Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
164 बेलেঘाटा चुनाव केंद्र के BLO सज्जाद अली कुरैशी ने फॉर्म नहीं मिलने का आरोप लगाया
DBDebanjan Bandyopadhyay
Nov 12, 2025 11:27:36
Kolkata, West Bengal
১৬৪ বেলেঘাটা নির্বাচন কেন্দ্রের বি এল ও সাজ্জাদ আলি কুরেশি। তার অভিযোগ এলাকায় তিনি প্রথম ১০০ SIR ফর্ম বিলি করার পর আর ফর্ম পাচ্ছেন না। তার হয়ে শাসকদলের জনৈক আকিব ফ্রম বিলি করে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। এনিইম তার অভিযোগ জানিয়েছেন। গোটা ঘটনার পিছনে এলাকায় তৃণমূল নেতা ইকবাল আহমেদের নামে অভিযোগ জানিয়েছেন। শেষ পর্যন্ত জি ২৪ ঘন্টার গাড়িতে করেই নারকেলডাঙ্গা থানায় এলেন অভিযোগ জানাতে সাজ্জাদ।
24
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Nov 12, 2025 13:02:29
Katwa, West Bengal:কাটোয়া বর্ধমান রুটে রেলপথে গাঙ্গুলিডাঙ্গা গ্রামে একটি রেলগেট আছে, রেলের সুবিধার্থে রেলগেট বন্ধ করে সাব ওয়ে তৈরি কাজ চলছিল সেই সময় গ্রামের বাসিন্দারা কাজ বন্ধ করার দাবিতে বিক্ষোভ শুরু করে। গ্রামবাসীরা জানান গাঙ্গুলিডাঙ্গার এই রাস্তাটি গাঙ্গুলি ডাঙ্গা , কদমপুকুর, শ্রীখন্ড গ্রামের একাংশের যাতায়াতের এক মাত্র পথ। তারা বলেন এই গ্রামগুলির বেশিরভাগ অংশ বর্ষার সময়ে জলে ডুবে যায়। সাব ওয়ে তৈরি হলে বর্ষাকালে রাস্তা জলে ডুবে যাওয়ার কারণে মানুষদের যাতায়াত বাধাগ্রস্ত হবে বলে দাবী করেন গ্রামের বাসিন্দারা। তারা বলেন গ্রামগুলিতে প্রবেশের এই একমাত্র পথ হওয়ায় বাচ্চাদের স্কুলে যাতায়াত এবং মৃতদেহ নিয়ে যাওয়া ক্ষেত্রেও সমস্যা হবে। শ্রীখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান কার্যক্রমটি র rail কর্তৃপক্ষের সঙ্গে গ্রামের residents-এর সঙ্গে আলোচনার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। গ্রামবাসীরা বলেন তাঁরা সাব ওয়ে তৈরিতে বাধা দেবেন, প্রয়োজনে বড়ো আন্দোলন পর্যন্ত যেতে রাজি আছেন।
70
comment0
Report
STSrikanta Thakur
Nov 12, 2025 11:55:12
Dinajpur, Rangpur Division:সরকারি জমি দখল ও অবৈধ নির্মাণে নাম জড়াল প্রাক্তন চেয়ারম্যানের, বিজেপির অভিযোগে তোলপাড় বালুরঘাট বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে চলছে সরকারি জমি দখল ও অবৈধ নির্মাণের দৌরাত্ম্য। এবার সেই অভিযোগের কেন্দ্রে প্রাক্তন পৌর চেয়ারম্যান রাজেন শীল। শহর বিজেপির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সরকারি জমি দখল ও বেআইনি নির্মাণে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে。 অভিযোগের জবাবে রাজেন শীল জানিয়েছেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই জমির সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই। আমি ওদিক দিয়ে যাওয়ার সময় একটি গোলমাল হয়েছিল, সেটাই মিটিয়ে দিয়েছি। আমাকে কালিমালিপ্ত করার জন্যই এমন প্রচার চালানো হচ্ছে।” সূত্র অনুযায়ী, আত্রাই খড়ির ওপর সেচ দপ্তরের স্লুইস গেটের পাশে খালি পড়ে থাকা সরকারি জমিতে গত কয়েক বছর ধরে চলছে অবৈধ দালান নির্মাণ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দিনের আলোতেই প্লাস্টিকের আড়ালে প্রকাশ্য রাস্তায় চলছে এই নির্মাণকাজ। তাঁদের দাবি, বহুবার অভিযোগ জানানো হলেও প্রশাসন স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি। ফলে খড়ির ধার ঘেঁষে থাকা প্রায় সমস্ত সরকারি জমিই আজ বেদখল。 বিজেপির অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রতিদিনই সরকারি জমি দখল হচ্ছে, অথচ কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাঁদের আরও দাবি, প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে বর্তমান নেতৃত্ব পর্যন্ত—সবাই এই অনিয়মের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। বিজেপি জেলা নেতৃত্বের হুঁশিয়ারি—“সরকারি জমি দখল করে কেউ রেহাই পাবেন না। বিজেপি ক্ষমতায় এলে এই জমি ফেরত নেওয়া হবে।” অন্যদিকে, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, “ওই জমির মালিকানা পৌরসভার নয়, এটি সেচ দপ্তরের জমি। বেআইনি দখল বা নির্মাণের বিষয়ে আমার জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ করলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে।” একসময় আত্রাই খড়ি ছিল বালুরঘাটের অন্যতম সৌন্দর্যের প্রতীক। কিন্তু লাগাতার দখলদারি ও বস্তি gড়ে ওঠায় আজ তার চেহারা বদলে যাচ্ছে। জলপ্রবাহ কমে যাচ্ছে, বাড়ছে দূষণ, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য。 প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর পরস্পরের দোষারোপ চললেও, প্রশ্ন উঠছে—যখন প্রকাশ্য দিবালোকে সরকারি জমি দখল হয়, তখন সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ ইরিগেশন দপ্তর এবং স্থানীয় প্রশাসনের চোখে পড়ে না কীভাবে?
127
comment0
Report
SCSandip Chowdhury
Nov 12, 2025 11:26:59
Katwa, West Bengal:দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর গোটা রাজ্যজুড়েই জারি হয়েছে সতর্কতা। তারই অংশ হিসেবে কাটোয়ায় রেলপুলিশ শুরু করেছে টানা তল্লাশি অভিযান। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে তিন দফায় মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনে চলছে তল্লাশি। বুধবার দুপুরে কাটোয়া-আজিমগঞ্জ রেলপথে রেলপুলিশ ট্রেনে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি চালায়। কাটোয়া স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ পরীক্ষা করার পাশাপাশি কামরার ভিতরেও সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। একইভাবে কাটোয়া–ব্যান্ডেল রেলপথে ইএমইউ ট্রেনের ভেন্ডর কামরাতেও চলেছে বিশেষ নজরদারি। রেলপুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীদের সুরক্ষার স্বার্থে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত থেকেই তারা রেলওয়ের বিভিন্ন রুটে নেমে পড়েছে। মেল-এক্সপ্রেস থেকে শুরু করে লোকাল ট্রেন পর্যন্ত প্রতিটি যাত্রাপথে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এক রেলপুলিশ আধিকারিক বলেন যাত্রীদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। সন্দেহভাজন কোনো বস্তু বা ব্যক্তিকে দেখলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। রেলপুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তাঁদের একাংশের বক্তব্য।খুব ভালো কাজ হচ্ছে। প্রতিদিন যদি এভাবে তল্লাশি চলে, তাহলে আমরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারব। স্টেশন চত্বরে পুলিশি তৎপরতায় যাত্রীদের মধ্যে যেমন স্বস্তি, তেমনি বেড়েছে নিরাপত্তাবোধ। স্থানীয়দের আশা, এই তল্লাশি অভিযান অব্যাহত থাকলে যাত্রীদের আস্থা আরও দৃঢ় হবে। দিল্লি বিস্ফোরণের পর রাজ্যের প্রতিটি প্রান্তে যখন সতর্কতা জারি হয়েছে, তখন কাটোয়া রেলপুলিশের এই দ্রুত পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থার এক ইতিবাচক উদাহরণ হিসেবে ধরা যেতে পারে।
64
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 12, 2025 11:26:24
Asansol, West Bengal:জেলা परिवहन दপ্তরের বিরুদ্ধে আন্দোলনে তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন, রাজনৈতিক তরজা আসানসোল :- রাজ্য জুড়ে ই-রিক্সা রেজিষ্ট্রেশনের কাজ শুরু হয়েছে। এরপরেই আসানসোলে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগে। নেতৃত্বে আই এন টি টি ইউ সি র আসানসোল ব্লক সভাপতি রাজু আহলুওয়ালিয়া। তাদের অভিযোগ রেজিষ্ট্রেশনের নামে বেশি বেশি টাকা নিচ্ছে বিভিন্ন শোরুম গুলি। সেইজন্য তাদের দাবি পরিবহন দপ্তরে ইই-রিক্সা রেজিষ্ট্রেশনের করার ব্যবস্থা করা হোক। পরিবহন দপ্তরের জেলা আধিকারিক মৃনময় মজুমদার বলেন, অন্যান্য গাড়ির মতন শো-রুমে গিয়ে এপ্যের মাধ্যমে ই-রিক্সা রেজিষ্ট্রেশন করতে হবে। রাজ্য সরকার ৬ মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স ও বীমা থেকে রেহাই দিয়েছে। কিন্তু ৬ মাসের মধ্যে এইগুলোও করে নিতে হবে। সবকিছু মিলিয়ে ৭ হাজারের মতন টাকা খরচ হবে। সমস্ত টায় পরিবহন দপ্তরের পোর্টালের মাধ্যমে করতে হবে। কেও বেশি টাকা নিতে পারবে না। যারা অবৈধ শোটো কিনেছেন, অর্থাৎ বৈধ রেজিস্ট্রার শোরুম থেকে কেনেননি, তাদের ২ বছরের জন্য অস্থায়ীরূপে রেজিষ্ট্রেশন করতে হবে। ২ বছরের মধ্যে টোটো গুলোকে সরিয়ে ই-রিক্সা কিনতে হবে。 একজন কেবল একটাই ই-রিক্সা কিনতে পারবে। আরটিও মৃনময় বলেন আসানসোলে এক এক জন প্রায় ২০-৩০ টা এ-রিক্সা কিনে ভাড়ায় চালাচ্ছেন বলে তাদের কাছে খবর এসেছে। তাদের সমস্যা হবে। পাশাপাশি তিনি এও বলেন কোন শোরুমের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে পরিবহন দপ্তর আইনানুগ ব্যবস্থা নেবে। পাশাপাশি অবৈধ শোরুমের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলেন। কিন্তু আইএনটিটিইউসি র আসানসোল ব্লক সভাপতি রাজু আহলুওয়ালিয়ার অভিযোগ শোরুমের মালিকেরা রেজিষ্ট্রেশনের নামে বেশি টাকা নিচ্ছে। রাজ্য সরকার ৩০ তারিখ প্রযন্ত রেজিষ্ট্রেশনের তারিখ ধার্য্য করলেও তার আগে থেকে জেলা পরিবহন দপ্তর ধরপকর শুরু করেছে টোটো গুলো। রাজু বলেন পরিবহন দপ্তরের বিরুদ্ধে তাদের আন্দোলন শুরু হয়েছে তা অনবরত চলবে।
17
comment0
Report
PMProsenjit Malakar
Nov 12, 2025 11:25:57
Nijuri, West Bengal:দিল্লি বিস্ফোরণে পরদিনই পশ্চিমবঙ্গের বীরভূমে প্রচুর পরিমানে বিষ্ফোরক ভর্তি একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ২০ হাজার জিলেটিন স্টিক। ঘটনাটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার সংকেতপুর গ্রামে। ঘটনায় নারায়ণ ঘোষ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে ওই এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশ চারচাকা গাড়িটি দেখতে পান। গাড়িটি আটক করে তল্লাশি চালানোর সময় বিষ্ফোরক গুলি দেখতে পায় পুলিশ। এরপরেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে নলহাটি থানার পুলিশ। তবে গাড়িটির চালক ও খালাসি পলাতক। বিস্ফোরক গুলি কোথায় ও কি কারনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়টি তদন্ত করছে বীরভূম জেলা পুলিশ। দিল্লি বিস্ফোরণের ঘটনার একদিন পর এর রাজ্যের ঝাড়খণ্ড ও মুর্শিদাবাদ লাগোয়া বীরভূমে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়.
31
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 12, 2025 11:25:35
Jhargram, West Bengal:ফের ইডির তল্লাশি ঝাড়গ্রামে। আজ ED আধিকারিকের একটি দল এসে উপস্থিত হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। প্রথমে তারা অরুণ শরাফের অফিসে একদফা তল্লাশি চালায়। তারপর সেখান থেকে সরাফের বালি খাদান পৌঁছায়। সেখানে গোটা এলাকা মেপে দেখে সঙ্গে স্টক বালির পরিমাণ ও ফিতা দিয়ে মেপে দেখেন ED আধিকারিক এর দল। পাশে বিজেপির প্রাক্তন জেলা যুব সভাপতি অনুরন সেনাপতির স্কবালিও মেপে দেখে তদন্ত কারি দলটি। কারন সূত্রের খবর অনুরন স্টক বালি অরুন সরাফে দু্যি দিয়ে চালাতেন। তাই সেই যোগসূত্র ও সরজমিন এ ক্ষতিয়ে দেখছে তদন্ত কারি সংস্থা। তবে দলে থাকা সদস্যদের সাথে আজ কোনো কেন্দ্রীয় বহিনী নেই। সূত্র মারফত খবর বিশেষ কিছু তথ্য সংগ্রহ করতে আজ তাদের অভিযান। ফের ইডির ঝাড়গ্রামে আসায় কপালে ভাঁজ শাসকদলের কিছু নেতার। এর আগে অরুণ সরাফ এবং সৌরভ রায় সহ একাধিক লোকের বালি খাদান ও অফিসে দুবার তল্লাশি চালিয়ে জরুরি কাগজ ও টাকা উদ্ধার করে।
93
comment0
Report
ABArup Basak
Nov 12, 2025 11:25:21
Mal Bazar, West Bengal:*বিভিন্ন দাবিতে সুবর্ণপুর চা বাগানের শ্রমিকদের রাজ্য সড়ক অবরোধে উত্তাল, পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার...* Malbazar mahkumarar kranti blokker Subarnapur cha baganer sromikder andolôn budhbar notun matrā pāy. Ṭanā dūmase dhāke āntar arge sroto oborodh kore. Sromikra rajya sorkar oborsor kore. Sromikra rajya sorker opor boshe o shu'e dirghakhon bikkhôjô protorshon kore, folé dui ghônta'r o besi samoy thikôr sarbojanin chôlchhi bondho hoye pore. Aborodh korur modhye ekôndho aņdholônkāri sromikke polic fak tendrá chesta hole poriṣthiti aro utsoHo hoye tole. Kshubdha sromikra tokhon aro tiVbarsro sorke obosthan nen. Pore take garite tolār por punorai mukti dile porshônna porshokkho hoye por. Etodin sromikder paribārer sôbhya, nâyikô sabai rajya sork oborodh-e ansh nisen. Eman ki bidhyâlôr poshak porhe chhatra-chhatriyo o sromikder obosthāna theke bāsta deya hoye. Tara janay, “dui māse bagan bondho thakāye mā-bāpa ṭiushoner taka ba skule yātar prati bhāgita dāta parēcena, tai āmra skule yāte parchina.” Sromikder hate chilo ekadik dāwan-plaikārd, jekhane bagan khola, bakeya mojuri protīṣṭha, ebong PF prodān er dabi tolā hoy. Tara dirghi-kālē rajya sorke boshe bibhôjjo kāryakram chalāye jān. Choumatha rastar chôto pāsē sork oborodhēr fôle āṭeke porā bārā gari. Ōjor- kalin gārī‑golor workers-ke sromikra goṛīe yāoār sujog kore dileo baki yātri bohzā gāṛi, lodu, baikāla aruhī ullekhe ōṭkē deoya hoye. Ghotônasthale upasthita chilen Kranti police fāḍir Oči Ketī Lepchā nētr̥ẏatā'lī bishi pōlish bāhinī. Bār-bār alōcôe chesṭa korar por Kranti BDO Rimil Soren ghotôn shàsṭhle āsē samôkher shathe kathā bolen. Prashashoner āshbâsshe aborodh tôdhāna korthe, dopurer modhye sromikra oborodh oṭhantāra hoeḍe. BDO Rimil Soren janay, “āgāmī 18-e November Malbazar LC kāralaye Subarnapur Cha bagan'r kôrttāphśha, sromik sangathan o prashashoner bāithakkha hobe. Sekhān bagan khola o sromikder dabi niye alochona kora hobe.” Se āśābādi byakt karen je khub shighroi samasyār samādhān hobe. Onyadike sthāyī sromik Joynul Mohammmad o Kobita Rai janay, “āmādār dabi pūra nā hole āmra bṛhotto andolon-e nāmbo.” Prashashoner hôsthekkyo poristithi abosho bhābe swābik hoy. বাইট ১) শ্রমিক ২) স্কুল ছাত্রী। ৩) ক্রান্তির বিডিও রিমিল সোরেন। 1211ZG_MAL_ROAD_BLOCK_R
75
comment0
Report
NHNantu Hazra
Nov 12, 2025 10:15:54
0
comment0
Report
NHNantu Hazra
Nov 12, 2025 10:15:38
Salt Lake City, Utah:West Bengal Pratibandhi Oikya Manch calls for mass devoting and Bikash Bhaban Abhiyan in women and child development and social welfare department on ten-point demand. পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের আহবানে দশ দফা দাবিতে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরে গণ ডেভুটেশন ও বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন এর কাছে আসতেই পুলিশ তাদেরকে আটকে দেয়। সেখানেই তারা বিক্ষোভ দেখাতে থাকে এর পরে দুটি ভাগে ভাগ হয়ে প্রতিনিধ্বল ডেপুটেশন জমা দিতে যায়। আন্দোলনকারীদের দাবি....... মাসিক ৫০০০ টাকা বর্ধিত হাড়ে মানবিক ভাতা প্রদান করতে হবে। নকল প্রতিবন্ধী শংসাপত্র প্রদানের দুর্নীতি বন্ধ করতে হবে কেন্দ্র এবং রাজ্যের শিক্ষানীতিতে উল্লিখিত অনলাইন বা গৃহভিত্তিক শিক্ষা পদ্ধতি প্রত্যাহার করতে হবে। স্কুলশিক্ষা দপ্তরের অধীনে স্পেশাল স্কুলের মাধ্যমে প্রতিবন্ধীদের শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এই দাবিসহ মোট ১০ দফা দাবি নিয়েই তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি।
0
comment0
Report
Advertisement
Back to top