাছ থেকে পড়ে গিয়েছেন। চিকিৎসক হাসপাতালে ভর্তির জন্য বলেন। কিন্তু ভর্তি না হয়ে ওই যুবক চলে যান। ফের বৃহস্পতিবার আসেন। ওই চিকিৎসকের অধীনে জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি হন। চিকিৎসকের দাবি, সেসময় চেপে ধরতে ওই যুবক জানান তাঁর শরীরে গুলি বিঁধে রয়েছে। গোরু পাচার করতে গিয়ে ১০ নভেম্বর সীমান্তে গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসক বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। গুলি বের করা যায়নি। প্লাস্টিক সার্জারি করতে হবে। জলপাইগুড়িতে সম্ভব নয়। উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করতে হবে। ওই যুবকের বাঁহাতে গুলি বিঁধে রয়েছে।
138
comment0
Report
BMBiswajit Mitra
Nov 14, 2025 04:48:59
Ranaghat, West Bengal:ভোটার তালিকায় পরিচয় জালিয়াতি, তদন্তের দাবি ভোটার তালিকার সংশোধনের মধ্যেই উঠে এল জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা। নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার বাসিন্দা চয়ন সরকারের নাম, বাবার নাম ও ভোটার নম্বর অপর এক ব্যক্তির নামে ব্যবহার করে তৈরি হয়েছে ভুয়ো ভোটার কার্ড। শুধু ছবিই নয়, ঠিকানাও বদলে দেওয়া হয়েছে। চয়ন সরকার জানিয়েছেন, তাঁর পরিচয় ব্যবহার করে অন্য কেউ ভোটার তালায় নাম তুলেছে। তিনি প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। রানাঘাট দক্ষিণ বিধানসভার দেবগ্রাম পঞ্চায়েতের ৫২ নম্বর বুথে গিয়ে দেখা যায়, ওই নামে কোনো নতুন ভোটারের অস্তিত্ব নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, জাল কার্ডে ব্যবহৃত ছবিটি সুবীর মণ্ডল নামে এক যুবকের। ফলে একাধিক পরিচয় মিশিয়ে তৈরি হয়েছে ভুয়ো পরিচয়পত্র। রানাঘাট দক্ষিণ বিধানসভা ওই গ্রামে গিয়ে জানা যায় ওই বুথে চয়ন নামে নতুন ভোটারের কোন অস্তিত্ব নেই। কৃষ্ণকান্তি চৌধুরী নামে এক ব্যক্তি বলেন ছবিটি আমার ভাগ্নের তবে মাঝেমধ্যে এখানে চিকিৎসার জন্য আসেন কিভাবে হল কিছু জানি না। ঘটনার বিষয়ে রানাঘাট ২ ব্লকের বিডিও শুভজিৎ জানা বলেন, অভিযোগ হাতে এলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাইট ১. চয়ন সরকার (অভিযোগকারী) ২. সুবীর মণ্ডল (এর মুখের ছবি ব্যবহার হয়েছে দ্বিতীয় ভোটার কার্ডে) ৩. আশীষ বিশ্বাস (বিএলও, রাণাঘাট-২ ব্লক) ৪. কৃষ্ণকান্তি চৌধুরী (জালিয়াতি ভোটার কার্ড তৈরি করা চয়ন সরকারের মামা) ৫. শুভজিৎ জানা (বিডিও, রাণাঘাট-২ ব্লক)
89
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 14, 2025 04:25:59
Kalna, West Bengal:অনলাইনে মিলছে না ২০০২ সালের ভোটার তালিকা, আতঙ্কে কালনার পূর্বস্থলীর পারুলিয়া বেলগাছির 946 জন ভোটাররা, কালনার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেকাতলা-২ গ্রাম পঞ্চায়েতের ২৫৯ নম্বর বুথে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকার কালেকাতলা–২ গ্রাম পঞ্চায়েতের বেলগাছি গ্রামের ভোটাররা বর্তমানে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। অনলাইনে তন্নতন্ন করে খুঁজেও ২০০২ সালের ভোটার তালিকা না পাওয়ায়, অনেকেই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারছেন না। ফলে আতঙ্ক ছড়িয়ে গেছে পুরো বুথজুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলগাছি ২৫৯ নম্বর বুথে প্রায় ৯৪৬ জন ভোটার রয়েছেন। বিএলও স্বাতী মজুমদার প্রত্যেকের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিলেও, অনলাইনে ২০০২ সালের ভোটার তালিকার লিংক না থাকায় কেউই ফর্ম পূরণ করতে পারছেন না。 অন্যদিকে, পূর্বস্থলী দু’নম্বর ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি。 বাইট এক - সন্ধ্যা দাস (গ্রামবাসী) বাইট দুই - রুপা দাস (স্থানীয়) বাইট তিন - সবুজ দাস (বিজেপি নেতা) বাইট চার - তপন চ্যাটার্জী (বিধায়ক পূর্বস্থলী উত্তর)
68
comment0
Report
BMBiswajit Mitra
Nov 14, 2025 04:25:37
Ranaghat, West Bengal:Content in Bengali preserved as is: নদীয়ার চাদুরिया দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ভাগীরথীর ভাঙ্গন নতুন কোনও ঘটনা নয়, তবে তার বিস্তৃতি আজ চরমে। ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী যেখানে প্রায় দশ হাজার মানুষের বসবাস ছিল, সেখানে এখন মাত্র পাঁচ হাজার মানুষ টিকে আছেন। বাকিরা ভিটেমাটি হারিয়ে ছিন্নমূল হয়ে অন্যত্র পাড়ি দিয়েছে। একসময় কৃষিনির্ভর এই পঞ্চায়েতের ১৩ জন সদস্য ছিল। নদীভাঙনে সেই গ্রামগুলোর একের পর এক অস্তিত্ব লোপ পেতে পেতে এখন সদস্য সংখ্যা নেমে এসেছে মাত্র ছয়ে。 সাহা পাড়া, বাবু پাড়া, বসতি פাড়া, দুর্লভপাড়া—এমন বহু গ্রাম আজ নদীয়ার মানচিত্রেই নেই। তিন দশকের ধারাবাহিক ভাঙনে মানুষ তার স্থাবর-অস্থাবর সবকিছু হারিয়ে আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। ভাগীরথীর ওপারেই হুগলি জেলা, আর এপারে শহর থেকে বিচ্ছিন্ন এক প্রত্যন্ত জীবন—যা এখন কেবল স্মৃতি হয়ে যাচ্ছে। এদিকে এসআইআর আবহে জমি ছেড়ে যাঁরা একসময় চলে গিয়েছিলেন, তাঁরা এখন ভিড় জমাচ্ছেন পঞ্চায়েত অফিসে। হারিয়ে যাওয়া নাম, বাদ পড়তে চলা ভোটার তালিকা, আর ভাঙনের ভয়ের সামনে দাঁড়িয়ে তাঁদের দাবি—অন্তত প্রশাসনিক নথিতে যেন তাঁদের অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে। নদীর ভাঙনে হারানো জীবন ফিরে না এলেও পরিচয়টুকু বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজও অনড় এই মানুষগুলো।
101
comment0
Report
BMBiswajit Mitra
Nov 14, 2025 04:25:12
Ranaghat, West Bengal:নদীয়ার চাদুরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ভাগীরথীর ভাঙ্গন নতুন কোনও ঘটনা নয়, তবে তার বিস্তৃতি আজ চরমে। ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী যেখানে প্রায় দশ হাজার মানুষের বসবাস ছিল, সেখানে এখন মাত্র পাঁচ হাজার মানুষ টিকে আছেন। বাকিরা ভিটেমাটি হারিয়ে ছিন্নমূল হয়ে অন্যত্র পাড়ি দিয়েছেন। একসময় কৃষিনির্ভর এই পঞ্চায়েতের ১৩ জন সদস্য ছিল। নদীভাঙনে সেই গ্রামগুলোর একের পর এক অস্তিত্ব লোপ পেতে পেতে এখন সদস্য সংখ্যা নেমে এসেছে মাত্র ছয়ে। সাহা পাড়া, বাবু পাড়া, বসতি পাড়া, দুর্লবপাড়া—এমন বহু গ্রাম আজ নদীয়ার মানচিত্রেই নেই। তিন দশকের ধারাবাহিক ভাঙনে মানুষ তার স্থাবর-অস্থাবর সবকিছু হারিয়ে আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। ভাগীরথীর ওপারেই হুগলি জেলা, আর এপারে শহর থেকে বিচ্ছিন্ন এক প্রত্যন্ত জীবন—যা এখন কেবল স্মৃতি হয়ে যাচ্ছে। এদিকে এসআইআর আবহে জমি ছেড়ে যাঁরা একসময় চলে_gিয়েছিলেন, তাঁরা এখন ভিড় জমাচ্ছেন পঞ্চায়েত অফিসে। হারিয়ে যাওয়া নাম, বাদ পড়তে চলা ভোটার তালিকা, আর ভাঙনের ভয়ের সামনে দাঁড়িয়ে তাঁদের দাবি—অন্তত প্রশাসনিক নথিতে যেন তাঁদের অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে। নদীর ভাঙনে হারানো জীবন ফিরে না এলেও পরিচয়টুকু বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজও অনড় এই মানুষগুলো।
45
comment0
Report
NRNarayan Roy
Nov 14, 2025 04:24:02
Siliguri, West Bengal:বিপর্যয় কাটিয়ে পর্যটকের ভিড় বাড়ছে সান্দাকফু সহ ফালুট, থাকুম ভ্যালি, টুঙ্গলু ও টুঙ্গলিং এর পর্যটন কেন্দ্রগুলিতে। গত দিনকয়েক ধরেই ঘুমন্ত বুদ্ধ (কাঞ্চনজঙ্ঘা) উকি দিচ্ছে। আঁকা বাঁকা পাহাড়ি পথের সাথে মন মুগ্ধ করা রঙবেরঙের ফুল ও প্রকৃতির আলোছায়ার খেলা দেখতে মেতেছে দেশ বিদেশের পর্যটকদেরা। সাথে বাড়তি পাওনা হিসেবে পর্যটকদের পছন্দের ঐতিহাসিক ল্যান্ড রোভার (গাড়ি) করে শৈল শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ানো। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে বছর শেষে পাহাড়ে ব্যাপক পর্যটকের ভিড় হওয়ায় বেজায় খুশি পর্যটন শিল্পের সাথে জড়িত ল্যান্ড রোভর গাড়ির মালিক থেকে চালক ও হোমস্টে ব্যবসায়ীরা। তবে পাহাড়ে আসা কিছু পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ীদের প্রত্যেকেরই বক্তব্য, পাহাড়ে ঘুরতে এলে অযথা পাহাড়কে নোংরা না করা যথাস্থানে ময়লা ফেলার অনুরোধ জানাচ্ছেন তারা।
98
comment0
Report
NRNarayan Roy
Nov 14, 2025 04:01:33
Siliguri, West Bengal:নির্বাচন কমিশন চাইলেও রাজ্যে ৭০ থেকে ৮০ শতাংশের বেশি এসআইআর হবে না। কারণ রাজ্য সরকার এর বিরোধীতা করছে, বললেন শুভেন্দু। এদিন উত্তরবঙ্গে সমস্ত বিজেপি সাংসদ ও বিধায়কদের নিয়ে একটি দলীয় বৈঠকের আয়োজন হয়েছিল। ওই বৈঠকে যোগ দেন ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ উত্তরবঙ্গের আট জেলার বিজেপি বিধায়কর ও সাংসদরা। মূলত এদিনের বৈঠকে ২৬ য়ের বিধানসভা নির্বাচনের আগের দলের সাংগঠনিক পরিস্থিতি এবং এসআইআরএর গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশী অনুপ্রবেশকারীরা যাতে এই রাজ্যে আসতে পারে তাই রাজ্য সরকার বাংলাদেশ সীমান্ত এলাকায় ৫৪০ কিলোমিটার সীমান্তে কাটাতার দেওয়ার জন্য জমি দেয়নি। এই রাজ্যে যতক্ষন না এসআইআর ঠিকমতো হচ্ছে ততক্ষণ বাংলাদেশী মুসলমানদের বের করা যাবে না । রাজ্যে বিজেপি সরকার আসছে। বিজেপির সরকার আসলেই তাদের বের করা হবে। এসআইআরের মাধ্যমে প্রথমে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, তারপর তাদের নাম ভোটার তালিকা থেকে বের করা হবে। কিন্তু ওদের বের করতে গেলে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। তিনি আরও বলেন, বিহারে যেমন সংবিধান মেনে এসআইআর হয়েছে। এরাজ্যে তা হবে না। কারণ এই সরকার তার বিরোধিতা করছে। তবে ৭০ থেকে ৮০ শতাংশ হবে। এরপর তিনি অধীর চৌধুরীর মতুয়াদের অনশন মঞ্চে যাওয়া নিয়ে বলেন, ওই অনশনের আয়োজক তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতাবালা ঠাকুর। তাই তৃণমূল কংগ্রেস যে কংগ্রেসের সঙ্গে মিলে রয়েছে এটা তারই প্রমাণ
149
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 14, 2025 03:35:21
Kolkata, West Bengal:শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে দক্ষিণ আফრিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট। টেস্ট বিশ্বকাপ জেতার পর প্রতিপক্ষ এখন রীতিমতো শক্তিশালী। ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন টেম্বা বাভুমারা। তবে শুভমন গিলরাও পালটা চাল দেওয়ার জন্য তৈরি রয়েছেন।প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া টিম ইন্ডিয়া।এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে প্রথম একাদশ এখনও ঠিক করতে পারেননি তাঁরা। কারণ ইডেনের পিচ এখনও পুরোপুরি চিনে উঠতে পারেননি শুভমনরা। brihospoti বার সাংবাদিক বৈঠকে ইডেনের পিচ নিয়ে প্রশ্ন করা হলে শুভমন বলেছেন, ‘বুধবার এসে দেখেছিলাম অন্য রকম উইকেট। এদিন এসে দেখছি সেটা বদলে গিয়েছে। শুক্রবার এসে আরও এক বার দেখলে বুঝতে পারব। এমনিতেই পিচ দেখে শুকনোই মনে হচ্ছে। এই ধরনের পিচে রিভার্স সুইং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৪-এ ইংল্যান্ড সিরিজ স্পিন সহায়ক পিচ হলেও পেসারেরা উইকেট নিয়েছিল। রিভার্স সুইং হলে পেসারদের কখনওই হিসাবের বাইরে রাখা যাবে না।' ইডেনে ধ্রুব জুরেল যে খেলবেন তা মোটামুটি নিশ্চিত। ব্যাটারদের নিয়েও চিন্তা নেই। তবে তিন স্পিনার হিসাবে কাকে কাকে খেলাবেন তা চূড়ান্ত করেননি শুভমন। তাঁর কথায়, ‘বছরের সেই সময়টায় এসে গিয়েছি, যখন একজন অতিরিক্ত পেসার নাকি অতিরিক্ত স্পিনার খেলাব, সেটা নিয়ে দ্বন্দ্ব চলে। সেই জন্যই শুক্রবার এসে পিচ দেখে সিদ্ধান্ত নেব। প্রথম একাদশ মোটামুটি নিশ্চিত। সাধারণত ভারতে স্পিনাররাই ম্যাচ জেতাতে সাহায্য করে। যেহেতু ভারতের পূর্ব দিকের এই অঞ্চলে আলো তাড়াতাড়ি কমে যায়, তাই সেগুলোও মাথায় রাখতে হবে। তাছাড়া আমাদের দলে খুব ভালো ভালো ব্যাটিং অলরাউন্ডার রয়েছে। সেটা অক্ষর, ওয়াশিংটন বা জাদেজা যে-ই হোক। ওদের বোলিং এবং ব্যাটিংয়ের রেকর্ড অসাধারণ। উত্তেজক একটা টেস্ট হতে চলেছে।' অস্ট্রেলিয়ায় শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার ছ’দিনের মধ্যে লাল বলে খেলতে নামবেন শুভমন। এখনও তিন ফরম্যাটে খেলার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া রপ্ত করতে হচ্ছে তাঁকে। বলেছেন, ‍‘এখনও ভাবছি কীভাবে মানিয়ে নেব। এশিয়া কাপ থেকে পরের পর খেলে চলেছি। বিভিন্ন দেশে যাচ্ছি।চার-পাঁচ দিনের ব্যবধানে বিভিন্ন ফরম্যাটে নামতে হচ্ছে। সব ফরম্যাটে সাফল্য পেতে গেলে কীভাবে নিজেকে ঠিক রাখতে হয়, সেটা জানার জন্য আর একটু সময় দরকার। তবে শরীরের থেকেও মনের চ্যালেঞ্জ বেশি।’ পেসারদের ওয়ার্কলোড প্রসঙ্গে শুভমন বলেছেন, ‘ভারতে খেলার চেয়ে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় খেলতে গেলে জোরে বোলারদের ওপরে চাপ বেশি পড়ে। কিন্তু আমাদের দলের পেসাররা জানে, কীভাবে ভারতের মাটিতে সাফল্য পেতে হয়। যদি পিচ থেকে রিভার্স সুইং পাওয়া যায়, তা হলে ওরা সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। বুমরা নিজেও জানে যে ভারতের মাটিতে বল করতে গেলে ওর ওপর সেভাবে চাপ পড়বে না। ও সেভাবেই সামলায় ব্যাপারটা।’ দক্ষিণ আফ্রিকাকে ২-০ হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাে দ্বিতীয় স্থানে উঠে আসবে ভারত। সেই প্রসঙ্গে শুভমন বলেছেন, ‘এই দুটো ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে এখানে ভালো খেলতেই হবে। দক্ষিণ আফ্রিকা টেস্ট বিশ্বকাপ জিতে খেলতে এসেছে। শক্তিশালী দল। তাই লড়াই সহজ হবে না। অনেক কঠিন সময় আসবে। তবে দল হিসাবে একসঙ্গে সেগুলো সামলে দিতে পারব।’ ১৩ বছর পর ইডেনের কোনও টেস্ট ম্যাচে ভারতীয় দলে থাকবে না মহম্মদ শামির নাম। ২০১৩-য় টেস্টে অভিষেক হওয়ার পর থেকে ইডেনে হওয়া চারটি টেস্টেই খেলেছিলেন শামি। এই প্রথম ঘরের মাঠে টেস্ট খেলা হবে না তাঁর। প্রথম টেস্টের আগের দিন ভারতীয় দলে শামির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক শুভমন গিল। শুভমনের কথায়, ‘শামিভাইয়ের মতো বোলার খুব বেশি নেই। তবে আকাশ দীপ বা প্রসিদ্ধের মতো বোলারদের পারফরম্যান্সের দিকে যদি তাকান, বা সিরাজ বা বুমরা ভারতের হয়ে কেমন খেলেছে সেটা যদি দেখেন, তা হলে বুঝবেন সিদ্ধান্ত কতটা কঠিন। শামিভাইয়ের মতো বোলারকে বাইরে রেখে খেলতে কখনওই ভালো লাগে না। তবে একইসঙ্গে আমাদের সামনের দিকে তাকাতে হবে। ফিটনেস এবং নির্বাচন নিয়ে নির্বাচকরা ভালো উত্তর দিতে পারবেন।’ ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে যে গৌতম গম্ভীরদের দুশ্চিন্তা মেটেনি তা বৃহস্পতিবারও দেখা গিয়েছিল। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে বৃহস্পতিবার শেষ দিনের অনুশীলন ছিল। সেখানে দেখা গেল বোর্ডের দুই পিচ প্রস্তুতকারককে। পাশাপাশি দলের две ক্রিকেটারের দিকে নজর দিলেন গম্ভীর। বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতের। ইডেনে ঢুকেই পিচের দিকে চলে যান গম্ভীর। সঙ্গে ছিলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ও বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁদের সঙ্গে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ও ছিলেন। کچھক্ষণ পর সেখানে যান ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই পিচ প্রস্তুতকারক আশিস ভৌমিক ও তাপস চট্টোপাধ্যায়। ভারতের অধিনায়ক শুভমন গিল ও সহ-অধিনায়ক ঋষভ পন্থও যোগ দেন সেই আলোচনায়। সকলের মধ্যে প্রায় আধ ঘণ্টা আলোচনা চলে। দেখে বোঝা যাচ্ছিল, পিচের একটি বিশেষ অংশ নিয়ে দুশ্চিন্তা রয়েছে ভারতীয় দলের। সেই জায়গাটা বারবার হাতের ইশারায় দেখাচ্ছিলেন শুভমনরা। শুভমন স্বীকার করে নিয়েছেন যে ইডেনের পিচ বুঝতে পারছেন না তিনি। সামনের পায়ে খেলার চেষ্টা করছিলেন শুভমন। কোনও সমস্যা হলে গম্ভীর গিয়ে তাঁর সঙ্গে কথা বলছিলেন। ইডেনে দক্ষিণ আফ্রikাও হয়তো তিন স্পিনার খেলাবে। শুভমন চার নম্বরে ব্যাট করেন। মিডল অর্ডারে স্পিনারদের বিরুদ্ধেই বেশি খেলতে হবে তাঁকে। সেই কারণে স্পিনারদের বিরুদ্ধে বেশি অনুশীলন করতে দেখা গেল তাঁকে। এ দিকে লালকেল্লার কাছেই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে সদ্য। তারপরেই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে কলকাতাও। এই আবহেই ইডেনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। ফলে নিরাপত্তার বিষয়ে কোনও আপস করতে রাজি নয় কলকাতা পুলিশ। জানা গিয়েছে, নিরাপত্তার কথা ভেবে ইডেনের বিভিন্ন অংশকে কয়েকটি ভাগে ভাগ করেছেন পুলিশ কর্তারা। প্রত্যেকটি ভাগের দায়িত্বে থাকবেন ডেপুটে পুলিশ কমিশনার এবং ৯ জন এসি। পাশাপাশি বিরাট পুলিশের একটি দল সুরক্ষায় মোতায়েন থাকবেন। বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড-সহ সাত সাতস্তরীয় নিরাপত্তাবলয় থাকবে ইডেনে। ক্লাব হাউস এবং ভিভিআইপি জোনের নিরাপত্তাতেও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিরাপত্তায় মোতায়েন থাকবেন বলে লালবাজার সূত্রে খবর। ইডেনের বিভিন্ন জায়গায় সশস্ত্রবাহিনীর সদস্যরা যেমন থাকবেন, তেমনই থাকবে কুইক রেসপন্স টিম। ইডেনের বাইরেও নিরাপত্তাতে জোর দেওয়া হয়েছে। ইডেনকে ঘিরে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে বাঙ্কার। যেখানে কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। ইডেন সংলগ্ন রাস্তাতেও শুক্রবার যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
264
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 14, 2025 03:34:56
Kolkata, West Bengal:আর কয়েক ঘণ্টা পরেই ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। তার আগে বৃহস্পতিবার ইডেনে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিল প্রোটিয়ারা। ভারতে এসে টেস্ট সিরিজ জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার। সেই দুঃখ রয়ে গিয়েছে টেম্বা বাভুমার দলের। এবার সেই ইতিহাস উল্টে দিতে চায় প্রোটিয়ারা। কারণ বাভুমার নেতৃত্বেই চোকার্স ট্যাগ ঘুচিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাই শুভমন গিলদের হারাতে তৈরি দক্ষিণ আফ্রিকা। ভারতকে হারানোর জন্য বাভুমা সাহায্য নিচ্ছেন কেন উইলিয়ামসনের। সম্প্রতি ভারতের মাটিতে এসে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে হারিয়ে গিয়েছে গৌতম গম্ভীরের দলকে। তখন রোহিত শর্মার হাতে ছিল দলের রিমোট কন্ট্রোল। কিন্তু রোহিত ও বিরাট কোহলি যে টেস্ট ফরম্যাট থেকে সরে গিয়েছেন এখন। নতুন অধিনায়ক গিল। অপেক্ষাকৃত তরুণ দল ভারতের। এই দল নিয়েই ইংল্যান্ডের মাটিতে সিরিজে সমতা ফিরিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে মাটি ধরিয়েছে। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। বাভুমা সাহায্য চেয়েছিলেন কেন উইলিয়ামসনের কাছ থেকে। সেই কথা তিনি জানান সাংবাদিক বৈঠকে। হাসতে হাসতে বাভুমা বলেছেন, ‘ও আমাদের তথ্য সাহায্য করত। ওই আমাদের অ্যানালিসিস গাই। কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন উইলিয়ামসনের সঙ্গে দেখা হয়েছিল আমার। কয়েকটা বিষয় আমি জানতে চেয়েছিলাম। সব ব্যাপার খুল্লমখুল্লা জানায়নি আমাকে। কিন্তু আমাকে বলেছিল, দেখো যাতে টসটা জিততে পারো। ফলে আমি আমার টস করার দক্ষতায় শান দিচ্ছিলাম।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলছেন, ‘ভারতকে ২-০ হারানো নাকি বিশ্বটেস্ট চ্যাম্পিয়ন হওয়া? কোনটা লক্ষ্য হওয়া উচিত? অবশ্যই ডব্লিউটিসি জেতা। অন্য জয় এর ধারেপাশে আসে না। দ্বিতীয় ব্যাপার হল, ভারতের বিরুদ্ধে জয় অবশ্যই আমাদের লক্ষ্য। দীর্ঘ সময় চলে গিয়েছে আমরা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারিনি। দু'সপ্তাহে আমরা সেই চেষ্টা করব। ভারতে এসে খেলাটা খুবই কঠিন ব্যাপার। যে চ্যালেঞ্জ আসবে সেটাও আমাদের জানা। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে আমরা খেলতে চাই। ছেলেরা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে।
148
comment0
Report
Advertisement
Back to top