Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010
मन্থर अपडेट: उत्तर बंगाल की स्थिति, सिक्किम में बर्फबारी
NRNarayan Roy
Nov 02, 2025 15:16:26
Siliguri, West Bengal
মন্থার আপডেট উত্তরবঙ্গের পরিস্থিতি সিকিমে তুষারপাত LIVE-AYAN+PRADYUT+NARAYAN
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Nov 02, 2025 19:00:33
Chinsurah, West Bengal:রিষড়ার জগদ্ধাত্রী পুজোর পাশে জ্যাক অলিভায়েল। পুজোর মন্ডপ প্রতিমা আলোকসজ্জাকে পুরষ্কৃত করল জ্যাক অলিভঅয়েল। তেঁতুলতলা রবীন্দ্র সংঘ পুজো মন্ডপের সামনের মঞ্চে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাক অলিভঅয়েলের ভাইস প্রেসিডেন্ট মিশন সরদার।তিনি পুজো কমিটির সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন。 মন্ডপ সজ্জায় প্রথম হয় বাঙুর পল্লী,প্রতিমায় প্রথম হয় চারবাতি ইয়ংস্টার,আলোকসজ্জায় প্রথম পুরষ্কার পায় সারাদামাতা ফরোয়ার্ড ক্লাব。 সেরার সেরা হয় রিষড়া তেতুঁলতলা রবীন্দ্র সংঘ。 মিশন সরদার বলেন,জ্যাক অলিভঅয়েলের ডিরেক্টর রাজর্ষী দাস চেয়েছেন চন্দননগরের মত রিষড়ার পুজোকেও বিশ্বের দরবারে নিয়ে যেতে।মানুষ জানুক সৃজনশীল কাজ রিষড়াতেও হয়।ভালো আলো মন্ডপ প্রতিমা হয়।যে কারনে এবার রিষড়ার পুজোর বিসর্জনের শোভাযাত্রাতেও থাকছে জ্যাক অলিভঅয়েল。
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 02, 2025 18:03:35
Kolkata, West Bengal:দশম হাসিম আব্দুল হালিম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হল কলকাতা জাদুঘরের আশুতোষ শতবার্ষিকী হলে। আয়োজক ইরান সোসাইটি এবং হাসিম আব্দুল হালিম ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন সাংসদ জহর সরকার। এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। তিনজনেই তাদের বক্তব্যে আলোচনার মূল বিষয়বস্তু - ভারতের সংবিধান রক্ষা এবং তা প্রয়োগে কমিউনিস্টদের ভূমিকার কথা দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেন। একইসঙ্গে বর্তমান সময়ে সংবিধানকে লংঘন করে কী ভাবে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার ভারতের সার্বভৌমত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত হানছেন তা নিয়ে বিশদে আলোকপাত করেন জহরবাবু।
0
comment0
Report
NRNarayan Roy
Nov 02, 2025 18:03:09
0
comment0
Report
PCPartha Chowdhury
Nov 02, 2025 18:02:51
Bardhaman, West Bengal:ফেরে এল নন্দীগ্রামের স্মৃতি! রাস্তা সারাইয়ের দাবিতে গোটা রাস্তা এবড়োখেবড়ো করে কাটলেন ক্ষুদ্র গ্রামবাসীরা। ছুটে এলেন ওসি,প্রধান থেকে বিডিও। একেবারে হুলস্থূল অবস্থা! পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নং ব্লকের সোনপলাশী গ্রামের ঘটনা। বারবার দরবারেও হয়নি রাস্তা সারাই। তাই গ্রামের ছেলে,বুড়ো, মেয়েরা শাবল কোদাল হাতে নেমে পড়ল রাস্তায়। খোড়া হল রাস্তা। মানুষের ক্ষোভ বাঁধ না মেনে রাস্তায় নেমে এলে যা হয়, তার নজির হয়ে রইল কুড়মুন ২ গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম। গ্রামবাসীদের বক্তব্য, রাস্তার হাল বেহাল অনেকদিন ধরেই। local আদিবাসী পাড়া, ধর্মতলা দুটি রাস্তা খুব খারাপ। তাদের বক্তব্য, গ্রামে কোনো মেয়ে সন্তানসম্ভবা হলে তাকে কাঁধে করে রাস্তা পার করতে হয়। স্কুল বা অঙ্গনওয়াড়ি স্কুলে যেতে কষ্টের সীমা থাকে না। তাদের দাবি, প্রধান থেকে পুলিশের অফিসার বারবার আশ্বাস দিয়েছেন। আজ,নয় কাল করে কেবল কালক্ষেপ করা চলছে। তাই তারা রবিবার সোনাপলাশী গ্রামের প্রবেশের রাস্তাটি কেটে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। এদিকে এই বিক্ষোভ চলে দিনভর। দফায় দফায় ছুটে আসেন শক্তিগড় থানার ওসি, বিডিও বিশ্বজিৎ চক্রবর্তী। অনেক টানাপোড়েনের পর একেবারে সন্ধ্যায় অবরোধ ওঠে আশ্বাস পেয়ে। এদিকে রাস্তা কিন্তু কাটাই রয়ে গেছে। সারাই কিন্তু হয়নি। এদিকে বিডিও বিশ্বজিৎ চক্রবর্তী ও প্রধান বাসুদেব দে জানান, আদিবাসী পাড়া ও ধর্মতলা এ দুটি রাস্তা হবে। তবে এই রাস্তা জেলা পরিষদের থেকে ভেটিং হয়ে গেছে। কিন্তু কিছু প্রক্রিয়ায় সময় লাগেই। সেগুলি হলেই ইতিবাচক অবস্থা তৈরি হবে। টেন্ডারও হবে। বিডিও জানান, গ্রামবাসীদের ক্ষোভ রয়েছে। কিছু রাস্তা সত্যি খারাপ। তারা দ্রুত কাজ করার চেষ্টা করবেন। এই বিক্ষোভ কি নেহাতই স্থানীয় ক্ষোভের বিস্ফোরণ নাকি শাসকদলের মাটি আলগা হবার ইঙ্গিত? প্রশ্ন উঠছে। বাইট : ১) অসীমা মাঝি( গ্রামবাসী) ২) বাসুদেব দে ( প্রধান,কুড়মুন ২ গ্রাম পঞ্চায়েত) ৩) বিশ্বজিৎ চক্রবর্তী ( বিডিও) ৪) জয়ন্তী নাগ( গ্রামবাসী ) ৫) গ্রামবাসী।
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 02, 2025 18:02:02
Katwa, West Bengal:রবিবার সন্ধ্যায় কাটোয়ার সংহতি মঞ্চে অনুষ্ঠিত নাটকে অভিনয় করতে এসে অভিনেতা দেবদূত ঘোষ বলেন রাজ্যে এর আগেও ২০০২ সালে বিনা বিঘ্নে SIR এর কাজ হয়েছে। সঠিকভাবে মানুষকে ভয় পাইয়ে না দিয়ে SIR করার দাবি তোলেন তিনি। তিনি জানান রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মীচারী যারা বি এল ও এর দায়িত্বে আছেন তাদের কাজ মানুষকে বুঝিয়ে সুষ্ঠ ভাবে SIR এর কাজ সম্পন্ন করা। তিনি বলেন যারা সঠিক ভোটার তাদের নাম যেন কোনো ভাবে বাদ না যায়।রাজ্যে SIR এর কাজ কে কেন্দ্র করে নাম তোলা , নাম না থাকাকে কে কেন্দ্র করে কিছু মানুষের প্রাণ হানি ঘটে যাচ্ছে এই বিষয় নিয়ে চিন্তা প্রকাশ করেন তিনি। তিনি বলেন প্রদীপ করের মতন মানুষের মৃত্যকে আত্মহত্যা বলা হচ্ছে সঠিক কি ঘটেছে সেটা জানার দাবি জানান তিনি।
0
comment0
Report
ALArup Laha
Nov 02, 2025 18:01:36
Belna, West Bengal:ব্রিগেড ময়দানে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের প্রস্তুতি পূর্ব বর্ধমানের মেমারীতে অনুষ্ঠিত হলো সহস্র কন্ঠে গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রবিবার মmemারি শ্রীমদ্ভাগবত পাঠ কমিটির পক্ষ থেকে। এদিন নানা প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমান এই ঐতিহাসিক আয়োজনে। আয়োজকদের দাবি, হিন্দু সমাজের ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দিতেই এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। উদ্যোক্তা বিশ্বজিৎ ঘোষ জানান, যুগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ প্রায় এক শতাব্দী আগে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর সেই বাণীকেই সামনে রেখে আজকের এই সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ (কার্তিক মহারাজ), স্বামী নিরগুনানন্দ ব্রহ্মচারী মহারাজ, স্বামী পরমাত্মানন্দজী মহারাজ-সহ একাধিক সাধু-সন্ত। এই গীতা পাঠের মঞ্চ থেকেই আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে “৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ”-এর আহ্বান জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন আরও বৃহত্তর পরিসরে হিন্দু ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া होगा। ০২১১২৫ZG_BWN_SAVA অরূপ লাহার রিপোর্ট
0
comment0
Report
NRNarayan Roy
Nov 02, 2025 15:16:20
0
comment0
Report
Advertisement
Back to top